অর্থনীতি ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর : বাংলাদেশ সরকারের দেশের প্রশাসন পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা, বিদেশি আক্রমণ থেকে দেশ রক্ষা এবং জনকল্যাপমূলক বহুবিধ কার্যাবলি সম্পাদনের জন্য অনেক অর্থের প্রয়োজন হয়।
এই অর্থ সংস্থানের জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে অর্থ আয় করতে হয়। নির্দিষ্ট সময়ের সম্ভাব্য সরকারি আয়-ব্যয়ের হিসাব বিবরণীকে বাজেট বলে। আর এসব বিষয়ের আলোচনা সরকারি অর্থব্যবস্থায় হয়ে থাকে।
অর্থনীতি ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
১. ইসরাত একটি ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা করতে যায়। সে কেনাকাটা শেষে দাম পরিশোধ করে তাকে প্রকৃত দামের সাথে কিছু অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হয়। এ প্রসঙ্গে দোকানিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “এটি বিক্রয়ের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত হারে ক্রেতার নিকট থেকে আদায় করা হয়।”
ক. ভূমি রাজস্ব কাকে বলে?
খ. সম্পূরক শুল্ক কী? ব্যাখ্যা কর।
গ. ইসরাতের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ সরকারি রাজস্বের কোন উৎসের অন্তর্গত? ব্যাখ্যা কর।
ঘ. আবগারি শুল্কের সাথে ইসরাত প্রদত্ত অতিরিক্ত অর্থের সম্পর্ক বিশ্লেষণ কর।
২. জাহিদ একটি সরকারি স্কুলে পড়ে। তাদের স্কুলের সবাই খুশি। কারণ এ বছর একটি নতুন ভবন তৈরি হচ্ছে। সে জানতে পারে সরকার এবার তাদের স্কুলে বড় বাজেট বরাদ্দ দিয়েছে। বাজেট কী তা সে বোঝে না। এ প্রসঙ্গে তার শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তাদের বেতনের মতো এটিও সরকারের এক ধরনের ব্যয় যা বাজেটের মাধ্যমেই সরকার প্রদান করে।
ক. বাজেটের সংজ্ঞা দাও।
খ. সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?
গ. জাহিদের স্কুলের ভবন নির্মাণের কাজটি সরকারের কোন বাজেটের অন্তর্গত? ব্যাখ্যা কর।
ঘ. জাহিদের শিক্ষকের বেতন কীভাবে উদ্বৃত্ত বাজেটের অন্তর্গত হতে পারে? বিশ্লেষণ কর।
৩. মি. এমরান একজন সফল উদ্যোক্তা। সিলেটে তার একটি চা কারখানা রয়েছে। তিনি তার উৎপাদিত পণ্যের ওপর প্রতি বছর বিপুল পরিমাণ কর প্রদান করেন। তার প্রতিবেশী আরও কয়েকজন শিল্পপতি আমদানি ও রপ্তানি বাণিজ্যে নিয়োজিত এবং বিপুল সম্পদের মালিক। কিন্তু তারা কর ফাঁকি দেন।
ক. কর বহির্ভূত রাজস্ব কাকে বলে?
খ. উন্নয়নশীল দেশগুলো ঘাটতি বাজেট প্রণয়নে গুরুত্ব দেয় কেন? ব্যাখ্যা কর।
গ. মি. এমরান কোন ধরনের কর প্রদান করেন? ব্যাখ্যা কর।
ঘ. মি. এমরান সাহেবের ন্যায় প্রতিবেশী ও অন্যান্যরাও সঠিকভাবে কর প্রদান করলে দেশ আত্মনির্ভরশীল হবে – বিশ্লেষণ কর।
৪. সোহান বসুন্ধরা শপিংমল থেকে একটি প্যান্ট ক্রয় করে। প্যান্টের মূল্য ৪৭০০ টাকা লেখা থাকলেও দোকানি তার নিকট হতে ৪৮৫০ টাকা রাখে। অতিরিক্ত ১৫০ টাকা নেওয়ার কারণ জিজ্ঞাসা করলে দোকানি জানায় এটি সরকারের প্রাপ্য টাকা। বিষয়টি বাড়িতে এসে বাবাকে জানালে তার বাবা বলেন যে, তিনিও তার বেতনের একটি অংশ সরকারকে প্রদান করেন।
ক. VAT কী?
খ. বাংলাদেশ সরকার শিক্ষা ও প্রযুক্তি খাতে প্রচুর অর্থ ব্যয় করে কেন?
গ. উদ্দীপকের সোহানের প্রদত্ত বাড়তি অর্থ কী ধরনের কর ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বাংলাদেশ সরকারের আয়ের বৃহৎ দুটি খাতের উল্লেখ আছে- বিশ্লেষণ কর।
৫. মহিউদ্দিন খান সাহেব একটি অটোমোবাইলের মালিক। তিনি জার্মানি, আমেরিকা ও ইংল্যান্ড থেকে গাড়ি আমদানি করেন। গাড়িগুলোর দাম কম হলেও বাংলাদেশ সরকারকে একটি বিরাট অঙ্কের টাকা দিতে হয় বলে তার আমদানিকৃত গাড়ির দাম বেড়ে যায়। আর তার ভাইয়ের একটি সিগারেট কোম্পানি আছে। তিনিও বছরে একটি বড় অঙ্কের কর প্রদান করেন।
ক. বাংলাদেশ কোন ধরনের দেশ?
খ. রেলওয়ে খাতে মুনাফার পরিমাণ বৃদ্ধি পেয়েছে কেন?
গ. মহিউদ্দিন খান সাহেবের প্রদত্ত করটি কী ধরনের কর? ব্যাখ্যা কর।
ঘ. সামাজিক কারণে তার ভাইয়ের উৎপাদিত পণ্যের ওপর করারোপ করা হয়- বিশ্লেষণ কর। ৪
৬. উদ্দীপক-১ : হারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনটি অনেক পুরাতন। বর্ষার সময় বৃষ্টির পানি পড়ে। তাই প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে ২৮ লাখ টাকা বরাদ্দ হয় কম্পিউটার ক্রয় এবং নতুন ভবন তৈরির জন্য।
উদ্দীপক-২ : জমির মিয়া একজন হতদরিদ্র কৃষক। তিনি তার ২বিঘা জমিতে ঠিকমতো চাষাবাদ করতে পারেন না। এজন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকারিভাবে সার-ওষুধের ব্যবস্থা করে দেন।
ক. আমাদের দেশে বাজেটকে সাধারণত কয় ভাগে বিভক্ত করে উপস্থাপন করা হয়?
খ. মূলধন বাজেটের মূল লক্ষ্য কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক ১-এ চিত্রিত সরকারি ব্যয়ের কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ব্যয়ের খাতসমূহে পর্যাপ্ত বরাদ্দের মাধ্যমে বাংলাদেশের অর্থনেতিক উন্নয়ন সম্ভব কি? তোমার মতামত দাও।
৭. জমিরন বিবির স্বামী মারা গেছেন ৮৮-’র বন্যার সময়। তারপর থেকে তিনি এক ছেলেকে নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করেন। মানুষের বাসায় কাজ করে এবং সরকার থেকে মাসিক বিধবা ভাতা দিয়ে কোনোমতে দুবেলা খাওয়ার ব্যবস্থা করেন। তার ছেলে সোহেল কাজ করার উপযোগী হলেও কাজ পায় না। অবশেষে স্থানীয় চেয়ারম্যান তাকে একটি সরকারি প্রকল্পে কাজের বন্দোবস্ত করে দেন। এখন সোহেল তার মাকে নিয়ে ভালোই আছে।
ক. ভ্যাট-এর পূর্ণরূপ কী?
খ. আবগারি শুল্ক আরোপ করা হয় কেন?
গ. উদ্দীপকে বাংলাদেশ সরকারের কোন কোন ব্যয়ের খাতের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত খাতদ্বয়ে ব্যয়ের মাধ্যমে বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে- বিশ্লেষণ কর।
৮. ‘ক’ একটি উন্নয়নশীল দেশ। ২০১৪-১৫ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে দেশটির অর্থমন্ত্রী। মোট রাজস্ব আয় ৬৫,০০০ কোটি ডলার এবং মোট ব্যয় ৭৫,০০০ কোটি ডলার ধরা হয়েছে।
ক. আয়কর কী?
খ. মূল্য সংযোজন কর বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ‘ক’ দেশটির বাজেট কী ধরনের বাজেট? ব্যাখ্যা কর।
ঘ. দেশটির জন্য বাজেটটি কি মঙ্গলজনক? তোমার মতামত দাও।
৯. অপু এবং দিপু ৮ম শ্রেণির শিক্ষার্থী। অপুর বাবা বিদেশি গাড়ির আমদানিকারক। অপুর বাবা এই বছর সর্বোচ্চ করদাতার পুরস্কার পেয়েছেন। দিপুর বাবা একটি ব্যাংকের জিএম পদে কর্মরত। দিপুর বাবাও প্রতিবছর সরকারকে কর প্রদান করেন।
ক. Excise Duties এর বাংলা প্রতিশব্দ কী?
খ. বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাতটি ব্যাখ্যা কর।
গ. দিপুর বাবা সরকারকে কোন ধরনের ট্যাক্স দেন? ব্যাখ্যা কর।
ঘ. অপুর বাবা সরকারকে যে ট্যাক্স দেন তা সরকারের আয়ের অন্যতম উৎস-ব্যাখ্যা কর।
১০. জাহিদ আড়ং এ ঈদের শার্ট কিনতে যায়। শার্টের দাম দিতে গিয়ে তাকে শার্টের গায়ে লেখা দামের চেয়ে বেশি দাম দিতে হয়। কারণ জানতে চাইলে বিক্রয়কর্মী তাকে বলেন, বাড়তি দামটি এক ধরনের কর। জাহিদের বাবা একজন সরকারি চাকরিজীবী। জাহিদ বাসায় এসে সব ঘটনা বাবাকে বর্ণনা করলে বাবা বলেন, তিনিও সরকারকে কর দেন।
ক. সম্পূরক শুল্ক কাকে বলে?
খ. বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাতটি বর্ণনা কর।
গ. জাহিদ যে কর দেয় তার স্বরূপ ব্যাখ্যা কর।
ঘ. জাহিদের বাবা যে কর দেয় তা সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস- বিশ্লেষণ কর।
১১. বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তরের এক উচ্চপদে জনাব ‘অ’ কর্মরত। তিনি সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলের এক জেলায় সড়ক নির্মাণে সরকারের ব্যয় বরাদ্দ নিয়ে পর্যালোচনা করছিলেন। তার অভিজ্ঞতা বলছে, এ সড়কটি নির্মাণে ব্যয় আরও বাড়বে। মূলত বাংলাদেশের মতো উন্নয়নকামী দেশে আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে সঠিক পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। জনাব ‘অ’ মনে করেন এ লক্ষ্যে কর আদায় যথাযথ হওয়া উচিত। তিনি নিজেও যথাসময়ে কর প্রদান করেন।
ক. কোন জাতীয় দ্রব্যের ওপর আমদানি শুল্ক ধার্য করা হয়?
খ. ভূমি রাজস্ব কী?
গ. উদ্দীপকে কিসের ধারণা প্রতিফলিত হয়েছে? পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. জনাব ‘অ’ সরকারের আয়ে ভূমিকা রাখেন- বিশ্লেষণ কর।
১২. জুয়েল গতকাল শাহবাগ শিশুপার্ক ঘুরে এসেছে। বাড়ি এসে সে তার মায়ের কাছে জানতে চায়, পার্কে প্রবেশবাবদ যে টিকিট ক্রয় করেছে সে অর্থ কে পায়। তার মা বলে এই অর্থ বাংলাদেশ সরকার পেয়ে থাকে। শুধু তাই নয় সরকার নানা ধরনের সমিতি নিবন্ধন দিয়েও অর্থ উপার্জন করে থাকে। এসব অর্থ আবার রাষ্ট্রের কাজেই ব্যয় করা হয়।
ক. যানবাহন কর কী?
খ. মাদক ও বিদ্যুৎ শুল্ক ব্যাখ্যা কর।
গ. জুয়েলের মা বাংলাদেশ সরকারের কোন ধরনের আয়ের কথা উল্লেখ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর বাংলাদেশ সরকারের এসব আয় ছাড়াও আয় সম্প্রসারণের জন্য আরও পদক্ষেপ গ্রহণ করা উচিত। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
১৩. রোদেলা দাদিকে দেখতে চট্টগ্রাম যাচ্ছে। যাত্রাবাড়ির বাসা থেকে বের হয়ে সে ফ্লাইওভার দিয়ে আধা ঘণ্টায় কমলাপুর রেল স্টেশনে চলে আসে। অতঃপর রেলে চড়ে চট্টগ্রামে বিকালেই পৌঁছে যায়। সেখানে রেল স্টেশন থেকে সিএনজিতে চড়ে দাদির বাসায় যাওয়ার পথে সার্জেন্ট সিএনজি চালককে আটকায় এবং কাগজপত্র ঠিক না থাকায় জরিমানা আদায়ের জন্য কেস করে দেয়।
ক. ‘ফি’ কী?
খ. সরকার কী ধরনের প্রতিষ্ঠান থেকে সুদ আদায় করে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে সরকারের করবহির্ভূত রাজস্বের কোন কোন খাত উল্লিখিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উক্ত খাতগুলো ব্যতীত সরকারের করবহির্ভূত রাজস্ব আয়ের অন্যান্য আরও খাত রয়েছে? কমপক্ষে তিনটির আলোচনা কর।
১৪. হাফসা অসুস্থ। তাই তার পিতা তাকে নিয়ে একটি হাসপাতালে যায়। কিন্তু সেখানে খরচ অনেক বেশি। ফলে তারা হতাশ হয়ে পরে। অবশেষে এক আত্মীয়ের পরামর্শে তারা সরকারি হাসপাতালে যায়। সরকার এভাবে দেশের জনগণকে সেবা দিয়ে থাকে।
ক. যুদ্ধের অস্ত্রশস্ত্র ক্রয়বাবদ অর্থ ব্যয় সরকারের ব্যয়ের কোন খাতের অন্তর্ভুক্ত?
খ. সরকারের অপ্রত্যাশিত ব্যয় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে সরকারি ব্যয়ের কোন খাতটি নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত খাতটিই সরকারের একমাত্র ব্যয়ের খাত নয়। – উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
১৫. জনাব হাসানাইন ভূমি রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা। তিনি সরকারি আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মনে করেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ সরকারের আয় যথেষ্ট হলেও তা আরও বাড়ানো উচিত এবং সরকারি ব্যয় বৃদ্ধির পরিধি নিয়ন্ত্রণ করা উচিত।
ক. মামলা মকদ্দমার জন্য কোন জাতীয় ফি প্রদান করতে হয়?
খ. আইনশৃঙ্খলা রক্ষার জন্য সরকারের ব্যয়ের খাতটি ব্যাখ্যা কর।
গ. জনাব হাসনাইনের বিভাগটি সরকারের ব্যয়ের কোন খাতটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ সরকারের ব্যয় সম্পর্কে জনাব হাসনাইনের চিন্তাভাবনা কতটুকু যথার্থ? মতামত দাও।
১৬. ১৯৭৮ সালে জনাব করিম মুন্সী কানাডায় চলে গিয়েছিলেন। কিছুদিন আগে তিনি আবার দেশে ফিরেছেন। নতুন করে একটি ব্যবসা শুরু করেছেন। অল্প সময়ের মধ্যে তিনি লাভবান হন। তার লাভের একটি অংশ সরকারকে প্রদান করতে হয়। একদিন কানাডিয়ান স্ত্রীকে নিয়ে কেনাকাটা করতে গিয়ে দেখেন, দোকানদার তার নিকট হতে দামের অতিরিক্ত কিছু টাকা নিচ্ছে।
ক. সম্পূরক শুল্ক কী?
খ. বাংলাদেশ একটি উন্নয়নশীল কল্যাণকামী রাষ্ট্র। ব্যাখ্যা কর।
গ. জনাব করিম মুন্সির প্রদানকৃত অতিরিক্ত অর্থ কী হিসেবে পরিচিত? ব্যাখ্যা কর।
ঘ. জনাব করিম মুন্সি তার এসব অর্থের বিনিময়ে সরকারের নিকট হতে কোনো সুবিধা আশা করতে পারবে না। বিশ্লেষণ কর।
১৭. মি. কাশেম দেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ। তিনি সম্প্রতি সরকারের আয়-ব্যয়ের ওপর একটি গবেষণা কার্য পরিচালনা করেন। গবেষণা কার্যে তিনি জনস্বাস্থ্য, জনপ্রশাসন ও শিক্ষা ব্যয়ের দিক সম্পর্কে অনুসন্ধান চালান। অনুসন্ধানে দেখেন আমাদের দেশে ব্যয়ের খাতের তুলনায় আয়ের খাত অত্যন্ত সীমিত। তাই তিনি বাংলাদেশের আয়ের খাত বাড়ানোর জন্য কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন।
ক. উদ্বৃত্ত বাজেট কী?
খ. সরকারি ব্যয়ের উদ্দেশ্য কী?
গ. মি. কাশেম তার অনুসন্ধানে বাংলাদেশ সরকারের ব্যয়ের যে খাতগুলো খুঁজে পেয়েছেন তা ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশে ব্যয়ের তুলনায় আয়ের খাত সীমিত- বাংলাদেশের আয়ের উৎসগুলো উল্লেখপূর্বক তার উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
১৮. মালিক মজুমদারের বাড়ির কেয়ারটেকার সামাদ। মজুমদার সাহেব তাকে দ্রুত তার সকল জমির খাজনা পরিশোধ করতে বলে। তার আয়ের হিসাব অনুযায়ী করও শোধ করতে আদেশ দেয়। তাছাড়া মান্নাননগরের কারখানার জরিমানার টাকাও থানায় জমা দিতে নির্দেশ দেন।
ক. ভর্তুকি কী?
খ. কর রাজস্ব বলতে কী বোঝায়?
গ. মালিক মজুমদার কী কী কর প্রদান করেন? ব্যাখ্যা কর
ঘ. মজুমদার সাহেবের মতো মানুষের প্রদানকৃত করের অর্থ অউন্নয়ন বাজেটের অন্তর্ভুক্ত- বিশ্লেষণ কর।
১৯. রাজু ও শামিম দুই বন্ধু। রাজুর আব্বা সরকারি চাকরি করে কিন্তু শামিমের আব্বা একজন ব্যবসায়ী। তিনি বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করে দেশে বিক্রি করে। শামিম পত্রিকায় বাজেট সম্পর্কে পড়ছিল, সেখানে জনগণকে কর দেওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছিল। তখন শামিম তার আব্বাকে জিজ্ঞাসা করল আব্বা তুমি কি সরকারকে টাকা দাও? তখন তার আব্বা বলল হ্যাঁ আমি টাকা দিই।
ক. বাজেট কী?
খ. মূল্য সংযোজন কর বলতে কী বোঝায়?
গ. রাজুর আব্বা সরকারকে যে টাকা দেয় সেটা কোন ধরনের কর? বর্ণনা কর।
ঘ. শামিমের আব্বার দেওয়া অর্থ সরকারের আয়ের প্রধান উৎস- মূল্যায়ন কর।
এসএসসি শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post