৮ম শ্রেণির গণিত ২য় অধ্যায় সমাধান | দৈনন্দিন জীবনে সবাই বেচাকেনা ও লেনদেনের সাথে জড়িত । কেউ শিল্প প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে পণ্য উৎপাদন করেন ও উৎপাদিত পণ্য বাজারে পাইকারদের নিকট বিক্রয় করেন। আবার পাইকারগণ তাদের ক্রয়কৃত পণ্য বাজারে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন ।
পরিশেষে খুচরা ব্যবসায়ীগণ তাদের ক্রয়কৃত পণ্য সাধারণ ক্রেতাদের নিকট বিক্রয় করেন। প্রত্যেক স্তরে সবাই মুনাফা বা লাভ করতে চান । তবে বিভিন্ন কারণে লোকসান বা ক্ষতিও হতে পারে | যেমন, শেয়ারবাজারে লাভ যেমন আছে, তেমন দরপতনের কারণে ক্ষতিও আছে।
আবার আমরা নিরাপত্তার স্থার্থে টাকা ব্যাংকে আমানত রাখি । ব্যাংক সেই টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করে লাভ বা মুনাফা পায় এবং ব্যাংকও আমানতকারীদের মুনাফা দেয় । তাই সকলেরই বিনিয়োগ ও মুনাফা সম্পর্কে ধারণা থাকা দরকার | এ অধ্যায়ে লাভ-ক্ষতি এবং বিশেষভাবে মুনাফা সম্পর্কে আলোচনা করা হয়েছে ।
৮ম শ্রেণির গণিত ২য় অধ্যায় এ আমরা মুনাফা সম্পর্কে জ্ঞান লাভ করবো। এ অধ্যায়টি সমাধান করে সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবো এবং এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবো । পাশাপাশি চক্রবৃদ্ধি মুনাফার হার ব্যাখ্যা করতে পারবো এবং এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে ।
আজ কোর্সটিকায় ৮ম শ্রেণির গণিত ২য় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, সূত্র ও সৃজনশীল প্রশ্ন শেয়ার করা হবে। সবার নিচে দেয়া PDF ফাইল ডাউনলোডের মাধ্যমে প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
►► আইসিটি ১ম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব
►► আইসিটি ২য় অধ্যায় : কম্পিউটার নেটওয়ার্ক
►► আইসিটি ৩য় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার
►► আইসিটি ৪র্থ অধ্যায় : স্প্রেডশিটের ব্যবহার
►► আইসিটি ৫ম অধ্যায় : শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার
৮ম শ্রেণির গণিত ২য় অধ্যায় সমাধান
সৃজনশীল প্রশ্ন ১ : এক ব্যক্তি বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৬০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন।
ক. ১ম বছরান্তে মুনাফা-আসল নির্ণয় কর।
খ. সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।
গ. একই হার সরল মুনাফায় উক্ত আসল কত বছরে মুনাফা-আসলে দেড়গুণ হবে?
সৃজনশীল প্রশ্ন ২ : কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে ১৬,২৮০ টাকা এবং ৮ বছরে মুনাফা-আসলে ১৮,০৮০ টাকা হয়।
ক. ৫ বছরের মুনাফা নির্ণয় কর।
খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর।
গ. উক্ত হার মুনাফায় ৯,০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : ৬৫০০ টাকা একটি নির্দিষ্ট হার মুনাফায় ৫ বছরে মুনাফা আসলে ৯৪২৫ টাকা হয়।
ক. মুনাফার হার কত?
খ. একই হার মুনাফায় কত টাকা ৫ বছর মুনাফা-আসলে ১০২৯৫ টাকা হবে?
গ. বার্ষিক ১০% মুনাফায় “খ” এর প্রাপ্ত টাকার ৫ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?
সৃজনশীল প্রশ্ন ৪ : একই হার মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৫২৫ টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৫৫১.২৫ টাকা হল।
ক. সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র দুইটি লিখ।
খ. মুলধন নির্ণয় কর।
গ. একই হারে উক্ত মূলধনের জন্য ৩ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : মিসেস আসমা বার্ষিক ৫% হার মুনাফায় ৫০০০ টাকা ৩ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখলেন।
ক. তার দুই বছরের সরল মুনাফা নির্ণয় কর।
খ. তিনি তিন বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা কত পাবেন তা নির্ণয় কর।
গ একই হার মুনাফায় উক্ত টাকা কত বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : আনোয়ার সাহেব বার্ষিক ৮% মুনাফায় ১০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলেন।
ক. তিনি সরল মুনাফায় এক বছরে কত মুনাফা পাবেন?
খ. ২ বছর পরে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
গ. ৩ বছর পর চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : কোনো আসল ৪ বছরে মুনাফা-আসলে ৬০০০ টাকা এবং ৬ বছরে মুনাফা-আসলে ৬৫০০ টাকা হয়।
ক. ৪ বছরের মুনাফা কত?
খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর।
গ. একই হার মুনাফায় ৩ বছরে উত্ত আসলের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : কামাল সাহেব ব্যাংকে নির্দিষ্ট হার মুনাফায় ৪,০০০ টাকা জমা রেখে ৩ বছর পর মুনাফা-আসলে ৫,৫০০ টাকা ফেরত পেলেন।
ক. p টাকায় r% হার মুনাফায় n বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?
খ. কামাল সাহেব কত হার মুনাফায় এ ব্যাংকে টাকা জমা রেখেছিলেন?
গ. কামাল সাহেব অন্য কোনো ব্যাংকে এ একই হার মুনাফায় কত টাকা জমা রাখলে ৫ বছর পর মুনাফা-আসলে ১৬,২৫০ টাকা ফেরত পেতেন?
►► আইসিটি ১ম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব
►► আইসিটি ২য় অধ্যায় : কম্পিউটার নেটওয়ার্ক
►► আইসিটি ৩য় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার
►► আইসিটি ৪র্থ অধ্যায় : স্প্রেডশিটের ব্যবহার
►► আইসিটি ৫ম অধ্যায় : শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার
অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post