৭ম শ্রেণির গণিত ৪র্থ অধ্যায় সমাধান : গণিতের চারটি মৌলিক প্রক্রিয়া হলো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ । বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া আর ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। পাটিগণিতে কেবল ধনাত্মক চিহযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়। কিন্তু বীজগণিতে ধনাত্মক ও খণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা এবং সংখ্যাসূচক প্রতীকও ব্যবহার করা হয়।
আমরা বষ্ঠ শ্রেণিতে চিহ্তযুক্ত রাশির যোগ-বিয়োগ এবং বীজগণিতীর় রাশির যোগ ও বিয়োগ সম্বন্ধে ধারণা পেয়েছি। এ অধ্যায়ে চিহ্রযুক্ত রাশির গুণ ও ভাগ এবং বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করা হয়েছে।
৭ম শ্রেণির গণিত ৪র্থ অধ্যায় সমাধান
অধ্যার শেষে শিক্ষার্থীরা:
- বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ করতে পারবে।
- বন্ধনী ব্যবহারের মাধ্যমে বীজগণিতীয় রাশির যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করতে পারবে।
১. 7+ 21-8 —{-3-(-2 -3)}-4]
২. —5-[-8-{-4-(-2-3)} +13]
৩. 7-2-6 + 3{-5 + 2(4—3)}]
৪. x-{a+(y—-b)}
৫. 3x+(4y —z)—{a-—b—(2c — 4a) —5a}
৬. —a+l[-Sb—{-9c+ (-3a-7b +11c)}]
৭. —a-—|-3b—{-2a —(-a — 4b)}]
৮. {2a -(3b-5c)} -la—{2b -(c-4a)} – Te]
৯. —a+[-6b—{-15e + (—3a-9b-13c)}]
১০. —2x-|-4y—{-6z-(8x-10y+12z)}]
১১. 3x—5y+12+(3y—x)+{2x-(x-2y)}]
১২. 4x +[-5y—-{92+(3x-7y+x)}]
১৩. 20-I{(6a + 3b) — (5a — 2b)}+ 61
১৪. 15a + 213b + 3{2a — 2(2a + b)}]
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৭ম শ্রেণির গণিত ৪র্থ অধ্যায় সমাধান ডাউনলোড করে নাও। এছাড়াও সপ্তম শ্রেণির অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post