জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আজকের এই পোস্টে তোমরা অনার্স ২য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা সম্পর্কে জানতে পারবে। আমরা এখানে ২য় বর্ষের পূর্ণাঙ্গ তালিকা এবং সাজেশন ও নোট সংযুক্ত করেছি।
অনার্স ২য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগে মোট ৭টি বই রয়েছে। এ বইগুলো মেজর পার্টের অন্তর্ভুক্ত। নিচে বইগুলোর তালিকা তুলে ধরা হল। প্রতিটি বিষয়ের নামের ওপর ক্লিক করে তোমরা উক্ত বিষয়ের সাজেশন ও নোট ডাউনলোড করতে পারবে।
অনার্স ২য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা
১. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (২২২৫০১)
২. বাংলাদেশের করবিধি (২২২৫০৩)
৩. ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং (২২২৫০৫)
৪. ব্যবসায় গণিত (২২২৫০৭)
৫. ব্যবসায় পরিসংখ্যান (২২২৫০৯)
৬. সামষ্টিক অর্থনীতি (২২২৫১১)
৭. ব্যবসায় যোগাযোগ ও প্রতিবেদন লিখন (২২২৫১৩)
১. ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং
১. ন্যায্যমূল্য কি?
উত্তর : কোন লেনদেনের সংশ্লিষ্ট পক্ষসমূহের মধ্যে পক্ষপাতহীন যে মূল্যে উক্ত লেনদেন সংগঠিত হতে পারতো এবং যদি ক্রয়কৃত কোন সিকিউরিটি সে মূল্যে উষতপত্রে দেখানো হয় তাকে ন্যায্যমূল্য বলে।
২. চলমান প্রতিষ্ঠান ধারণা বলতে কি বুঝ?
উত্তর : চলমান প্রতিষ্ঠান ধারণা বলতে বুঝায় যে কোন ব্যবসায়িক ক্রিয়াকলাপের নিরবচ্ছিন্নতা বা ধারাবাহিকতা রক্ষা। অর্থাৎ ব্যবসা চলাকালীন এর বিলোপ সাধনের কথা চিন্তা করা হয় না। বিশেষ কারণ ছাড়া অনির্দিষ্ট কারণ।পর্যন্ত চলতে থাকবে।
৩. বিনিয়োগের দু’টি উদ্দেশ্য লিখ।
উত্তর : বিনিয়োগের দুটি উদ্দেশ্য নিম্নরূপ-
(i) ভবিষ্যতে উপার্জন
(ii) ভবিষ্যতে অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে রক্ষা।
৪. কোন সম্পদের উপর অবচয় ধার্য করা হয় না?
উত্তর : ভূমির উপর অবচয় ধার্য করা হয় না। কেননা এর আয়ুষ্কাল সীমিত নয়।
৫. হিসাববিজ্ঞান প্রক্রিয়ার ধাপসমূহ কি কি?
উত্তর : হিসাববিজ্ঞান প্রক্রিয়ার ধাপসমূহ হলো : সনাক্তকরণ (Identification); লিপিবদ্ধকরণ (Recording) এবং যোগাযোগ (Communication)।
৬. বর্ধিত কর : (i) IFRS, (ii) FASB.
উত্তর : (i) IFRS = International Financial Reporting Standards
(ii) FASB = Financial Accounting Standard Board.
৭. বিনিয়োগ পোর্টফোলিও কি?
উত্তর : বিনিয়োগের উদ্দেশ্যে একগুচ্ছ স্টক অথবা সিকিউরিটিস এর তালিকাকে বিনিয়োগ পোর্টফোলিও বলে।
২. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
১. কম্পিউটারের জনক কাকে বলা হয়?
উত্তর : কম্পিউটারের জনক ইংল্যান্ডের গণিতবিদ চার্লস ব্যাবেজ (Charles Babbage)।
২. হাইব্রিড কম্পিউটার কি?
উত্তর : এনালগ ও ডিজিটাল এই দুই শ্রেণির কম্পিউটারের কার্যনীতির সমন্বয়ে মিশ্র প্রযুক্তিতে তৈরি কম্পিউটারকে হাইব্রিড কম্পিউটার বলে।
৩. CPU (সিপিইউ) কি?
উত্তর : স্মৃতি, গাণিতিক ও নিয়ন্ত্রণ অংশকে একত্রে কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ বলা হয়।
৪. সিস্টেম বাস কি?
উত্তর : ALU = Arithmatic Logic Unit.
৫. মৌলিক লজিক গেইট কয়টি ও কি কি?
উত্তর : ৩টি যথা- ১. অর গেইট, ২. অ্যান্ড গেইট, ৩. নট গেইট ।
৬. ক্যাশ মেমরি কি?
উত্তর : প্রধান মেমরির কাজের গতি বৃদ্ধির জন্য প্রধান মেমরি ও সিপিইউ এর মাঝামাঝি এই ধরনের মেমরির ব্যবহার করা হয়। যাকে ক্যাশ মেমরি বলা হয়।
৭. 4GL বলতে কি বুঝ?
উত্তর : কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য উদ্ভাবিত বিশেষ কয়েকটি ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা 4GL বলা হয়।
৩. বাংলাদেশের করবিধি
১. করপাত বলতে কি বুঝ?
উত্তর : করপাত হচ্ছে করের ‘চূড়ান্ত আশ্রয়স্থল’। যদি কর সঞ্চালন বা স্থানান্তর করা যায় তবে চূড়ান্তভাবে করের আর্থিক ভার অন্যের উপর বর্তায়। করের সর্বশেষ আর্থিক দায়ভারকে করপাত বলে।
২. অ্যাপিলেট ট্রাইবুনাল কি?
উত্তর : আয়কর অধ্যাদেশের ১১ ধারা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক বিচার বিভাগীয় ও হিসাব বিভাগীয় সদস্য নিয়ে গঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক সদস্যগণ নিয়োগপ্রাপ্ত হন। এটি আয়কর সংক্রান্ত সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ।
৩. আংশিক কৃষি আয় কি?
উত্তর : ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ২৬(২) ধারার বিধান অনুযায়ী রাবার/চা বাগানের আয় (৬০% কৃষি ও ৪০% অকৃষি) তামাক শিল্পে আয়ের সমান (কৃষি ও সিগারেট এবং তামাকের বাজার মূল্যের পার্থক্য) ইত্যাদিকে আংশিক কৃষি খাতে আয় বলা হয়।
৪. এডাম স্মিথ উল্লেখিত করের চারটি নীতির নাম লিখ।
উত্তর : প্রখ্যাত অর্থনীতিবিদ এডাম স্মিথ করের ৪টি নীতির কথা নিম্নে উল্লেখ করা হল। যথা :
১. সমতার নীতি (Canon of equality)
২. নিশ্চয়তা নীতি (Canon of certainty)
৩. সুবিধার নীতি (Canon of convenience)
৪. মিতব্যায়িতার নীতি (Canon of economy)
৫. করমুক্ত আয় কি?
উত্তর : যে সকল আয় কোন করদাতার করযোগ্য সীমা ও করের হার নির্ধারণের উদ্দেশ্যে মোট আয়ের অন্তর্ভুক্ত করা হয় কিন্তু পরে গড় হারে রেহাই দেয়া হয় সে সকল আয়কে করমুক্ত আয় বলে।
৬. প্রত্যক্ষ কর কি?
উত্তর : যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে।
৭. অর্থ আইন কি?
উত্তর : সরকার প্রতি বছর জাতীয় বাজেট প্রণয়ন করার সময় করের হার, ন্যূনতম করযোগ্য সামা, নতুন কর আরোপ বা কর অব্যহিত ইত্যাদি ঘোষণা করা থাকে। আয়কর সংক্রান্ত এ সকল সংশোধন কার্যকর করার জন্য প্রতি বছর সরকার যে আইন করে তাকে অর্থ আইন বলে।
৪. ব্যবসায় গণিত
১. সংখ্যা পদ্ধতি কি?
উত্তর : সংখ্যা পদ্ধতি বলতে বিভিন্ন ধরনের সংখ্যা, প্রতীক, এদের বৈশিষ্ট্য অথবা সংখ্যা উপাদানের চিত্র ব্যবহারের নীতিমালাকে বুঝায়।
২. জটিল সংখ্যা কাকে বলে?
উত্তর : যে সংখ্যাকে a + ib আকারে প্রকাশ করা হয় তাকে জটিল সংখ্যা বলে।
৩. জটিল সংখ্যার সাধারণ রূপ কি?
উত্তর : A + iB
৪. 1 + i জটিল সংখ্যাটির মডুলাস কত?
উত্তর : (√2)
৫. জটিল সংখ্যাকে কি আকারে প্রকাশ করা হয়?
উত্তর : a + ib আকারে।
৬. প্রকৃত বা বাস্তব সংখ্যা কি?
উত্তর : মূলদ ও অমূলদ দুই ধরনের সংখ্যাগুলোকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়।
৭. বাস্তব সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর : R দ্বারা।
৫. ব্যবসায় পরিসংখ্যান
1. What is statistics? (পরিসংখ্যান কি?)
Ans. Statistic is the Science of decision making in the field of uncertainty.
2. Who is the father of modern statistics?
Or, Who is the father of modem statistics?
Ans: R.A. Fisher.
3. Define statistical table.
Ans: Statistical table means a way of presenting statistical data through a systematic arrangement of the numbers describing some mass phenomenon or process.
4. What is the origin of the word ‘Statistics’? (পরিসংখ্যান শব্দের উৎপত্তি কোথা থেকে?)
Ans. The origin of the word ‘Statistics is ‘Status’ or ‘Statistic’.
5. What is Business Statistics?
Or, What is meant by business statistics?
Or, Define business statistics.
Ans: Business Statistics is a science assisting us to make decision under uncertainties based on some numerical and measurable scales.
6. Define inclusive method with example.
Ans: If the upper limit of one class is included in that class itself, it is called inclusive method. Example 0-9, 10-19, 20-29.
7. What is data?
Ans: The collection of raw facts and figures from any sets of inquiry for the purpose of. statistical analysis are called data.
৬. সামষ্টিক অর্থনীতি
১. সামষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তর : সামষ্টিক অর্থনীতির জনক জে.এম.কেইনস।
২. অর্থনীতিতে সর্বপ্রথম “Macro” শব্দটি কে ব্যবহার করেন?
উত্তর : Oslo বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Ragnar Friech সর্বপ্রথম Macro Economics কথাটি ব্যবহার করেন।
৩. জি এন পি ডিফ্লেক্টর কি?
উত্তর : কোনো নির্দিষ্ট বৎসরের আর্থিক GNP-কে প্রকৃত GNP দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় GNP Deflator.
৪. HDI এর পূর্ণরূপ কি?
উত্তর : HDI হচ্ছে Human Development Index.
৫. C = a + by রেখার ব্রেক ইভেন বিন্দুর পরে APC কত?
উত্তর : APC>1.
৬. সরকারি ঋণ কি?
উত্তর : সরকার ভবিষ্যতে সুদসহ পরিশোধের অঙ্গকীকার করে দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা বিদেশি কোনো সংস্থা বা সরকারের নিকট হতে যে ঋণ গ্রহণ করে তাকে সরকারি ঋণ বলা হয়।
৭. সম্ভাবনাময় উৎপাদন কি?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে পূর্ণনিয়োগ অবস্থার মোট যে পরিমাণ জাতীয় উৎপাদন প্রত্যাশা করা হয় তা হলো সম্ভাবনাময় উৎপাদন।
৭. ব্যবসায় যোগাযোগ ও প্রতিবেদন লিখন
1. What do you mean by Business Communication?
Ans: The exchange of ideas, nears and viws in connection with business among the related. Parties is called business communication.
2. What is Communication model?
Ans: A communication model describes how communications works.
3. Define Upward Communication.
Ans: Upward communication means the flow of information that goes to higher authority from subordinates.
4. What is Mass Communication?
Ans: When communication takes place among large group of people then it can be termed as mass communication.
5. Define Memo.
Ans : Memos are used within an organization to exchange information.
6. What is face to face conversation?
Ans: When sender or receiver, speaker or audience speak orally and see one another physically. It is called face to face conversation.
7. What is Meeting?
Ans: Meeting means gathering of two or more people to take a decision on particular matter by sharing their views.
উপরে দেয়া লিংকে ক্লিক করে অনার্স ২য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা pdf ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post