এসএসসি ২০২৪ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য অর্থনীতি গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, ssc অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- জাতীয় আয় ও এর পরিমাপ।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের অর্থনীতি বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
ssc অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় mcq
১. GDP-এর বাংলা পূর্ণরূপ কী?
ক. মোট দেশজ উৎপাদ
খ. নিট দেশজ উৎপাদ
গ. মোট জাতীয় উৎপাদ
ঘ. নিট জাতীয় উৎপাদ
২. জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কয়টি?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৩
৩. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জিডিপি পরিমাপের জন্য অর্থনীতিকে কয়টি খাতে বিভক্ত করেছে?
ক. ১৫
খ. ১৬
গ. ১৭
ঘ. ১৮
৪. উৎপাদন পদ্ধতিতে উৎপাদনের মূল্য নির্ধারিত হয় কীভাবে?
ক. খাতওয়ারি
খ. খাজনা অনুযায়ী
গ. সুদ হিসেবের মাধ্যমে
ঘ. মজুরি অনুযায়ী
৫. নিচের কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি?
ক. বণ্টন
খ. বিনিময়
গ. ভোগ
ঘ. আয়
৬. সংগঠনের প্রাপ্ত আয় নিচের কোনটি?
ক. সুদ
খ. মুনাফা
গ. মজুরি
ঘ. খাজনা
৭. মূলধন রক্ষণাবেক্ষণ ও ক্ষতিপূরণের ব্যয়কে বলা হয়-
ক. NNI
খ. CCA
গ. GNI
ঘ. NNP
৮. পাট চাষ কমিয়ে ধান উৎপাদন জিডিপি কোন নির্ধারককে নির্দেশ করে?
ক. শ্রম
খ. সচলতা
গ. প্রযুক্তি
ঘ. মূলধন
৯. কোনো দেশের মোট দেশজ উৎপাদের পরিমাণ কয়টি বিষয়ের ওপর নির্ভর করে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১০. মোট দেশজ উৎপাদের সাথে নিট উপাদান আয় যোগ করে কী পাওয়া যায়?
ক. মোট জাতীয় ব্যয়
খ. মোট জাতীয় আয়
গ. নিট জাতীয় আয়
ঘ. ব্যক্তিগত আয়
১১. CCA বলতে নিচের কোনটিকে বোঝানো হয়?
ক. মূলধন ব্যবহারজনিত মুনাফা
খ. মূলধন ব্যবহারজনিত আয়
গ. মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয়
১২. মোট দেশজ উৎপাদ বৃদ্ধির গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারক কোনটি?
ক. শ্ৰম
খ. প্রযুক্তি
গ. মূলধন
ঘ. সচলতা
১৩. সম্পদের মূল্য পরিবর্তন হলে লাভ বা ক্ষতি জাতীয় আয় গণনার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না কেন?
ক. স্থানগত কারণে
খ. অবকাঠামোগত কারণে
গ. কালগত কারণে
ঘ. অবস্থানগত কারণে
১৪. নিচের কোনটি শুধু কাগজ-কলমে ব্যবহার প্রতিষ্ঠানে লিপিবদ্ধ করা হয়?
ক. মূলধনী লাভ-ক্ষতি
খ. মূলধন
গ. শ্রম বা সেবার মূল্য
ঘ. আমদানি মূল্য
১৫. জাতীয় আয় গণনায় লাভ-ক্ষতির প্রভাব কিরূপ?
ক. অসীম
খ. শূন্য
গ. ধনাত্মক
ঘ. ঋণাত্মক
১৬. জিডিপি গণনার ক্ষেত্রে প্রধানত কয়টি উপাদান কখনও অন্তর্ভুক্ত করা হয় না?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
১৭. “ক” দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয়, তার আর্থিক সমষ্টি হলো—
ক. মোট দেশজ আয় উৎপাদ
খ. মোট জাতীয় উৎপাদন
গ. নিট জাতীয় উৎপাদন
গ. নিট জাতীয় আয়
১৮. GDP-এর পূর্ণরূপ কী?
ক. Gross Determinant Product
খ. Gross Domestic Product
গ. Domestic Gross Product
ঘ. Good Domestic Product
১৯. কোনটি মূলধন রক্ষণাবেক্ষণ ও ক্ষতিপূরণের ব্যয়?
ক. GDP
খ. CCA
গ. NNI
ঘ. GNI
২০. কোন পদ্ধতিতে চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে GDP নির্ণয় করা হয়?
ক. উৎপাদন
খ. আয়
গ. ব্যয়
ঘ. ভোগ
২১. ভোগ + বিনিয়োগ + সরকারি ব্যয় + নিট রপ্তানি – আমদানি = কী?
ক. জাতীয় আয়
খ. মোট দেশজ উৎপাদ
গ. সরকারি আয়
ঘ. নিট রপ্তানি
২২. আজকের উন্নত দেশসমূহে মোট দেশজ উৎপাদ বৃদ্ধির মূলে নিচের কোনটি কাজ করে?
ক. প্রযুক্তি
খ. মূলধন
গ. শ্ৰম
ঘ. ভূমি
২৩. অর্থনীতিতে এমন কিছু দ্রব্য ও সেবা আছে যেগুলো বাজারে কেনাবেচা হয় না সেগুলো কী ধরনের দ্রব্য?
ক. অবাধলভ্য
খ. মাধ্যমিক
গ. চূড়ান্ত
ঘ. প্রাথমিক
২৪. কোনটি মূল্যহীন সেবা নয়?
ক. মা কর্তৃক সন্তান-লালন
খ. নার্সের সেবা
গ. রান্নাবান্নার কাজ
ঘ. বন্ধুদের গান শুনানো
২৫. মোট দেশজ উৎপাদের সাথে কী যোগ করে মোট জাতীয় আয় পাওয়া যায়?
ক. নিট উপাদান ব্যয়
খ. নিট জাতীয় আয়
গ. নিট উপাদান আয়
ঘ. নিট বাজার মূল্য
২৬. উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ কয়টি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২৭. নিচের কোনটি উৎপাদনের মৌলিক উপকরণ?
ক. সংগঠন
খ. মজুরি
গ. সুদ
ঘ. মুনাফা
২৮. ভূমির প্রাপ্ত আয় কোনটি?
ক. মজুরি
খ. খাজনা
গ. মুনাফা
ঘ. সুদ
২৯. শ্রমের প্রাপ্ত আয় কোনটি?
ক. খাজনা
খ. মজুরি
গ. সুদ
ঘ. মুনাফা
৩০. মূলধনের প্রাপ্ত আয় কোনটি?
ক. মজুরি
খ. খাজনা
গ. সুদ
ঘ. মুনাফা
৩১. জাতীয় আয় গণনায় শুধু কোন পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচিত হয়?
ক. প্রাথমিক
খ. মাধ্যমে
গ. চূড়ান্ত
ঘ. মূলধনী
৩২. অতীতে উৎপাদিত পণ্যে মোট দেশজ উৎপাদের অন্তর্ভুক্ত নয় কেন?
ক. বাজার মূল্য না থাকায়
খ. পূর্বে গণনা করায়
গ. বিনিমিয় অযোগ্য হওয়ায়
ঘ. বিনিময় মূল্য না থাকায়
৩৩. নিচের কোনটি জিডিপির অন্তর্ভুক্ত নয়?
ক. মূলধন
খ. দ্রব্যের মূল্য
গ. বন্ড
ঘ. সেবার মূল্য
৩৪. কোন ধরনের সুদ জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়?
ক. সরকারি ঋণের সুদ
খ. বাণিজ্যিক ঋণের সুদ
গ. কৃষি ঋণের সুদ
ঘ. শিল্প ঋণের সুদ
৩৫. যুদ্ধকালীন সরকারের গৃহীত ঋণের বিপরীতে সুদ কী হিসেবে বিবেচিত হয়?
ক. সরকারি পাওনা
খ. বেসরকারি পাওনা
গ. হস্তান্তর পাওনা
ঘ. হস্তান্তর অযোগ্য পাওনা
৩৬. কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের সমষ্টিকে বিবেচনায় আনা হয় জাতীয় আয় পরিমাপের কোন পদ্ধতিতে?
ক. আয়
খ. ব্যয়
গ. উৎপাদন
ঘ. বিনিময়
৩৭. মাথাপিছু জিডিপি বলতে কী বোঝায়?
ক. জনপ্রতি বার্ষিক জিডিপিকে
খ. মোট জিডিপিকে
গ. মোট জাতীয় আয়কে
ঘ. নিট আয়কে
৩৮. ভূমি, শ্রম, মূলধন, প্রযুক্তি, সম্পদের সচলতা এগুলো কিসের নির্ধারক?
ক. জিডিপির
খ. জিএনপির
গ. এনএনপির
ঘ. সিসিএর
৩৯. জিডিপি বৃদ্ধির জন্য সহায়ক হলো-
ক. ট্রেড ইউনিয়ন
খ. শ্রমিক সমিতি
গ. উচ্চাভিলাষী শ্রমিক
ঘ. দক্ষ ও কর্মক্ষম শ্রমিক
৪০. বাংলাদেশের মতো উনয়নশীল দেশসমূহ কিসের অভাবে মোট জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়?
ক. শ্রম
খ. মূলধন
গ. প্রযুক্তি
ঘ. সচলতা
৪১. কষি পণ্য উৎপাদনের জন্য প্রধানত কিসের পর্যাপ্ততা থাকলে মোট দেশজ উৎপাদ বৃদ্ধি পায়?
ক. উর্বর ভূমি
খ. প্রাকৃতিক সার
গ. রাসায়নিক সার
ঘ. উন্নত বীজ
৪২. জাতীয় আয় গণনায় নিচের কোনটি বিবেচিত হয় না?
ক. আমদানি মূল্য
খ. রপ্তানি মূল্য
গ. বেআইনি আয়
ঘ. চূড়ান্ত দ্রব্য
৪৩. মোট দেশজ উৎপাদ হিসেবের সময়ে বিবেচনায় আনতে হবে-
i. ভৌগোলিক সীমানা
ii. নির্দিষ্ট সময়
iii. প্রবাসীদের অর্জিত আয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
লালু মিয়া একটি কারখানার মালিক। তিনি কারখানার আয়-ব্যয় হিসাব করার সময় প্রাথমিক ও মাধ্যমিক উভয় পণ্য বিবেচনা করেন। এতে তাঁর প্রকৃত আয় হিসাব করতে সমস্যা হয়।
৪৪. লালু মিয়ার হিসাবের ক্ষেত্রে কী সমস্যা হয়?
ক. মূলধন বেশি হয়।
খ. মূলধনের ঘাটতি হয়
গ. দ্বৈত গণনা হয়
ঘ. প্রকৃত আয় কম হয়
৪৫. লালু মিয়া উক্ত সমস্যা সমাধান করতে যে পদ্ধতি অনুসরণ করতে পারেন, তা হলো—
i. চূড়ান্ত উৎপাদন পদ্ধতি
ii. আয় ও ব্যয় পদ্ধতি
iii. মূল্য সংযোজন পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ ssc অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post