নবম শ্রেণির কৃষিশিক্ষা ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর | বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি । এদেশের কৃষক প্রাচীনকাল থেকেই পারিবারিক কৃষি খামার পরিচালনা করে আসছে। এদেশের কৃষক তার খামারে শস্য, গবাদিপশু, হাস-মুরগি ও মৎস্য উৎপাদন করে । এ অধ্যায়ে পারিবারিক কৃষি খামারের ধারণা ও গুরুত্ব আলোচনা করা হয়েছে।
নবম শ্রেণির কৃষিশিক্ষা ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব ফারুক সাহেব ২০০টি ব্রয়লার মুরগি নিয়ে একটি পারিবারিক খামার গড়ে তুলল এবং ঠিকমত পরিচর্যা করায় মুরগিগুলো দ্রুত বেড়ে উঠল এবং সেগুলো বিক্রি করে তার অনেক টাকা আয় হলো।
ক. কৃষি বন কী?
খ. বাংলাদেশে ভেড়া পালন জনপ্রিয় নয় ব্যাখ্যা কর।
গ. জনাব ফারুক সাহেবের খামারে স্থায়ী ও চলমান খরচ হিসাব করো।
ঘ. জনাব ফারুক সাহেবের নিট লাভ মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ২ : মনির মিয়া ৩টি উন্নত জাতের গাড়ি নিয়ে একটি পারিবারিক দৃণ্য খামার গড়ে তোলেন। তিনি দুগ্ধ দোহনের পর তা আধুনিক পদ্ধতিতে সংরক্ষণ করেন। ফলে দুধের পুষ্টিমান অক্ষুন্ন থাকে।
ক. কোন জীবাণু দুখে এসিড তৈরি করে?
খ. খামারের ম্যান নির্বাচনের সময় কোন বিষয়গুলো বিবেচনায় আনতে হয়?
গ. মনির মিয়ার দুধ সংরক্ষণের কৌশল ব্যাখ্যা করো।
ঘ. আর্থ-সামাজিক উন্নয়ন ও পুষ্টির চাহিদা পূরণে মনির মিয়ার কর্মকাণ্ডের গুরুত্ব মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : মতিন মিয়ার গবাদি পশুর খামারে কয়েকটি দেশি ও বিদেশি জাতের গরু ছাগল রয়েছে। কিন্তু তিনি গবাদি পশুর স্বাস্থ্য সংরক্ষণে নানা সমস্যায় পড়েন। উপজেলা পশু কর্মকর্তার কাছ থেকে খামারে স্বাস্থ্য ব্যবস্থাপনার পরামর্শ নিয়ে তিনি পশু পালনে লাভবান হয়।
ক. আর্গুলাস কী?
খ. ব্লাক বোস ছাগল পালন অধিক লাভজনক কেন?
গ. পশু কর্মকর্তা সমস্যা সমাধানে কী কী পরামর্শ দেন বর্ণনা কর।
ঘ. মতিন মিয়া পশু কর্মকর্তার পরামর্শে কীভাবে লাভবান হন তা ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : মোবারক সাহেব তার গ্রামের বাড়িতে একটি ছোট খামারে শাক-সবজির ক্ষেত ও পোল্ট্রি মুরগি পালন করেন। এতে তার পরিবারের আমিষের অভাব দূর হয় এবং আর্থিকভাবেও সচ্ছল হন। কিন্তু কিছুদিন পর তার খামারে নানা রোগ দেখা দেয় এবং ক্ষতির সম্মুখীন হন।
ক. রেশন কী?
খ. পোন্ট্রি চাষে প্রশিক্ষণ জরুরি কেন?
গ. তার খামারটির গুরুত্ব বর্ণনা কর।
ঘ. খামারটিকে লাভজনক করা যাবে কী? যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : কৃষির অগ্রগতি ও বিকাশের সাথে পশু ও গাভি পালন অঙ্গাঙ্গিভাবে জড়িত বলা হয়ে থাকে একটি জাতির মেধার বিকাশ নির্ভর করে মূলত ঐ জাতি কতটুকু দুধ পান করে তার উপর।
ক. কতগুলো উন্নত জাতের গাভির নাম লিখ।
খ. শালদুধ কী এবং এর উপকারিতা লিখ।
গ. উদ্দীপকের আলোকে তুমি কীভাবে একটি গাড়ির পরিচর্যা করবে ব্যাখ্যা কর।
ঘ. গাভি থেকে বেশি দুধ পেতে হলে তুমি কীভাবে গাভির স্বাস্থ্যসম্মত লালন-পালন এবং রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে পার লিখ।
সৃজনশীল প্রশ্ন ৬ : জাকির হোসেনের খামারে ১০টি উন্নত জাতের গাড়ি আছে। প্রতিটি গাভি দৈনিক ২০ লিটার দুধ দেয়। তিনি প্রতিটি গাড়িকে দৈনিক ৪ ৫ কেজি দানাদার খাদ্য এবং ১২-১৫ কেজি কাঁচা ঘাস সরবরাহ করেন। তিনি আধুনিক পদ্ধতিতে দুধ সংরক্ষণ করেন।
ক. দুধে এসিড তৈরি করে কোন জীবাণু?
খ. হররা টানা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের খামার থেকে প্রতিদিন কী পরিমাণ দুধ পাওয়া যাবে এবং কী পরিমাণ খাদ্য সরবরাহ করতে হবে তা নির্ণয় কর।
ঘ. বেকারত্ব দূরীকরণে উদ্দীপকের খামারের গুরুত্ব বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : বাবুল এস.এস.সি পরীক্ষায় ভালো ফলাফল না করতে পারায় সে নিজের বাড়িতে ব্রয়লার মুরগির খামার স্থাপন করল ও যুব উন্নয়ন থেকে সে প্রশিক্ষণ ও জ্ঞান লাভ করে। বছর শেষে সে হিসাব করে দেখল তার বেশ লাভ হয়েছে।
ক. স্থায়ী খরচ কী?
খ. চলমান খরচ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. বাবুলের খামারের করণীয় কাজগুলো বিশ্লেষণ কর।
ঘ. বাবুল তার খামার লাভজনক হিসেবে গড়ে তুলতে কী কীনপদক্ষেপ গ্রহণ করেছিল বলে তুমি মনে কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : সাফিন ৫০টি উন্নত জাতের লেয়ার মুরগি নিয়ে খামার শুরু করেন। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করে প্রতিটি ডিম ৭ টাকা দরে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হন। সাফিনের মতো তার গ্রামের অন্যান্য যুবকরাও পোল্ট্রির সাথে মৎস্য খামার করে আর্থিকভাবে লাভবান হন। প্রতিটি মুরণি বছরে ২৫০টি ডিম দেয়।
ক. পোল্ট্রি কী?
খ. মাছ খাবি খায় কেন?
গ. সাফিন উক্ত খামার থেকে ডিম বিক্রি করে ০৬ মাসে কত আয় করবেন?
ঘ. সাফিনের মতো গ্রামের যুবকেরা উদ্দীপকের খামার থেকে কীভাবে লাভবান হবেন -বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৯ : সেলিনা তার অসুস্থ নানিকে দেখার জন্য নানা বাড়িতে যায়। অসুসদ্ধ নানি তার গাড়িটি দু’দিন যাবৎ দোহন করতে পারছে না। সেলিনাকে নিয়ে তার নানা গাড়িটি দোহনের জন্য প্রয়োজনীয় উপকরণসহ বাড়ির উঠানে যায়। কিন্তু অন্যান্য দিনের মতো দুধ তারা সংগ্রহ করতে ব্যর্থ হয়।
ক. পান্ডুরিকরণ কী?
খ. সেলিনার নানার কাঙ্ক্ষিত দুধ না পাওয়ার মূখ্য দুটি কারণ ব্যাখ্যা করো।
গ. উল্লিখিত পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে গাড়িটি থেকে উপযুক্ত পরিমাণে দুধ পাওয়া যেতে পারে? বর্ণনা
ঘ. দুধ সংগ্রহের জন্য দুধ দোহনের গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : মনিকা বেগমের সংসাের স্বচ্ছল ছিল না। অতিকষ্টে জীবন যাপন করতেন। অতপর সে প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। কৃষি ঋণ নিয়ে পারিবারিক পোটি খামার গড়ে তুললেন এবং তার সংসারে স্বচ্ছলতা ফিরে আসল।
ক. স্বাস্থ্য ব্যবস্থাপনা কী?
খ. সাধারণ তাপমাত্রায় দুধ টক দ্বাদযুক্ত কেন? ব্যাখ্যা কর।
গ. উপর্যুক্ত অনুচ্ছেদে উল্লিখিত মনিকা বেগমের খামারটি কীভাবে সচ্ছলতা দিয়েছিল? আলোচনা কর।
ঘ. উপর্যুক্ত উদ্দীপকে উল্লিখিত খামারটি মনিকা বেগমের গ্রামে কিরূপ প্রভাব ফেলবে – বিশ্লেষণ কর।
সকল অধ্যায়ের উত্তর ডাউনলোড করে নাও এখান থেকে
►► অধ্যায় ১ : কৃষি প্রযুক্তি
►► অধ্যায় ২ : কৃষি উপকরণ
►► অধ্যায় ৩ : কৃষি জলবায়ু
►► অধ্যায় ৪ : কৃষিজ উৎপাদন
►► অধ্যায় ৫ : বনায়ন
►► অধ্যায় ৬ : কৃষি সমবায়
►► অধ্যায় ৭ : পারিবারিক খামার
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post