এসএসসি ২০২৪ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য অর্থনীতি গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, ssc অর্থনীতি ৩য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের অর্থনীতি বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
ssc অর্থনীতি ৩য় অধ্যায় mcq
১. অর্থনীতিতে ভোগের অর্থ কী?
ক. উপযোগ বৃদ্ধি
খ. উপযোগের সৃষ্টি
গ. উপযোগের ক্ষমতা
ঘ. উপযোগের ব্যবহার
২. দ্রব্য ব্যবহারের মাধ্যমে আমরা কী গ্রহণ করি?
ক. তৃপ্তি
খ. অভাব
গ. বুদ্ধি
ঘ. উপযোগ
৩. কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে কী বলে?
ক. সঞ্চয়
খ. ভোগ
গ. বিনিয়োগ
ঘ. উৎপাদন
৪. মিঠু ৪টি পেয়ারা কিনল, এক্ষেত্রে ৪র্থ পেয়ারাটিকে কী বলা যায়?
ক. মোট পেয়ারা
খ. প্রান্তিক পেয়ারা
গ. ভোগকৃত পেয়ারা
ঘ. উপভোগ্য পেয়ারা
৫. একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক তাকে বলে-
ক. চাহিদা
খ. যোগান
গ. উপযোগ
ঘ. মজুদ
৬. দাম ও যোগানের সম্পর্ক কী?
ক. বিপরীতমুখী
খ. সমমুখী
গ. আড়াআড়ি
ঘ. কোনো সম্পর্ক নেই
৭. অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?
ক. উপযোগ সৃষ্টি করা
খ. চাহিদা সৃষ্টি করা
গ. বিনিয়োগ সৃষ্টি করা
ঘ. যোগান সৃষ্টি করা
৮. কোন উপাদানগুলো ভারসাম্য মূল্য নির্ধারণে সাহায্য করে?
ক. উপযোগ ও প্রান্তিক উপযোগ
খ. চাহিদা ও যোগান
গ. সঞ্চয় ও বিনিয়োগ
ঘ. ভোগ ও বিনিয়োগ
৯. একটি নির্দিষ্ট সময়ে বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণকে কী বলে?
ক. চাহিদা
খ. যোগান
গ. উপযোগ
ঘ. সম্পদ
১০. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত কয়টি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১১. উপযোগ বলতে কী বোঝায়?
ক. অভাব মোচনের ক্ষমতাকে
খ. তৃপ্তি মেটানোর ক্ষমতাকে
গ. ভোগের তীব্রতাকে
ঘ. চাহিদার পরিমাণকে
১২. অর্থনীতিতে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?
ক. যোগান
খ. উপযোগ
গ. চাহিদা
ঘ. সঞ্চয়
১৩. একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে কোনটি হ্রাস পায়?
ক. স্বাদ
খ. রুচি
গ. উপযোগ
ঘ. উপকারিতা
১৪. কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগের জন্য যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি তাকে কী বলে?
ক. মোট উপযোগ
খ. প্রান্তিক উপযোগ
গ. মোট ভোগ
ঘ. ভোগ
১৫. প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কী?
ক. সর্বাধিক হয়
খ. সর্বনিম্ন হয়
গ. একই থাকে
ঘ. পরিবর্তিত হয়
১৬. মোট উপযোগ হ্রাস পায় কখন?
ক. প্রান্তিক উপযোগ হ্রাস পেলে
খ. প্রান্তিক উপযোগ শূন্য হলে
গ. প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে
ঘ. প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হলে
১৭. কোনো লোকের টেলিভিশন কেনার ইচ্ছা ও সামর্থ্য দুই রয়েছে। একে আমরা কী বলতে পারি?
ক. তীব্র শখ
খ. বিলাসিতা
গ. চাহিদা
ঘ. যোগান
১৮. চাহিদার সাথে কোনটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান?
ক. উপযোগ ও মূল্য
খ. সময় ও দাম
গ. যোগান ও চাহিদা
ঘ. উৎপাদন ও মজুদ
১৯. দাম বাড়লে চাহিদা কিরূপ হয়?
ক. বাড়ে
খ. সমান থাকে
গ. বেশি বাড়ে
ঘ. কমে
২০. চাহিদা সূচির অপর নাম কী?
ক. যোগান সূচি
খ. চাহিদা তালিকা
গ. প্রান্তিক চাহিদা
ঘ. চাহিদা ছক
২১. দাম ও যোগানের সম্পর্ক কিরূপ?
ক. বিপরীতমুখী
খ. সর্বত্র সমান নয়
গ. সমমুখী
ঘ. উভয়ই ভোক্তার চাহিদার ওপর নির্ভরশীল
২২. যোগান বৃদ্ধি পাওয়ার কারণ কী?
ক. দামের হ্রাস
খ. দামের বৃদ্ধি
গ. চাহিদার হ্রাস
ঘ. চাহিদা ও দাম হ্রাস
২৩. দাম ও সময়ের প্রেক্ষিতে কী বিবেচিত হয়?
ক. ভোগের পরিমাণ
খ. চাহিদার পরিমাণ
গ. উপযোগের পরিমাণ
ঘ. উৎপাদনের পরিমাণ
২৪. কিসের ভিত্তিতে চাহিদা রেখা আঁকা যায়?
ক. চাহিদা সূচি
খ. চাহিদার বৃদ্ধি
গ. চাহিদা বিধি
ঘ. চাহিদার হ্রাস
২৫. চাহিদা রেখা কেমন থাকে?
ক. ভূমির সাথে সমান্তরাল
খ. ডানদিকে নিম্নগামী
গ. বামদিকে ঊর্ধ্বগামী
ঘ. ডানদিকে ঊর্ধ্বগামী
২৬. চাহিদা কিসের ওপর নির্ভর করে?
ক. দামের
খ. উপযোগের
গ. ক্রেতার
ঘ. বাজারের
২৭. মানুষের দ্রব্য-সামগ্রীর প্রয়োজন হয় কেন?
ক. বেঁচে থাকার জন্য
খ. বিলাসিতার জন্য
গ. গতিশীলতার জন্য
ঘ. উন্নয়নের জন্য
২৮. আমরা কোনটি ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারি না?
ক. দ্রব্যসামগ্রী
খ. শিল্পপ্রতিষ্ঠান
গ. সামাজিক চাহিদা
ঘ. সেবা
২৯. বস্ত্র কোন ধরনের অভাব?
ক. আরামপ্রদ
খ. প্রয়োজনীয়
গ. বিলাসজাত
ঘ. কম প্রয়োজনীয়
৩০. উপযোগ কোন ধরনের ধারণা?
ক. মানসিক
খ. নৈতিক
গ. ধৰ্মীয়
ঘ. ব্যক্তিকেন্দ্রিক
৩১. মানুষের অভাব পূরণের জন্য দ্রব্যের উপযোগ লাভ করাকে কী বলে?
ক. ইচ্ছা
খ. উপযোগিতা
গ. লাভ
ঘ. ভোগ
৩২. ভোক্তা কে?
ক. যে ভোগ করে
খ. যে ভোগ দেয়
গ. যে বিক্রি করে
ঘ. যে যোগান দেয়
৩৩. প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কী হয়?
ক. কমে
খ. বৃদ্ধি পায়
গ. সমান থাকে
ঘ. খুব বেশি বৃদ্ধি পায়
৩৪. অতিরিক্ত এক একক ভোগে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে কী বলে?
ক. মোট উপযোগ
খ. প্রান্তিক উপযোগ
গ. উপযোগের সমষ্টি
ঘ. উপযোগ
৩৫. কম হ্রাসমান প্রান্তিক উপযোগ রেখার ভূমি অক্ষে কী নির্দেশ করা হয়?
ক. দ্রব্যের পরিমাণ
খ. উপভোগ
গ. দাম
ঘ. বাজার
৩৬. MU এর পূর্ণরূপ কী?
ক. Marginal Usage
খ. Marginal Utitility
গ. Market Usage
ঘ. Marginal Utitility
৩৭. দ্রব্যের দামের ওপর চাহিদার নির্ভরশীলতার সম্পর্ককে কী বলে?
ক. উৎপাদন বিধি
খ. চাহিদা বিধি
গ. যোগান বিধি
ঘ. উপযোগ বিধি
৩৮. বাজারে কারা বিক্রয়ের জন্য দ্রব্য সাজিয়ে রাখেন?
ক. বিক্রেতাগণ
খ. সরবরাহকারীগণ
গ. প্রতিনিধিরা
ঘ. কর্মচারীরা
৩৯. যাগানের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক. Demand
খ. Supply
গ. Utility
ঘ. Product
৪০. দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ কী রকম থাকে?
ক. বৃদ্ধি পায়
খ. হ্রাস পায়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. ঋণাত্মক পর্যায়
৪১. কোনো দ্রব্যের চাহিদার চেয়ে যোগান বেশি হলে দ্রব্যের দাম কেমন হবে?
ক. কমবে
খ. বাড়বে
গ. স্থির থাকবে
ঘ. সর্বোচ্চ হবে
৪২. কোনো দ্রব্যের যোগান কিসের উপর নির্ভর করে?
ক. চাহিদার
খ. উৎপাদনের
গ. দামের
ঘ. ভোগের
৪৩. দাম পরিবর্তনের ফলে যোগানের কী রকম পরিবর্তন ঘটে?
ক. ঊর্ধ্বমুখী
খ. সমমুখী
গ. বিপরীতমুখী
ঘ. নিম্নমুখী
৪৪. যোগান রেখা অঙ্কন করার জন্য নিচের কোন জিনিসটি দরকার?
ক. যোগানের সময়
খ. যোগান সূচি
গ. যোগানের পরিমাণ
ঘ. যোগানের দাম
৪৫. যোগান সূচিতে কিসের প্রতিফলন ঘটে?
ক. যোগান ও চাহিদার সম্পর্ক
খ. দাম ও চাহিদার সম্পর্ক
গ. যোগান বিধির
ঘ. চাহিদা ও যোগানের বৈষম্য
৪৬. যোগান বৃদ্ধি পাওয়ার কারণ হলো-
i. বাজারে দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া
ii. বাজারে দ্রব্যের দাম হ্রাস পাওয়া
iii. বাজারে দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও :
৪৭. চিত্রটি কী নির্দেশ করছে?
ক. চাহিদার পরিমাণ
খ. যোগানের পরিমাণ
গ. ভারসাম্য দাম ও পরিমাণ
ঘ. উপযোগের পরিমাণ
৪৮. E বিন্দুতে চাহিদা ও যোগান হলো—
i. চাহিদা < যোগান
ii. চাহিদা = যোগান
iii. চাহিদা > যোগান
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i ও ii
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ ssc অর্থনীতি ৩য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post