পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন | পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প। এটি নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত। এ গল্পের কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি। বরং তারা তাদের বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।
লেখক দেখিয়েছেন, বয়সে ছোট হলে কী হবে তাদের নৈতিক অবস্থানও বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের এক্যচেতনার যেমন পরিচয় পাওয়া যায় তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে। তাদের চারিক্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ বিবেচনাবোধও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে।
কিশোরদের এমন সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধে বয়োজ্যেষ্ঠরাও বিস্মিত, অভিভূত। কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও বিবেচক তাকে মান্য করে তার ওপর আস্থা স্থাপন করে। এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্রও ফুটে উঠেছে এ গল্পে।
►► উত্তর ডাউনলোড : ভাব ও কাজ
►► উত্তর ডাউনলোড : অতিথির স্মৃতি
►► উত্তর ডাউনলোড : পড়ে পাওয়া
►► উত্তর ডাউনলোড : তৈলচিত্রের ভূত
►► উত্তর ডাউনলোড : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
►► উত্তর ডাউনলোড : আমাদের লোকশিল্প
►► উত্তর ডাউনলোড : সুখী মানুষ
►► উত্তর ডাউনলোড : বাংলা নববর্ষ
►► উত্তর ডাউনলোড : মংডুর পথে
►► উত্তর ডাউনলোড : বাংলা ভাষার জন্মকথা
পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। সহসা গাড়ির ভিতরে দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানিব্যাগ সিটের ওপর পড়ে আছে। ব্যাগে অনেকগুলো ডলার। কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না। সে সন্ধ্যা অবধি অপেক্ষা করল। নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেবার অনুরোধ জানায়।
ক. ‘পড়ে পাওয়া’ কী ধরনের রচনা?
খ. ‘ওর মতো কত লোক আসবে।’ বিধুর এ কথাটির অর্থ বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিধুদের সঙ্গে তুলনা করা যায়?- বুঝিয়ে লেক্
ঘ. কলেবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি ‘পড়ে পাওয়া’ গল্পের মূল সুরকেই ধারণ করে আছে।- মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ২ : সন্ধ্যায় দেখা গেল, নিজেদের ছাগলের সাথে অতিরিক্ত একটি ছাগলও আথালে ঢুকছে। এশার নামাজ পার হয়ে গেল, কিন্তু কেউ খোঁজ নিতে এল না। দাদু বরলেন, না, না, চুপ করে থাকাটা ঠিক হবে না। এক কাজ কর, রফিক-শফিক বেরিয়ে পড়। প্রতিবেশী নাবিল আর তালিমকে সাথে নিয়ে দুজন দুদিকে যেও। মসজিদ থেকে চোঙ্গা নিয়ে গাঁয়ে ঘোষনা দিয়ে আস। কিছুক্ষণের মধ্যে দু-ভাই দাদুর পরামর্শ মতো বলতে লাগল, ভাইসব, একটি ছাগল পাওয়া গেচে। যাদের ছাগল তারা দয়া করে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যান।
ক. লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমধিক পরিচিত?
খ. ‘দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম।’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. রফিক-শফিকের চোঙ্গা ফোঁকার ঘটনাটি ‘পড়ে পাওয়া’ গল্পের কোন ঘটনার সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দাদু যেন ‘পড়ে পাওয়া’ গল্পের মূল চেতনারই প্রতিভূ। বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : করিম ও রহিম দুই ঘনিষ্ঠ বন্ধু। টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলেন। কাউন্টারে এক লক্ষ টাকার চেক দিলে ক্যাশিয়ার সাহেব ভুলে দশ হাজার টাকা বেশি দিলেন। দুই বন্ধু বাসায় এসে দেখলেন দশ হাজার টাকা বেশি। করিম সাহেব বললেন, অতিরিক্ত টাকা আমরা ফেরত দিব না। নিজেরা খরচ করব। কিন্তু রহিম সাহেব বললেন, বাকি টাকা আমরা ফেরত দিব। কেননা এ অতিরিক্ত টাকার জন্য ক্যাশিয়ার সাহেবের চাকরি চলে যেতে পারে।
ক. ‘পড়ে পাওয়া’ কে সকলের সংশয় দূর করে দিল?
খ. অম্বরপুরের কাপালিরা সর্বশান্ত হয়েছে কীভাবে?
গ. উদ্দীপকের করিম ও রহিম ‘পড়ে পাওয়া’ গল্পের কাদের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ক্যাশিয়ার ও ‘পড়ে পাওয়া’ গল্পের কাপালি একই সূত্রে গাঁথা – বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ :
দৃশ্যকল্প-১: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনের ৪০০ মিটার পূর্ব দিকে ঝিনা রেলগেটে লাইন ভাঙা দেখে দুই শিশু গলায় পেঁচানো লাল মাফলার তুলে ধরে। এটা দেখে চালক ট্রেনটিকে থামিয়ে দেয়।
দৃশ্যকল্প-২: দিনাজপুরের রায়গঞ্জের সুদর্শনপুরের বাসিন্দা শংকরী দেবী চায়ের দোকান চালিযে বহুদিনের জমানো টাকায় দুটি সোনার চুড়ি কেনেন। কিন্তু অটোরিকশায় বাড়ি ফেরার পথে গহনাসমেত ব্যাগটি যায়। ব্যাগটি কুড়িয়ে পান রিকশাচালক সদানন্দ মণ্ডল। ত্ঁর এলাকার একজন পরিচিত ব্যবসায়ীর মাধ্যমে জেলার চেম্বার্স অব কমার্সের সহযোগিতায় তাঁদেরই অফিসে সেই গহনা শংকরী দেবীকে ফিরিয়ে দিয়েছেন।
ক. বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই তাদের মধ্যে কী ধরনের অনুভূতি কাজ করেছিল?
খ. ঠাকুরমসাই আপনারা মানুষ না দেবতা?- উক্তিটি কাপালি কেন করেছিল? বর্ণনা কর।
গ. দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ছেলে দুটির সঙ্গে ‘পড়ে পাওয়া’ গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্রের পরিচয় দাও।
ঘ. ‘‘দৃশ্যকল্প-২ ‘পড়ে পাওয়া’ গল্পের মূল উদ্দেশ্যকেই ধারণ করে।” উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : প্রচণ্ড যানযটে আটকা পড়া ট্যাক্সির ভেতর বসে শাহেদা বেগম অস্থিরভাবে এদিক-ওদিক দেখছেন। কলেজছাত্র সঞ্জয় ও সাজিদ ঐ পথেই যাচ্ছিল। শাহেদা বেগমের অসহায় অবস্থা দেখে তারা এগিয়ে গিয়ে দেখল, মায়ের পাশে প্রচণ্ড জ্বরে প্রায় অচেতন অবস্থায় শুয়ে আছে তার সন্তান। সঞ্জয় দ্রুত শিশুটিকে কোলে নিয়ে শাহেদা বেগমকে নিয়ে এগতে থাকে। অন্যদিকে সাজিদ গাড়ির পাশ কাটিয়ে পথ তৈরি করে আগে আগে চলতে থাকে। এভাবে তারা দ্রুত অসুস্থ শিশু সহ শাহেদা বেগমকে হাসপাতালে পৌঁছে দেয়।
ক. গ্রামের ভাদুই কুমোর লেখকদের বাড়িতে কেন এসেছিল?
খ. বিধুর কাছে আসা লোকটি বিধুকে শাসিয়েছিল কেন?
গ. উদ্দীপকের শাহেদা বেগম ‘পড়ে পাওয়া’ গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. সঞ্জয় ও সাজিদ কি গর্পের কিশোর চরিত্রের সার্থক প্রতিরূপ? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৬ : বিদ্যালয়ের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে সকালে বাড়ি ফিরছিল হাশেম। হঠাৎ পথিমধ্যে একটি ছোট হ্যান্ড ব্যাগ পড়ে থাকতে দেখে থমকে দাঁড়ায় সে। অনেক ভেবে-চিন্তে ব্যাগটি নিয়ে সোজা বাড়ি গিয়ে স্ত্রীর সাথে পরামর্শ করে কীভাবে ব্যাগটি ফেরত দেওয়া যায়। স্ত্রীর পরামর্শে স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রকৃত মালিককে খুঁজে পেয়ে চিন্তামুক্ত হয় হাশেম ও তার স্ত্রী তাহেরা।
ক. দণ্ডবৎ কী?
খ. অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে কেন?
গ. উদ্দীপকের ঘটনার সাথে ‘পড়ে পাওয়া’ গল্পের সাদৃশ্যপূর্ণ ঘটনাটি বর্ণনা কর।
ঘ. “উদ্দীপকের হাশেম ও তার স্ত্রীর মনোভাব এবং ‘পড়ে পাওয়া’ গল্পের বালকদের চেতনা এক ও অভিন্ন।”- মন্তব্যটি মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : রাশিক ৪০ টাকা মূল্যের আইসক্রিম কিনে দোকানিকে ৫০ টাকার নোট দেয়। দোকানি ৬০ টাকা ফেরত দিলে রাশিক দোকানির দেওয়া অতিরিক্ত টাকা তৎক্ষন্ৎ ফেরত দেয়। দোকানি টাকা ফেরত পেয়ে অত্যন্ত খুশি হয় এবং রাশিকের জন্য দোয়া করে। এ ঘটনাটি দোকানি অন্যদের বলে রাশিকের ব্যাপক প্রশংসা করে।
ক. ‘পড়ে পাওয়া’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
খ. ‘ও বড় হলে উকিল হবে, সবাই বলত।’- উক্তিটি বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের রাশিকের কাজটি ‘পড়ে পাওয়া’ গল্পের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দোকানির মতো করে কিশোরদের প্রশংসার জন্যই কি লেখক ‘পড়ে পাওয়া’ গল্পটি লিখেছেন ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : সকালে রাস্তা ঝাঁট দিতে গিয়ে ঝাড়–দার মংলু একটা হ্যান্ডব্যাগ কুড়িয়ে পায়। ব্যাগ খুলে তাতে পাঁচশত টাকার দুটি বান্ডেল দেখতে পায়। অন্য কোনো চিন্তা না করে সে টাকাসহ ব্যাগটি থানায় জমা দিয়ে আসে।
ক. চৌকিদার শব্দের অর্থ কী?
খ. ‘ও বড় হলে উকিল হবে’- বিধু সম্পর্কে সকলের এমন ভাবনার কারণ বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের মংলুর কাজে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ফুটে ওঠা দিক ছাড়াও ‘পড়ে পাওয়া’ গল্পে আরও নানা ঘটনার সমাবেশ ঘটেছে- মন্তব্যটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৯ : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প। ঝড়, বৃষ্টি ও বানের পানিতে একাকার হয়ে জনজীবন বিপন্ন। বানের পানিতে তলিয়ে গেল তাদের বাড়িঘর। বিশুদ্ধ পানি ও খাবারের অভাব। শিহাব, শাহীন ও শান্ত তিন কিশোর বন্ধু সেখানে ঘুরতে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ তারা একটি কাপড়ের থলে পেল, যার মধ্যে কিছু টাকা রয়েছে। তারা ভাবল, নিশ্চয় কোনো অসহায়ের টাকা হবে। তারা মালিককে খুঁজে পেল না। পরে মাইকিং করে সেগুলো ফেরত দেওয়া হলো।
ক. বাদলদের গুপ্ত মিটিং কোথায় হলো?
খ. “অধর্ম করা হবে না”- কথাটি কেন বলা হয়েছে? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের প্রথম দিকটি ‘‘পড়ে পাওয়া’’ গল্পের যে ঘটনাকে নির্দেশ করে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপকের কিশোরদের ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের প্রতিনিধি।’’- মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : একটি বেসরকারি অফিসে অফিস সহায়কের চাকরি করে উজ্জ্বল। সে কক্ষ খুলে দিলে ভোরে পরিচ্ছন্নকর্মী রাখাল প্রধান নির্বাহীর অফিস কক্ষ পরিষ্কার করে। একদিন সে বড় কর্তার রুমের বাস্কেটে দেখতে পায় টাকার বান্ডিল। প্রথমে রাখাল খুশি হলেও সে ভাবে, বড় কর্তা অসতর্কভাবে হয়তো ভুলে এটা রাখতে পারেন। রাখাল ভেবেচিন্তে বিষয়টি অফিস সহায়ক উজ্জ্বলকে জানায়। বড় কর্তা অফিসে এলে রাখাল ও উজ্জ্বল বিষয়টি তাকে জানায়।
ক. পত্রপাঠ বিদায় কী?
খ. ‘অদর্ম করা হবে না’- কেন?
গ. উদ্দীপকে টাকা পাওয়ার ঘটনায় ‘পড়ে পাওয়া’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপকের রাখাল ও উজ্জ্বল যেন ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরবৃন্দ’’- মূল্যায়ন কর।
►► উত্তর ডাউনলোড : ভাব ও কাজ
►► উত্তর ডাউনলোড : অতিথির স্মৃতি
►► উত্তর ডাউনলোড : পড়ে পাওয়া
►► উত্তর ডাউনলোড : তৈলচিত্রের ভূত
►► উত্তর ডাউনলোড : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
►► উত্তর ডাউনলোড : আমাদের লোকশিল্প
►► উত্তর ডাউনলোড : সুখী মানুষ
►► উত্তর ডাউনলোড : বাংলা নববর্ষ
►► উত্তর ডাউনলোড : মংডুর পথে
►► উত্তর ডাউনলোড : বাংলা ভাষার জন্মকথা
অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post