কোর্সটিকা বিনামূল্যে শেখার জন্য একটি অনলাইন প্লাটফর্ম। কোর্সটিকায় আমরা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের নোট, সাজেশন এবং শীট প্রদানের চেষ্টা করি। এ শীটগুলো আমরা প্রথমে Microsoft Word এ লিখি, তারপর PDF এ কনভার্ট করে শিক্ষার্থীদের প্রদান করি।
আমরা নিজেদের তৈরি শীটগুলোর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শীট কিনেও থাকি। এসব শীটের কপিরাইট কিনে আমরা সেগুলো শিক্ষার্থীদের বিনামূল্যে PDF আকারে প্রদান করে থাকি।
আপনিও চাইলে আপনার তৈরি করা কোনো শীট আমাদের কাছে বিক্রি করতে পারেন। যেমন- নোট, সাজেশন, প্রশ্ন উত্তর ইত্যাদি। আপনার থেকে এসকল শীটের Word Document ফাইল কিনে আমরা সেগুলো শিক্ষার্থীদের বিনামূল্যে প্রদান করব।
আপনি যে Document শীট বিক্রি করতে পারেন
- শ্রেণিভিত্তিক নোট
- শ্রেণিভিত্তিক প্রশ্নপত্র
- প্রাকটিস পেপার
- সাজেশন
- রিসার্স পেপার
- থিওরি পেপার
- ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট শীট
- কুইজ প্রতিযোগিতা
Document শীটের ধরন কেমন হবে?
- অবশ্যই Microsoft Word এ
- বাংলা ভাষা হলে বিজয় ফরমেটে
- শতভাগ নির্ভুল বানান
- সুন্দর ও সাজানো-গোছানো
আপনার Document শীটগুলো যদি উপরে উল্লেখিত ধরন ও নিয়ম অনুযায়ী হয়ে থাকে, তাহলে আপনি আপনার শীটগুলো আমাদের কাছে বিক্রি করতে পারেন। এক্ষেত্রে ইমেইলের মাধ্যমে আপনার Document শীটগুলোর ডেমো (PDF আকারে) আমাদের পাঠান। আমরা দেখে আপনার সাথে যোগাযোগ করব।
ইমেইল: courstika@gmail.com
WhatsApp: এখানে ক্লিক করুন
Facebook Page: এখানে ক্লিক করুন
ইমেইলে আপনার ডেমোগুলো পাঠানোর সময় অবশ্যই আপনার ফোন নম্বর ও কাঙ্খিত দাম উল্লেখ করবেন। এক্ষেত্রে আমরা আপনার সাথে সহজেই যোগাযোগ করতে পারব।
Discussion about this post