শুরু হয়েছে পবিত্র রোজার মাস। এই মাসে প্রতিটি সুস্থ ও প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েয ও নেফাসমুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর রোজা রাখা ফরজ। প্রতিটি রোজা শুরু করতে হয় রোজা রাখার নিয়ত পড়ে সেহেরি খাওয়ার মধ্যে দিয়ে। এবং শেষ হয় ইফতারের দোয়া পড়ে ইফতার করর মাধ্যমে।
রোজা রাখলে যেমন নেকি পাওয়া যায় তেমনই রোজার নিয়ত ও ইফতারের দোয়া পড়ার মাধ্যমেও নেকি পাওয়া যায়। অনেকে সেহেরির নিয়ত জানেন না আবার অনেকে জানা সত্বেও ভুলে যেতে পারেন। যারা জানেন না বা যদি নিয়ত ভুলে যান তাহলে আজকে আমাদের এখান থেকে জেনে যাবেন।
রোজা রাখতে গেলে সেহরি ও ইফতার যেমন গুরুত্বপূর্ণ তেমনই রোজার নিয়তও জরুরি। তবে, আলাদাভাবে রোজার নিয়ত না পড়লেও চলবে। রোজা রাখার উদ্দেশে ঘুম থেকে ওঠে সাহরি খেলে সেটাই রোজার নিয়তের অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয়।
রোজা রাখার নিয়ত
রোজা পালনে আলাদাভাবে মুখে নিয়ত না পড়লেও সমস্যা নেই। নিয়ত অর্থ ইচ্ছা। রোজার প্রতি ইচ্ছাপোষণ করলেই নিয়ত করা হয়ে গেলো। এর জন্য আলাদাভাবে নিয়ত না করলেও সমস্যা হবে না। কেউ মুখে নিয়ত উচ্চারণ না করলেও তার রোজাগুলো আদায় হয়ে যাবে। (সূত্র: আল-বাহরুর রায়েক: ২/৪৫২; আল-জাওহারুতুন নাইয়্যিরাহ: ১/১৭৬; রাদ্দুল মুহতার: ৩/৩৩৯, ৩৪১; ফাতাওয়া হিন্দিয়া: ১/১৯৫)
রোজার নিয়ত আরবি: نويت ان اصوم غدا من شهر رمضان المبارك فرضا لك ياالله فتقبل منى انك انت السميع العليم
রোজার নিয়ত বাংলা উচ্চারণ: ‘‘নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামীউল আলীম।’’
রোজার নিয়ত বাংলা অর্থ: ‘‘হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমজানে তোমার পক্ষ হতে ফরজ রোজা রাখার নিয়ত (ইচ্ছা পোষণ) করলাম। অতএব, তুমি আমার পক্ষ হতে তা (রোযা) কবুল কর। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।’’
অনেকে আরবিতে নিয়ত করার বদলে বাংলাতে নিয়ত করেন । তাদের জন্য রোজার বাংলা নিয়ত:
‘‘হে আল্লাহ! আপনার সন্তুষ্টির জন্য আগামীকালের পবিত্র রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করছি। অতএব, আমার তরফ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত।’’
উপসংহার
উপরে আপনাদের জন্য রোজা রাখার নিয়ত নিয়ে আলোচনা করলাম। রোজা রাখতে গেলে নিয়ত পড়া বাধ্যতামূলক নয়। মনে মনে নিয়ত বা ইচ্ছা পোষণ করলেই নিয়ত হয়ে যাবে। তবে, মুখেও উচ্চারণ করা যাবে। এতেও কোন বাধা নেই।
আমরা আছি ফেসবুক ও ইউটিউবেও। এই লিংকে ক্লিক করে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেইজে।
Discussion about this post