৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন : রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকার রাষ্ট্র গঠনের একটি উপাদান। পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রের নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে। আবার প্রতিটি সরকারের রয়েছে কিছু অঙ্গ।
এগুলোর মাধ্যমে রাষ্ট্র নানামুখী কাজ করে থাকে। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানে উল্লিখিত নীতিমালার ভিত্তিতে। স্বাধীনতার পর ১৯৭২ সালের নভেম্বর মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। এতে আমাদের রাষ্ট্র পরিচালনার বিবরণ রয়েছে।
সাধারণভাবে দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকেই বলা হয় দেশটির জনসংখ্যানীতি। দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এ নীতি প্রণয়ন করা হয়। এ নীতির লক্ষ্য হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দেশের নাগরিকদের জীবনমানের উন্নতি এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা।
স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের মানুষকে পুনর্বাসনে সহায়তার মাধ্যমে তারা কাজ শুরু করে। বর্তমানে এ সংস্থাগুলোর কাজের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম। জনসংখ্যা নিয়ন্ত্রণে তাদের কার্যক্রমের মধ্যে কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প, দুই সন্তানের পরিকল্পিত পরিবার গড়ার লক্ষ্য বাস্তবায়ন, প্রশিক্ষণ কার্যক্রম, সচেতনতা কার্যক্রম, ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি উল্লেখযোগ্য।
জমির পরিমাণ ও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা এমনিতেই খুব বেশি। আগের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমে এলেও চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার কমে আসায় দেশের জনসংখ্যা বাড়ছে। দেশের অশিক্ষিত কর্মহীন জনগোষ্ঠীর বিশেষ করে তরুণদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে জনসংখ্যাকে অনায়াসে জনসম্পদে পরিণত করা সম্ভব।
এভাবে দেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এ ব্যাপারে আমরা চীন, ভারত প্রভৃতি দেশের অনুকরণ করতে পারি। তাছাড়া জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে বাংলাদেশ সরকারও নানা উদ্যোগ হাতে নিয়েছে। সরকারি এসব উদ্যোগের বাস্তবায়ন বর্তমানে একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে বাংলাদেশ এর সুফল পাবে বলে আশা করা যায়।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : মধুপুর খামের মিহির দাস মহাধুমধামে পুজার আয়োজন করেন। এতে গ্রামের অনেকেই সহযোগিতা করেছেন । কিন্তু গ্রামের মানুষের মধ্যে স্বার্থসংঘাত লেগেই আছে দেখে কতিপয় যুবক একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন। তাদের লক্ষ্য ভাষা সংস্কৃতির পারস্পরিক স্বার্থ সংঘাত দৃরীকরণের মাধ্যমে ‘উন্নত মধুপুর’ প্রতিষ্ঠা।
ক. বাংলাদেশের সংবিধান কখন গৃহীত হয়?
খ. ‘জনগণ সকল ক্ষমতার উৎস’ – ব্যাখ্যা কর
গ. মিহির দাসের কাজের মাধ্যমে যে রাষ্ট্রীয় মূলনীতির প্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘মধুপুর গ্রামের সামাজিক সংগঠনটি রাষ্ট্রীয় লক্ষ্য অর্জনে সহযোগিতা করছে’ -মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : গোলাম রব্বানী ভবানীপুর উপজেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। তিনি তার এলাকার জনগণের ভোটে একটি স্থানীয় সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য তার এলাকায় ৫টি গভীর নলকূপ স্থাপন করেন, রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ করেন, গ্রামের গরিব ও মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন।
ক. বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা কত?
খ. ধর্মনিরপেক্ষতা বলতে কী বুঝায়?
গ. গোলাম রব্বানীর কাজগুলো সরকানের কোন ধরনের কাজ – ব্যাখ্যা কর।
ঘ. “সংস্থাটির চেয়ারম্যান হিসাবে উক্ত কাজগুলো ছাড়াও গোলাম রব্বানী আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন’ – বিশ্লেষণ কর ।
সৃজনশীল প্রশ্ন ৩ : ইছাখালী গ্রামের বাসিন্দা রহমান সাহেব সম্প্রতি স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হন। এ বছর ভয়াবহ বন্যা দেখা দিলে তিনি ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন। এছাড়া বিবাদ নিষ্পত্তির মাধ্যমে তিনি এলাকার শান্তি ও সম্প্রীতি রক্ষার চেষ্টা করেন।
ক. ‘বাংলাদেশের গ্রামাঞ্চলে স্থানীয় সরকার কাঠামো কয় স্তরবিশিষ্ট?
খ. সুশাসন বলতে কী বোঝায়?
গ. রহমান সাহেব কোন ধরনের স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত কাজগুলো চেয়ারম্যান হিসেবে রহমান সাহেবের দায়িত্ব পালনে যথেষ্ট বলে মনে কর কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব মারেফুল কুষ্টিয়া শহর এলাকার একজন নির্বাচিত চেয়ারম্যান। নির্বাচিত হয়ে তিনি এলাকায় ভেজালমুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত এবং পরিবেশ রক্ষায় ব্যবস্থা গ্রহণ করেন। অতঃপর তিনি এলাকার উন্নয়নের জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেন। উদার, কর্মঠ, সৎ ও সাহসী চেয়ারম্যানকে নির্বাচিত করতে পেরে তার এলাকার লোকজন গর্বিত।
ক. বাংলাদেশের আইনসভার নাম কী?
খ. সরকারকে রাষ্ট্র পরিচালনার চালিকাশক্তি বলা হয় কেন?
গ. মি: মারেফুল যে স্থানীয় সরকারের প্রধান সেটির গঠন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত কাজগুলি কি মি. মারেফুলের একমাত্র কাজ? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব আরিফ স্থানীয় সরকার কাঠামোর একজন জনপ্রতিনিধি । তিনি গ্রামে বাস করেন। তিনি বিভিন্ন দুর্যোগে ক্ষতিথস্তদের সাহায্য, পুনর্বাসনের ব্যবস্থা, চিকিৎসা সেবা প্রদান ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করেন।
ক. রাষ্ট্রের উপাদান কয়টি?
খ. জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?
গ. জনাব আরিফ যে সরকার কাঠামোর প্রতিনিধি তার গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত সরকার কাঠামোর কাজের ভূমিকা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : সুমন একদিন টেলিভিশনের এক অধিবেশনে দেখতে পেল, এক ভদ্রলোক দুপক্ষের হ্যাঁ ও না সূচক রায় গ্রহণ করছে। এক পর্যায়ে তিনি বললেন, “আমার মনে হয়, ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে, ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে, ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে।”
ক. কত সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়?
খ. ‘জাতীয়তাবাদ’ বলতে কী বোঝায়?
গ. টিভিতে সুমনের দেখা বিষয়টি বাংলাদেশ সরকারের যে বিভাগকে নির্দেশ করে তার গঠন প্রণালি ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা উক্ত বিভাগের কাজ? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব আদনান সাহেব জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি। তার সাথে আরো যে প্রতিনিধি রয়েছে তাদের কাজ হচ্ছে জনগণের উপর কর ধার্য করা এবং সরকারের আয়-ব্যয় নিয়ন্ত্রণ করা। অপরদিকে জনাব নাহিয়ান উক্ত কাজ যারা সঠিকভাবে বাস্তবায়ন করছে না তাদের শাস্তির ব্যবস্থা করেন।
ক. বর্তমানে দেশে কতটি ইউনিয়ন পরিষদ আছে?
খ. স্থানীয় সরকার প্রয়োজন কেন?
গ. জনাব আদনান সাহেব সরকারের যে বিভাগের সদস্য তার কাজ ব্যাখ্যা করো।
ঘ. ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে নাহিয়ান সাহেবের কাজ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : আবুল কাশেম তার এলাকার ভোটারদের ভোটে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার অফিসে আরও ১২ জন প্রতিনিধি আছেন। তিনি তার এলাকায় ৩টি নলকূপ স্থাপন, বিবাদ নিষ্পত্তি এবং গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্ত প্রদানের ব্যবস্থা করেছেন।
ক. জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত?
খ. প্রজাতন্ত্র বলতে কী বোঝায়?
গ. আবুল কাশেম কোন সংস্থার প্রধান? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত আবুল কাশেমের কাজগুলোই কি উক্ত সংস্থার জন্য যথেষ্ট? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : বশির ইংল্যান্ডের ইটন কলেজের একজন বাংলাদেশি ছাত্র। একদিন সে তার সহপাঠি জন এর সাথে ব্রিটেন ও বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছিল। জন বলল, “ব্রিটিশ সংবিধান রীতিনীতি, প্রথা ও ঐতিহ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে।” বশির উত্তর দিল, “জনগণের মতামতের ভিত্তিতে বাংলাদেশের সংবিধান
সংস্কার করা হয়।”
ক. সংবিধান কী?
খ. “জনগণের সার্বভৌমত্ব” বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত দুই ধরনের সংবিধানের মধ্যে তুলনামূলকভাবে কোনটি ভালো?
ঘ. “বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য জনগণের চাহিদার সাথে সামগ্রস্যপূর্ণ সংবিধানই বেশি উপযোগী ।” উদ্দীপক অনুযায়ী তুমি কি এ বন্তুব্যের সাথে একমত?
সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব ইব্রাহীম বিপুল ভোটে রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেন। প্রথমেই তিনি তার নির্বাচনি এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো সংস্কারের পদক্ষেপ নেন। তিনি সবসময় এলাকার মেম্বার ও শিক্ষিত ব্যক্তিদের পরামর্শ ও উপদেশগুলো আগ্রহের সাথে শোনেন ।
ক. স্থানীয় সরকার কী?
খ. উদ্দীপকে উল্লেখিত স্থানীয় সরকারের গঠন ব্যাখ্যা কর।
গ. বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদে জনাব ইব্রাহিমের মতো চেয়ারম্যান বেশি প্রয়োজন- ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, উদ্দীপকে উল্লিখিত অবস্থায় জনাব ইব্রাহিম তার এলাকায় প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন? যুক্তি দাও।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post