আজকের আলোচনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র সাজেশন বিষয়: আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)। বিষয় কোড: ১৩১৬০১।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নত্তোর
১. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
উত্তর: ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন।
২. ট্রাফালগারের যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর: ট্রাফালগারের যুদ্ধ ১805 সালে সংঘটিত হয়।
৩. কোথায় নেপোলিয়ন বোনাপার্টকে নির্বাসিত করা হয়েছিল?
উত্তর: সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ন বোনাপার্টকে নির্বাসিত করা হয়েছিল।
৪. সেন্ট হেলেনা দ্বীপ বিখ্যাত কেন?
উত্তর: নেপোলিয়ন বোনাপার্টকে এ দ্বীপে নির্বাসিত করা হয়েছিল বলে সেন্ট হেলেনা দ্বীপটি বিখ্যাত।
৫. কোন সময় কালে মেটারনিক যুগ বলা হয়?
উত্তর: 1815-48 সাল পর্যন্ত সময়কালে মেটারনিকের আধিপত্যের ইউরোপের ইতিহাসে মেটারনিক যুগ বলা হয়।
৬. ফেব্রুয়ারি বিপ্লব কখন সংঘটিত হয়?
উত্তর: ফেব্রুয়ারি বিপ্লব 1848 সালে সংঘটিত হয়।
৭. ইতালির একত্রীকরনের অগ্রনায়ক বলা হয় কাকে?
উত্তর: ইতালি একত্রীকরনের অগ্রনায়ক বলা হয় জোসেফ ম্যাজিনিকে।
৮. কাকে আধুনিক ইতালির স্রষ্টা বলা হয়?
উত্তর: কাউন্ট ক্যাভুরকে আধুনিক ইতালির স্রষ্টা বলা হয়।
৯. লালকুর্তা বাহিনী কে গঠন করেন?
উত্তর: লাল কুর্তা বাহিনী জসেপ গ্যারিবল্ডি গঠন করেন।
১০. জোলভারিন কী?
উত্তর: জোলভারিন হলো জার্মানিতে গঠিত একটি শুল্ক সংস্থা।
১১. বিসমার্ক কে ছিলেন?
উত্তর: অটোভন বিসমার্ক জার্মানির প্রথম চ্যান্সেলর।
১২. দুই জার্মানি একত্রীকরণ করেন কে?
উত্তর: দুই জার্মানি একত্রীকরণ করেন অটোভন বিসমার্ক।
১৩. কাইজের কী?
উত্তর: কাইজার হলো জার্মান সম্রাটের উপাধি।
১৪. উষ্ণ জল নীতি কী?
উত্তর: তুরস্কের বলকান অঞ্চল দখল করে রুশ জার প্রথম বিচার করতে গৃহীত কৃষ্ণসাগরের উপকূল পর্যন্ত সাম্রাজ্য বিস্তার নীতি উষ্ণ জল নীতি।
১৫. তুরস্কের ইউরোপের রুগ্ন ব্যক্তি বলে কে অভিহিত করেন?
উত্তর: তুরস্কে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলেন যার প্রথম নিকোলাসের অভিহিত করেন।
১৬. বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর: বার্লিন চুক্তি 1878 সালের 13 জুলাই স্বাক্ষরিত হয়।
১৭. বাল বলকান অঞ্চলের কয়েকটি দেশের নাম উল্লেখ কর।
উত্তর: বলকান অঞ্চলের কয়েকটি দেশের নাম হল- বুলগেরিয়া, রুমানিয়া, মন্টিনিগ্রো, গ্রীস ও সার্বিয়া।
১৮. কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়?
উত্তর: মহান পিটার বা প্রথম পিটারকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়।
১৯. রাশিয়ার ‘বলশেভিক পার্টি’ কখন গঠিত হয়?
উত্তর: রাশিয়ার ‘বলশেভিক পার্টি’ 1903 সালে গঠিত হয়।
২০. বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উত্তর: বলশেভিক বিপ্লব 1917 সালে সংঘটিত হয়।
২১ ভ্লাদিমির লেনিনের প্রকৃত নাম লেখ।
উত্তর: ভ্লাদিমির লেনিনের প্রকৃত নাম ভ্লাদিমির ইলিচ উইলিয়ানম লেনিন।
২২. নাৎসিবাদের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে?
উত্তর: নাৎসিবাদের বাইবেল বলা হয় ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থকে।
২৩. ‘রাইখস্ট্যাগ’ কী?
উত্তর: হিটলারের সময়কার জার্মানির পার্লামেন্টের নাম ‘রাইখস্ট্যাগ’।
২৪. গেস্টাপো বাহিনীর কী?
উত্তর: জার্মানির নাৎসি সরকার গঠিত পুলিশ বাহিনীকে এস বাহিনী বলা হয়।
২৫. ‘অ্যাক্সিস পাওয়ার’ এর অর্থ কী?
উত্তর: অ্যাক্সিস পাওয়ার এর অর্থ অক্ষশক্তি।
২৬. উইনস্টন চার্চিল কে ছিলেন?
উত্তর: উইনস্টন চার্চিল ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে বৃটেনের প্রধানমন্ত্রী।
২৭. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: জাতিসংঘের সদর দপ্তর নিউয়র্কে অবস্থিত।
২৮. জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
উত্তর: জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।
২৯. ‘দ্য স্পিরিট অফ লজ’ গ্রন্থটি কে প্রণয়ন করেন?
উত্তর: ‘দ্য স্পিরিট অফ লজ’ গ্রন্থের লেখক মন্টেস্কু।
৩০. ‘The social contract’ গ্রন্থের লেখক কে ছিলেন?
উত্তর: ‘The social contract’ গ্রন্থের লেখক ছিলেন জ্যাঁ জ্যাক রুশো।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ফরাসি বিপ্লবের প্রাক্কালে ইউরোপের রাজনৈতিক অবস্থা বর্ণনা কর।
২. জ্ঞানদীপ্ত স্বৈরতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখ।
৩. বুর্জোয়া শ্রেণী সম্পর্কে ধারণা দাও।
৪. সাঁকুলেৎ শ্রেণী সম্পর্কে ধারণা দাও?
৫. বাস্তিল দুর্গের পতন আলোচনা কর।
৬. ফরাসি বিপ্লবের ফলাফল সংক্ষেপে লেখ।
৭. কোড নেপোলিয়ন সম্পর্কে আলোচনা কর।
৮. মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বুঝ?
৯. ইউরোপীয় কনসার্টে বলতে কী বুঝ?
১০. মেটারনিক যুগ বলতে কী বুঝ?
১১. পবিত্র চুক্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
১২. ১৮৩০ সালের জুলাই বিপ্লবের ফলাফল বর্ণনা কর।
১৩. তৃতীয় নেপোলিয়নের অভ্যন্তরীণ নীতি কী ছিল?
১৪. জোসেফ ম্যাজিনি কে ছিলেন?
১৫. কাউন্ট ক্যাভুরের পরিচয় দাও।
১৬. স্লেজভিগ- হলস্টিন সমস্যা বলতে কী বুঝ?
১৭. অটোভন বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কী বুঝ?
১৮. বিসমার্কীও মৈত্রী ব্যবস্থা কাকে বলে?
১৯. গ্রিক স্বাধীনতা সংগ্রামের কারণগুলো সংক্ষেপে লেখ।
২০. ক্রিমিয়ার যুদ্ধের কারণ কী?
২১. তুরস্কের ইউরোপের রুগ্ন ব্যক্তি বলার কারণ কী?
২২. প্যারিস চুক্তির শর্তসমূহ ব্যাখ্যা কর।
২৩. বালকান যুদ্ধের ফলাফল বর্ণনা কর।
২৪. মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের চৌদ্দ দফা উল্লেখ কর।
২৫. হিটলার সম্পর্কে সংক্ষেপে লেখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. ফরাসি বিপ্লবে স্টেটস জেনারেল এর ভূমিকা পর্যালোচনা কর।
২. ফরাসি বিপ্লবের জন্য ফ্রান্সে রাজতন্ত্রের দ্বায়ভার আলোচনা কর।
৩. মহাদেশীয় ব্যবস্থা কী? নেপোলিয়ন বোনাপার্টের পতনের জন্য এ ব্যবস্থা কতটুকু দায়ী ছিল? আলোচনা কর।
৪. ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান মূল্যায়ন কর।
৫. নেপোলিয়ন বোনাপার্টের পররাষ্ট্র নীতি আলোচনা কর।
৬. মেটারনিক যুগ বলতে কী বুঝ? মেটারনিক পদ্ধতি কতটা সফলতা লাভ করেছিল?
৭. 1815 সালে ভিয়েনা কংগ্রেসের মূলনীতিগুলো পর্যালোচনা কর।
৮. ১৮৩০ সালে ফ্রান্সের জুলাই বিপ্লবের কারণ ও তাৎপর্য আলোচনা কর।
৯. তৃতীয় নেপোলিয়নের পররাষ্ট্র নীতি মূল্যায়ন কর।
১০. ইটালি একত্রীকরণে কাউন্ট ক্যাভুর ও জোসেফ গ্যারিবল্ডির অবদান মূল্যায়ন কর।
১১. অস্ট্রো- প্রুশিয়া যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা কর।
১২. প্রাচ্য সমস্যা বলতে কী বুঝ? এ সমস্যায় পাশ্চাত্য বৃহৎ শক্তিগুলোর ভূমিকাগু পর্যালোচনা কর।
১৩. ভিয়েনা কংগ্রেসের মূলনীতিসমূহ বিশ্লেষণ কর।
১৪. মিশরের মোহাম্মদ আলী পাশা এবং তুরস্কের অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদের একটি বিবরণ দাও। এর ফলাফল কী হয়েছিল?
১৫. 1878 সালের বার্লিন চুক্তির প্রধান ধারাগুলো বিশ্লেষণ কর।
১৬. বলকান যুদ্ধের ঘটনা উল্লেখপূর্বক এ যুদ্ধ কে প্রথম বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন? আলোচনা কর।
১৭. ১৯১৯ সালের ভার্সাই সন্ধির প্রধান শর্তগুলো আলোচনা কর।
১৮. প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ লেখ। এ যুদ্ধে তুরস্ক কেন জার্মানির পক্ষে যোগ দিয়েছিল?
১৯. ১৯১৭ সালের রুশ বিপ্লবের পটভূমি পর্যালোচনা কর।
২০. জোসেফ স্ট্যালিনের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতি আলোচনা কর।
►► আরো দেখো: ডিগ্রি ৩য় বর্ষের উত্তরসহ অন্যান্য সাজেশন
ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা আমরা তোমাদের জন্য এ সাজেশনটি একটি পিডিএফ ফাইলে প্রস্তুত করেছি। কোর্সটিকার ডিগ্রি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র সাজেশন উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post