জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ৮টি বিষয়ের ওপর পরীক্ষা দিয়ে থাকে। আজ আমরা অনার্স ৩য় বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা সম্পর্কে জানবো। তুমি যদি বাংলা বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমাকে এ বর্ষে কী কী বই পড়তে হবে সেটি সম্পর্কে জানতে পারবে।
আমরা আগে থেকেই বাংলা বিভাগের প্রতিটি বিষয়ের সাজেশন তৈরি করে রেখেছি। আজকের এই আলোচনায় তোমরা সেই সাজেশনগুলো পিডিএফ ফাইলে ডাউনলোড করার অপশন পাবে। আমাদের এ সাজেশনগুলো প্রতিটি পরীক্ষার জন্য ১০০% কমনের নিশ্চয়তা দিচ্ছে।
অনার্স ৩য় বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা
১. বাংলা সাহিত্যের ইতিহাস ২
২. প্রাচীন ও মধ্যযুগের কবিতা
৩. বাংলা ছোট গল্প ১
৪. ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য
৫. রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার, ছন্দ
৬. বাংলা প্রবন্ধ ১
৭. বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য
৮. বাংলা উপন্যাস ২
১. বাংলা সাহিত্যের ইতিহাস-২
১. শ্রীরািমপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: শ্রীরািমপুর মিশন ১৮০০ সালে প্রতিষ্ঠিত হয়।
২. শ্রীরািমপুর মিশনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: শ্রীরািমপুর মিশনের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরি ও জোশুয়া মার্শম্যান।
৩. কার নেতৃত্বে ‘ইয়ং বেঙ্গল’ গঠিত হয়?
উত্তর: হেনরি লুই ভিবিয়ান ডিরোজিওর নেতৃত্বে ‘ইয়ং বেঙ্গল’ গঠিত হয়।
৪. ‘ফুলমনি ও করুণার বিবরণ’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘ফুলমনি ও করুণার বিবরণ’ রচয়িতা হ্যানা ক্যাথরিন ম্যালেন্স।
৫. রামমোহন রায় রচিত ব্যাকররণ গ্রন্থটির নাম কী?
উত্তর: রামমোহন রায় রচিত ব্যাকররণ গ্রন্থটির নাম ‘ব্যাকরণ কৌমুদী’।
৬. ব্রাক্ষধর্মের প্রবর্তক কে?
উত্তর: ব্রাক্ষধর্মের প্রবর্তক রাজা রামমোহন রায়।
৭. ‘আলালের ঘরের দুলাল’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘আলালের ঘরের দুলাল’ ১৮৫৭ সালে প্রকাশিত হয়।
২. প্রাচীন ও মধ্যযুগের কবিতা
১. কোথা হতে ‘চর্যাপদ’ আবিস্কৃত হয়?
উত্তর: নেপালের রাজদরবার থেকে ‘চর্যাপদ’ আবিস্কৃত হয়।
২. চর্যার পুঁথিতে গ্রন্থের নাম কী ছিল?
উত্তর: চর্যার পুঁথিতে গ্রন্থের নাম ‘চর্য্যাচর্য্যাবিনিশ্চয়’ ছিল।
৩. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদকর্তা কত জন?
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদকর্তা ২৩ জন।
৪. চর্যায় মানবের সাথে কীসের তুলনা করা হয়েছে?
উত্তর: চর্যায় মানবের সাথে তরুর তুলনা করা হয়েছে।
৫. ’আবেশী’ শব্দের অর্থ কী?
উত্তর: ’আবেশী’ শব্দের অর্থ পরিবেশন করা।
৬. শবররা কোথায় বাস করে?
উত্তর: উচুঁ পর্বতে শবররা বাস করে।
৭. ‘টালত মোর ঘর নাহি পড়বেসী’। হাড়ীত ভাত নাহি নিতি আবেসী।- পঙক্তি দুটি কোন পদকর্তার রচনা?
উত্তর: পঙক্তিদ্বয় প্রকৃত নাম ঢেন্ঢণপার রচনা।
৩. বাংলা ছোট গল্প-১
১. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্পের নাম কি?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্পের নাম ‘ভিখারিণী’।
২. ‘একরাত্রি’ গল্পের নায়কের পিতার পেশা কি?
উত্তর: একরাত্রি গল্পের নায়কের পিতার পেশা চৌধুরী জমিদারের নায়েব।
৩. ‘একরাত্রি’ গল্পের নায়কের কি হওয়ার ইচ্ছা ছিলো?
উত্তর: একরাত্রি গল্পের নায়কের মাৎসিনি গ্যারিবল্ডি হওয়ার ইচ্ছা ছিলো।
৪. নিবারণ শৈলবালাকে কি সম্বোধন করত?
উত্তর: নিবারণ শৈলবালাকে সই বলে সম্বোধন করতো।
৫. চন্দরা জজের কাছে কী আবেদন জানায়?
উত্তর: চন্দনার জজের কাছে তাকে ফাঁসি দেয়ার জন্য আবেদন জানায়।
৬. ‘স্ত্রীর পত্র’ গল্পটি কি আকারে রচিত?
উত্তর: স্ত্রীর পত্র গল্পের পত্রকারে রচিত।
৭. ‘তফাত যাও তফাত যাও’ বলে কে চিৎকার করত?
উত্তর: ‘তফাত যাও তফাত যাও’ বলে পাগলা মেহের আলী চিৎকার করত।
৪. ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য
১. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে Folokre এর প্রতিশব্দ কী?
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে Folokre এর প্রতিশব্দ লোকবিজ্ঞান।
২. ফোকলোরের মনঃসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ফোকলোরের মনঃসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা সিগমণ্ড ফ্রয়েড।
৩. লোক সাহিত্যের প্রধান ধর্ম কী?
উত্তর: লোক সাহিত্যের প্রধান ধর্ম সজীবতা।
৪. গম্ভীরা কোন অঞ্চলের লোকসংগীত?
উত্তর: গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের লোকসংগীত।
৫. ‘ধামাইইল’ কোন অঞ্চলের গান?
উত্তর: ‘ধামাইইল’ সিলেট বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের গান।
৬. ধাঁধা বলতে কী বুঝায়?
উত্তর: যে বাক্য একটি মাত্র রূপকের সাহায্যে জিজ্ঞাসার আকারে প্রকাশ করা হয় তাই মূলত ধাঁধা।
৭. ব্রতকথা কী?
উত্তর: বাঙালির একান্ত ও নিজস্ব ঐহিক ধর্মবোধ থেকে ব্রতকথার আচার অনুস্ঠানের জন্ম। ব্রতের মধ্যে বাঙালি নারী পারত্রিক কল্যাণ চাননি, চেয়েছেন অভাবহীন সংসার।
৫. রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার, ছন্দ
১. ‘History of Sanskrit Poetics’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘History of Sanskrit Poetics’ গ্রন্থের রচয়িতা ড. সুশীল কুমার দে।
২. সনেটের প্রবর্তক কে?
উত্তর সনেটের প্রবর্তক ইতালীয় কবি পেত্রার্ক।
৩. বাংলা সনেটের প্রবর্তক কে?
উত্তর বাংলা সনের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত।
৪. গদ্য ও পদ্য মিশ্রিত কবিতাকে সংস্কৃত সাহিত্য কী বলে?
উত্তর গদ্য পদ্য কবিতাকে সংস্কৃতি ও সাহিত্য চম্পুকাব্য বলে।
৫. জাত মহাকাব্য কয়টি?
উত্তর জাত মহাকাব্য চারটি।
৬. `Novel’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর `Novel’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে।
৭. এরিস্টোটল উপন্যাসের প্লটকে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তর অ্যারিস্টোটল উপন্যাসের প্লটকে দুই ভাগে ভাগ করেছেন।
৬. বাংলা প্রবন্ধ-১
১. বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর: বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন।
২. ‘বাবু’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘বাবু’ প্রবন্ধটি ‘লোকরহস্য’ গ্রন্থের অন্তর্গত।
৩. বিচিত্র রথে গমন করেন কে?
উত্তর: বিচিত্র রথে গমন করেন বাবু।
৪. ‘গর্দভ’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘গর্দভ’ প্রবন্ধটি লোকরহস্য গ্রন্থের অন্তর্গত।
৫. ‘গীতিকাব্য’ প্রবন্ধ বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘গীতিকাব্য’ প্রবন্ধ বঙ্কিমচন্দ্রের ‘বিবিধ’ প্রবন্ধ প্রথম খণ্ডের অন্তর্গত।
৬. ‘বিদ্যাপতি’ ও ‘জয়দেব’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘বিদ্যাপতি’ ও ‘জয়দেব’ প্রবন্ধটি প্রথম খণ্ড গ্রন্থের অন্তর্গত।
৭. অনুমিতি জ্ঞান কি?
উত্তর: পূর্বের অভিজ্ঞতার আলোকে বর্তমানে অনুমান নিশ্চিত করাই অনুমিতি জ্ঞান।
৭. বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য
১. ’কমলাকান্ত’ কত খন্ড রচিত? খন্ডগুলোর নাম লেখ।
উত্তর: ’কমলাকান্ত’ ৩ খন্ডে রচিত। খন্ডগুলো হল—১. কমলাকান্তের দপ্তর, ২. কমলাকান্তের পত্র ও ৩. জোবানবন্দি।
২. কমলাকান্ত আর কী থাকলে অন্য কোন শুক চান না?
উত্তর: জাতির উপর তার প্রীতি থাকলে কমলাকান্ত আর অন্য কোন শুক চান না।
৩. কারা রূপের গৌরবে পা মাটিতে দেন না?
উত্তর: রমণীকুল রূপের গৌরবে মাটিতে দেন না।
৪. প্রসন্ন গোয়ালিনীর গাভীর নাম কী?
উত্তর: প্রশ্ন গোয়ালিনীর গাভীর নাম মঙ্গলা।
৫. সাহিত্যের বাজারে কমলাকান্ত বাংলা সাহিত্যকে কোন রূপে দেখতে পেল?
উত্তর: বাজারে কমলাকান্ত বাংলা সাহিত্যের ধারা খবরের কাগজে পড়ানো কিছু অপক্ক কদলি রূপে বিক্রি হতে দেখেন।
৬. বিড়ালের মতে ধর্ম কী?
উত্তর: বিড়ালের মতে পরোপকারী ধর্ম।
৭. বঙ্গদর্শন কী?
উত্তর: বঙ্গদর্শন হলো একটি মাসিক পত্রিকা।
৮. বাংলা উপন্যাস-২
১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
২. ‘গৃহদাহ’ উপন্যাসের প্রথম বাক্যটি কী?
উত্তর ’গৃহদাহ’ উপন্যাসের প্রথম বাক্যটি হলো ‘‘মহিমের পরম বন্ধু সুরেশ।’’
৩. মহিমের বাড়ি কোন গ্রামে?
উত্তর মহিমের বাড়ি চব্বিশ পরগনার রাজপুর গ্রামে।
৪. ‘‘আমি হিন্দু নই, ব্রাহ্ম’’। কথাটি কার?
উত্তর ‘‘আমি হিন্দু নই, ব্রাহ্ম’’। কথাটি আচলার।
৫. মহিম কোন কলেজ থেকে এফএ পাস করেছে?
উত্তর মহিম সিটি কলেজ থেকে এফএ পাস করেছে।
৬. দিন ঘন্টা মিনিট দিয়ে কাকে মাপা যায় না?
উত্তর দিন ঘন্টা মিনিট দিয়ে সুরেশকে মাপা যায় না।
৭. রাক্ষসী মেয়েটির প্রকৃত নাম কী?
উত্তর রাক্ষসী মেয়েটির প্রকৃত নাম বীণাপাণি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স ৩য় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, ওপরের লিংকে ক্লিক করে সাজেশনগুলো download করে নাও। এর বাইরে তোমাদের আর কোন নোট বা সাজেশন লাগলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post