ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র প্রশ্ন, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড pdf, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন উওর, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ১ম অধ্যায়, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র খালেকুজ্জামান pdf, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র বই pdf
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : বরিশালের আর্থিকভাবে অসচ্ছল ও ব্যবসায় সহায়ক কার্যাবলির সুবিধাবঞ্চিত মাছ ব্যবসায়ীদের বর্তমানে ব্যস্ত সময় যাচ্ছে। কারণ নদীগুলোতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। দেশি ও বিদেশি বাজারে এই মাছের ব্যাপক সুনাম আছে। শুধুমাত্র স্থানীয় বাজারে ব্যাপক মাছ বিক্রি করলেও তাদের মুনাফার পরিমাণ খুব সামান্য হচ্ছে। এ অবস্থার উন্নবয়নের জন্য তাৎক্ষণিক উপায় হিসেবে জেলা প্রশাসক মহোদয় কোল্ড স্টোরেজসমূহ শুধুমাত্র মাছ ব্যবসায়ীদের ব্যবহারের অনুমতি প্রদান করেন। কিন্তু এরপরও মাছ ব্যবসায়ীরা কাঙ্খিত মুনাফা লাভ করতে পারছে না।
ক. ব্যবসায় কী?
খ. ব্যবসায় জীবনযাত্রার মান উনড়বয়নে সহায়ক কেন? ব্যাখ্যা কর।
গ. জেলা প্রশাসক মহোদয়ের গৃহীত পদক্ষেপ ব্যবসায়ের কোন বাধা দূরীকরণে সহায়ক? ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত মাছ ব্যবসায়ীদের কাঙ্খিত মাত্রায় মুনাফা পাওয়ার জন্য কোন প্রকার বাণিজ্য গুরুত্বপূর্ণ? মতামত দাও।
►► আরো দেখো: গ্রাফ ও চার্ট লেখার গুরুত্বপূর্ণ সব নিয়ম
►► আরো দেখো: ২০২১ সালের গুরুত্বপূর্ণ সব Dialogue
►► আরো দেখো: Sentence Connector বা Linking Word এক্সক্লুসিভ টিপস
►► আরো দেখো: ২০২১ সালের গুরুত্বপূর্ণ সব Paragraphs
সৃজনশীল প্রশ্ন ২ : মি. তপন আধুনিক যন্ত্রপাতির অপর্যাপ্ততা সত্ত্বেও তার এলাকার কিছু শিক্ষিত বেকার যুবকদের নিয়ে একটি গার্মেন্টস শিল্প গড়ে তোলেন। একটি বাণিজ্যিক ব্যংকের সহায়তায় তার ব্যবসায়ে সফলতা আসে। কিন্তু বর্তমানে ঘন ঘন হরতাল, পরিবহন ধর্মঘট ইত্যাদির কারণে তার প্রতিষ্ঠানের তৈরি মালামাল সঠিক সময়ে সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। ফলে তিনি ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।
ক. সামাজিক পরিবেশ কী?
খ. প্রযুক্তিগত পরিবেশ দেশের উন্নয়নে অপরিহার্য কেন? ব্যাখ্যা কর।
গ. মি. তপনের ব্যবসায়িক সফলতায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা সর্বাধিক? ব্যাখ্যা কর।
ঘ. “রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের ব্যবসায়-বাণিজ্যে অগ্রসর হওয়া অসম্ভব” – উদ্দীপকের আলোকে বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব ঢ একটি বেসরকারি কলেজের প্রভাষক। কলেজের নিকটেই বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক এবং শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তিনি তার সঞ্চিত অর্থ দ্বারা কলেজের পাশেই একটি ভবনের নিচতলা ভাড়া নিয়ে একটি বড় দোকান শুরু করলেন। তার দোকানের প্রম অংশে স্টেশনারি, দ্বিতীয় অংশে ফটোকপি এবং তৃতীয় অংশে মোবাইল ব্যাংকিং ব্যবসায় শুরু করলেন। জনাব ঢ তার তিন ভাইকে দোকানের তিনটি অংশের দায়িত্ব প্রদান করলেন। অল্পদিনের মধ্যেই তার প্রতিষ্ঠিত ব্যবসায়টি সফলতা অর্জন করে।
ক. নিষ্কাশন শিল্প কী?
খ. সামাজিক ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
গ. জনাব ঢ এর ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. জনাব ঢ এর ব্যবসায়ের সফলতা লাভের মূল কারণ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : মি: বাইরন একজন ইঞ্জিনিয়ার। তিনি তাঁর বন্ধু করিমসহ আরো ১০ জন বন্ধু নিয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। মি. বাইরন বলেন, তিনি ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারবেন না এবং বিনিয়োগের অতিরিক্ত দায় গ্রহণ করবেন না। তবে, বছরশেষে প্রতিষ্ঠানের হিসাব-নিরীক্ষার কাজটি করবেন। সর্বসম্মতিক্রমে জনাব করিমকে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে একজন প্রভাবশালী দেনাদার ৫০,০০০ টাকা না দেয়ায় জনাব করিম তা আদায় সমর্থ হন।
ক. অংশীদারি ব্যবসায় কী?
খ. নাবালক অংশীদার হতে পারে কী? ব্যাখ্যা কর।
গ. বাইরন কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
ঘ. জনাব করিমের পাওনা টাকা আদায়ে সফল হওয়ার কারণটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব রহিম তাঁর আরো ৪৯ জন ব্যবসায়ী বন্ধু মিলে চছজ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। তারা কোম্পানি নিবন্ধকের নিকট হতে নিবন্ধন লাভ করে। প্রতিষ্ঠানটি ব্যবসায়ের কাজ শুরু করার সিদ্ধান্ত নিতে গেলে একজন এ্যাডভোকেট সদস্য তাতে বাধা দেন। তিনি বলেণ আরো একটি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বাদ আছে। প্রতিষ্ঠানটি প্র মে মুনাফা অর্জন করলেও পরবর্তী তিন বছর ধারাবাহিকভাবে লোকান দিত থাকে। এ অবস্থায় ঢণত নামে অন্য এটি ব্যবসায় প্রতিষ্ঠান XYZ প্রতিষ্ঠানের ৫২% মালিানা শেয়ার কিনে নেয় এবং পচিালনার দায়িত্ব নেয়।
ক. কোম্পানি নিবন্ধন কী?
খ. কোম্পানি সংগঠনকে কোন চিরন্তন অস্তিত্বের অধিকারী বলা হয়? ব্যাখ্যা কর।
গ. PQR প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি সংগঠন হিসেবে নিবন্ধিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. XYZ কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে চছজ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়? বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড মুনাফা অর্জনকে গুরুত্ব না দিয়ে কমমূল্যে রাসায়নিক সার ও বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে গ্যাস সরবরাহ করছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে, অর্থনৈতিক ভিতকে আরো মজবুত করার জন্য সরকারের অবকাঠামো বিনির্মাণে সরকারের পাশাপাশি বেরসকারি প্রতিষ্ঠপানকে সংযুক্ত করছে। ফলে সরকার ও বেসরারি প্রতিষ্ঠান উভয়ই লাভবান হচ্ছে। নতুন ব্যবসায় ধারণাটি বর্তমানে বিশ্বের বিভিনড়ব দেশে জনপ্রিয় হয়ে উঠছে।
ক. বিধিবদ্ধ কোম্পানি কী?
খ. ডঅঝঅ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
গ. সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কোন ধরনের ব্যবসায় সংগঠনের আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের নতুন ব্যবসায় ধারণাটি দেশের অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করবে – এ বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব শাহরিয়ার ব্যবসায় ব্যবস্থাপনা নামে একটি বই লেখেন। ‘ঢ’ প্রকাশনি বইটির গ্রন্থস্বত্ব কিনে নেয়। বইটি ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের নিকট খুবই সমাদৃত হওয়ায় এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ‘ণ’ প্রকাশনি বইটির কভার পৃষ্ঠা ও বিষয়বস্তুর সামান্য পরিবর্তন করে হুবহু প্রকাশ করে। ফলে ‘ঢ’ প্রকাশনি বিক্রি হ্রাস পায়। ‘ঢ’ প্রকাশনি ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে ‘ণ’ প্রকাশনির বিরুদ্ধে মামলা করে।
ক. পরিবেশ দূষণ কী?
খ. ব্যবসায়ের আইনগত দিক সম্পর্কে জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর। ২
গ. ‘ঢ’ প্রকাশনির গ্রন্থস্বত্ব বিক্রি ব্যবসায়ের কোন আইনের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ‘ণ’ এর বিরুদ্ধে গৃহীত সম্ভাব্য আইনী ব্যবস্থার সুপারিশ কর। ৪
সৃজনশীল প্রশ্ন ৮ : জনাব হারুন একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানের তৈরি পোশাক বিদেশে রপ্তানি করেন। বিদেশের বাজার দখল করার জন্য তিনি আরো উনড়বত যন্ত্রপাতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এক্ষেত্রে সরকারি সহায়তা পর্যাপ্ত না হওয়ায় যন্ত্রপাতি আমদানি বিলম্বিত হচ্ছে। সম্প্রতি সরকার গার্মেন্টস খাতে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানি ও তৈরি পোশাক রপ্তানি উভয়টিতে শুল্কহার বৃদ্ধি করেছে। এগুলো নিয়ে জনাব হারুন খুব চিন্তিত। অথচ তিনি ২০১৫ সালে এই গার্মেন্টস খাতে নিয়োজিত ব্যবসায় সংঘের সাহায্য আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেন। তাছাড়া ঐ সংঘ হতে তার প্রতিষ্ঠান গার্মেন্টস সংশ্লিষ্ট বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণও গ্রহণ করেছে।
ক. ASEAN কী?
খ. বেসরকারি সংস্থা সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
গ. জনাব হারুন কোন প্রতিষ্ঠানের সহায়তায় আন্তর্জাতিক পুরস্কার পান? ব্যাখ্যা কর।
ঘ. কোন সমর্থনমূলক সহায়তার অভাব জনাব হারুনের দুঃশ্চিন্তার মূল কারণ? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : মি. সুদর্শন ঢ ব্যাংকের একজন অফিসার। ব্যাংকটি লেজার বুকের পরিবর্তে কম্পিউটারে গ্রাহকদের হিসাবের লেনদেন সংরক্ষণ করে। তথ্য আদান-প্রদানে ব্যাংকটি চিঠির পরিবর্তে মোবাইল মেসেজ, ইমেল, ইত্যাদি ব্যবহার করে। ব্যাংকের গ্রাহকগণ কার্ড ব্যবহার করে ব্যাংকে না গিয়ে যে কোনো বু থেকে সবসময় টাকা তুলতে পারে। বর্তমানে এ ব্যাংকের গ্রাহকগণ এ প্রযুক্তিতে পণ্যের দাম ও বিল পরিশোধ এবং কর্মচারিদের বতন-ভাাদি প্রদান করছে।
ক. রাষ্ট্রীয় ব্যবসায় কী?
খ. ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
গ. ঢ ব্যাংক কোন ধরনের ব্যাংকিং পদ্ধতি চালু করেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিশেস কার্ডটি গ্রাহকদের লেনদেন প্রক্রিয়াকে সহজ করেছে – তুমি কি এ বিষয়ে একমত? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : মি. সুমন একজন স্বর্ণকার। তিনি তার কর্মচারীদের যথাযথ বেতন প্রদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন উৎসবে বোনাস ও বার্ষিক বনভোজনের ব্যবস্থা করেন। অধিকন্তু তিনি শীতকালে তার এলাকার দুঃস্থদের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন এবং স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অনুদান দিয়ে থাকেন।
ক. বণিক সমিতি কী?
খ. “ভবিষ্যৎ দূরদর্শিতা ব্যক্তিকে স্বাবলম্বী করে” – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত সুমন তার প্রম পর্যায়ের কাজগুলো দ্বারা সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. সুমনের দ্বিতীয় পর্যায়ের কাজগুলো দ্বারা ব্যবসায় কীভাবে সুবিধা পেতে পারে? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ১১ : উত্তরা ইপিজেড-এ তুহিনের একটি গার্মেন্টস ফ্যাক্টরী আছে। তিনি বিদেশ থেকে সুতা, কাপড় ও অন্যান্য উপকরণ কিনে এনে পোশাক তৈরি করে ইউরোপের বাজারে বিক্রি করেন। মান উন্নয়ন হওয়ায় উত্তর ও দক্ষিণ আমেরিকার ক্রেতারা তার তৈরি পোশাক ক্রয় করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে তুহিন সেখানে বাজার সম্প্রসারণ করতে পারছেন না।
ক. বিনিময় কি?
খ. প্রমিতকরণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ব্যবসায়ের কোন কাজের বর্ণনা দেয়া হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তুহিন কীভাবে এ সমস্যা থেকে উত্তরণ লাভ করতে পারে? ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ১২ : জনাব রহমত আলীর পঞ্চগড়ে একটি চা বাগান আছে। গত বছর খরার কারণে চা এর উৎপাদন কমে যায়, ফলে তিনি লোকসানের সম্মুখীন হন। আর্থিক সমস্যা সমধানের জন্য তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন। এবং পুনরায় নূতন উদ্যোগে চায়ের আবাদ করার সিদ্ধান্ত নেন।
ক. ব্যবসায় পরিবেশ কী?
খ. সাংস্কৃতিক পরিবেশ বলতে কী বোঝ?
গ. জনাব রহমত আলী পঞ্চগড়ে চা বাগান স্থাপনে পরিবেশের কোন উপাদান বিবেচনা করেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে ব্যবসায়ের ওপর পরিবেশের প্রভাব বর্ণনা কর।
সৃজনশীল প্রশ্ন ১৩ : এইচএসসি পাস করার পর মইনুল কিছুদিন চাকরির পিছনে ছুটাছুটি করেন। অবশেষে বাবার কাছ থেকে মাত্র এক লক্ষ টাকা নিয়ে স্থানীয় বাজারে একটি মুদি দোকান প্রতিষ্ঠা করেন। এর জন্য তাকে নামমাত্র ফি দিয়ে একটি লাইসেন্স সংগ্রহ করতে হয়। মইনুল দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখেন। তাছাড়া ক্রেতাদের যখন যা প্রয়োজন তখন তা নিমিষেই এনে দেন।
ক. একমালিকানা কারবার কী?
খ. অসীম দায় বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে থেকে একমালিকানা কারবার শুরু করার দুটি সুবিধা বর্ণনা কর।
ঘ. ক্রেতাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ব্যবসায়ের উনড়বতির অন্যতম কারণ – উক্তিটির তাৎপর্য উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ১৪ : যুদি ও জুহি সমঝোতার ভিত্তিতে একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে এর নিবন্ধন করিয়ে নেন। শর্ত মোতাবেক জুহি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করবেন না। তাদের ব্যবসায় বেশ উন্নতি হচ্ছে। একজন দেনাদারের নিকট ২,০০০ টাকা পাওনা আদায় না হওয়ায় তারা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন।
ক. চুক্তি কী?
খ. নাবালক বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ব্যবসায়ে জুহি কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
ঘ. পাওনা আদায়ে যুথি ও জুহি সক্ষম হবে কী না? ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ১৫ : শাপলা কোম্পানি লি. স্টক এক্সচেঞ্জের একটি তালিকাভুক্ত কোম্পানি। তারা অনেক দিন তেকে সুনামের সাথে ব্যবসায় করে আসছে। তাদের বিধিবদ্ধ সঞ্চিতির পরিমাণও বেশ সন্তোষজনক। কোম্পানিটি নূতন ব্যবসায় স্থাপনের লক্ষ্যে বাজারে শেয়ার ইস্যু না করে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।
ক. রাইট শেয়ার কী?
খ. ঋণপত্র বলতে কী বোঝ?
গ. শাপলা কোং লি. কোন ধরনের যৌথমূলনী ব্যবসায়? ব্যাখ্যা কর।
ঘ. বাজারে শেয়ার ইস্যু না করে শাপলা কোং লি. কীভাবে মূলধন সংগ্রহ করতে পারে? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ১৬ : ওয়াসা কর্মী মিজানুর রহমান পরিবারসহ পার্বত্য চট্টগ্রামে বেড়াতে গেছেন। সেখানকার প্রাকৃতিক দৃশ্য তাদের মুগ্ধ করেছে। মিজানুর রহমন ভাবলেন, পার্বত্য এলাকায় প্রয়োজনীয় যাতায়াত, আবাসিক ব্যবস্থা, গাইড ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ এলাকায় প্রচুর লোক বেড়াতে আসবেন এবং প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যাবে।
ক. WASA কী?
খ. বি আর টি সি গুরুত্বপূর্ণ কেন?
গ. মিজানুর রহমান কোন ধরনের ব্যবসায় সংগঠনে কর্মরত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত স্থানটি রাষ্ট্রীয় উদ্যোগ পুরিচালিত ব্যবসায়ের জন্য একটি উত্তম ক্ষেত্র। তুমি কি এ বক্তব্যের একমত? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১৭ : অনুন্নত দেমের শহরগুলোতে উচ্চস্বরে গাড়ির বিরক্তিকর হর্ন বাজানোর ফলে প্রায়ই শিশুদের শ্রবণ শক্তির সমস্যা দেখা দিচ্ছে। তাছাড়া এ কারণে অনেক রোগীকে আরো বেশি অসুস্থ হতে দেখা যায়। এ অবস্থা থেকে মুক্তির জন্য সরকারি আইন থাকলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন নেই।
ক. ট্রেডমার্ক কী?
খ. আইএসও বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোনো সমস্যার কারণে শব্দ দূষণ কমছে না – ব্যাখ্যা কর।
ঘ. “আইনের সঠিক প্রয়োগ থাকলেই শব্দ দূষণ কমবে” – তুমি কী একমত? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ১৮ : তুষার বিবিএ পাস করে ব্যবসায় করার সিদ্ধান্ত নেন। সে বিসিকের অধীন প্রশিক্ষণ ও ২০,০০০ টাকা ঋণ নিয়ে একটি বুটিক কারখানা স্থাপন করে। সরকারি ব্যাংকগুলোর ঋণ সহায়তা পেলে সে তার কারখানা হতে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে পারে।
ক. বিজিএমইএ কী?
খ. ঊচই কীভাবে রপ্তানি বাণিজ্যে সহায়তা করে?
গ. বুটিক কারখানা স্থাপনে তুষারকে কোন ধরনের সহায়ক সেবা দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. কেবল সরকারি সহায়তাই কী তুষারের উৎপাদিত পণ্য রপ্তানি নিশ্চিত করতে পারবে? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ১৯ : মুকুল রায় এসএসসি পাস করে টাকার অভাবে লেখাপড়া করতে পারলেন না। তিনি একটি মোটর গ্যারেজে কয়েক বছর কাজ করার পর নিজেই একটি মোটর কার গ্যারেজ প্রতিষ্ঠা করেন। পুরানো মোটর পার্টস ব্যবহার রে তিনি ছোট আকারের মোটর যান তৈরি করে বিক্রি শুরু করলেন। তার ব্যবসায়টি বেশ লাভজনক হওয়ায় তিনি ধীরে ধীরে তা সম্প্রসারণের চিন্তা করেন।
ক. উদ্যোক্তা কে?
খ. আত্মকর্মসংস্থান বলতে কী বোঝ?
গ. মুকুল রায়ের মোটর কার গ্যারেজ স্থাপনকে ব্যবসায় এর ভাষায় কী বলা হয়? ব্যাখ্যা কর।
ঘ. “ব্যবসায় সম্প্রসারণ মুকুল রায়কে একটি উন্নততর অবস্থানে নিয়ে যাবে” – তুমি কী একমত? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২০ : রসুলপুরের মুদি দোকানদার রিপন। গ্রামের অনেকেই ঢাকায় থাকেন। মাসে মাসে বাড়িতে টাকা পাঠান। এ টাকা উঠানোর জন্য তাদের স্বজনদেরকে শহরে যেতে হয়। তাছাাড়া বিদ্যুৎ বিল, গ্যাসের বিল ইত্যাদি পরিশোধ করতে শহরে গিয়ে ব্যাংকে পুরো একটা দিন ব্যয় করতে হয়। এসব বিড়ম্বনা দেখে রিপন তার মোবাইল সেটে ইন্টারনেট সংযোগ নেন। এখন গ্রামবাসি এসব কাজ তার দোকানে মোবাইল সেটের মাধ্যমেই সম্পন্ন করেন।
ক. ক্রেডিট কার্ড কী?
খ. ই-কমার্স বলতে কী বোঝ?
গ. রিপন কোন ধরনের ব্যাংকিং ব্যবহার করছেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে গৃহীত ব্যাংকিং ব্যবস্থা মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য নিয়ে এসেছে। তুমি কী উক্তির সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
►► আরো দেখো: গ্রাফ ও চার্ট লেখার গুরুত্বপূর্ণ সব নিয়ম
►► আরো দেখো: ২০২১ সালের গুরুত্বপূর্ণ সব Dialogue
►► আরো দেখো: Sentence Connector বা Linking Word এক্সক্লুসিভ টিপস
►► আরো দেখো: ২০২১ সালের গুরুত্বপূর্ণ সব Paragraphs
এইচএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post