রুপাই কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কবি জসীমউদ্দীন রচিত ‘নকশী কাঁথার মাঠ’ নামক কাহিনীকাব্যের এ অংশটুকু “রুপাই’ কবিতা শিরোনামে সংকলিত হয়েছে। এ কবিতায় কবি গ্রাম-বাংলা প্রকৃতি কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন।
গ্রাম- বাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা এবং কচি মুখের মায়াবী কৃষককে প্রায়শই দেখতে পাওয়া যায়। কৃষকের বাহু দুইখানি লাউয়ের কচি ডগার মতো বলে মনে হয়। রোদে পুড়ে কৃষকের শরীরের রং কালো হয়ে যায়। এ কালো কালি দিয়েই পৃথিবীর সমস্ত কেতাব বা গ্রন্থ।
রুপাই কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : পল্লিগ্রামের পিতৃহীন এক দুরন্ত বালক ছমির শেখ। ফসল বোনার ওস্তাদিতে দশগ্রামে তার সুনাম আছে। বন্যা-খরা তথা গ্রামের শত বিপদে বৃক্ষের ছায়ার মতো তাকে সবাই কাছে পায়। যাত্রাপালার অভিনয়ে তার জুড়িমেলা ভার। গ্রামের সবাই তাকে স্নেহ করে; যেমন প্রকৃতি করে গ্রামকে।
ক. চাষির ছেলের ‘গা-খানি’ দেখতে কেমন?
খ. ‘‘চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়”- চরণটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপক ও ‘রুপাই’ কবিতার আলোকে তোমার দেখা কোনো পল্লিগ্রামের বর্ণনা দাও।
ঘ. ‘উদ্দীপকটি রুপাই ‘কবিতার খ-াংশ মাত্র’- যুক্তিসহ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ :
উদ্দীপক-১
কৃষ্ণকলি আমি তারে বলি/ কালো তারে বলে গাঁয়ের লোক
মেঘলা দিনে দেখেছিলাম মাঠে/ কালো মেয়ের বেণি পিঠের পরে লুটে।
উদ্দীপক-২
ময়মনসিংহের অজপাড়াগাঁয়ের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোরী ফুটবল দল বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ান হলে সারা দেশে কলসিন্দুরের নাম ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তাদের কারণে ওই গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগে। এখন কলসিন্দুর একটি আদর্শ গ্রাম। এখানকার মেয়েরা এখন বিশ^ অঙ্গনে বাংলাদেশের নাম ছড়াচ্ছে। ্রামবাসী এখন তাদের জন্য গর্ববোধ করে।
ক. রুপাইয়ের শরীর কেমন ছিল?
খ. রুপাইকে ‘শাল-সুন্দি বেত’ কেন বলা হয়েছে-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক-১-এ ‘রুপাই’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটির বর্ণনা কর।
ঘ. উদ্দীপক-২ ‘রুপাই’ কবিতার মূলভাবকে তুলে ধরে কি? যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : হরিপদ কাপালী স্বশিক্ষিত কৃষক। তিনি নতুন জাতের একটি ধান উদ্ভাবন করেন। এই জাতের ধানে অধিক ফসল উৎপাদন হয়। প্রথমে আশপাশের গ্রামের লোকেরা এই ধান উৎপাদনে এগিয়ে আসে। এ ধানের সুনাম শুনে পাশ^বর্তী জেলার কৃষকেরাও উৎপাদনে এগিয়ে আসে। দেশের সর্বত্র ছাড়িয়ে যায় হরি ধান। হরিপদ কাপালী কৃষকের গর্ব।
ক. ‘শাল-সুন্দি-বেত’ কী?
খ. ‘কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের হরিপদ কাপালীর সঙ্গে ‘রুপাই’ কবিতার রুপাইয়ের সাদৃশ্য নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ বিষয়টিই ‘রুপাই’ কবিতার একমাত্র বর্ণিত বিষয় নয়- মন্তব্যটির যৌক্তিকতা বিচার কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : শ্যামলীর একমাত্র ছেলে বাঁধন। গাঁয়ের রং কালো হলেও বাঁধন পড়ালেখায়, খেলাধুলায় পারদর্শী। এ বছর জাতীয়ভাবে স্কাউট হিসেবে রাষ্ট্রপতি এওয়ার্ড অর্জন করলে চারদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। শ্যামলী গর্ব করে বলে, আমার এ কালো ছেলে একদিন দেশের বাইরে গিয়েও দেশের সুনাম অর্জন করবে।
ক. কালো দাঁতের কী দিয়ে কবি কেতাব কোরান লিখেন?
খ. ‘আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানী’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের শ্যামলীর মনোভাবের সাথে ‘রুপাই’ কবিতায় কবির মনোভাবের বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপকের ভাবনা ‘রুপাই’ কবিতার মূল চেতনাকে ধারণ করতে পারেনি।” মন্তব্যটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : জব্বার এ গ্রামেরই গরিব ঘরের ছেলে। সে তার বাবার সাথে অন্যের জমিতে কাজ করে। তাছাড়া গ্রামের যেকোনো লোক যে কাজের জন্য তাকে ভাবুক না কেন সে হাজির হবে। শুধু কাজে নয় খেলাধুলাতেও সে খবই পারদর্শী। সে অসাধারণ ফুটবল খেলতে পারে। গ্রামের ফুটবল সে কোন দলে খেলবে তা নিয়ে টানাটানি শুরু হয়। একদিন সে এক বড় ফুটবল ক্লাব থেকে খেলার ডাক পায়। গ্রামের লোকজন বলতে থাকে, এই ছেলে একদিন আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে।
ক. কবি রং পেলে কী গড়তে পারেন?
খ. ‘‘বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল”- বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকটিতে ‘রুপাই’ কবিতার কোন দিকের প্রতিয়লন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘এই ছেলে একদিন আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে।”- মন্তব্যটি ‘রুপাই’ কবিতার আলোকে মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৬ :
১. সবসাধকের বড় সাধক আমার দেশের চাষা,
দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা।
দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়?
পুণ্য অত হবে নাক সব করিলেও জড়।
২. ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চায় নিজে,
রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।
আমার দেশর মাটির ছেলে, নমি বারংবার।
তোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার।
ক. ‘শাওন’ শব্দের অর্থ কী?
খ. ‘কালোয় যে-জন আলো বানায়, ভুলায় সবার মন’- বলতে কী বোঝায়?
গ. উদ্দীপক-১-এর বক্তব্যে ‘রুপাই’ কবিতার কোন বিষয়টি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপক এর বক্তব্য যেন ‘রুপাই’ কবিতার রুপাই চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করেছে”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : আত্মোন্নতির জন্য উদ্যম ও পরিশ্রম একান্ত জরুরি। সততার ভিতর দিয়ে যেমন সত্তার মহিমা উদ্ভাসিত হয়, কাজের মাধ্যমেও তেমনি সমাজে স্বনির্ভর মানুষের অফুরন্ত শক্তির প্রকাশ ঘটে। দুঃখ হয় তখন, যখন দেখি আমাদের দেশের যুবকদের মধ্যে সম্ভাবনাময় শক্তি থাকা সত্ত্বেও তারা পরানুগ্রহের মোহে দুয়ারে দুয়ারে চাকরির জন্য মাথা কুটে মরছে।
ক. কবিতায় ‘শাল-সুন্দি-বেত’-এর তুলনা করা হয়েছে কার সঙ্গে?
খ. ‘রুপাইকে’ নিয়ে সবাই টানাটানি করে কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সঙ্গে ‘রুপাই’ কবিতার সাদৃশ্য কোথায়? ব্যাখ্যা কর।
ঘ. ‘আত্মোন্নতির জন্য উদ্যম ও পরিশ্রম একান্ত জরুরি।’ উদ্দীপকের প্রকিনিধিত্বকারী হিসেবে রুপাইকে চিহ্নিত করা যায়।’ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৮ :
সব সাধকের বড় সাধক
আমার দেশের চাষা,
দেশমাতারই মুক্তিকামী
দেশের সে যে আশা।
ক. ‘রুপাই’ কবিতাটির উৎস কী?
খ. ‘চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়’- চরণটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকেটি ‘রুপাই’ কবিতার সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ- আলোচনা কর।
ঘ. উদ্দীপকটিতে ‘রুপাই’ কবিতার আংশিক ভাব প্রকাশিত হয়েছে- বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৯ :
মহরমের মাস আসিল। শিমুলতলীর গাঁয়ের সবে,
জারির গানে, লাঠির খেলায় মাতলো আবার মহোৎসবে।
আজকে গাঁয়ে নাইকো গরিব, আজকে গাঁয়ে নাইকো ধনী,
কাহার কত বিদ্যা বেসাত আজ তা মোরা কেউ না গণি।
ক. জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
খ. ‘আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানা মানী’- বলতে কী বোঝানো হয়েছে?
গ. ‘রুপাই’ কবিতার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্যগত দিকটি উপস্থাপন কর।
ঘ. ‘‘উদ্দীপকটিতে ‘রুপাই’ কবিতার সামগ্রিভাব ধারণে পুরোপুরি সমর্থ নং”- যৌক্তি মত দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : পল্লীর এক দুরন্ত পিতৃহীন বালক স্বপন। তার মুখের সারল্য আর মায়া গ্রামের সকলকে মুগ্ধ করে। সবার কাজেই সে সাহায্য করে। গ্রাম্য পালাগান, লাঠিখেলা এসবেও তার দারুন দক্ষতা। স্বপনের জন্য তার নিজ গ্রামও সর্বত্র জনপ্রিয়।
ক. ‘রুপাই’ কবিতাটির উৎস কী?
খ. ‘এক কালেতে ওরই নামে সব গাঁ হবে নামি’- এখানে কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকে স্বপন যেন ‘রুপাই’ চরিত্রটির প্রতিনিধিত্ব করে- বর্ণনা কর।
ঘ. উদ্দীপকটি ‘রুপাই’ কবিতার খণ্ডাংশ মাত্র মূল্যায়ন কর।
►► উত্তর ডাউনলোড : ভাব ও কাজ
►► উত্তর ডাউনলোড : অতিথির স্মৃতি
►► উত্তর ডাউনলোড : পড়ে পাওয়া
►► উত্তর ডাউনলোড : তৈলচিত্রের ভূত
►► উত্তর ডাউনলোড : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
►► উত্তর ডাউনলোড : আমাদের লোকশিল্প
►► উত্তর ডাউনলোড : সুখী মানুষ
►► উত্তর ডাউনলোড : বাংলা নববর্ষ
►► উত্তর ডাউনলোড : মংডুর পথে
►► উত্তর ডাউনলোড : বাংলা ভাষার জন্মকথা
শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। । আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post