রাষ্ট্রবিজ্ঞান বিএ অনার্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। সারাদেশে শুধু এই বিষয়েই কয়েক লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয়। পূর্বের আলোচনায় আমরা এ বিভাগের ৩য় বর্ষের বইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা তোমাদের সামনে উপস্থাপন করছি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিলেবাস অনুযায়ী বইয়ের তালিকাটি উপস্থাপন করছি।
অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা
১. বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন (১৯৭১ থেকে বর্তমান)
২. আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি
৩. দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি: ভারত পাকিস্তান নেপাল ও শ্রীলঙ্কা
৪. রাজনীতি অধ্যয়ন পদ্ধতি
৫. শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি
৬. বাংলাদেশের লোক প্রশাসন
৭. গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান
৮. রাজনৈতিক সমাজবিজ্ঞান
১. বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন
১. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তর: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ১১টি সেক্টরে বিভক্ত ছিল।
২. অপারেশন জ্যাকপট কবে পরিচালনা করা হয়?
উত্তর: অপারেশন জ্যাকপট ১৯৭১ সালের ১৫ই আগস্ট পরিচালনা করা হয়।
৩. ভাষা আন্দোলন কি?
উত্তর: ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলন পরিচালিত হয়েছিল তাই ভাষা আন্দোলন।
৪. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?
উত্তর: রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে গঠিত হয়।
৫. কখন পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়?
উত্তর: ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়।
৬. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর: বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
৭. বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
উত্তর: বাংলাদেশের আইনসভা এককক্ষ বিশিষ্ট।
২. আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি
১. ‘চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন ক্ষমতাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একান্ত লক্ষ্য।’ উক্তিটি কার?
উত্তর: ‘চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন ক্ষমতাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একান্ত লক্ষ্য।’ উক্তিটি Hans J. Morgenthau এর।
২. আন্তর্জাতিক রাজনীতির মূল উদ্দেশ্য বা ভিত্তি কি?
উত্তর: আন্তর্জাতিক রাজনীতির মূল উদ্দেশ্য হলো পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি।
৩. International Relation গ্রন্থটির লেখক কে?
উত্তর: International Relation গ্রন্থটির লেখক C.F Alger.
৪. আন্তর্জাতিক আইন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: আন্তর্জাতিক আইন শব্দটি প্রথম জেরেমি বেন্থাম ব্যবহার করেন।
৫. Politics Among Nations গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: Politics Among Nations গ্রন্থটি Hans J. Morgenthau রচনা করেন।
৬. জাতিসংঘের কোন দেশগুলো ভেটো ক্ষমতার অধিকারী?
অথবা, ভেটো ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রের সংখ্যা কয়টি?
উত্তর: জাতিসংঘের পাঁচটি দেশ যথা: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ও ফ্রান্স ভেটো ক্ষমতা অধিকারী।
৭. ‘National power is in the final analysis military power.’ উক্তিটি কার?
উত্তর: ‘National power is in the final analysis military power.’ উক্তিটি পামার এবং পারকিনসন এর।
৩. দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি
১. ‘Pakistan: Failure in National Integration’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Pakistan: Failure in National Integration’ গ্রন্থের রচয়িতা হলেন অধ্যাপক রওনক জাহান।
২. দক্ষিণ এশিয়ার দেশসমূহের আবির্ভাব ঘটে কখন?
উত্তর: দক্ষিণ এশিয়ার দেশসমূহের আবির্ভাব ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী 1947 সালের পর।
৩. সার্কের রূপকার কে?
উত্তর: সার্কের রূপকার হলেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
৪. শ্রীলংকার রাষ্ট্রীয় নাম কী?
উত্তর: শ্রীলংকার রাষ্ট্রীয় নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলঙ্কা।
৫. ‘A Framework for Political Analysis’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘A Framework for Political Analysis’ গ্রন্থটির লেখক ডেভিড ইস্টন।
৬. পাকিস্তানের সাংবিধানিক নাম কী?
উত্তর: পাকিস্তানের সাংবিধানিক নাম হলো ইসলামী প্রজাতন্ত্রি পাকিস্তান।
৭. ভারতের আইনসভার উচ্চকক্ষের নাম কী?
উত্তর ভারতের আইনসভার উচ্চকক্ষের নাম হল রাজ্যসভা।
৪. রাজনীতি অধ্যয়ন পদ্ধতি
১. পরিভাষা (Terminology) কী?
উত্তর: যে শব্দ কোনো জ্ঞানক্ষেত্রে বিশেষার্থ প্রকাশ করে তাই পরিভাষা।
২.পূবানুমানের তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: ১. বাস্তব অবিজ্ঞতা ভিত্তিক, ২. প্রমাণসাপেক্ষ ও ৩. সুষ্পষ্টতা।
৩. AGIL কী?
উত্তর: AGIL হলো ট্যালকট পারসন কর্তৃক উদ্ভাবিত একটি অবস্থা, যেখানে তিনি চারটি কাজের কথা উল্লেখ করেছেন।
৪. তত্ত্ব স্তরের প্রথম স্তর কোনটি?
উত্তর: তত্ত্ব স্তরের প্রথম স্তর হলো সমস্যা নির্বাচন।
৫. গ্রেপ ভাইন কী?
উত্তর: গ্রেপ ভাইন হলো সংগঠনের আনুষ্ঠানিক যোগাযোগ কাঠামো।
৬. আউটপুটের দুটি দিক কী?
উত্তর: আউটপুটের দুটি দিক হলো— ১. বিধি প্রণয়ন ও ২. বিধি প্রয়োগ।
৭. চলক কী?
উত্তর: স্তানকালপাত্রভেদে যে রাশি ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে তাই চলক।
৫. শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি
১. ’Peace’ শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: ল্যাটিন শব্দ ‘Pax’ থেক ‘Peace’ শব্দটির উৎপত্তি হয়েছে এবং এর অর্থ শান্তি।
২. শালম শব্দের অর্থ কী?
উত্তর: শালম শব্দের অর্থ শান্তি।
৩. কে প্রথম শান্তি সৃষ্টি বা বিনির্মাণ প্রত্যয়টি ব্যবহার করেন?
উত্তর: জোহান গালতুং প্রথম শান্তি সৃষ্টি বা বিনির্মাণ প্রত্যয়টি ব্যবহার করেন।
৪. বিশ্বশান্তি দিবস কোনটি?
উত্তর: বিশ্বশান্তি দিবস ২১ সেপ্টমবর।
৫. “Peace is a process way of solving problems’’.- উক্তিটি কার?
উত্তর: “Peace is a process way of solving problems’’.- উক্তিটি জন. এফ কেনেডির।
৬. ‘Understanding Conflict and War’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Understanding Conflict and War’ গ্রন্থটির লেখক Rummel.
৭. ‘লীগ অব নেশনস’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ‘লীগ অব নেশনস’ ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়।
৬. বাংলাদেশের লোকপ্রশাসন
১. ‘Administration’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: শব্দটি ল্যাটিন শব্দ ‘Ad’ এবং ‘Minister’ বা ‘Ministiare’ শব্দদ্বয় থেকে উৎপত্তি লাভ করেছে।
২. প্রশাসনকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: প্রশাসনকে দুই ভাগে ভাগ করা যায়।
৩. লোক প্রশাসনের মুখ্য উদ্দেশ্য কী?
উত্তর: লোক প্রশাসনের মুখ্য উদ্দেশ্য জনসেবা করা।
৪. লোকপ্রশাসন কী?
উত্তর: জনগণের সেবা করার উদ্দেশ্যে সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে প্রশাসনিক কার্যকলাপ পরিলালনােই হলো লোকপ্রশাসন।
৫. POSDCORB শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: POSDCORB শব্দটি প্রথম লুথার গুলিক ব্যবহার করেন।
৬. CPA এর পূর্ণরূপ কী?
উত্তর:CPA এর পূর্ণরূপ হলো ‘Comparative Public Administration.’
৭. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ. ডব্লিউ. টেইলার।
৭. গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান
১. ফলিত গবেষণা কাকে বলে?
উত্তর: গবেষণার প্রাপ্ত তথ্যগুলো যখন মাঠ পর্যায়ে ব্যবহৃত হয় তখন তাকে ফলিত গবেষণা বলে।
২. ফলিত গবেষণা কী?
উত্তর: গবেষণা হলেঅ পর্যবেক্ষল, অনুসন্ধান, পরীক্ষা বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে সৃষ্ঠ নতুন চিন্তা বা ভাবনা।
৩. গবেষণা পদ্ধতি কী?
উত্তর: গবেষণা পদ্ধতি হলো গবেষণা সংক্রান্ত নিয়মাবলি।
৪. সামাজিক গবেষণা কী?
উত্তর: সামাজিক গবেষণা হলো সুশৃঙ্খল ও যৌক্তিক পদ্ধতিতে নতুন তত্ত্ব আবিষ।কার, বিদ্যমান তত্ত্বের সত্যতা যাচাই এবং সামাজিক ঘটনাবলরে কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করাই সামাজিক গবেষণা।
৫. তত্ত্ব কী?
উত্তর: তত্ত্ব হলো দুটি প্রত্যয়ের মধ্যে পারস্টপরিক সম্পর্কের সাধারণ একটি বির্বতি।
৬. প্রত্যয় কী?
উত্তর: প্রত্যয় হচ্ছে কোনো ধারণা বা বিশ্বাস।
৭. Hypothesis শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: Hypothesis শব্দটি গ্রিক ‘Hypo’ এবং ‘Tithemi’ শব্দ দুটি থেকে এসেছে।
৮. রাজনৈতিক সমাজবিজ্ঞান
১. রাজনৈতিক সমাজতন্ত্রের জনক কে?
উত্তর: রাজনৈতিক সমাজতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।
২. G.A Almond সামাজিক গোষ্ঠী কে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তর: G.A Almond সামাজিক গোষ্ঠী কে চার ভাগে ভাগ করেছেন ১. সংঘমুলক ২. প্রাতিষ্ঠানিক ৩. অধীনতামূলক ও ৪. ক্ষনস্থায়ী গোষ্ঠী।
৩. Political order in changing societies গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: Political order in changing societies গ্রন্থটির রচয়িতা হলেন S.P.Huntington.
৪.’society’ শব্দের উৎস কী?
উত্তর: Latin শব্দ ‘Socius’ থেকে ‘Society’ শব্দটির উৎপত্তি হয়েছে।
৫. সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন কোনটি?
উত্তর সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন পরিবার।
৬. প্রাতিষ্ঠানিক গ্রুপের তিনটি উদাহরণ দাও।
উত্তর প্রাতিষ্ঠানিক রূপ এর তিনটি উদাহরণ হল– ১. আইনসভা ২. আমলাতন্ত্র ও ৩. রাজনৈতিক দল।
৭. এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন ডিলডো প্যারেটো।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, ওপরের লিংকগুলোতে ক্লিক করে অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা pdf download করে নাও। কোর্সটিকায় আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল বিষয়ের সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারবে।
এর বাইরে তোমাদের আর কোন নোট বা সাজেশন লাগলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post