শোন একটি মুজিবরের থেকে কবিতা সৃজনশীল প্রশ্ন | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতাকামী বাঙালি জাতির একান্ত ভরসার আশ্রয়স্থল। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করে। দীর্ঘদিনের পরাধীনতার শিকল ছিঁড়ে বাঙালি জাতি পায় মুক্তির স্বাদ। সেইসাথে মুক্তি ঘটে বাঙালি সংস্কৃতির।
উক্ত কবিতার মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রত্যাশিত সমৃদ্ধ ও নিরপেক্ষ বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশা ব্যক্ত হয়েছে।
৭ম শ্রেণির বাংলা বইয়ের কবিতাগুলোর সৃজনশীল প্রশ্ন ডাউনলোড করতে নিচে দেয়া লিংকগুলোতে ক্লিক করো:
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কুলি মজুর
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : নতুন দেশ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : আমার বাড়ি
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : শোন একটি মুজিবরের থেকে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সবার আমি ছাত্র
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : শ্রাবণে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সাম্য
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : মেলা
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : এই অক্ষরে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : গরবিনী মা জননী
শোন একটি মুজিবরের থেকে কবিতা সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ :
মুজিবুর রহমান
ওই নামে যেন বিসুভিয়াসের অগ্নি-উগারী বাণ।
বঙ্গদেশের এ প্রান্ত হতে সকল প্রান্ত ছেয়ে
জ্বালায় জ্বলিছে মহাকালানল ঝঞ্ঝা অশনি বেয়ে।
মায়ের বুকের ভায়ের বুকের বোনের বুকের জ্বালা,
তব সম্মুখে পথে পথে আজ দেখায়ে চলিছে আলা ।
ক. কোন কবির চোখে বাংলাদেশ ‘রূপসী বাংলা’?
খ. ‘অন্ধকারে পুব আকাশে উঠবে আবার দিনমণি’ বলতে বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের দ্বিতীয় চরণে ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকটি ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতার সম্পূর্ণভাব বহন করে কি? সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দেন, তাতে একদিকে মুক্তিযুদ্ধের অনিবার্যতা সম্পর্কে তাঁর বক্তব্য এবং মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য কিছু দিকনির্দেশনা যেমন ছিল– অন্যদিকে, বাংলাদেশ রাষ্ট্রের ‘প্রকৃতি’রও একটি রূপরেখা ছিল ।
ক. গৌরীপ্রসন্ন মজুমদার কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
খ. ‘বিশ্বকবির সোনার বাংলা’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকটি ‘শোনো একটি মুজিবরের থেকে’ কবিতার কোন দিকটির প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকটি ‘শোনো একটি মুজিবরের থেকে’ কবিতার মূলভাবনাকে কতটুকু ধারণ করতে পেরেছে বলে তুমি মনে করো? মতামত দাও ।
সৃজনশীল প্রশ্ন ৩ :
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের
পতাকায় আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সাত কোটি বাঙালির হৎপিণ্ড ছলকে ওঠা
রক্তের জাগরণ শেখ মুজিবুর রহমান ।
ক. কবি কাকে ফিরে পাবার প্রত্যাশা করেন?
খ. ‘শিল্পে-কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি’— চরণটি বিশ্লেষণ করো।
গ. উদ্দীপকের সাথে ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকটি ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতার সামগ্রিক রূপ নয়”– তোমার সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ :
হায়রে আমার মন মাতানো দেশ
হায়রে আমার সোনা ফলা মাটি
রূপ দেখে তোর কেন আমার
নয়ন ভরে না।
ক. ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় কবি জীবনানন্দ দাশের কোন কবিতার নাম উল্লেখ করা হয়েছে?
খ. বাংলাদেশকে সোনার খনি বলা হয়েছে কেন?
গ. উদ্দীপকটি ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতার কোন চরণটির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকটি ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতার অংশমাত্র সার্বিক রূপ নয়” মতামত বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : বিত্তবান নিষ্ঠুর চেয়ারম্যান প্লাস্টিক কারখানার নাম করে গ্রামের দরিদ্র চাষাদের ধানী জমি অল্পমূল্যে কেড়ে নেয়। স্কুলশিক্ষক নিয়ামত হোসেন সভা ডেকে কারখানা হলে গ্রামটি যে পরিবেশ দূষণের কবলে পড়বে সে বিষয়ে সচেতন করে তোলেন। জমি কেড়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করে দেওয়ার মতো বড় রকমের অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার সাহস জোগান। তার ভাষণে উজ্জীবিত হয়ে গ্রামবাসী নিজেদেরকে রক্ষা করে। প্রতিরোধের মুখে নিষ্ঠুর চেয়ারম্যানও গ্রাম ছেড়ে পালিয়ে যায়।
ক. দেশ বিভাগ হয় কত সালে?
খ. ‘লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি’ কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. স্কুলশিক্ষক নিয়ামত হোসেনের ভূমিকা ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতার কোন বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকটি ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতার সমগ্রভাবকে ধারণ করেনি বরং একটি নির্দিষ্ট অংশ প্রকাশ করেছে মাত্র”— মন্তব্যটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ :
আমি বাংলায় গান গাই
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই।
ক. গৌরীপ্রসন্ন মজুমদারের পৈতৃক নিবাস কোন জেলায়?
খ. ‘সোনার বাংলা’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকটি ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতার কোন অংশের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ.“আবহমান বাংলার সৌন্দর্য উদ্দীপক ও কবিতায় বিদ্যমান”– উক্তিটির সত্যতা যাচাই করো।
সৃজনশীল প্রশ্ন ৭ :
এখনো সূর্যোদয়ে রক্ত ঝরে বিপ্লবের
সংগ্রামের ডাক দিয়ে যায়
তোমার দুর্বার কণ্ঠস্বর।
ক. ‘বাংলাদেশ’ শিরোনামে প্রথম কবিতা লেখেন কে?
খ. জীবনানন্দের ‘রূপসী বাংলা’— চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতার দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকটি কি ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতার মূল দিক ধারণ করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : আমাদের এই বাংলাদেশ এক সময় স্বাধীন ছিল। কিন্তু ঘরের ও বাইরের ষড়যন্ত্রে ১৭৫৭ সালে সে স্বাধীনতা তিরোহিত হয়।
ক. অন্ধকারে পুব আকাশে আবার কী উঠবে?
খ. “লক্ষ মুজিবুরের কণ্ঠ স্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি”– বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের সঙ্গে ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতার সাদৃশ্যের দিকটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকটি কি ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতার সম্পূর্ণ দিক ধারণ করে? যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : কবি জীবনানন্দ দাশ এই বাংলায় আসতে চেয়েছেন বার বার। মৃত্যুর পরেও তিনি বাংলাতেই আসতে চেয়েছেন। সেক্ষেত্রে মানুষ না হয়ে শঙ্খ-শালিক হলেও তাঁর আপত্তি নেই। বাংলার রূপ এবং বাংলার প্রতি ভালোবাসা তাঁকে এমনটি ভাবতে উদ্বুদ্ধ করেছে।
ক. বঙ্গবন্ধু কার উপাধি?
খ. নজরুলের ‘বাংলাদেশ’– বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতার যে প্রসঙ্গটি উঠে এসেছে তা ব্যাখ্যা করো। ঘ. “উদ্দীপকটি ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতার পার্শ্বদিক ধারণ করেছে” – উক্তিটি মূল্যায়ন করো।
৭ম শ্রেণির বাংলা বইয়ের কবিতাগুলোর সৃজনশীল প্রশ্ন ডাউনলোড করতে নিচে দেয়া লিংকগুলোতে ক্লিক করো:
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কুলি মজুর
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : নতুন দেশ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : আমার বাড়ি
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : শোন একটি মুজিবরের থেকে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সবার আমি ছাত্র
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : শ্রাবণে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সাম্য
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : মেলা
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : এই অক্ষরে
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : গরবিনী মা জননী
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে ৭ম শ্রেণির বাংলা শোন একটি মুজিবরের থেকে কবিতা সৃজনশীল প্রশ্ন উত্তর ডাউনলোড করে নাও। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post