অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় : সামাজিকীকরণ ও উন্নয়ন নিয়ে রচিত। সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঞ্জিত আচরণ উপযোগী হয়ে গড়ে উঠে। এ প্রক্রিয়ায় সমাজের নিয়ম-নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায় তেমনি সমাজ উন্নয়নেও অংশগ্রহণ করে।
তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে সামাজিকীকরণ সম্পর্কে ধারণা অর্জন করেছ। এ অধ্যায়ে শিশুর সামাজিকীকরণে কতিপয় উপাদানের প্রভাব, বাংলাদেশে গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া এবং সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে অবহিত হবে।
আজ আমরা কোর্সটিকায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ১০ টি সৃজনশীল প্রশ্ন আলোচনা করবো। এই বিষয়ের অন্যান্য অধ্যায়গুলো নিয়ে প্রশ্ন ও সাজেশান্স পেতে নিচে দেয়া লিংকগুলোতে ক্লিক করো। পাশপাশি এখান থেকে PDF ফাইল ডাউনলোড করে পরবর্তী সময়ে অধ্যয়নের জন্য তোমার মোবাইল বা কম্পিউটারে প্রশ্নগুলো সংরক্ষণ করে রাখতে পারো।
অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায়
►► অধ্যায় ১ : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
►► অধ্যায় ২ : বাংলাদেশের মুক্তিযুদ্ধ
►► অধ্যায় ৩ : বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন
►► অধ্যায় ৪ : ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য
►► অধ্যায় ৫ : সামাজিকীকরণ ও উন্নয়ন
সৃজনশীল প্রশ্ন ১ : দরিদ্র এক দম্পত্তির পরিবারে জমজ দুই ছেলের জন্ম হয়। দারিদ্রতার কারণে এক ছেলেকে দত্তক হিসেবে দেয় এক ধনী ব্যবসায়ীর নিকট। ছেলেটি শহরের আধুনিক সব সুবিধা ভোগ করে বড় হয়। সে বন্ধুদের সাথে ই-মেইল, ফেইসবুক, ইউটিউব, টুইটার, মোবাইল ইত্যাদির মাধ্যমে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করে এবং রাত জেগে আড্ডা দেয়।
ক. সামাজিকীকরণের প্রধান মাধ্যম কি?
খ. সামাজিকীকরণ বলতে কী বোঝায়? ব্যখ্যা করো।
গ. দত্তক নেয়া ছেলেটির ক্ষেত্রে সামাজিকীকরণের কোন উপাদানকে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
ঘ. ‘উক্ত মাধ্যমের অপব্যবহার সামাজিকীকরণে নেতিবাচক ভূমিকা রাখে’__বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : কুষ্টিয়া জিলা স্কুলের ৮ম শ্রেণির ছাত্র হাবীব । বাবার মৃত্যুর পর মায়ের সাথে শহরে একটি বাসায় ভাড়া থাকে। সহপাঠীদের সাথে খেলাধুলা করাসহ সার্বক্ষণিক পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। মা স্বল্লশিক্ষিত হলেও সে খুব পরিপাটি, সহনশীল, সহযোগিতাপূর্ণ ও মার্জিত স্বভাবের অধিকারী। বড়বোন মাবিয়া এবার এস.এস.সি পাস করেছে। সে ঘরে বসে অনলাইনে ভর্তি পরম পুরণ করেছে। সে নিয়মিত ফেসবুক ব্যবহার করে বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করে।
ক. ই-কমার্সের পূর্ণরূপ লেখ
খ. সামাজিকীকরণে ই-মেইলের ভূমিকা কীরূপ?
গ. উদ্দীপকে বর্ণিত হাবীবের সামাজিকীকরণে কোন প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? ব্যাখ্যা করো।
ঘ. মাবিয়ার মতো শিক্ষার্থীদের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ফেসবুকের নেতিবাচক দিকগুলো আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : ছয় বছর বয়সি ইফাজের বাবা মা দুজনই চিত্রশিল্পী । ইফাজের জন্য তারা প্রায়ই বিভিন্ন ধরনের খেলনা, কার্টুন ছবি ও স্টিকার কিনেন। ইফাজ টিভিতে নিয়মিত কার্টুন ছবি দেখে। একদিন হঠাৎ ইফাজ নিজেকে ব্যাটম্যান সাজিয়ে মা বাবাকে চমকে দেয়।
ক. ই-মেইল এর পূর্ণরূপ কী?
খ. সমবয়সি সঙ্গী কীভাবে সামাজিকীকরণে ভূমিকা রাখে?
গ. ইফাজের ব্যাটম্যান সাজাটা সামাজিকীকরণের কোন উপাদানের সাথে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. “বাবা-মা’র ধ্যান-ধারণাই ইফাজের মধ্যে প্রতিফলিত হয়েছে।”__ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : শাহীন এবং রাজু শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে। সে ল্যাপটপ ব্যবহার করে শিক্ষার বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। সে বিদ্যালয়ের বিতর্ক ক্লাবের সদস্য এবং পাড়ার বন্ধুদের সাথে খেলাধুলা করে। সকলের সাথে ভালো আচরণ করে। অপরদিকে রাজু ল্যাপটপে গেম খেলে এবং বন্ধুদের সাথে, চ্যাট করে। এখন সে লেখাপড়ায় অমনোযোগী এবং সবার সাথে ভালো আচরণ করতে পারে না।
ক. বর্তমান বিশ্বে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম কী?
খ. সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারকে সবচেয়ে শক্তিশালী মাধ্যম বলা হয় কেন?
গ. শাহীনের মধ্যে সামাজিকীকরণের যে মাধ্যমের প্রভাব রয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. শাহীন এবং রাজুর সামাজিকীকরণের মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এর নেতিবাচক দিকও ব্যাপক – বিশ্লেষণ করো
সৃজনশীল প্রশ্ন ৫ : জোবায়ের ও তার চাচাত ভাই রিফাত অষ্টম শ্রেণির ছাত্র। জোবায়ের তার মা-বাবার আদেশ মেনে চলে । সে সময়মতো স্কুলে যায় এবং বাড়ির কাজ ঠিকমতো করে নিয়ে আসে । কিন্তু রিফাত রাত জেগে ফেসবুক ও ইন্টারনেট চালায়। সময়মতো স্কুলে যায় না। বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। জে.এস.সি পরীক্ষায় জোবায়ের জি.পি.এ-৫ পায়, কিন্তু রিফাত পরীক্ষায় ফেল করে।
ক. ই-কমার্স কী?
খ. শিশুর সামাজিকীকরণে সমবয়সি সঙ্গীর ভূমিকা ব্যাখ্যা করো।
গ. জোবায়েরের কৃতিত্বের জন্য সামাজিকীকরণের কোন মাধ্যমটি প্রভাব বিস্তার করেছে? ব্যাখ্যা করো।
ঘ. “রিফাতের অবনতির জন্য প্রযুক্তির অপব্যবহারই দায়ী”_ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : সুমন অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা-মা প্রায়ই তার সামনে ঝগড়া-বিবাদে লিপ্ত হন। সুমন বাবা-মায়ের সঙ্গ না পেয়ে প্রতিবেশী দুষ্ট প্রকৃতির বন্ধুদের সাথে মেলামেশা করে। ফলে তার মাঝে অনেক নেতিবাচক আচরণ লক্ষ করা যায়।
ক. টুইটার কী?
খ. “সামাজিকীকরণ একটি চলমান প্রক্রিয়া” – ব্যাখ্যা করো ।
গ. সুমনের সামাজিকীকরণের ক্ষেত্রে তার বন্ধুদের প্রভাব ব্যাখ্যা করো।
ঘ. সুমনের বাবা মায়ের আচরণের পরিবর্তনই পারে তার সুস্থ সামাজিকীকরণের বিকাশ ঘটাতে – তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : বর্তমানে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে ভাব বিনিময়, সবকিছুতে মিসেস অনিতা তথ্য প্রযুক্তির উপকরণগুলো ব্যবহার করেন। কিছুদিন আগেও যা ভাবা যেতো না। আধুনিক যোগাযোগ মাধ্যম পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশের দৃরতু কমিয়ে দিয়েছে। তাই বিভিন্ন দেশের সমাজ ও সংস্কৃতি আমাদের উপর প্রভাব ফেলছে । আর এভাবেই তথ্যপ্রযুস্তি মিসেস অনিতার মত গোটা বিশ্বের মানুষের জীবনকে পাল্টে দিচ্ছে। অর্থাৎ মানুষ এখন বিশ্ব নাগরিক।
ক. গণমাধ্যম কাকে বলে?
খ. সামাজিকীকরণে সমবয়সি সঙ্গীর ভূমিকা ব্যাখ্যা করো।
গ. মিসেস অনিতার ব্যবহৃত তথ্যপ্রযুক্তির উপকরণগুলো সামাজিকীকরণে কোন ধরনের প্রভাব রাখে? ব্যাখ্যা করো।
ঘ. “মানুষ এখন বিশ্ব নাগরিক”__ পাঠ্যবইয়ের আলোকে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : সেলিম পড়ালেখার ফাকে ফাকে টিভিতে বিভির শিক্ষামূলক অনুষ্ঠান দেখে ও দেশ বিদেশের খবর শোনে। অপরদিকে, ওর চাচাতো ভাই মতিন পড়ালেখায় ফাকি দিয়ে মোবাইলে সারাদিন ভিডিও গেইম খেলে । তাই সে পরীক্ষায় সেলিমের মত ভালো ফল করতে পারছে না।
ক. ই-কমার্সের পূর্ণরূপ কী?
খ. সামাজিকীকরণ বলতে কী বোঝায়?
গ. সেলিমের ক্ষেত্রে সামাজিকীকরণের কোন উপাদানটি কাজ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. মতিনের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির নেতিবাচক দিকটি প্রতিফলিত হলেও এর অনেক ইতিবাচক দিক রয়েছে’_ বিশ্লেষণ করো ।
সৃজনশীল প্রশ্ন ৯ : অফিসিয়াল চিঠি আদান প্রদান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ কিংবা কেনাকাটা সবকিছুতে জনাব মিরাজ তথ্যপ্রযুক্তির উপকরণগুলো ব্যবহার করে। অন্যদিকে তার কলেজ পড়ুয়া ছোট ভাই সিরাজ পড়ালেখায় অমনোযোগী । সে দিনরাত মোবাইলে চ্যাটিং নিয়েই ব্যস্ত থাকে।
ক. গণমাধ্যম কাকে বলে?
খ. সামাজিকীকরণে সমবয়সি সঙ্গীর প্রভাব ব্যাখ্যা করো। ২
গ. মিরাজের ব্যবহৃত তথ্যপ্রযুক্তির উপকরণগুলো সামাজিকীকরণে কোন ধরনের প্রভাব রাখে? ব্যাখ্যা করো ।
ঘ. ‘সিরাজ তথ্যপ্রযুক্তির নেতিবাচক দিকটিই গ্রহণ করেছে। – উক্তিটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : রিমি একটি তের বছরের মেয়ে। সে তার বাবা মার সাথে বাস করে। তার বাবা মাসহ পরিবারের সকল সদস্যরা ধার্মিক। তাদের ধর্মীয় কাজ দেখে রিমি সব ভালো জিনিসগুলো শিখেছে। সে ধর্মীয় নিয়মগুলো মেনে চলে ও কখনো খারাপ কাজ করে না।
ক. ফেসবুক কি?
খ. সামাজিকীকরণ বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে সামাজিকীকরণের কোন দিকটিকে উল্লেখ করা হয়েছে? তার ব্যাখ্যা দাও।
ঘ. সামাজিক বিকাশে উক্তত মাধ্যম ছাড়া আর কোন কোন মাধ্যম কাজ করে? বিশ্লেষণ করো।
►► অধ্যায় ১ : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
►► অধ্যায় ২ : বাংলাদেশের মুক্তিযুদ্ধ
►► অধ্যায় ৩ : বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন
►► অধ্যায় ৪ : ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য
►► অধ্যায় ৫ : সামাজিকীকরণ ও উন্নয়ন
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post