এসএসসি ২০২৪ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য অর্থনীতি গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, ssc অর্থনীতি ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- বাজার।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের অর্থনীতি বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
ssc অর্থনীতি ৫ম অধ্যায় mcq
১. অপূর্ণ প্রতিযোগিতার বাজারকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২. প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কয় প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৩. অঞ্চলভেদে বাজারকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৪. কোন বাজারে অল্প সময়ে যোগানের পরিবর্তন করা যায় না?
ক. অতি স্বল্পকালীন
খ. স্বল্পকালীন
গ. দীর্ঘকালীন
ঘ. অতি দীর্ঘকালীন
৫. বাজারের সংজ্ঞা দেন কে?
ক. মার্শাল
খ. এ্যাডাম স্মিথ
গ. কুর্নট
ঘ. ক্যানন
৬. সময়ের প্রেক্ষিতে বাজার কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
৭. নিচের কোনটি একচেটিয়া বাজারের পণ্য?
ক. ঔষধ
খ. বই
গ. লিবার্টি জুতা
ঘ. তিতাস গ্যাস
৮. বাংলাদেশের গ্যাসের বাজার কোন ধরনের বাজার?
ক. একচেটিয়া
খ. অলিগোপলি
গ. পূর্ণ প্রতিযোগিতা
ঘ. ডুয়োপলি
৯. যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা এবং সমজাতীয় দ্রব্য কেনা-বেচা করে, তা হলো—
ক. ডুয়োপলি বাজার
খ. একচেটিয়া বাজার
গ. পূর্ণ প্রতিযোগিতার বাজার
ঘ. অলিগোপলি বাজার
১০. বেসরকারি হাসপাতাল কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত?
ক. পূর্ণ প্রতিযোগিতামূলক
খ. ডুয়োপলি
গ. অলিগোপলি
ঘ. একচেটিয়া প্রতিযোগিতামূলক
১১. কিসের প্রকৃতি অনুযায়ী বাজার ধারণা আলোচনা করা হয়?
ক. দ্রব্যের
খ. উৎপাদনের
গ. স্থানের
ঘ. মূল্যের
১২. কিসের ভিত্তিতে বাজারের ধরন ভিন্ন হতে পারে?
ক. ক্রেতার
খ. বিক্রেতার
গ. দ্রব্যের ধরন
ঘ. স্থানের
১৩. অর্থনীতিবিদ কুর্নট কোন দেশের অধিবাসী?
ক. আমেরিকা
খ. ইংল্যান্ড
গ. ফ্রান্স
ঘ. রাশিয়া
১৪. সময়ের প্রেক্ষিতে বাজার কয় প্রকার?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
১৫. সকালের কাঁচাবাজার কোন ধরনের বাজারের উদাহরণ?
ক. অতি দীর্ঘকালীন
খ. দীর্ঘকালীন
গ. স্বল্পকালীন
ঘ. অতি স্বল্পকালীন
১৬. কোন বাজারে দ্রব্যের দামের হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে বিক্রেতার প্রভাব অকার্যকর থাকে?
ক. একচেটিয়া বাজারে
খ. পূর্ণ প্রতিযোগিতা বাজারে
গ. ডুয়োপলি বাজারে
ঘ. অলিগপলি বাজারে
১৭. উৎপাদন কাজ চালিয়ে যাওয়ার জন্য সরকার যে আর্থিক সুবিধা প্রদান করে তাকে কী বলে?
ক. রেশনিং
খ. ভর্তুকি
গ. অনুদান
ঘ. সরকারি ঋণ
১৮. ‘Mono’ শব্দের অর্থ কোনটি?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
১৯. ‘Monopoly’ একচেটিয়া বাজারে কতজন ক্রেতা থাকে?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. অসংখ্য
২০. কোনটি একচেটিয়া বাজারের উদাহরণ?
ক. তিতাস গ্যাসের
খ. শেয়ার
গ. সাবানের
ঘ. কাঁচা
২১. যে বাজারে একজন বিক্রেতা থাকে তাকে কোন বাজার বলে?
ক. পূর্ণ প্রতিযোগিতার
খ. অপূর্ণ প্রতিযোগিতার
গ. একচেটিয়া
ঘ. ডুয়োপলি
২২. একচেটিয়া বাজারে অধিক মুনাফা অর্জিত হয় কেন?
ক. অসংখ্য ফার্ম থাকায়
খ. অসংখ্য ক্রেতা থাকায়
গ. উৎপাদক বেশি হওয়ায়
ঘ. নিকট পরিবর্তক দ্রব্য না থাকায়
২৩. বাজারের ধারণায় কয়টি মৌলিক বিষয় কাজ করে?
ক. ২
খ. ৪
গ. ৫
ঘ. ৬
২৪. বাজারের উৎপত্তি বিভিন্ন হয়েছে কিসের প্রেক্ষিতে?
ক. দ্রব্যের যোগানের
খ. দ্রব্যের চাহিদার
গ. সময়ের
ঘ. দ্রব্যের ধরনের
২৫. যেখানে নির্দিষ্ট সময়ে বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে, তাকে কী বলে?
ক. অতি স্বল্পকালীন বাজার
খ. স্বল্পকালীন বাজার
গ. দীর্ঘকালীন বাজার
ঘ. অতি দীর্ঘকালীন বাজার
২৬. পূর্ণ প্রতিযোগিতামূলক এবং একচেটিয়া বাজারের সমন্বয়ে কোন ধরনের বাজার গড়ে ওঠে?
ক. ডুয়োপলি
খ. মনোপলি
গ. একচেটিয়া
ঘ. অলিগপলি
২৭. একচেটিয়া কারবারের মূল লক্ষ কোনটি
ক. সেবা প্রদান করা
খ. সর্বাধিক মুনাফা অর্জন করা
গ. সর্বাধিক উৎপাদন করা
ঘ. দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করা
২৮. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে মোট উৎপাদনের সামান্যতম অংশ কে নিয়ন্ত্রণ করতে পারে?
ক. ফার্ম
খ. শিল্প
গ. ক্রেতা
ঘ. বিক্রেতা
২৯. কারা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে মোট উৎপাদনের ওপর উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করতে পারে না?
ক. ক্রেতা
খ. বিক্রেতা
গ. ফার্ম
ঘ. শিল্প
৩০. বাংলাদেশে কোন ধরনের বাজার নেই?
ক. একচেটিয়া
খ. একচেটিয়া প্রতিযোগিতামূলক
গ. বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতার
ঘ. একচেটিয়া ক্রেতার
৩১. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সরকারের প্রভাব নেই—
i. কর আরোপে
ii. ভর্তুকি প্রদানে
iii. রেশনিং-এ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
রহিমা বেগম নিজের ঘরের পাশে জমিতে সবজি চাষ করেন। তিনি প্রায়ই সকালবেলায় পাশের বাজারে ঐগুলো বিক্রি করেন। কিন্তু ভালো দাম পান না।
৩২. রহিমা বেগমের বাড়ির পাশের বাজারটি কোন ধরনের?
ক. স্থানীয় বাজার
খ. জাতীয় বাজার
গ. আন্তর্জাতিক বাজার
ঘ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
৩৩. রহিমা বেগমের দ্রব্যটির ন্যায্য দাম নিশ্চিত করতে হলে—
i. যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে
ii. বিক্রির জন্য কম জিনিস সরবরাহ করতে হবে
iii. হিমাগার স্থাপন করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৪. অর্থনীতিতে বাজারের বৈশিষ্ট্য হলো—
i. এটি একটি প্রক্রিয়া
ii. এর মাধ্যমে দ্রব্য বেচা-কেনা হয়
iii. এর মাধ্যমে সেবা বেচা-কেনা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ ssc অর্থনীতি ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post