৭ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর | প্রাকৃতিক পরিবেশের ক্ষুদ্রাতিক্ষুদ্র থেকে অতি বৃহদাকার জীবদেহ মাত্রই কোষ দ্বারা গঠিত। একটি জীবদেহের সব কোষের গঠনপ্রকৃতি এক রকম নয় বরং ভিন্ন। কালের পরিক্রমায় বিজ্ঞানীরা কোষীয় অঙ্গাণু সম্পর্কে সুস্পষ্ট ও বিস্তারিত ধারণা পেয়েছে।
আবার উৎপত্তির দিক থেকে এক হয়ে সম-আকৃতির বা ভিন্ন আকৃতির এই কোষগুলো উদ্ভিদ ও প্রাণিদেহে টিস্যু গঠনের মাধ্যমে দলগতভাবে একই ধরনের কাজ সম্পাদন করে। সুতরাং জীবদেহের সুষ্ঠু জৈবিক ধারা বজায় রাখার জন্য কোষ ও টিস্যুর মধ্যে সমন্বয় প্রয়োজন।
৭ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : সপ্তম শ্রেণির বিজ্ঞান শিক্ষক শ্রেণিতে পাঠদানের সময় ব্লাকবোর্ডে নিউক্লিয়াস, গলজিবডি, এন্ডোপ্লাজমিক জালিকা, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, কোষপ্রাচীর শব্দগুলো লিখে দিয়ে ছাত্রদের বললেন জীবকোষে অঙ্গাণুগুলো থাকে।
ক. স্থায়ী টিস্যু কাকে বলে?
খ. উদ্ভিদের বর্ণবৈচিত্র্য সৃষ্টিতে কোষের কোন অঙ্গাণুটি দায়ী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের অঙ্গাণুগুলো থেকে প্রয়োজনীয় অঙ্গাণু নিয়ে একটি উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
ঘ. উদ্দীপকের অঙ্গাণুগুলোর সাথে কোনো সংযোজন-বিয়োজন ছাড়া সকল অঙ্গাণু ব্যবহার করে যে কোনো জীব কোষ অঙ্কন করা যাবে কি? যুক্তিসহ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : শিক্ষক শ্রেণিতে শক্তিঘর হিসাবে পরিচিত অঙ্গাণু এবং উদ্ভিদ কোষে বিদ্যমান বর্ণযুক্ত অঙ্গাণুর গঠন ও কাজ ব্যাখ্যা করেন।
ক. সেন্ট্রিওল কী?
খ. ক্রোমোজোম বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত ১ম অঙ্গাণুর গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ২য় অঙ্গাণুর ভূমিকা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : প্রতিটি জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। জীবদেহের গঠন অনুসারে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলো উদ্ভিদ কোষ ও প্রাণিকোষ। এ দুই প্রকার কোষের মধ্যে বেশ পার্থক্য লক্ষ করা যায়। উদ্ভিদ কোষের বিভিন্ন কোষীয় অঙ্গাণুর মধ্যে X হলো এমন একটি অঙ্গাণু যা উদ্ভিদের এক অনন্য বৈশিষ্ট্য।
ক. সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কাকে বলে?
খ. ভাজক টিস্যুর কাজগুলো লেখো।
গ. উদ্দীপকে বর্ণিত দুই প্রকারের কোষের মধ্যে পার্থক্য লেখো।
ঘ. উদ্দীপকে X দ্বারা যে অঙ্গাণুটিকে বুঝানো হয়েছে তার প্রকারভেদ ও কাজ আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : ৭ম শ্রেণিতে বিজ্ঞানের শিক্ষক টিস্যু পড়াতে গিয়ে বললেন, মানুষের মস্তিষ্ক এমন এক ধরনের কোষ দ্বারা গঠিত যার ফলে মানুষ উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে এবং বিভিন্ন কাজের সমন্বয় সাধন করে।
ক. টিস্যু কাকে বলে?
খ. স্নায়ুকলার ২টি বৈশিষ্ট্য লেখো।
গ. শিক্ষকের উল্লিখিত কোষটির চিত্রসহ গঠন ও কাজ বর্ণনা করো।
ঘ. মানুষের শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে উক্ত কোষটির গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : M ও N হলো পেশী টিস্যু যা অঙ্গ সঞ্চালন ও খাদ্যনালীতে খাদ্য পরিবহণে সাহায্য করে। p হলো স্নায়ু টিস্যু যা পরিবেশ থেকে উদ্দীপনা মস্তিষ্কে পৌছায়।
ক. আবরণী কলা কাকে বলে?
খ. হৃদপেশিকে কেন অনৈচ্ছিক পেশি বলে?
গ. উদ্দীপকের M ও N টিস্যুর কার্যাবলী ব্যাখ্যা করো
ঘ. P টিস্যুর গঠন ও কাজ চিত্রসহ বর্ণনা করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : ১২ z টিস্যু প্রাণী দেহে উদ্দীপনায় সারা দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, এর একক হচ্ছে নিউরণ ।
ক. হাড় কোন টিস্যুর উদাহরণ?
খ. ঐচ্ছিক পেশির দুটি বৈশিষ্ট্য লিখ।
গ. Z টিস্যুর এককের চিহ্নিত চিত্র অংকন করো।
ঘ. উদ্দীপকের টিস্যু মানবদেহে কোনো কার্য সম্পাদনে ভূমিকা পালন করে কী? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : কোষ বিভাজিত হয়ে উন্নত জীবদেহ গঠিত হয়। নিউরণ কোষ নিয়ে হয় স্নায়ুটিস্যু।
ক. ভাজক টিস্যু কাকে বলে?
খ. হৃদপেশী কোন ধরনের টিস্যু? ব্যাখ্যা করো।
গ. একটি নিউরণের চিত্র এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো।
ঘ. স্নায়ু টিস্যুর কাজ বর্ণনা করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : জীবদেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই ঘন গোলাকার এক ধরনের কোষীয় অঙ্গাণু বিদ্যমান। একটি পূর্ণাঙ্গ জীবকোষ গঠনে অঙ্গাণুটির গুরুত্ব অপরিসীম।
ক. ক্রোমাটিন তন্তু কী?
খ. কোষকে ক্ষুদ্র রাসায়নিক কারখানা বলা হয় কেন?
গ. উদ্দীপকের কোষীয় অঙ্গাণুটির চিহ্নিত চিত্র অঙ্কন করো।
ঘ. উদ্দীপকের শেষোক্ত বাক্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : উদ্ভিদ দেহ উদ্ভিদ কোষ নিয়ে গঠিত। এটি প্রাণিকোষ থেকে বেশ আলাদা। এতে শক্তি উৎপাদনের জন্য আলাদা অঙ্গাণু রয়েছে, তেমনি রয়েছে বর্ণ বৈচিত্র্য কিংবা খাদ্য উৎপাদনের জন্য বিশেষ অঙ্গ।
ক. ক্যারোটিনয়েড কী?
খ. স্নায়ুকলার কাজগুলো কী কী?
গ. শক্তি উৎপাদনের জন্য দায়ী অঙ্গাণুটির গঠন ও কার্যাবলি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোচিত কোষটি অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো।
►► ১ম অধ্যায়: নিম্নশ্রেণীর জীব
►► ২য় অধ্যায়: উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন
►► ৩য় অধ্যায়: উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য
►► ৪র্থ অধ্যায়: শ্বসন
►► ৫ম অধ্যায়: পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র
►► ৬ষ্ঠ অধ্যায়: পদার্থের গঠন
►► ৭ম অধ্যায়: শক্তির ব্যবহার
►► ৮ম অধ্যায়: শব্দের কথা
►► ৯ম অধ্যায়: তাপ ও তাপমাত্রা
►► ১০ম অধ্যায়: বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা
►► ১১শ অধ্যায়: পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা
►► ১২শ অধ্যায়: সৌরজগৎ ও আমাদের পৃথিবী
এছাড়াও সপ্তম শ্রেণির অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্নের উত্তর রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৭ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post