নবম শ্রেণির পদার্থবিজ্ঞান ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন : আমরা চারপাশের যা কিছু আছে সেগুলো থেকে যখন আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে আমরা তখন সেগুলো দেখতে পাই। আগের অধ্যায়ে শব্দকে তরঙ্গ হিসেবে জেনেছি, এই অধ্যায়ে আমরা আলোকে তরঙ্গ হিসেবে জানব, তবে সেটি হবে সপপূর্ণ ভিন্ন এক ধরনের তরঙ্গ যার নাম বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ।
আলো যখন সমতল আয়নায় প্রতিফলিত হয় তখন সেটি প্রতিবিম্ব তৈরি করে, আমরা সবাই সেই প্রতিবিম্বের সাথে পরিচিত। সমতল আয়না না হয়ে গোলাকৃতির আয়নাও ব্যবহার করা যায় তখন সেটি যে প্রতিবিম্ব তৈরি করবে সেটি হবে অন্যরকম। এই অধ্যায়ে আমরা নানা ধরনের আয়নার নানা ধরনের প্রতিবিম্বের বিষয়গুলোও আলোচনা করব।
নবম শ্রেণির পদার্থবিজ্ঞান ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : মিতা ও তার সহপাঠীরা স্কুলে ল্যাবের দরজায় দাঁড়িয়ে 10cm বক্তৃতার ব্যাসার্ধের একটি দর্পণ নিয়ে স্কুল মাঠের অপর প্রান্তের একটি গাছের প্রতিবিম্ব একটি মসৃণ সাদা দেয়ালের উপর স্পষ্টভাবে ফেলল।
ক. প্রতিবিম্ব কাকে বলে?
খ. সমতল দর্পণে আলো লম্বভাবে আপতিত হলে আলোক রশ্মি একই পথে ফিরে আসে কেন?
গ. উদ্দীপকের বিষটির রশ্মি চিত্র আঁক এবং প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো।
ঘ. মিতা প্রদত্ত দর্পণের পরিবর্তে একটি উত্তল দর্পণ ব্যবহার করে বিম্ব গঠন করতে পারবে কিনা তা চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : দর্পণের সামনে দাঁড়িয়ে নিরব তার পূর্ণ বিশ্ব দেখতে না পেয়ে দর্পণের দৈর্ঘ্য 0.9m পরিমাপ করল। তার ছোট বোন আয়নাটি একটু কাত করাতে তাতে তার বিশ্বকেও কাত হয়ে যেতে দেখল। নিরবের ছোট বোন নিরবকে তার কারণ জিজ্ঞাসা করলে নিরব বল আপতিত রশ্মিকে ঠিক রেখে সমতল দর্পণকে যে কোণে ঘুরানো হয়, প্রতিফলিত রশ্মি তার দ্বিগুণ ঘুরে যায়।
ক. আলোর প্রতিফলন কাকে বলে?
খ. নিরব কেন দর্পণে তার পূর্ণ প্রতিবিম্ব দেখতে পায়নি?
গ. নিরবের উচ্চতা নির্ণয় করো।
ঘ. নিরবের বর্ণিত নিয়মটি ভূমি কীভাবে প্রমাণ করবে? ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : 10cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি গোলীয় দর্পণের সামনে 3cm দৈর্ঘ্যের কোনো বস্তু রাখায় 6cm দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল।
ক. দর্পণ কী?
খ. অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয় কেন? গ. রৈখিক বিবর্ধন নির্ণয় করো।
ঘ. দর্পণটি থেকে 5cm দূরে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব বাস্তব হবে নাকি অবাস্তব হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : একটি অবতল দর্পণের বক্তৃতার ব্যাসার্ধ 30cm দর্পণ হতে কিছু দূরে একটি বস্তু রাখলে বস্তুটির একটি অবাস্তব ও দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়। পরবর্তীতে উক্ত দর্পণের পরিবর্তে একটি উত্তল দর্পণ রাখা হয়। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 5cm।
ক. প্রতিবিম্ব কাকে বলে?
খ. দন্ত চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন?
গ. প্রথম ক্ষেত্রে বস্তুটিকে দর্পণ হতে কতো দূরে রাখা হয়েছিলো।
ঘ. গাণিতিক বিশ্লেষণে দেখাও যে, প্রথম ক্ষেত্রে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া গেলেও দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্ব খর্বিত।
সৃজনশীল প্রশ্ন ৫ : আরিয়ানা প্রতিদিন স্কুলে যাওয়ার আগে আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে এবং প্রতিবারই একটি বিষয় খেয়াল করল যে, সে যত আয়নার কাছে আসে প্রতিচ্ছবিও তত কাছে আসে, আয়না থেকে যত দূরে যায় প্রতিচ্ছবিও তত দূরে চলে যায়।
ক. দর্পণের গৌণ অক্ষ কাকে বলে?
খ. সদ বিম্ব ও অসদ বিম্বের মধ্যে পার্থক্য লিখো।
গ. উদ্দীপকে উল্লেখিত দর্পণটিতে সৃষ্ট প্রতিচ্ছবির বৈশিষ্ট্য লিখো।
ঘ. উল্লেখিত আয়নায় গঠিত আরিয়ানার প্রতিচ্ছবি অবাস্তব চিত্রসহ ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 12 cm, দর্পণের প্রধান অক্ষের উপর মেরু থেকে 16 cm ও 24 cm দূরে দুটি বস্তু রাখা আছে।
ক. ফোকাস তল কাকে বলে?
খ. সিনেমার পর্দা অমসৃণ হয় কেন? ব্যাখ্যা করো।
গ. প্রথম বস্তুটির রৈখিক বিবর্ধন নির্ণয় করো।
ঘ. ২য় বস্তুটির চেয়ে বেশি দূরে অবস্থিত কোনো বস্তুর বিম্বের প্রকৃতি, আকৃতি ও অবস্থান চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : 25 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের প্রধান অক্ষের উপর দর্পণ হতে 35 cm দূরে একটি লক্ষ্যবস্তু রাখা আছে। ফলে বস্তুটির একটি বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়।
ক. যান্ত্রিক তরঙ্গ কী?
খ. মানুষের মস্তিষ্কে দর্শানুভূতির ও শব্দের স্থায়িত্বকাল ব্যাখ্যা করো।
গ. দর্পণ হতে বিশ্বের দূরত্ব নির্ণয় করো।
ঘ. যদি লক্ষ্যবস্তু দর্পণ হতে 20 cm দূরে থাকে তবে উদ্দীপকের অনুরূপ প্রকৃতির বিম্ব পাওয়া যাবে কী রশ্মি চিত্রের মাধ্যমে দেখাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : জামি তার চেহারা দেখার জন্য একটি অবতল দর্পণের সামনে দাঁড়ায় যার বতলের ব্যাসার্ধ 3m সে মিটার লম্বা, উল্টা ও দর্পণ থেকে 2.5m দূরে নিজের প্রতিবিম্ব দেখতে পেল দর্পণের কাঁচের প্রতিসরণাঙ্ক 1.33।
ক. টোমোগ্রাফি কী?
খ. চিকিৎসাশাস্ত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয় ব্যাখ্যা কর।
প. দর্পণের কাঁচের মধ্যে আলোর বেগ কত?
ঘ. জামির উচ্চতা তার প্রতিবিম্বের উচ্চতার থেকে বেশি এ সম্পর্কে তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : 40cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 30 cm দূরে একট বস্তু স্থাপন করা হলো।
ক. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে?
খ. বায়ুর সাপেক্ষে কেরোসিনের ক্রান্তি কোন 44° বলতে কী বোঝ?
গ. দর্পণ হতে কত দূরত্বের বিশ্ব গঠিত হয়েছিলো?
ঘ. উদ্দীপকের অনুসারে কোথায় বিম্ব গঠিত হয় রশ্মিচিত্র একে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : একজন দন্তচিকিৎসক কাজের সুবিধার জন্য 6cm ফোকাস দূরত্ববিশিষ্ট গোলীয় দর্পণ ‘X’ ব্যবহার করেন। একজন গাড়ীর চালকের সুবিধার জন্য গাড়ীর পার্শ্বে ব্যবহৃত 60 cm ফোকাস দূরত্ববিশিষ্ট “Y” গোলীয় দর্পণের পিছনের অন্য একটি গাড়ির বিম্বের দূরত্ব –50 cm হলো।
ক. আলোেক কেন্দ্র
খ. লেন্সের ক্ষমতা 0.25 D বলতে কি বুঝায়?
গ. Y-এ দেখা গাড়ীটি দর্পণ হতে কত মিটার দূরে ছিল?
ঘ. দন্তচিকিৎসক X এর দূরত্ব দাঁত হতে 4 cm এবং 8 cm দূরে রেখে কাজ করতে চাইলে কোন অবস্থানটি বেশি সুবিধাজনক হবে তা রশ্মি চিত্রের মাধ্যমে বিশ্লেষণ কর।
►► অধ্যায় ১ : ভৌত রাশি ও পরিমাপ
►► অধ্যায় ২ : গতি
►► অধ্যায় ৩ : বল
►► অধ্যায় ৪ : কাজ ক্ষমতা ও শক্তি
►► অধ্যায় ৫ : পদার্থের অবস্থা ও চাপ
►► অধ্যায় ৬ : বস্তুর উপর তাপের প্রভাব
►► অধ্যায় ৭ : তরঙ্গ ও শব্দ
►► অধ্যায় ৮ : আলোর প্রতিফলন
►► অধ্যায় ৯ : আলোর প্রতিসরণ
►► অধ্যায় ১০ : স্থির তড়িৎ
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post