এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য অর্থনীতি গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, ssc অর্থনীতি ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- উৎপাদন ও সংগঠন।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের অর্থনীতি বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
ssc অর্থনীতি ৪র্থ অধ্যায় mcq
১. দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে কোন ধরনের উৎপাদন সৃষ্টি হয়?
ক. রূপগত
খ. স্থানগত
গ. সময়গত
ঘ. মালিকানাগত
২. দুধ দিয়ে রসগোল্লা তৈরি কোন ধরনের উৎপাদন প্রক্রিয়ার উদাহরণ?
ক. রূপগত
খ. স্থানগত
গ. সময়গত
ঘ. সেবাগত
৩. রহিম সাহেব তুলা থেকে সুতা তৈরি করেন। সুতা কোন ধরনের পণ্য?
ক. কৃষিপণ্য
খ. শিল্পপণ্য
গ. প্রাথমিক পণ্য
ঘ. সবকয়টি
৪. শ্রমিকের বেতন কী ধরনের ব্যয়?
ক. প্রকাশ্য ব্যয়
খ. অপ্রকাশ্য ব্যয়
গ. মোট ব্যয়
ঘ. প্রকৃত ব্যয়
৫. উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি?
ক. মূলধন
খ. শ্ৰম
গ. ভূমি
ঘ. শ্রমিক
৬. মূলধনের সুদ কী ধরনের ব্যয়?
ক. প্রকাশ্য ব্যয়
খ. অপ্রকাশ্য ব্যয়
গ. প্রকৃত উৎপাদন ব্যয়
ঘ. সামাজিক ব্যয়
৭. মানুষ কর্তৃক উৎপাদিত একমাত্র উৎপাদনের উপকরণ কোনটি?
ক. ভূমি
খ. শ্রম
গ. মূলধন
ঘ. সংগঠন
৮. উৎপাদন বলতে কী বোঝায়?
ক. দ্রব্য উৎপাদন করা
খ. দ্রব্যের উপযোগ সৃষ্টি করা
গ. দ্রব্য ব্যবহার করা
ঘ. প্রাকৃতিক সম্পদ বৃদ্ধি করা
৯. লিটু কামার লোহা পিটিয়ে যন্ত্রপাতি তৈরি করে তার কাজটিকে কোন ধরনের উৎপাদন বলা হয়?
ক. রূপগত
খ. স্থানগত
গ. সেবাগত
ঘ. সময়গত
১০. উৎপাদন কাজের কোন উপকরণটি ঝুঁকি বহন করে?
ক. ভূমি
খ. মূলধন
গ. শ্রম
ঘ. সংগঠন
১১. নিচের কোনটি উৎপাদনের সক্রিয় উপকরণ?
ক. মূলধন
খ. শ্ৰম
গ. সংগঠন
ঘ. ভূমি
১২. উৎপাদনের কোন উপকরণটি ভোগ না করে ভবিষ্যতের জন্য ব্যবহার করা যায়?
ক. মূলধন
খ. শ্ৰম
গ. ভূমি
ঘ. সংগঠন
১৩. উকিলের পরামর্শ উৎপাদনের কোন ধরনের উপকরণ?
ক. শ্ৰম
খ. ভূমি
গ. মূলধন
ঘ. সংগঠন
১৪. উৎপাদনে বেশি বা কম উপকরণের প্রয়োজন হয় কীভাবে?
ক. অবস্থাভেদে
খ. পরিমাণ অনুযায়ী
গ. গুরুত্ব অনুযায়ী
ঘ. বিনিয়োগ অনুসারে
১৫. বাংলাদেশ কোন ধরনের দেশ?
ক. কৃষিপ্ৰধান
খ. শিল্পপ্রধান
গ. অধিক বিনিয়োগের
ঘ. খনিজসম্পদ প্রদান
১৬. যুক্তরাষ্ট্রে উৎপাদন ক্ষেত্রে কোনটির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়?
ক. শ্রম
খ. ভূমি
গ. মূলধন
ঘ. চাহিদা
১৭. বর্তমান বাংলাদেশে উৎপাদনের কোন উপাদানটির গুরুত্ব কম?
ক. শ্ৰম
খ. মূলধন
গ. ভূমি
ঘ. সংগঠন
১৮. কোনো কাজকে উৎপাদন বলার শর্ত কী?
ক. উপযোগ সৃষ্টি হওয়া
খ. অভাব পূরণ করা
গ. চাহিদা সৃষ্টি করা
ঘ. যোগান থাকা
১৯. উৎপাদিত দ্রব্যের কোনটি থাকলে তাকে উৎপাদন বলা হয়?
ক. ভারসাম্য মূল্য
খ. বিনিময় মূল্য
গ. চাহিদা
ঘ. মুনাফা
২০. উপকরণ ব্যবহার করে উপযোগ সৃষ্টি করাকে কী বলে?
ক. যোগান
খ. উৎপাদক
গ. সংগঠন
ঘ. উৎপাদন
২১. উৎপাদন বা উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কত ভাগে ভাগ করা হয়েছে?
ক. পাঁচ
খ. আট
গ. দশ
ঘ. বারো
২২. কীভাবে রূপগত উপযোগ সৃষ্টি করা যায়?
ক. দ্রব্য স্থানান্তর করে
খ. দ্রব্যের রূপ বা আকৃতি পরিবর্তন করে
গ. মালিকানা পরিবর্তন করে
ঘ. নতুন দ্রব্য সৃষ্টি করে
২৩. বৃহদায়তন শিল্পের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. অধিক উৎপাদন
খ. শ্রমবিভাগ
গ. পর্যাপ্ত কাঁচামাল
ঘ. পণ্যের চাহিদা
২৪. উৎপাদনের মৌলিক উপকরণ মূলত কয়টি?
ক. চার
খ. পাঁচ
গ. ছয়
ঘ. আট
২৫. উৎপাদনে সাহায্য করে এমনসব প্রাকৃতিক সম্পদকে কী বলে?
ক. ভূমি
খ. মূলধন
গ. সঞ্চয়
ঘ. উৎপাদন
২৬. মাটির উর্বরা শক্তি উৎপাদনের কোন উপকরণ নির্দেশ করে?
ক. ভূমি
খ. মূলধন
গ. শ্ৰম
ঘ. সংগঠন
২৭. উকিলের পরামর্শ উৎপাদনের কোন ধরনের উপকরণ?
ক. শ্রম
খ. ভূমি
গ. মূলধন
ঘ. সংগঠন
২৮. মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের একমাত্র উপকরণ কোনটি?
ক. ভূমি
খ. শ্রম
গ. মূলধন
ঘ. সংগঠন
২৯. উন্নত দেশে উৎপাদনের কোন উপকরণটির প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়?
ক. মূলধন
খ. শ্রম
গ. সংগঠন
ঘ. ভূমি
৩০. শিল্পপ্রধান দেশ হতে হলে বাংলাদেশকে উৎপাদনের কোন উপকরণের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে?
ক. শ্রম ও ভূমি
খ. মূলধন ও সংগঠন
গ. মূলধন ও শ্রম
ঘ. শ্রম ও সংগঠন
৩১. উৎপাদনের জন্য পরিকল্পনা করেন কে?
ক. সংগঠক
খ. ব্যবস্থাপক
গ. বিনিয়োগকারী
ঘ. উৎপাদনকারী
৩২. উৎপাদন কর্মকাণ্ডে বিভিন্ন জনকে কী করতে হয়?
ক. দায়িত্ব পালন করতে হয়
খ. মুনাফা ভোগ করতে হয়
গ. মূলধনের যোগান দিতে হয়
ঘ. কাজে সাহায্য করতে হয়
৩৩. কোনটি ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ অসম্ভব?
ক. সংগঠন
খ. শ্ৰম
গ. মূলধন
ঘ. ভূমি
৩৪. সংগঠন কী?
ক. পারস্পরিক দায়িত্ব ও কর্তৃত্ব কাঠামো
খ. শ্রমিক ব্যবস্থাপনা
গ. উৎপাদন কার্যাবলি
ঘ. বাজার ব্যবস্থাপনা
৩৫. ব্যবসায়ের সাফল্য নির্ভর করে কোনটির ওপর?
ক. সাংগঠনিক কাঠামো
খ. শ্রমিকের দক্ষতা
গ. ব্যবসায়ের প্রকৃতি
ঘ. ব্যবসায়ের আয়তন
৩৬. ব্যবসায়ের মৌলিক ও প্রধান বিষয় কোনটি?
ক. সংগঠন
খ. ভূমি
গ. শ্রমিক
ঘ. মূলধন
৩৭. উপকরণ বাবদ ব্যয়ের অপর নাম কী?
ক. আর্থিক ব্যয়
খ. সামাজিক ব্যয়
গ. প্রকাশ্য ব্যয়
ঘ. প্ৰকৃত ব্যয়
৩৮. কোন ধরনের ব্যয় একটি মানবিক ধারণা?
ক. প্ৰকৃত
খ. আর্থিক
গ. সামাজিক
ঘ. প্রকাশ্য
৩৯. উৎপাদন ব্যয় সাধারণত কয় ধরনের?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. ছয়
৪০. নিচের কোন ব্যয় টাকার অঙ্কে হিসাবযোগ্য নয়?
ক. প্রকৃত
খ. আর্থিক
গ. সামাজিক
ঘ. ব্যক্তিগত
৪১. নিচের কোনটি উপকরণ ব্যয়?
ক. শ্রমিকের মজুরি
খ. মালিকের বেতন
গ. ভ্রমণের ব্যয়
ঘ. বিশ্রামের ব্যয়
৪২. উৎপাদনের জন্য মানুষের ঘুম, আরাম ত্যাগ কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত?
ক. সামাজিক
খ. প্রকৃত
গ. আর্থিক
ঘ. প্রকাশ্য
৪৩. রফিক সাহেব একজন শিল্প উদ্যোক্তা। এক্ষেত্রে সংগঠক হিসেবে তিনি—
i. ঝুঁকি গ্রহণ করবেন
ii. নীতি নির্ধারণ করবেন
iii. উৎপাদনের উপকরণ সাজাবেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৪৪. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শর্ত হলো—
i. ভোক্তা স্বাভাবিক বিচার বুদ্ধিসম্পন্ন
ii. দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান
iii. অন্যান্য অবস্থা অপরিবর্তনীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও :
৪৫. উপরের চিত্রে CD রেখাটির নাম কী?
ক. প্রান্তিক উৎপাদন রেখা
খ. সম-উৎপাদন রেখা
গ. উৎপাদন সম্ভাবনা রেখা
ঘ. প্রান্তিক উপযোগ রেখা
৪৬. উক্ত CD রেখা যা নির্দেশ করে, তা হলো-
i. দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ
ii. সুযোগ ব্যয়
iii. ভোক্তার উপযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ ssc অর্থনীতি ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post