নবম শ্রেণি বিজ্ঞান ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : আজ থেকে প্রায় সাড়ে তিনশত কোটি বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি হয়। পৃথিবীর জলবায়ু তখন স্থিতিশীল ছিল না। তারপর কয়েক শত কোটি বছর পরে আজ পৃথিবী শান্ত, তার জলবায়ুও মোটামুটি স্থিতিশীল। পৃথিবীতে এখন বহু প্রজাতির জীবের বসবাস। অর্থাৎ এই দীর্ঘ সময়কালে প্রথম আবির্ভূত অনুন্নত জীবক্রম পরিবর্তিত হয়ে ধীরে ধীরে বিভিন্ন জীবপ্রজাতি সৃষ্টি করেছে।
মানুষের জীবন শুরু হয় মাতৃগর্ভে মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণুর মিলনে সৃষ্টি হওয়া একটি কোষ থেকে। মানুষ তার জীবনকালে প্রথমে থাকে শিশু। পরবর্তীকালে শিশু থেকে ধাপে ধাপে কৈশোর-যৌবন পার হয়ে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। জীবনকালের এই পরিবর্তনের একটি ধাপ হচ্ছে বয়ঃসন্ধিকাল।
বয়ঃসন্ধিকালে সবারই দৈহিক এবং মানসিক পরিবর্তন ঘটে। নবম ও দশম শ্রেণির বিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায়ে আমরা পৃথিবীতে জীবের উৎপত্তি কীভাবে ঘটেছে এবং মানুষের বয়ঃসন্ধিকালে দৈহিক ও মানসিক পরিবর্তনগুলো কীভাবে ঘটে, সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ ১২ টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো।
►► বিজ্ঞান : ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
নবম শ্রেণি বিজ্ঞান ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : সৃষ্টির পর থেকে কোটি কোটি বছর ধরে জীবজগতের পরিবর্তন বা বিবর্তন ঘটেছে তার স্বপক্ষে একাধিক প্রমাণ আছে। যেমন: অঙ্গ স্থান সম্পর্কিত প্রমাণ, তুলনামূলক শারীরস্থানিক প্রমাণ, সংযোগকারী জীব সম্পর্কিত প্রমাণ-বিবর্তনের কৌশল সম্পর্কে যে সকল বিজ্ঞানী বিভিন্ন মতবাদ প্রতিষ্ঠা করেছেন তার মধ্যে ল্যামার্ক ও ডারউইন উল্লেখযোগ্য।
ক. বাল্যকালের বয়সসীমা কত?
খ. অপরিণত বয়সে গর্ভধারণের স্বাস্থ্যগত সমস্যাগুলো কী কী?
গ. উদ্দীপকে উল্লিখিত বিবর্তনের ১ম প্রমাণটি ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত বিবর্তনের মতবাদ দুটির মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? তুলনামূলক আলোচনা করে মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : রামিসার বিজ্ঞান শিক্ষক শ্রেণিকক্ষে বললেন প্রথমত: একটি প্রজাতি থেকে অপর একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় এবং দ্বিতীয়ত: প্রতিটি জীবই অস্তিত্বের জন্য সংগ্রাম করে যাচ্ছে। এ সম্পর্কে বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ প্রদান করেন।
ক. বয়ঃসন্ধিকাল কাকে বলে?
খ. জৈব বিবর্তন বলতে কী বেঝায়?
গ. রামিসার শিক্ষকের প্রথমত: উল্লিখিত অংশটির বৈজ্ঞানিক মতবাদ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত দ্বিতীয়ত: বিষয়টির ডারউইনের তিনটি পর্যায় বর্ণনা করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : ছয় কন্যা সন্তানের জনক আলতা মিয়া। একটি পুত্র সন্তানের আশায় দ্বিতীয় বিয়ে করার পর এ ঘরেও দুইটি কন্যা সন্তান হয়। এ জন্য তিনি স্ত্রীদের সবসময় দোষারোপ করেন। তার বড় মেয়ে বিজলির বয়স ১৫ বছর। সে ইদানিং সব বিষয়ে কৌতুহলী এবং ঝুঁকিপূর্ণ বিষয়ে আগ্রহী। এ নিয়েও আলতা মিয়া সবসময় দুশ্চিন্তায় থাকেন।
ক. নিষ্কিয় অঙ্গ কাকে বলে?
খ. প্লাটিপাস জীবন্ত জীবাশ্ম _ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত বিজলির আচরণের কারণ ব্যাখ্যা কর।
ঘ. স্ত্রীদের প্রতি আলতা মিয়ার এ ধরনের আচরণ সম্পূর্ণ অযৌক্তিক _বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : আলেয়ার বয়স ১১ বছর। তার মা তার কিছু শারীরিক ও আচরণগত পরিবর্তন লক্ষ করলেন। অন্যদিকে তার বাবা ১৬ বছরের বড় বোনকে বিয়ে দিলেন। কিছুদিন পর তার বড়বোন গর্ভবতী হলো।
ক. একটি জীবন্ত জীবাশ্মের নাম লেখো।
খ. টেস্টটিউব বেবি বলতে কী বোঝায়?
গ. আলেয়ার কী কী মানসিক পরিবর্তন হতে পারে? ব্যাখ্যা করো।
ঘ. উল্লিখিত অবস্থায় বড় বোন কী কী সমস্যায় পড়তে পারে বলে তুমি মনে করো? যুক্তিসহ লেখো।
সৃজনশীল প্রশ্ন ৫ : লিমন ও লিপি দুই ভাই বোন। তাদের বয়স যথাক্রমে ১২ ও ১৫ বছর । তাদের বারা লক্ষ্য করলেন, তাদের আচরণিক ও শারীরিক কিছু পরিবর্তন ঘটেছে। তিনি চিন্তিত হলেন এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ করলেন। ডাক্তার বললেন, এগুলো হরমোনজনিত পরিবর্তন।
ক. অটোজোম কী?
খ. বয়ঃসন্ধিকাল বলতে কী বুঝায়?
গ. লিমন ও লিপির কী ধরনের পরিবর্তন তাদের বাবা লক্ষ্য করেছেন ব্যাখ্যা করো।
ঘ. ডাক্তারের মতামতের যৌক্তিক দিক বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : আলতাফ সাহেবের স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। আলতাফ চেয়েছিল তার একটি ছেলে সন্তান হোক। আশা পূর্ণ না হওয়ায় আলতাফ সাহেব তার স্ত্রীকে দোষারোপ করে তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিল।
ক. RNA?
খ. টেস্টটিউব বেবি বলতে কী বোঝায়?
গ. সন্তান জন্মদানের জন্য আলতাফ সাহেবের কোন ক্রোমোসোমটি দায়ী? ব্যাখ্যা করো।
ঘ. কন্যা সন্তান জন্মদানের জন্য আলতাফ সাহেবের স্ত্রী কোনোভাবেই দায়ী নয়_ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : রহমান নবম শ্রেণিতে পড়ে। তার শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন দেখে তার পিতামাতা তাকে বলল, “এখন তোমার জীবনে একটি গুরুতপূর্ণ সময়। এ সময় তোমার প্রচুর পরিমাণ পুষ্টিমানসমৃদ্ধ সুষম খাবার খাওয়া দরকার।”
ক. জৈব বিবর্তন কী?
খ. প্লাটিপাসকে কানেকটিং লিংক বলা হয় কেন?
গ. রহমানের পিতামাতা রহমানকে পুষ্টিমানসমৃদ্ধ সুষম খাবার খেতে বললেন কেন? ব্যাখ্যা করো।
ঘ. রহমানের শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক ও আচরণগত পরিবর্তন হয়। উত্তিটি মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : রত্নার বয়স ১৪ বছর। তার মা তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করলেন এবং তিনি রত্নাকে এ ব্যাপারে কিছু পরামর্শ দিলেন। রত্নার বড় ভাই রতনের বয়স ১৭ বছর। রতন লক্ষ করলো তারও কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন হচ্ছে।
ক. জৈব বিবর্তন কী?
খ. জীবন্ত জীবাশ্ম বলতে কী বোঝায়?
গ. রতন তার মধ্যে কী কী পরিবর্তন লক্ষ্য করলো- ব্যাখ্যা কর।
ঘ. রত্নার মায়ের রত্নার সাথে পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৯ : ফাতেমারা ছয় বোন। তার কোন ভাই নাই । তাই তার দাদা-দাদী তার আম্মুকে নানা ধরনের কথা বলে। সে দশম শ্রেণির ছাত্রী হওয়ায় সবই বুঝতে পারে এবং তার বাবা, মাকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেয়। ডাক্তার সাহেব তার মা বাবাকে সন্তানের লিঙ্গ নির্ধারণের বিষয়টি বুঝ়ে বলেন।
ক. জৈব বিবর্তন কী?
খ. টেস্টটিউব বেবি বলতে কী বুঝায়? ২
গ. ফাতেমার বাবা মায়ের প্রতি ডাক্তারের যে মন্তব্য ছিল তা ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, কন্যা সন্তান জন্মদানের জন্য ফাতেমার আম্মুই দায়ী? স্বপক্ষে তোমার যুক্তি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : জামান বিবর্তন অধ্যায়টি ভালো বুঝতে না পেরে তার বাবার কাছে যায়। বাবা সমসংস্থ অঙ্গের মাধ্যমে বিবর্তন সম্পর্কিত প্রমাণটি বুঝিয়ে দিলেন। এরপর জামান তার বাবার কাছে বিবর্তনের মতবাদ সম্পর্কে জানতে চাইলে তিনি ল্যামার্কের মতবাদ ও ডারউইনের মতবাদ বিস্তারিত ব্যাখ্যা করেন।
ক. রাফেজ কী?
খ. জীবন্ত জীবাশ্ম বলতে কী বোঝায়?
গ. বাবা কীভাবে বিবর্তন সম্পর্কিত উল্লিখিত প্রমাণটি ব্যাখ্যা করলেন।
ঘ. বাবার বুঝিয়ে দেওয়া মতবাদ দুটির মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য? তুলনামূলক আলোচনা কর।
সৃজনশীল প্রশ্ন ১১ : সুমন নবম শ্রেণির ছাত্র। তার শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন দেখে তার পিতামাতা তাকে বলল, “এখন তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময় তোমার প্রচুর পরিমাণ পুষ্টিমান সমৃদ্ধ সুষম খাবার খাওয়া প্রয়োজন।”
ক. অটোজোম কী?
খ. টেস্টটিউব বেবি বলতে কী বোঝায়?
গ. সুমনের পিতামাতা সুমনকে পুষ্টিমান সমৃদ্ধ সুষম খাবার খেতে বললেন কেন? ব্যাখ্যা কর।
ঘ. সুমনের শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক ও আচরণগত পরিবর্তন হয়-উত্তিটি মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ১২ : কাশেমের দুইটি কন্যা সন্তান। তার স্ত্রী পুনরায় গর্ভবতী হয়েছেন। কাশেমের মার এবার পুত্রসন্তানের খুব ইচ্ছা। তিনি বিভিন্ন ফকির ও কবিরাজের কাছ থেকে পানিপড়া এনে কাশেমের স্ত্রীকে খাওয়াচ্ছেন। সেই সাথে গলায় ও হাতে তাবিজ বেঁধে দিয়েছেন এবং একটি কবজ তার বালিশের নিচে রেখেছেন।
ক. টেস্টটিউব বেবি কাকে বলে?
খ. বয়ঃসন্ধিকালে ছেলেদের দাড়ি-গোঁফ ওঠে কিন্তু মেয়েদের এইরূপ দেখা যায় না কেন? ব্যাখ্যা কর।
গ. কাশেমের স্ত্রীর দ্বিতীয় সন্তানটি গ্রহণ করার ক্রোমোজমের প্রবাহচিত্র অঙ্কন করে ব্যাখ্যা কর।
ঘ. “একটি নিদিষ্ট ক্রোমোজোমই কাশেমের মার ইচ্ছা পূরণ করতে পারে।” উক্তিটির যথার্থতা প্রবাহচিত্রসহ বিশ্লেষণ কর।
►► বিজ্ঞান : ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান : ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে নবম শ্রেণি বিজ্ঞান ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তরডাউনলোড করে নাও। নবম দশম শ্রেণীর অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post