অর্থনীতি ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর : অর্থনীতিতে বাজার ধারশাটি একটি পণ্যের চাহিদা, যোগান ও দাম নির্ধারণ ইত্যাদি বিষয়ের সাথে সম্পর্কিত। বাজার ধারণাকে সময় মেয়াদ, পরিধি, দ্রব্যের প্রকৃতি এবং প্রতিযোগিতার ভিত্তিতে ব্যাখ্যা করা হয়। বাংলাদেশে বিভিন্ন ধরনের বাজার রয়েছে । বিভিন্ন মৌলিক বৈশিষ্ট্যের কারণে বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে চিন্তাতাবনার ও আচরণের পরিবর্তন দেখা যায়।
অর্থনীতি ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
১. রিমি একটি নির্দিষ্ট ব্রান্ডের ব্যাগ ব্যবহার করে। সে নতুন একটি ব্যাগ বাজারে কিনতে গেলে দাম আগের চেয়ে অনেক বেশি দেখতে পায়। এর কারণ জানতে চাইলে দোকানি জানায় যে উক্ত ব্যাগ একটিমাত্র কোম্পানি আমদানি করে। কোম্পানি দাম বাড়ালে তাদের কিছু করার থাকে না। অনুরূপ কোনো ব্যাগ বাজারে না থাকায় রিমিকে উচ্চ দরে ব্যাগটি ক্রয় করতে হয়।
ক. উপকরণ কাকে বলে?
খ. উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ বলতে কী বোঝায়?
গ. রিমির ক্রয়কৃত পণ্যটি কোন বাজারের? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশে রিমির ক্রয়কৃত পণ্যের বাজারের পরিধি কতটুকু? বিশ্লেষণ কর।
২. সুমী ‘অ’ শহরে ফুল সরবরাহ করে। শহরের একটি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে অনেক ফুলের প্রয়োজন হয়। ফুল কিনতে গেলে সুমী বেশি দাম দাবি করে। উপায় না থাকায় কলেজ কর্তৃপক্ষকে বেশি দামেই ফুল কিনতে হয়। কিন্তু ‘ই’ শহরে অনেক ফুলের দোকান রয়েছে। ফলে সেখানে ক্রেতারা ফুলের গুণাগুণ ও দর কষাকষি করে ফুল কিনতে পারেন। [স. বো. ’১৬]
ক. একচেটিয়া বাজার কী?
খ. ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কী?
গ. সুমীর ফুলের দোকান অর্থনীতিতে কোন ধরনের বাজারকে নির্দেশ করে – ব্যাখ্যা কর।
ঘ. উভয় শহরের ফুলের বিক্রেতারা কী একই মুনাফা অর্জন করবে? মতামত দাও।
৩. রিমি কোল্ডক্রিম কেনার জন্য দোকানে গেলে দোকানদার তাকে চার ধরনের ক্রিম দেখায়। রিমি লক্ষ করে যে, চারটিতেই সমপরিমাণ ক্রিম রয়েছে। কিন্তু দামের ক্ষেত্রে সামান্য পার্থক্য রয়েছে। [স. বো. ’১৫]
ক. অর্থবাজার কী?
খ. দীর্ঘকালীন বাজার কী? ব্যাখ্যা কর।
গ. রিমির ক্রয়কৃত দ্রব্যটি কোন বাজারের পণ্য? ব্যাখ্যা কর।
ঘ. একচেটিয়া বাজারের সাথে রিমির ক্রয়কৃত পণ্যের বাজারের পার্থক্য বিশ্লেষণ কর।
৪. স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড চাকা ওয়াশিং পাউডারের একটি চমৎকার বিজ্ঞাপন তৈরি করে। উক্ত বিজ্ঞাপনে ময়লা জামাকাপড় উত্তমরূপে ধোলাই করা হয়। এই বিজ্ঞাপনের মাধ্যমে চাকা ওয়াশিং পাউডারের বিক্রয় বৃদ্ধি পেয়েছে। [কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট]
ক. ‘Monopoly’ শব্দের অর্থ কী?
খ. দ্রব্যের মূল্য নির্ধারণের উপায় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে যে ধরনের বাজারের ইঙ্গিত রয়েছে তার ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকের শেষ লাইনটির মূল্যায়ন কর।
৫. শামীম মিয়া প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বড় একটি ঝুড়িতে দুই-তিন পদের সবজি নিয়ে বাজারে বিক্রির জন্য যান। প্রতিদিনই অল্প সময়ের মধ্যে তার সব সবজি বিক্রি হয়ে যায়। কোনো কোনো দিন চাহিদা বুঝে তিনি সবজির দাম বাড়িয়ে দেন। তারপরও অতি দ্রুত সব সবজি বিক্রি হয়ে যায়। প্রায় দিনই তিনি আরও বেশি সবজি না আনতে পারায় আফসোস করেন।
ক. শিল্প কী?
খ. দীর্ঘকালীন বাজার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন ধরনের বাজারের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. শামীম মিয়া যদি দীর্ঘকালীন বাজার ব্যবস্থার সাথে জড়িত থাকতেন তাহলে তাকে আর আফসোস করতে হতো না- পাঠ্যবইয়ের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
৬. ফরিদ উদ্দিন ঢাকাতে থাকেন। চাকরির প্রয়োজনে প্রতি মাসেই তাকে যশোর যেতে হয়। ঢাকা থেকে যশোরের অনেক বাস আছে। বিভিন্ন কোম্পানির বাসের টিকিটের দামে কিছুটা মিল আছে। এ সম্পর্কে ফরিদ উদ্দিনের ধারণা থাকায় নিজের পছন্দমতো বাসে ভ্রমণ করতে তার কোনো অসুবিধা হয় না। গত মাস থেকে তিনি ‘গতি পরিবহন’ নামের নতুন একটি পরিবহন বেছে নিয়েছেন। কোম্পানিটি কিছুদিন হলো তাদের সার্ভিস চালু করেছে।
ক. কোন বাজারে নতুন ফার্মের প্রবেশের সুযোগ নেই?
খ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন ধরনের বাজার পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. এ ধরনের বাজারের পরিধি বাংলাদেশের বাজার ব্যবস্থার প্রেক্ষাপটে আলোচনা কর।
৭. তানিয়া সুলতানা মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী। সে সম্প্রতি যশোর থেকে মোম দিয়ে শোপিস তৈরি করার কাজ শিখেছে। একটি ফার্ম স্থাপন করে মনিরামপুরের স্থানীয় কয়েকটি দোকানে সে এখন মোমের শোপিস সরবরাহ করে। এ থেকে সে প্রচুর লাভবান হচ্ছে। তার দেখাদেখি লুবনা হোসেন নামের আরেক শিক্ষার্থীও মোমের শোপিস বানাতে শুরু করে। তানিয়া নিজের ব্যবসায় টিকিয়ে রাখতে তার বানানো শোপিসের দাম কমিয়ে দেয়। ফলে লুবনা হোসেনের শোপিসগুলো দোকানদাররা নিতে চাচ্ছে না। এজন্য লুবনা ব্যবসা বন্ধ করে দেয়ার কথা ভাবছে।
ক. একচেটিয়া কারবারির মূল লক্ষ্য কী?
খ. একচেটিয়া বাজারে নতুন ফার্ম প্রবেশ করতে পারে না কেন?
গ. উদ্দীপকে একচেটিয়া বাজারের কোন বৈশিষ্ট্যটির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. তানিয়া সুলতানার ফার্মটিকে কি হিসেবে অভিহিত করা যায়? পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত দাও।
৮. নীলুফার ইয়াসমিন প্রতি মাসে একটি নামকরা ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী কেনেন। এ মাসে একটি পারফিউম কিনতে গিয়ে দেখেন, আগের চেয়ে দাম ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। তিনি অন্য ব্র্যান্ডের পারফিউম নেয়ার কথা প্রথমে ভাবলেও শেষ পর্যন্ত বেশি দাম দিয়ে পছন্দের ব্র্যান্ডের পারফিউমই কিনলেন।
ক. সমজাতীয় দ্রব্য কী?
খ. উপকরণের পূর্ণ গতিশীলতা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. নীলুফার ইয়াসমিনের পছন্দের ব্র্যান্ডের পারফিউমের দাম বৃদ্ধির প্রভাব অন্যান্য কোম্পানির ওপর কতটুকু পড়বে? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
৯. শাকিল পরীক্ষার খাতায় লেখার জন্য স্টার সফ্ট জেল নামের কলম কিনে আনে। কিন্তু শাকিলের বড় ভাই তাকে ‘জননী চকো চকো’ কলম ব্যবহার করতে বলেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘জননী চকো চকো কলমের গুণগত মান ভালো’। শাকিল ‘জননী চকো চকো’ কলম ব্যবহার করে বুঝতে পারে, বিজ্ঞাপন দেখে স্টার কলম কিনে সে ভুল করেছিল।
ক. স্বাভাবিক মুনাফা কী?
খ. স্বল্পকালীন বাজার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন ধরনের বাজারের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দুটি কলমের ফার্মের মধ্যে প্রতিযোগিতার বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
১০. রহমতগঞ্জ গ্রামে নুরুল উদ্দিনের দোকানটিই একমাত্র দোকান যেখানে সার কিনতে পাওয়া যায়। ফলে তিনি বেশির ভাগ সময়ই কৃষকদের কাছ থেকে বেশি দাম নেন। আলফাজ উদ্দিন নামের আরেকজন ব্যবসায়ী গ্রামের কৃষকদের চাহিদার কথা ভেবে আরেকটি সারের দোকান দেয়ার কথা চিন্তা করছেন।
ক. মূলধন বাজার কী?
খ. দীর্ঘকালীন বাজার কাকে বলে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের নুরুল উদ্দিনের ব্যবসাটিকে কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. আলফাজ উদ্দিনের সারের ব্যবসা শুরু করার সিদ্ধান্তটির যৌক্তিকতা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
১১. অনন্যা অনলাইনে সংবাদ পড়ার জন্য একটি দৈনিক পত্রিকার ওয়েবসাইটে ঢুকল। খবর পড়তে পড়তে সে বেশ কয়েকটি মোবাইল ফোনের বিজ্ঞাপন লক্ষ করল। বিজ্ঞাপন দেখে শেষ পর্যন্ত একটি নতুন ব্র্যান্ডের মোবাইল কেনার জন্য সিদ্ধান্ত নিল।
ক. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কী?
খ. উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন ধরনের বাজার ব্যবস্থার ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত বাজার ব্যবস্থার ক্ষেত্রে চাহিদার প্রকৃতি কেমন হয় তা উদ্দীপক ও পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
১২. ‘ঢ’ এমন এক বাজার ব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা বিরাজমান এবং সমজাতীয় দ্রব্য কেনাবেচা হয়। অন্য ণ বাজার ব্যবস্থার বিক্রেতা একই দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে এবং এ বাজারের দ্রব্যের নিকট পরিবর্তক দ্রব্য নেই। [কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা]
ক. অর্থবাজার কী?
খ. শিল্প বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ণ কোন ধরনের প্রতিযোগিতার বাজার? ব্যাখ্যা কর।
ঘ. ‘ঢ’ বাজারের গড় আয় ও প্রান্তিক আয়ের সম্পর্ক বিশ্লেষণ কর।
১৩. রমিজ একজন শিল্পপতি। তার দুটি পোশাক শিল্প হাউজিং রয়েছে। তৈরি পোশাক শিল্পের সাথে জড়িত। এ শিল্প পণ্যের রয়েছে এক বিরাট বাজার। মিসেস রমিজও ঘরেই বিভিন্ন বেকারি পণ্য তৈরি করে তা বিভিন্ন ফাস্টফুডের দোকানে সরবরাহ করে বাজার তৈরিতে ভূমিকা রাখছেন। [মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ]
ক. বাজার কাকে বলে?
খ. স্থানীয় বাজার কোন দিক থেকে জাতীয় ও আন্তর্জাতিক বাজার?
গ. মিসেস রমিজের বেকারি পণ্য কীভাবে বাজার সৃষ্টিতে ভূমিকা রাখে।
ঘ. রমিজের প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের বাজারের বৈশিষ্ট্য ও দেশের অর্থনীতিতে এর ভূমিকা মূল্যায়ন কর।
১৪. রবি প্রতিদিন ঢাকা কাওরান বাজার থেকে মাছ এনে সাভার নামাবাজারে বিক্রি করে থাকে। তিনি এ ব্যবসা প্রায় ২০ বছর ধরে করছে। এতে যে লাভবানও হয়েছেন। তবে পাশাপাশি তার পূর্বের পারিবারিক পেশা আলু, পিঁয়াজ, মরিচ ইত্যাদির স্টক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। রবি যে ধরনের দ্রব্যের ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত তা তিনি আশপাশ থেকেই সংগ্রহ করে; নামমাত্র পরিবহন খরচে যে তা আনা-নেওয়া করে। তবে এ কাজে তাকে অনেক সময় ও পরিশ্রম দিতে হয়। হঠাৎ করে তার দ্রব্যের চাহিদা কমে গেলে তার যথেষ্ট ক্ষতি হয়।
ক. কোন বাজারে দলীয় সমতা লক্ষ করা যায়?
খ. বাজারের বৈশিষ্ট্য বা উপাদানগুলোর নাম লেখ।
গ. রবির দ্রব্যের বাজারকে কী ধরনের বাজার বলা হয় এবং কেন?
ঘ. উদ্দীপকের আলোকে বাংলাদেশে স্থানীয় বাজারের বিভিন্ন সুবিধা-অসুবিধাগুলো বিশ্লেষণ কর।
১৫. রাজিয়া সব সময় তার পরিবারের বাজার নিজে করেন। সম্প্রতি তার প্রবাসী স্বামী দেশে এসে বাড়ির পার্শ্ববর্তী বাজারে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে আনেন। বাজারে গিয়ে তিনি জানতে পারেন বর্তমানে আমাদের দেশ থেকে গাছ, শাক-সবজি বিদেশি বাজারে রপ্তানি হচ্ছে।
ক. কে মূল্য নির্ধারণ করে?
খ. অতি স্বল্পকালীন বাজার কাকে বলে?
গ. রাজিয়ার বাড়ির পার্শ্ববর্তী বাজার একটি অতি স্বল্পকালীন বাজার। কীভাবে-তা প্রমাণ কর।
ঘ. রাজিয়ার অভিজ্ঞতার আলোকে স্থানভেদে বাজারের শ্রেণিবিভাগগুলো বিশ্লেষণ কর।
১৬. রাসেলের বাবা একজন দিনমজুর। তিনি সারাদিন কাজ করে যা পান তা দিয়েই তাদের দিন চলে। একদিন সকালে বাজারে যাওয়ার সময় রাসেল তার বাবাকে বলে তাকে স্কুলে পৌঁছে দিয়ে বাজারে যেতে। কিন্তু বাবা বলেন যে, আর একটু পরে গেলে বাজারে সময় শেষ হয়ে যাবে। এদিকে রাসেলের মা তিন লিটার তেল আনতে বললে তিনি বলেন যে, এখন তেলের দাম ১০০ টাকা। দুই লিটার নিয়ে আসি। তাই দিয়ে চালিয়ে দাও।
ক. নিট জাতীয় উৎপাদ কী?
খ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি মাত্র মূল্য দেখা যায় কেন?
গ. রাসেলের বাবা কী ধরনের বাজারে বাজার করতে যান? এই ধরনের বাজার ছাড়া সময়ের প্রেক্ষিতে আর দুটি বাজারের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপক অনুসারে রাসেলের পরিবারের তেলের চাহিদা থেকে একটি কাল্পনিক চাহিদা সূচি তৈরি কর এবং তা থেকে চাহিদা রেখা অঙ্কন করে ব্যাখ্যা কর।
এসএসসি শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post