এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য অর্থনীতি গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, ssc অর্থনীতি ৭ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- অর্থ ও ব্যাংক ব্যবস্থা।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের অর্থনীতি বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
ssc অর্থনীতি ৭ম অধ্যায় mcq
১. আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজনস্বীকৃত কোনটি?
ক. অর্থ
খ. দ্রব্য
গ. স্বর্ণ
ঘ. রৌপ্য
২. অর্থের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. ব্যবহারগত সুবিধা
খ. সঞ্চয়ের মাধ্যম
গ. উৎপাদনগত সুবিধা
ঘ. দেনা-পাওনা মেটানোর উপায়
৩. বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক কোনটি?
ক. সোনালী ব্যাংক
খ. জনতা ব্যাংক
গ. রূপালী ব্যংক
ঘ. সবগুলো
৪. ঋণ নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক?
ক. কৃষি ব্যাংক
খ. জনতা ব্যাংক
গ. গ্রামীণ ব্যাংক
ঘ. কেন্দ্রীয় ব্যাংক
৫. বাংলাদেশের ১ ও ২ টাকার নোট কোন ধরনের মুদ্রা?
ক. অসীম
খ. প্রতীক
গ. রূপান্তর অযোগ্য
ঘ. ব্যাংক
৬. রূপান্তর অযোগ্য কাগজি মুদ্রা কোনটি?
ক. ২ টাকা
খ. ৫ টাকা
গ. ১০ টাকা
ঘ. ২০ টাকা
৭. গ্রহণের বাধ্যবাধকতার দিক দিয়ে অর্থকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৮. মুদ্রা বাজারের অভিভাবক কোন ব্যাংক?
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. গ্রামীণ ব্যাংক
গ. বেসরকারি ব্যাংক
ঘ. কেন্দ্রীয় ব্যাংক
৯. বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কী?
ক. ঋণ নিয়ন্ত্রণ
খ. নোট তৈরি
গ. আমানত গ্ৰহণ
ঘ. মুনাফা অর্জন
১০. সমবায় ব্যাংকের উদ্দেশ্য কোনটি?
ক. দারিদ্র্য বিমোচন
খ. ঋণ নিয়ন্ত্রণ
গ. মুদ্রা প্রচলন
ঘ. বিনিময় হার নির্ধারণ
১১. বিনিময়ের সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম কোনটি?
ক. প্রাইজ বন্ড
খ. শেয়ার
গ. অর্থ
ঘ. দ্রব্য
১২. কিসের প্রচলনের ফলে ঋণগ্রহণ ও পরিশোধ সহজলভ্য হয়েছে?
ক. মুদ্রা
খ. অর্থ
গ. দ্রব্য
ঘ. ডলার
১৩. সঞ্চয়ের নিরাপদ মাধ্যম কোনটি?
ক. দ্রব্য
খ. অর্থ
গ. স্বর্ণ
ঘ. রৌপ্য
১৪. ডলার কোন দেশের মুদ্রা?
ক. বাংলাদেশ
খ. আমেরিকা
গ. ভারত
ঘ. পাকিস্তান
১৫. ১০০ টাকার একটি প্রাইজবন্ড কোন ধরনের মুদ্রা?
ক. ব্যাংক হিসাবি
খ. কাগজি
গ. প্ৰামাণিক
ঘ. প্রতীক
১৬. ৫০০ টাকার নোট কোন ধরনের কাগজি মুদ্রা?
ক. বিহিত
খ. হিসাবি
গ. অরূপান্তরযোগ্য
ঘ. রূপান্তরযোগ্য
১৭. যে অর্থ সরকারি আইন দ্বারা প্রচলিত তাকে কী বলে?
ক. বিহিত অর্থ
খ. ধাতব মুদ্রা
গ. প্রতীক মুদ্ৰা
ঘ. কাগজি মুদ্রা
১৮. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কোনটি?
ক. ঋণ দান
খ. মুদ্রা প্রচলন
গ. বৈদেশিক বাণিজ্য
ঘ. মুনাফা অর্জন
১৯. দেশের বর্তমান অর্থের যোগান ও তার মূল্য কিসের ওপর নির্ভর করে?
ক. বাণিজ্যিক ব্যাংকের নীতির
খ. সরকারের নীতির
গ. কেন্দ্রীয় ব্যাংকের নীতির
ঘ. বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের নীতির
২০. বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৮
২১. যে মুদ্রার ধাতব মূল্য তার দৃশ্যমান মূল্যের চেয়ে কম থাকে তাকে কী বলে?
ক. ধাতব মুদ্রা
খ. প্রতীক মুদ্রা
গ. বিহিত মুদ্রা
ঘ. প্রামাণিক মুদ্রা
২২. সাধারণত ধাতব মুদ্রা কার দ্বারা প্রচলিত হয়?
ক. সরকার
খ. জনগণ
গ. ব্যবসায়ী শ্রেণি
ঘ. শিল্পপতি
২৩. যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি তাকে কী বলে?
ক. কাগজি মুদ্রা
খ. প্ৰামাণিক মুদ্ৰা
গ. প্রতীক মুদ্রা
ঘ. বিহিত মুদ্রা
২৪. বিশ্বের প্রায় সকল দেশে কোন ধরনের মুদ্রা প্রচলন দেখা যায়?
ক. কাগজি
খ. প্ৰামাণিক
গ. ব্যাংক হিসাব
ঘ. রূপান্তরযোগ্য
২৫. সরকারি নির্দেশে কোন ব্যাংক কর্তৃক কাগজি মুদ্রা প্রচলিত হয়?
ক. কেন্দ্রীয় ব্যাংক
খ. রূপালী ব্যাংক
গ. কৃষি ব্যাংক
ঘ. সোনালী ব্যাংক
২৬. বিহিত অর্থকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২৭. কোনটি অসীম বিহিত মুদ্রা?
ক. ১ টাকার নোট
খ. ২ টাকার নোট
গ. ৫০ টাকার নোট
ঘ. ৫ টাকার ধাতব মুদ্রা
২৮. বাংলাদেশের ৫ টাকার ও ১০ টাকার নোট কোন শ্রেণির?
ক. অসীম মুদ্রা
খ. অসীম বিহিত মুদ্রা
গ. সসীম মুদ্রা
ঘ. সসীম বিহিত মুদ্রা
২৯. কোনটি সসীম বিহিত মুদ্ৰা?
ক. ৫০ টাকার নোট
খ. ১০০ টাকার নোট
গ. ২০ টাকার নোট
ঘ. ৫ টাকার নোট
৩০. নিচের কোনটিকে চিহ্নিত মুদ্রা বলে?
ক. বিদেশে প্রচলিত মুদ্রা
খ. দেশে প্রচলিত মুদ্রা
গ. গ্রহণযোগ্য মুদ্রা
ঘ. হিসাবি মুদ্রা
৩১. কোন মুদ্রা দ্বারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায়?
ক. সসীম বিহিত
খ. অসীম বিহিত
গ. কাগজি
ঘ. ধাতব
৩২. চেক, ব্যাংক ড্রাফট, প্রাইজবন্ড কী ধরনের মুদ্রা?
ক. ব্যাংক সৃষ্ট অর্থ
খ. বিহিত
গ. কাগজি
ঘ. হিসাবি
৩৩. কোনটি অর্থের কাজ?
ক. সঞ্চয় বৃদ্ধি
খ. মূল্যের পরিমাপক
গ. ঋণদান করা
ঘ. বিনিময় হার ঠিক রাখা
৩৪. বিনিময়ের মাধ্যম হিসেবে নিচের কোনটি সর্বজন স্বীকৃত?
ক. স্বর্ণ
খ. অর্থ
গ. দ্রব্য
ঘ. তাম্র
৩৫. বাণিজ্যিক ব্যাংকে কয় ধরনের হিসাব খোলা যায়?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
৩৬. সঞ্চয়ী আমানত সপ্তাহে কয়বার উত্তোলন করা যায়?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. পাঁচ
৩৭. কোন আমানতের ওপর বাণিজ্যিক ব্যাংক অধিক হারে সুদ প্রদান করে?
ক. চলতি
খ. স্থায়ী
গ. সঞ্চয়ী
ঘ. অনলাইন
৩৮. বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় প্রধান কাজ কোনটি?
ক. আমানত সংগ্রহ
খ. অর্থ স্থানান্তর
গ. হুন্ডি বাট্টা করা
ঘ. ঋণদান
৩৯. আমানত কত প্রকার?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
৪০. সব ব্যাংকের অভিভাবক কোন ব্যাংক?
ক. কৃষি ব্যাংক
খ. উত্তরা ব্যাংক
গ. সমবায় ব্যাংক
ঘ. কেন্দ্রীয় ব্যাংক
৪১. কেন্দ্রীয় ব্যাংক কার নিয়ন্ত্রণে থাকে?
ক. সরকারের
খ. জনগণের
গ. স্বনিয়ন্ত্রিত
ঘ. বিদেশি দাতাগোষ্ঠীর
৪২. আধুনিক অর্থনীতিতে অর্থ হলো—
i. বিনিময়ের মাধ্যম
ii. মূল্য পরিমাপক
iii. উৎপাদিত দ্রব্যের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
মনির একটি ব্যাংকে চাকরি করে, যে ব্যাংক জনগণের অর্থ জমা রাখে না অথচ সকল আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে।
৪৩. মনির চাকরিরত ব্যাংকটি
ক. সোনালী ব্যাংক
খ. রূপালী ব্যাংক
গ. অগ্রণী ব্যাংক
ঘ. বাংলাদেশ ব্যাংক
৪৪. দেশের অর্থনীতিতে উক্ত ব্যাংকের অবদান-
i. ঋণ নিয়ন্ত্রণ করা
ii. সঞ্চয় বৃদ্ধি করা
iii. বিনিময় হার ঠিক রাখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ ssc অর্থনীতি ৭ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post