জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ দর্শন বিভাগ ইমানুয়েল কান্ট ও জে. এস. মিলের নীতিদর্শন
ইমানুয়েল কান্ট ও জে. এস. মিলের নীতিদর্শন
বিষয় কোড : ২৩১৭০৭
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ইমানুয়েল কান্ট কোন দেশের দার্শনিক?
উত্তর : ইমানুয়েল কান্ট জার্মানির দার্শনিক।
২. নৈতিক বিচারের কর্তা কে?
উত্তর : নৈতিক বিচারের কর্তা হলো মানুষের বিবেক।
৩. কোনটি নৈতিকতার মুখ্য স্বীকার্য সত্য?
অথবা, নৈতিক বিচারের একটি স্বীকার্য কী?
উত্তর : ইচ্ছার স্বাধীনতা নৈতিকতার মুখ্য স্বীকার্য সত্য।
৪. কান্টের মতে নৈতিক নিয়মের উৎস কী?
উত্তর : কান্টের মতে নৈতিক নিয়মের উৎস হলো বিচারবুদ্ধি।
৫. কান্টের মতে নৈতিক অবধারণের স্বীকার্য সত্য কী কী?
উত্তর : কান্টের মতে নৈতিক অবধারণের স্বীকার্য সত্য হলো- ১. ইচ্ছার সাধীনতা, ২. আত্মার অমরত্ব এবং ৩. ঈশ্বরের অস্তিত্ব।
৬. শাস্তি কত প্রকার ও কী কী?
উত্তর : শাস্তি পাঁচ প্রকার। যথা : ১. প্রতিরোধাত্মক শাস্তি, ২. সংশোধনাত্মক শাস্তি, ৩. প্রতিশোধাত্মক শান্তি, ৪. উপযোগবাদী শাস্তি এবং ৫. পুনর্বাসনমূলক শাস্তি।
৭. শাস্তিবিষয়ক কোন মতবাদ ব্যক্তিকে উপায় হিসেবে গণ্য করে?
উত্তর : শাস্তিবিষয়ক প্রতিরোধাত্মক মতবাদ ব্যক্তিকে উপায় হিসেবে গণ্য করে।
৮. ইমানুয়েল কান্টের পাঠ্য বইটির নাম কী?
অথবা, কান্টের পাঠ্যবইয়ের নাম লেখ।
উত্তর : ইমানুয়েল কান্টের পাঠ্য বইটির নাম হলো Fundamental Principles of the Metaphysics of Morals.
৯. ইমানুয়েল কাস্টের বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তর : ইমানুয়েল কান্টের বিখ্যাত গ্রন্থের নাম ‘A Critique of Pure Reason’.
১০. বিশুদ্ধ বুদ্ধি কী?
উত্তর : ইন্দ্রিয় শক্তি ও বুদ্ধির মাধ্যমে বস্তু সম্পর্কে যে জ্ঞান লাভ করা হয় তাই বিশুদ্ধ বুদ্ধি।
১১. কান্টের নীতি দর্শনের নীতিকথাগুলো লেখ।
উত্তর : কান্টের নীতি দর্শনের নীতিকথাগুলো হলো- ১. “কর্তব্যের জন্য কর্তব্য কর”, ২. “তোমার করা উচিত মানেই তুমি করতে পার”।
১২. কান্টের মতে সদিচ্ছা কী?
উত্তর : কান্টের মতে ইচ্ছা যখন প্রবৃত্তির দ্বারা পরিচালিত না হয়ে কেবল বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তখন তাকে সদিচ্ছা বলে।
১৩. সদিচ্ছা ব্যতীত এ জগৎ বা এ জগতের বাইরে এমন কিছু নেই, যাকে ভালো বলা যায়।”—এটি কার উক্তি?
উত্তর : “সদিচ্ছা ব্যতীত এ জগৎ বা এ জগতের বাইরে এমন কিছু নেই, যাকে ভালো বলা যায়।”—এটি ইমানুয়েল কান্টের উক্তি।
১৪. কর্তব্যের খাতিরে কর্তব্য করতে হবে।”- উক্তিটি কার?
অথবা, “কর্তব্যের জন্য কর্তব্য কর।” কার উক্তি?
উত্তর : “কর্তব্যের খাতিরে কর্তব্য করতে হবে।”- উক্তিটি ইমানুয়েল কান্টের।
১৫. শর্তহীন আদেশ কী?
উত্তর : শর্তহীন আদেশ হলো এমন এক আদেশ যা তার নিজ গুণেই গৃহীত হয়, কোনো কাম্য লক্ষ্য বা ফা হিসেবে নয়।
১৬. শর্তহীন আদেশ কীভাবে সম্ভব?
উত্তর : শর্তহীন আদেশ সম্ভব হয় তখন যখন মানুষ বোধজগতের অধিবাসী হিসেবে যুক্তির দ্বারা সবার ক্ষেত্রে শর্তহীন আদেশ নামক আইন তৈরি করে এবং সবাই সে আইন মানতে বাধ্য থাকে।
১৭. কান্টের নীতিবিদ্যার মূলনীতি কয়টি ও কী কী?
উত্তর : কান্টের নীতিবিদ্যার তিনটি। যথা : ১. সদিচ্ছা, ২. শর্তহীন আদেশ ও ৩. কর্তব্যের জন্য কর্তব্য।
১৮. “তোমার করা উচিত মানেই তুমি করতে পার।”- উক্তিটি কার?
উত্তর : “তোমার করা উচিত মানেই তুমি করতে পার।”- উক্তিটি কান্টের।
১৯. কান্ট আকারকে কয়ভাগে ভাগ করেন এবং কী কী?
উত্তর : কান্ট আকারকে দু’ভাগে ভাগ করেন। যথা : ক. ইন্দ্রিয়ানুভূতিজাত আকার এবং খ. বৌদ্ধিক আকার।
২০. মিলের জন্মমৃত্যু সাল উল্লেখ কর।
উত্তর : মিলের জন্ম ১৮০৬ সালে এবং মৃত্যু ১৮৭৩ সালে।
২১. জে. এস. মিলের পূর্ণনাম লেখ।
উত্তর : মিলের পূর্ণনাম হলো জন স্টুয়ার্ট মিল।।
২২. উপযোগবাদের প্রধান প্রবক্তা কে?
অথবা, উপযোগবাদের প্রবর্তক কে?
উত্তর : উপযোগবাদের প্রধান প্রবক্তা জেরেমি বেন্থাম।
২৩. দুইজন উপযোগবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর : দুজন উপযোগবাদী দার্শনিক হলেন— ১. জে. এস. মিল ও ২. জেরেমি বেন্ধাম।
২৪. উপযোগবাদ কত প্রকার ও কী কী?
উত্তর : উপযোগবাদ দুই প্রকার। যথা: ১. কার্য উপযোগবাদ ও ২. নিয়ম উপযোগবাদ।
২৫. ‘Hedonism’ শব্দের বাংলা প্রতিশব্দ লেখ।
উত্তর : ‘Hedonism’ শব্দের বাংলা প্রতিশব্দ ‘সুখবাদ’।
২৬. সুখবাদ কী?
অথবা, সুখ কী?
উত্তর : যে মতবাদ অনুসারে সুখই মানুষের কল্যাণ, সুখভোগই নৈতিক আদর্শ তাকে সুখবাদ বলে।
২৭. সুখবাদের প্রধান দুটি শ্রেণির নাম লেখ।
অথবা, সুখবাদের প্রধান দুটি প্রকারের নাম লেখ।
উত্তর : মুখবাদের প্রধান দুটি শ্রেণি হলো- ১. মনস্তাত্ত্বিক সুখবাদ ও ২. নৈতিক সুখবাদ।
২৮. মনস্তাত্ত্বিক সুখবাদ কাকে বলে?
উত্তর : যে সুখবাদে মানুষ সবসময় নিজের সুখ কামনা করে অর্থাৎ মন্দের তুলনায় অধিকতর ভালোতু মানুষের কামন উদ্দেশ্য বলে মনে করে তাকে মনস্তাত্ত্বিক সুখবাদ বলে।
২৯. সুখবাদের হেঁয়ালি কী?
উত্তর : আমরা যত বেশি সুখ কামনা করব, তত কম সুখ লাভ করব। সুখ লাভের সর্বাপেক্ষা ভালো উপায় হলো সাম মুখকে ভুলে থাকা— এটিই সুখবাদের হেঁয়ালি।
৩০. জে. এস. মিলের পাঠ্য বইটির নাম কী?
উত্তর : জে. এস. মিলের পাঠ্য বইটির নাম হলো ‘Utilitarianism’।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. নীতিবিদ্যা বলতে কী বুঝায়?
২. কামনার দ্বন্দ্ব কাকে বলে?
৩. কান্টের সদিচ্ছার ধারণাটি লেখ।
অথবা, কান্টের মতে সদিচ্ছা কী?
৪. নিয়ম উপযোগবাদী হিসেবে কান্টকে মূল্যায়ন কর।
৫. কান্ট শর্তহীন আদেশ বলতে কী বুঝিয়েছেন?
অথবা, কান্টের “শর্তহীন আদেশ” কী?
৬. পরিণতিমুক্ত ও পরিণতিমূলক নীতিবিদ্যার মধ্যে পার্থক্য কর।
৭. কান্টের আকারগত নৈতিকতা সম্পর্কে লেখ।
অথবা, কান্টের আকারগত নৈতিক মত বলতে কী বুঝ?
৮. তুমি কি মনে কর কান্টের নৈতিক মত আকারগত?
ইমানুয়েল কান্ট ও জে. এস. মিলের নীতিদর্শন
৯. সংক্ষেপে ইচ্ছার স্বাধীনতা বিষয়ে কান্টের মত আলোচনা কর।
অথবা, কান্টের ইচ্ছার স্বাধীনতা কী?
১০. কান্টের নীতিদর্শনের মূলনীতিগুলো সংক্ষেপে লেখ।
১১. উপযোগবাদ বলতে কী বুঝ?
১২. মিলের উপযোগবাদী তত্ত্বটি কী?
১৩. উপযোগবাদের সপক্ষে মিলের দুটি প্রমাণ আলোচনা কর।
১৪. মিলের উপযোগবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১৫. কার্য উপযোগবাদ বলতে কী বুঝ?
১৬. মনস্তাত্ত্বিক সুখবাদ বলতে কী বুঝ?
অথবা, মনস্তাত্ত্বিক সুখবাদ কী?
১৭. মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য কী?
১৮. মিল কীভাবে সুখের গুণগত পার্থক্য দেখান?
১৯. মিলের মতানুসারে আনন্দ ও সুখের মধ্যে পার্থক্য আলোচনা কর।
২০. মানুষের মর্যাদা সম্পর্কে মিলের মত সংক্ষেপে আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. নীতিবিদ্যার সংজ্ঞা দাও। এর পরিধি বা বিষয়বস্তু আলোচনা কর।
২. ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে কান্টের মত আলোচনা কর।
৩. কান্টের নীতিদর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী? তার নৈতিক নিয়ম কি খুবই কঠোর?
৪. কান্টের শর্তহীন আদেশ – ধারণাটি ব্যাখ্যা কর।
৫. কান্টের শর্তহীন আদেশ ব্যাখ্যা কর। তার মতানুসারে নৈতিক আদেশ কোন দিক থেকে শর্তহীন?
৬. কান্টের সদিচ্ছার ধারণার ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
অথবা, কান্টের মতানুযায়ী একটি ইচ্ছাকে কখন নৈতিক দিক থেকে সৎ বলা যায়? এ প্রসঙ্গে ‘সদিচ্ছা’ বলতে কান্ট কী বুঝিয়েছেন তা আলোচনা কর।
৭. শর্তহীন আদেশ ও শর্তাধীন আদেশের মধ্যে পার্থক্য কী? নৈতিক নিয়ম শর্তহীন বলতে কান্ট কী বুঝিয়েছেন?
৮. ‘কর্তব্যের জন্য কর্তব্য কাল্ট অনুসরণে তা আলোচনা কর। অথবা, কান্টের বিখ্যাত উক্তি “কর্তব্যের জন্য কর্তব্য” আলোচনা কর।
অথবা, “কর্তব্যের জন্য কর্তব্য কর”— কান্টের মতের প্রেক্ষিতে উত্তর দাও।
৯. কর্তব্য বলতে কী বুঝায়? কর্তব্যের বিরোধিতা সমালোচনাসহ আলোচনা কর।
১০. নৈতিকতার মানদণ্ড হিসেবে কান্টের বিচারবাদের সমালোচনামূলক ব্যাখ্যা দাও।
১১. মিলের উপযোগবাদের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১২. উপযোগবাদের সপক্ষে মিলের প্রমাণসমূহ আলোচনা কর।
অথবা, মিলের মতানুসারে উপযোগবাদের প্রমাণগুলো কী কী? এগুলোকে কি সন্তোষজনক মনে কর?
১৩. মিল উপযোগবাদ বলতে কী বুঝিয়েছেন? তার উপযোগবাদকে কি নিয়ম উপযোগবাদ বলা যায়?
১৪. মিলের উপযোগবাদের বিরুদ্ধে উত্থাপিত আপত্তিগুলো কী কী? মিল কীভাবে সেগুলো খণ্ডন করেন?
১৫. মিল কীভাবে উপযোগবাদের বিরুদ্ধে উত্থাপিত আপত্তিগুলো খণ্ডন করেন? তুমি কী তার মত সমর্থন কর?
১৬. মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদ সম্পর্কে আলোচনা কর। মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ কর।
১৭. আত্মসুখবাদ ও পরসুখবাদের মধ্যে পার্থক্য কর। মিলকে কেন একজন পরসুখবাদী বলা হয়?
১৮. মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদ সম্পর্কে আলোচনা কর। মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের মধ্যে সাদৃশ্য ওবৈসাদৃশ্যসমূহ নিরূপণ কর।
১৯. মিল কীভাবে সুখের গুণগত পার্থক্য দেখান? এ পার্থক্য কী গ্রহণ যোগ্য?
২০. মিলের নৈতিক মতবাদে বিবেকের ভূমিকা কী? তার বিবেক সম্পর্কিত মত কি উপযোগবাদের সাথে প্রাসঙ্গিক?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দর্শন ৩য় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, এই লিংকে ক্লিক করে ইমানুয়েল কান্ট ও জে. এস. মিলের নীতিদর্শন pdf download করে নাও। কোর্সটিকায় আমরা দর্শন বিভাগের সকল বিষয়ের সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারবে।
এর বাইরে তোমাদের আর কোন নোট বা সাজেশন লাগলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post