৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন : সামাজিক সমস্যা হলো সমাজে বিরাজিত একটি অবস্থা, যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে। তার মধ্যে কিশোর অপরাধ ও মাদকাসক্তি দুটি বড় সমস্যা। বর্তমানে এ দুটি সমস্যা সবার জন্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব সাঈদ লক্ষ্য করলেন কয়েক মাস যাবৎ তার মেয়ে একা স্কুলে যেতে সংকোচবোধ করছে। কারণ তার এলাকার ১৩-১৪ বৎসর বয়সী কয়েকজন ছেলে বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েদেরকে নানাভাবে উত্যক্ত করে। বিষয়টি তাকে চিন্তিত করে তুলল। তিনি এ সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করেন ।
ক. মাদকাসক্তি রোধে কোন প্রতিজ্ঞায় তরুণদের উদ্বুদ্ধ করতে হবে?
খ. অপসংস্কৃতির প্রভাব মাদকাসক্তির বড় কারণ – বুঝিয়ে লেখ।
গ. কোন ধরনের সামাজিক সমস্যার কারণে জনাব সাঈদ চিন্তিত- ব্যাখ্যা কর।
ঘ. জনাব সাঈদের গৃহীত উদ্যোগের কার্যকারিতা মুন্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ২ : ময়না চলচ্চিত্রে দেখতে পায় রবি নামের একটি ছেলে স্কুল ফাঁকি দিয়ে মহল্লার ছেলেদের সাথে রাস্তার মোড়ে আড্ডা দিচ্ছে। এতে মেয়েরা নির্ভয়ে বিদ্যালয়ে যেতে পারছে না। আরিফ নামের ছেলেটি বন্ধুদের প্ররোচনায় ও কৌতূহলের বশে নেশায় আসক্ত হয়ে পড়ে। নিরাময় কেন্দ্রের চিকিৎসা শেষে আরিফ সুস্থ হয়ে নিয়মিত বিদ্যালয়ে যাওয়া শুরু করে।
ক. থাইল্যান্ডে কিশোর অপরাধীর বয়সসীমা কত?
খ. অপসংস্কৃতি বলতে কী বোঝায়?
গ. চলচ্চিত্রে রবি কোন ধরনের সামাজিক সমস্যায় আক্রান্ত? ব্যাখ্যা কর।
ঘ. আরিফের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থার চেয়ে প্রতিকারই অধিক কার্যকর ছিল – বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : শিক্ষিত পরিবারের ছেলে কাশেম। বাবা-মার উদাসীনতার সুযোগে. সে রাত জেগে ইন্টারনেটের অপব্যবহার করে। সে প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। বিপদগামী ছেলেদের সাথে মিশে মেয়েদের উত্তক্ত করে এবং বিনা টিকিটে রেল ভ্রমণ করে ।
ক. সামাজিক সমস্যা কাকে বলে?
খ. অপসংস্কৃতি মাদকাসক্তির একটা বড় কারণ- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ঘটনার সাথে যে সামাজিক সমস্যার মিল রয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সমস্যা থেকে সমাজকে রক্ষা করার উপায় বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : তুষার অষ্টম শ্রেণির ছাত্র। সে স্কুল পালিয়ে বখাটে বন্ধুদের সঙ্গে সঙ্গ দেয়। তাদের সঙ্গে ধূমপান করে। এই ধূমপান থেকেই সে পরে অন্যান্য নেশাদ্রব্য যেমন- গাজা, ফেনসিডিল, হেরোইন প্রভৃতিতে আসক্ত হয়ে পড়ে। প্রধান শিক্ষক তুষারের অভিভাবকদের সাথে তার মাদকাসক্তি নিয়ে আলোচনা করেন। প্রধান শিক্ষক বলেন, এই বয়সের ছেলেদের জন্য ‘মাদকাসক্তিরোধে প্রতিরোধমূলক ব্যবস্থাই ভালো ও কার্যকর।”
ক. কিশোর অপরাধ কাকে বলে?
খ. কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ ব্যাখ্যাকর।
গ. উদ্দীপকে যে সমস্যাটি পরিলক্ষিত হয়েছে তার কারণ ব্যাখ্যা কর।
ঘ. মাদকাসক্তি রোধে উদ্দীপকে উল্লিখিত প্রধান শিক্ষকের বন্তব্য বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : ১৫ বছর বয়সী রনির বাবা-মা দু’জনই দিনমজুর । দিনাজপুর শহরের একটি বস্তিতে তারা বসবাস করে। পচ সদস্যবিশিষ্ট পরিবারটি বাবা-মার উপার্জনের উপর নির্ভরশীল। রনি সবজি বিক্রি করে টাকা উপার্জন করে । কিছু টাকা বাবা-মাকে দেয় এবং বাকি টাকা দিয়ে মদ, গাঁজা খায় এবং অশোভন ছবি দেখে। অল্পদিনের মধ্যেই আরো কিছু সমবয়সী ছেলে তার দলে যোগ দেয়। ফলে এলাকার সবাই আতঙ্কে থাকে।
ক. সামাজিক সমস্যা কাকে বলে?
খ. “হতাশা মাদকাসক্তির অন্যতম কারণ”__ বুঝিয়ে লেখ।
গ. রনির কর্মকাণ্ড কোন সামাজিক সমস্যার অর্ন্তভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. বর্তমান সমাজজীবনে রনির মত ব্যক্তিদের দ্বারা যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে তা বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : জামানের বয়স মাত্র ১৪ বছর বাবা-মা উভয়েই দিনমজুর। সে বাস ও রেলস্টেশনে কাগজ কুড়ায়। দরিদ্রতার কষাঘাত থেকেই সে ধূমপান শুরু করে। মাঝে মাঝে চাকু ও ছোরার ভয় দেখিয়ে যাত্রীদের নিকট থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়।
ক. শারীরিক ও মানসিক টি শিশুমনে কীসের জন্ম দেয়?
খ. মাদকাসক্তির সূত্রপাত ঘটে কীভাবে?
গ. উদ্দীপকে যে সামাজিক সমস্যার কথা বলা হয়েছে, তা ব্যাখ্যা করো।
ঘ. চিত্তবিনোদনের ব্যবস্থা কীভাবে জামানের মতো শিশু কিশোরদের উক্ত সমস্যা প্রতিরোধে সাহায্য করতে পারে? ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : শাহিন ৮ম শ্রেণিতে পড়ত। তার বাবা মুদি দোকানের কর্মচারী । পড়ার খরচ চালাতে না পারায় শাহিন উক্ত শ্রেণিতেই লেখাপড়া ছেড়ে দেয়। এরপর পাড়ার অন্য ছেলেদের সাথে মিশে পথে-ঘাটে উচ্ছৃঙ্খল আচরণ করে ও অশোভন ছবি দেখে।
ক. মাদকাসক্তির সূত্রপাত প্রধানত কাদের মাধ্যমে ঘটে?
খ. অপসংস্কৃতি কী? ব্যাখ্যা করো।
গ. শাহিনের আচরণ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. শাহিনের বাবার পরিস্থিতিই শাহিনের আচরণ পরিবর্তনের প্রধান কারণ- মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : রাজিব অষ্টম শ্রেণিতে পড়ে। তার মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে এবং বাবা দিনমজুর। সেই সুযোগে সে স্কুলে না গিয়ে অন্য ছেলেদের সাথে মারপিট ও পথেঘাটে মেয়েদের উত্যন্ত করে। ফলে তার বাবা পরিবারের আর্থিক স্বচ্ছলতার উদ্দেশ্যে তাকে দিনমজুরের কাজ করতে বাধ্য করে।
ক. মাদকাসক্তি সৃত্রপাতের প্রধান কারণ কী?
খ. ‘মাদকাসক্তির অন্যতম কারণ অপসংস্কৃতি’ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যাটি ব্যাখ্যা করো।
ঘ. ‘উক্ত সমস্যাটি সমাধানে রাজিবের বাবার নেয়া সিদ্ধান্তটি একমাত্র পদক্ষেপ নয়” – বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : ফরহাদ ৮ম শ্রেণির ছাত্র। মা-বাবা দুজনই চাকুরিজীবি। তারা দু’জনই ব্যন্ত থাকে স্ব-স্ব কর্মক্ষেত্রে । ছেলেকে সময় দিতে পারে না। কিন্তু ছেলের চাহিদা পূরণ করতে কার্পণ্য করে না। মা-বাবার অনুপস্থিতির সুযোগে সে স্কুলে না গিয়ে বাসায় এবং বাইরে বন্ধুদের সাথে আড্ডা দেয় এবং নালা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তার মা-বাবা রাতে বাসায় ফিরে তাকে কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে।
ক. মাদকাসস্তির সূত্রপাতের প্রধান কারণ কী?
খ. মাদকাসক্তি প্রতিরোধে নৈতিক শিক্ষার ভূমিকা ব্যাখ্যা করো।
গ. ফরহাদ যে অপরাধে জড়িত হয়েছে তার মূল কারণ ব্যাখ্যা করো।
ঘ. ফরহাদকে উক্ত সমস্যা থেকে মুক্ত করতে তার মা-বাবার গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : মনির ৮ম শ্রেণিতে পড়ে। তার বয়স ১৪ বছর। সে তার ধনী বাবা-মার একমাত্র সন্তান। তার বাবা-মা তাদের চাকুরি নিয়ে এতই ব্যস্ত থাকেন যে তারা তাদের একমাত্র সন্তানটিকে এতটুকু সময় দিতে পারেন না। সে একাকী থাকার কারণে কিছু খারাপ বন্ধুর সঙ্গে মিশতে শুরু করে। আস্তে আস্তে সে বিদ্যালয়ে এবং রাস্তাঘাটে ধূমপান করা শুরু করে। সে সবার সাথে খারাপ আচরণ করে এবং নেশায় আসক্ত হয়ে পড়ে।
ক. কীভাবে মাদকাসক্তির সূত্রপাত ঘটে?
খ. চিত্তবিনোদনের অভাব কীভাবে শিশু-কিশোরদের মাদকাসক্ত করে তোলে?
গ. উদ্দীপকে মনিরের কার্যাবলির প্রকৃতি ব্যাখ্যা করো।
ঘ. মনিরের এ অবস্থা থেকে উত্তরণের উপায়সমূহ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১১ : মাহীন ৮ম শ্রেণির ছাত্র। বাবা-মা দুজনই চাকুরিবীজী। সম্প্রতি সে বখাটে ছেলেদের সাথে মেলামেশা, সিগারেট খাওয়া শুরু করে। পরীক্ষায় নকল করার দায়ে সে বহিষ্কার হয়। প্রধান শিক্ষক তার বাবা-মাকে ডেকে বলেন- সন্তানকে যথেষ্ট সময় দেওয়ার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি।
ক. শারীরিক ও মানসিক ত্রুটি শিশু মনে কীসের জন্ম দেয়?
খ. মাদকাসক্তির একটি কারণ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা মাহীনের পারিবারিক জীবনে যে প্রভাব সৃষ্টি করেছে- তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের উল্লিখিত শেষোক্ত উত্তিটির সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১২ : রসুলপুর গ্রামের অধিবাসীরা তাদের শিশুদের নিয়ে খুবই উদ্বিগ্ন। গ্রামের কিশোররা দিনে দিনে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। মারামারি, ইভ টিজিং, এসিড নিক্ষেপ, অশ্লীল, ছবি দেখা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে । এসব সমস্যার প্রধান কারণ হচ্ছে, গ্রামটির অধিকাংশ কিশোর মাদকাসক্ত।
ক. বাংলদেশে কিশোর অপরাধের বয়সসীমা কত?
খ. বাংলাদেশের শিশু-কিশোররা কী কী অপরাধ করে?
গ. রসুলপুর গ্রামের শিশু-কিশোররা কেন মাদকাসক্ত হচ্ছে? ব্যাখ্যা করো।
ঘ. রসুলপুর গ্রামের শিশু-কিশোরদের মাদকাসক্তি ও অপরাধ রোধ করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১৩ : আমান ও জামান দুই বন্ধু। তারা ৮ম শ্রেণিতে পড়ে। উভয়েই ভালো ছাত্র। জামানের বাবা তার দেখাশোনা করেন না। একদিন জামান তার এলাকায় রনি নামের একটি খারাপ ছেলের সাথে মেশে এবং ছেলেটি তাকে সিগারেট খাওয়ার প্রস্তাব দেয়। এখন জামান ও রনি ভালো বন্ধু। কিন্তু তারা মাঝে মাঝে স্কুল পালিয়ে কিছু খারাপ ছেলের সাথে মেশে এবং ধূমপান শুরু করে। এখন তারা বিভিন্ন সামাজিক অপরাধের সাথে যুক্ত।
ক. কোন কাজগুলো কিশোর অপরাধের অর্ন্তভুক্ত?
খ. মাদকাসক্তি বলতে কী বোঝায়?
গ. জামান ও রনির মাধ্যমে কোন ধরনের কাজ সংঘটিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ, উদ্দীপকে উল্লেখিত সমস্যাটি আমরা কীভাবে সমাধান করতে পারি? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১৪ : সাকিল পর পর দুইবার পরীক্ষা দিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে না পেরে পড়াশোনা ছেড়ে দেয়। এরপর খারাপ বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে। টাকার জন্য মায়ের গহনাও চুরি করে। অবশেষে মা তাকে মাদকাসক্ত ক্লিনিকে ভর্তি করিয়ে দেয়।
ক. কিশোর অপরাধ কী?
খ. “মাদককে না বলুন”-ব্যাখ্যা করো।
গ. “সাকিলের মত কিশোরদের মাদকাসক্তি সমাজজীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে”-যুস্তিসহ ব্যাখ্যা করো।
ঘ. মাদকত্রব্য সেবন থেকে বিরত থাকার উপায়সমূহ আলোচনা করো।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post