কোর্সটিকায় ইতোমধ্যেই আমরা অনার্সের সকল বিষয়ের নোট ও সাজেশন শেয়ার করেছি। আজ আমরা তোমাদের জন্য অনার্স ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা শেয়ার করবো। আজকের এই আলোচনায় তোমরা ৩য় বর্ষের সকল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি নোট ও সাজেশন ডাউনলোড করতে পারবে।
নিচের প্রতিটি বিষয়ে সাজেশনের সাথে লিংকিং করা আছে। তোমরা যদি বিষয়গুলোর নামের ওপর ক্লিক করো, তাহলে প্রতিটি বিষয়ের উত্তরসহ সাজেশন পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে।
অনার্স ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা
১. ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি (২৩২২০১) -পরিক্ষা হয়ে গেছে
২. অর্থনীতির জন্য পরিসংখ্যান (২৩২২০৩) -পরিক্ষা হয়ে গেছে
৩. বাংলাদেশের অর্থনীতি অধ্যয়ন (২৩২২০৫)
৪. উন্নয়ন অর্থনীতি (২৩২২০৭)
৫. আন্তর্জাতিক অর্থনীতি -১ (২৩২২০৯)
৬. সরকারি অর্থব্যবস্থা (২৩২২১১)
৭. নগর অর্থনীতি (২৩২২১৩)
৮. কৃষি ও গ্রামীণ অর্থনীতি (২৩২২১৫)
১. বাংলাদেশের অর্থনীতি অধ্যয়ন
১. ব্রিটিশরা শিল্প বিপ্লব ঘটিয়েছিল কীভাবে?
উত্তর : বাংলাদেশ থেকে কাঁচামাল নিয়ে ব্রিটিশরা শিল্প বিপ্লব ঘটিয়েছিল।
২. কবে বাংলার স্বাধীন সূর্য অস্তমিত হয়?
উত্তর : ১৭৫৭ সালের ২৩শে জুন বাংলার স্বাধীন সূর্য অস্তমিত হয়।
৩. দ্বৈত শাসন কী?
উত্তর : দ্বৈত শাসন হচ্ছে কোম্পানির হাতে দেওয়ানি আর নবারের হাতে রাজ্য শাসন ভার।
৪. কবে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?
উত্তর : ১৯৪৭ সালের ১৪ই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।
৫. ১৯৫০-৫১ থেকে ১৯৬৮-৬৯ সাল পর্যন্ত কত ভাগ কেন্দ্রীয় ব্যয় প্রতিরক্ষা খাতে ব্যয় করা হয়?
উত্তর : ১৯৫০-৫১ থেকে ১৯৬৮-৬৯ সাল পর্যন্ত ৫৬% কেন্দ্রীয় ব্যয় প্রতিরক্ষা খাতে ব্যয় করা হয়।
৬. ১৯৪৭ সালে পাকিস্তানের অর্থ সচিব কে ছিলেন?
উত্তর : ১৯৪৭ সালে পাকিস্তানের অর্থ সচিব ছিলেন গোলাম মোহাম্মদ।
৭. পাকিস্তান আমলে কৃষি জমির কত ভাগ?
উত্তর : পাকিস্তান আমলে কৃষি জমির ১.৫৮ ভাগ সেচ সুবিধার আওতায় ছিল।
২. উন্নয়ন অর্থনীতি
১. বাংলাদেশের নয়া অর্থনৈতিক নীতি কাকে বলে?
উত্তর : অর্থনীতিতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কমিয়ে এনে মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা করা।
২. Perspective planning বলতে কী বুঝায়?
উত্তর : যে পরিকল্পনা দীর্ঘকালীন প্রেক্ষাপটে প্রস্তুত করা হয় এবং যেখানে সুদূরপ্রসারী রূপকল্প (vision) স্থান পায়, তাকে Perspective plan বলে।
৩. বাংলাদেশ রস্টোর উন্নয়ন তত্ত্বের কোন স্তরে পড়ে?
উত্তর : উত্তোরণ পূর্ব স্তরে।
৪. সলো কোন নিবন্ধে তার প্রবৃদ্ধিসংক্রান্ত মডেল প্রদান করেন?
উত্তর : সলো A Contribution to the Theory of Economic Growth নামক এক নিবন্ধে তার প্রবৃদ্ধি মডেল প্রদান করেন।
৫. রস্টো তার মতবাদকে কী বলে বর্ণনা করেন?
উত্তর : রস্টো তার মতবাদকে অ-কমিউনিস্ট মেনিফেস্টো হিসেবে আখ্যায়িত করেন।
৬. রস্টো বর্ণিত প্রবৃদ্ধির কতটি স্তর আছে এবং কী কী?
উত্তর : রস্টো বর্ণিত প্রবৃদ্ধির পাঁচটি স্তর আছে। এগুলো নিম্নরূপ: i. ঐতিহ্যগত সমাজ ii. উত্তরণ পূর্বাবস্থা, iii. উত্তরণ অবস্থা, iv. অর্থনৈতিক পরিপক্বতা অর্জন ও v. গণভোগ স্তর।
৭. রস্টো কোন বইতে তার স্তর তত্ত্ব প্রদান করেছেন?
উত্তর : রস্টো Stages of Economic Growth-Non-Communist Manifesto নামক বইতে স্তর তত্ত্ব ব্যাখ্যা করেন।
৩. আন্তর্জাতিক অর্থনীতি -১
১. প্রযুক্তির ধারণা দাও।
উত্তর : প্রযুক্তি বলতে দ্রব্য ও সেবা উৎপাদনের নির্দিষ্ট লক্ষ্যে বিভিন্ন সম্পদের সহজিকরণ প্রক্রিয়াকে বুঝানো হয়।
২. প্রযুক্তিগত বিকাশ কাকে বলে?
উত্তর : নতুন নতুন উদ্ভাবন দ্বারা উৎপাদনের সব পদ্ধতির দক্ষতা পূর্বের তুলনায় বৃদ্ধি পেতে পারে। আবার যুগের পরিবর্তনের প্রেক্ষিতে কোন কোন প্রযুক্তি অদক্ষ বলে চিহ্নিত হতে পারে এবং উৎপাদন অপেক্ষক থেকে বাদ পড়ে নতুন প্রযুক্তি স্থান করে নিতে পারে। এসব প্রযুক্তিগত পরিবর্তন দ্বারা প্রযুক্তির বিকাশ নির্দেশিত হয়।
৩. বাণিজ্য হার কী?
উত্তর : রপ্তানির মূল্যসূচক ও আমদানি মূল্যসূচক এ দুয়ের অনুপাতকে বাণিজ্য হার বলে।
৪. প্রযুক্তিগত উন্নতি বলতে কী বুঝায়?
উত্তর : প্রযুক্তিগত উন্নতি বলতে এমন অবস্থা বুঝায় যখন শ্রম ও মূলধন সাপেক্ষে সময় ব্যবধানে উৎপাদন বৃদ্ধি পায়।
৫. প্রযুক্তিগত উন্নয়ন কত প্রকার ও কী কী?
উত্তর : প্রযুক্তিগত উন্নয়ন তিন ধরনের যথা— ক. নিরপেক্ষ প্রযুক্তিগত উন্নয়ন। খ. শ্রম সাশ্রয়ী প্রযুক্তিগত উন্নয়ন ও গ. মূলধন সাশ্রয়ী প্রযুক্তিগত উন্নয়ন।
৬. দুর্দশাপন্ন প্রবৃদ্ধি কী?
উত্তর : ক্ষতিকর দ্রব্য উৎপাদন না হয়েও কোনো দ্রব্যের দিকে পক্ষপাতযুক্ত প্রবৃদ্ধি হওয়ার কারণে বিবেচ্য দেশের বাণিজ্য শর্ত প্রতিকূলে ধাবিত হলে সেই অবস্থাকে দুর্দশাপন্ন প্রবৃদ্ধি বলে।
৭. ব্যাকওয়াশ/পশ্চাৎ বিশিষ্ট প্রভাবের জনক কে?
উত্তর : ব্যাকওয়াশ/পশ্চাৎ বিশিষ্ট প্রভাবের জনক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ গুণার মিরডাল ।
৪. সরকারি অর্থব্যবস্থা
১. মিশ্র দ্রব্য বলতে কী বুঝায়?
উত্তর: মিশ্র দ্রব্য হচ্ছে ব্যক্তিগত ও গণদ্রব্যের একটি সংমিশ্রণ। যার মধ্যে তীক্ষ্ণ ব্যক্তিগত আবাস এবং তীক্ষ্ণ গণদ্রব্যের আবাস রয়েছে।
২. ফ্রি-রাইভার সমস্যা বলতে কী বুঝ?
উত্তর : বিশৃদ্ধ গণদব্যের ব্যয় বহনের ক্ষেত্রে ভোক্তাগণ বা জনগণ এগিয়ে আসে না। অর্থায়নে এগিয়ে না আসলেও জনগণকে দ্ৰব্য ভোগ থেকে করা যাবে না। অর্থাৎ অর্থায়নে এগিয়ে না আসলেও ভোগ করার এ মনোবৃত্তিকে ফ্রি-রাইডার সমস্যা বলে।
৩. কর্পোরেট আয়কর কী?
উত্তর : নিগমবন্ধ কর্পোরেশনের অর্জিত নিট আয় অথবা মুনাফার ওপর যে কর বসানো হয় তাকে কর্পোরেট আয়কর বলা হয়।
৪. ঘাটতি অর্থসংস্থান কাকে বলে?
উত্তর : সরকারের মোট আয় অপেক্ষা ব্যয় বেশি হলে তাকে ঘাটতি ব্যয় বলে। এই ঘাটতি ব্যয় পূরণ করার জন্য যে সব পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে ঘাটতি অর্থসংস্থান বলে।
৫. করের নীতিমালা কী?
উত্তর : সাধারণ কথায় কর কাঠামোর উন্নয়নের জন্য যেসব নির্ণায়ক (criteria) প্রয়োগ করা হয় তাদেরকে করের বলা হয়।
৬. প্রথম কোন অর্থমন্ত্রী মূসক প্রয়োগ করেন?
উত্তর : অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান ১৯৯১-৯২ অর্থ বছরের বাজেটে প্রথম মূসক প্রয়োগ করেন।
৭. রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস কোনটি?
উত্তর : রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস কর রাজস্ব।
৫. নগর অর্থনীতি
১. শিল্পের পুঞ্জিভবন বলতে কী বুঝ?
উত্তর : শিল্প স্থাপনের সহায়ক নিয়ামক পরিবহণ ও শ্রমিক থাকলে সেখানে শিল্পের প্রসার ঘটে এবং কিছুদিনের মধ্যে সেখানে অনেক কারখানা স্থাপিত হয়। একেই শিল্পের পুঞ্জিভবন বলে।
২. কেন্দ্রীয় স্থান তত্ত্বটি কী?
উত্তর : পল্লী, গ্রাম, শহর, নগর, মহানগর প্রভৃতি ছোট বড় বসতির পাশাপাশি অবস্থান, বিভিন্ন বসতির আকর্ষণ শক্তির প্রতিযোগীতামূলক ক্রমবিকাশের ফলে কেন্দ্রীয় স্থান গড়ে উঠাকেই কেন্দ্রীয় স্থান তত্ত্ব বলা হয়।
৩. উপশহর কী?
উত্তর : মেট্রোপলিটন নগরের অভ্যন্তরে তার কেন্দ্রীয় নগরের প্রভাবমুক্ত ১০ হাজার থেকে ১ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত ছোট শহরকে উপশহর বলে।
৪. কোনো ফার্মের বাজার এলাকা কী?
উত্তর : কোনো ফার্মকে কেন্দ্র করে যখন বাজার এলাকা গড়ে ওঠে তাই ফার্মের বাজার এলাকা।
৫. কেন্দ্রীয় স্থান তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : কেন্দ্রীয় স্থান তত্ত্বের প্রবক্তা হলেন খ্রিস্টলার।
৬. বাজার শক্তি বলতে কী বুঝ?
উত্তর : যে সকল বিষয়গুলো নগর উন্নয়ন ও সকল কাজে ভারসাম্য আনয়নে কাজ করে তাদেরকে বাজার শক্তি বলে।
৭. নগর পিণ্ড কী?
উত্তর : মূল নগরের সাথে নগরের বলয়ের বসতির সমন্বয়ে সীমানাবিহীন নগর গড়ে উঠলে তাকে নগর পিণ্ড বা পিণ্ডিভবন অর্থনীতি বলে।
৬. কৃষি ও গ্রামীণ অর্থনীতি
১. ‘দরিদ্র অথচ দক্ষ খামার তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : ‘দরিদ্র অথচ দক্ষ খামার তত্ত্বের প্রবক্তা হলেন অধ্যাপক T. Schultz.
২. ব্যক্তিগত খামার বা চাষ ব্যবস্থা কাকে বলে?
উত্তর : খামার মালিক তথা কৃষক নিজেই উপকরণ সংগ্রহ, শ্রম নিয়োগ, ফসল বাজারজাতকরণ ইত্যাদি কাজ পরিচ করলে তাকে ব্যক্তিগত চাষ ব্যবস্থা বা ব্যক্তিগত খামার বলে।
৩. সমবায় সমিতিগুলোর মূলমন্ত্র লেখ।
উত্তর : সমবায় সমিতিগুলোর মূলমন্ত্র হলো ‘একতাই বল’।
৪. অবিভক্ত ভারতে সমবায় আন্দোলনের সূত্রপাত করেন কে?
উত্তর : অবিভক্ত ভারতে সমবায় আন্দোলনের সূত্রপাত করেন স্যার ফ্রেডারিক নিকলসন।
৫. সমবায়ের কুমিল্লা মডেল কী?
উত্তর : বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির অনেক সমস্যার সমাধান করে গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের উদ্দেশ্যে কুমিল্ল উন্নয়ন একাডেমি ১৯৬০ সালে প্রথম গ্রামভিত্তিক কৃষি সমবায় সমিতি প্রবর্তন করে। এটি সমবায়ের কুমিল্লা মডেল নামে পরিচিত।
৬. মিশ্র খামার বলতে কী বুঝায়?
উত্তর : জীবন নির্বাহী ও বাণিজ্যিক খামারের গুণাবলিকে নিয়ে মধ্যবর্তী এক শ্রেণির খামারকে মিশ্র খামার বলে।
৭. সমবায় খামার এবং যৌথ খামারের মূল পার্থক্য কী?
উত্তর : সমবায় খামার এবং যৌথ খামারের মূল পার্থক্য হলো সমবায় খামারে জমি ব্যক্তিমালিকানায় ও যৌথ খামারে জমিন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনার্স ৩য় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, ওপরের লিংকে ক্লিক করে সাজেশনগুলো download করে নাও। কোর্সটিকায় আমরা অর্থনীতি বিভাগের সকল বিষয়ের সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারবে।
এর বাইরে তোমাদের আর কোন নোট বা সাজেশন লাগলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post