অর্থনীতি ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর : জনাব রতন একজন ধনী কৃষক। গত কয়েক বছর ধরে তার জমিতে আধুদিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করায় অধিক ফসল উৎপাদিত হয়। পারিবারিক ব্যায় বহন করার পর উদ্ধৃত অতিরিক্ত অর্থ জনাব রতন সঞ্চয় করেন।
গত বছর তিনি একটি ছোট তৈরি পোশাক কারখানা স্থাপন করেন,যা সার স্ত্রী জয়ন্তী পরিচালনা করেন। সেখানে তার গ্রামের নারী শ্রমিকেরা কাজ করে। তারা তাদের একমাত্র ছেলে রনীকে একটি ভালো স্কুলে ভর্তি করেন।
রনী অসুস্থ হলে তাকে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের পরামর্শমতো চিকিৎসা দেওয়া হয়। উপরিউক্ত আলোচনায় বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতের একটি চিত্র পাওয়া যাচ্ছে, যেমন : কৃষি, শিল্প এবং সেবা।
অর্থনীতি ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
১. কৃষক রহিম পাট চাষাবাদের জন্য ট্রাক্টর, সার কীটনাশক ব্যবহার বৃদ্ধি করার কারণে পাটের উৎপাদন বহুগুণ বেড়েছে। অপরদিকে, করিম তার উৎপাদিত সার বাজারজাতকরণে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করছে।
ক. শিল্প কাকে বলে?
খ. সেবাখাত বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. রহিমের কাজের খাতটিকে অর্থনীতির ভাষায় কী বলা যায়? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্পে বর্ণিত রহিম ও করিমের খাত দুইটি পারস্পরিক নির্ভরশীল – উত্তরের সপক্ষে যুক্তি দাও।
২. সিলেটের আনিস সাহেব বাঁশ ও বেত দিয়ে ঝুড়ি, মোড়া, মাদুরসহ হস্তশিল্পজাত দ্রব্য তৈরি করেন। এ কাজে তাকে তার দুই ভাই ও তিন বোন সহযোগিতা করে। তার তৈরি দ্রব্যের চাহিদা দেশে-বিদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ক. এসপিএম কার্যক্রম কী?
খ. বাংলাদেশের বেশিরভাগ শিল্প কৃষির ওপর নির্ভরশীল কেন?
গ. উদ্দীপকের উল্লিখিত আনিসের কাজটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা কর।
ঘ. ‘আত্মকর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে আনিস সাহেবেরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন’- তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
৩. নারায়ণপুর ইউনিয়নের তাজু মিয়া একজন ধনী কৃষক। গত কয়েক বছর ধরে তার জমিতে আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করায় অধিক ফসল উৎপাদন হয়। এ ফসল বিক্রি করে তাজু একটি ছোট পোশাক কারখানা তৈরি করে, যা তার স্ত্রী পরিচালনা করছে। এ কারখানাটিতে তাজুর গ্রামের অধিকাংশ নারীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এসব পরিবারের আয় বৃদ্ধি পেয়ে জীবনযাত্রার মান বাড়ছে।
ক. EPZ-এর পূর্ণরূপ কী?
খ. বাংলাদেশে খাদ্য ঘাটতি ও পুষ্টিহীনতার কারণ কী? লেখ।
গ. উদ্দীপকে বাংলাদেশের কোন চিত্রটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি বাংলাদেশের উক্ত দিকের সার্বিক চিত্র উপস্থাপনে সক্ষম হয়েছে কি? মতামতের পক্ষে যুক্তি দাও।
৪. ঢাকা মহাসড়কের ওপর দিয়ে যাওয়ার সময় খিলক্ষেত ফ্লাইওভারে উঠে সদ্য বিদেশ থেকে আগত নোমান চৌধুরী অবাক হন। দশ বছর আগের ঢাকা আর বর্তমান ঢাকার মধ্যে তিনি বিস্তর পার্থক্য অনুভব করেন। যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে সরকারের নানামুখী প্রচেষ্টাকে তিনি স্বাগত জানান। তিনি মনে করেন সরকারের এমন ইতিবাচক কর্মসূচিই বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে।
ক. ‘রূপকল্প-২০২১’ কত থেকে কত সালের জন্য প্রণয়ন করা হয়েছে?
খ. ‘কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূলভিত্তি’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকটি বাংলাদেশের অর্থনীতির কোন বৈশিষ্ট্যটি তুলে ধরে? ব্যাখ্যা কর।
ঘ. শুধু উদ্দীপকের কর্মসূচিই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের গৃহীত একমাত্র কর্মসূচি নয়- মন্তব্যটি বিশ্লেষণ কর।
৫. গাজীপুর জেলার ভবানীপুরে জনাব খালেদ মোশাররফ বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তুলেছেন। তার এসব ফ্যাক্টরিতে হাজারও মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্যই তিনি এখাতে আরও বিনিয়োগের সম্ভাবনা খুঁজে পেয়েছেন।
ক. সেবা কী?
খ. EPZ প্রতিষ্ঠা করা হয়েছে কেন?
গ. উদ্দীপকে বাংলাদেশের অর্থনীতির কোন খাতের ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে খালেদ মোশাররফের এ খাতে অর্থ বিনিয়োগের কারণটির যৌক্তিকতা তুলে ধর।
৬. বড়াইগ্রামের কৃষক আনিস মিয়া কৃষি উৎপাদনের মাধ্যমে পরিবারের দৈনন্দিন চাহিদা মেটাতে সক্ষম না হওয়ায় স্থানীয় একটি ঘএঙ থেকে কিছু টাকা ঋণ নিয়ে শাড়ি, লুঙ্গি তৈরির ব্যবসা শুরু করেন। তিনি ও তার স্ত্রী মিলে এ কাজ শুরু করলেও বর্তমানে গ্রামে আরও আটদশ জন তাদের কাজে সহযোগিতা করছে। তাদের কাজের পরিধিও বৃদ্ধি পেয়েছে। তাদের তৈরি জিনিসপত্র বাজারে ব্যাপক প্রশংসা পেয়েছে।
ক. বৃহদায়তন শিল্প কী?
খ. বাংলাদেশে বেকারত্বের হার এত বেশি কেন?
গ. উদ্দীপকের আনিস মিয়ার দ্বিতীয় কাজটি বাংলাদেশের শিল্পের কোন দিকটি উপস্থাপন করে? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অগ্রগতিতে আনিসের গড়ে তোলা শিল্পের গুরুত্ব কতটুকু বলে তুমি মনে কর? মতামত দাও।
৭. চরমণি এলাকার অধিকাংশ লোক কৃষক। কৃষিকাজই তাদের জীবিকা অর্জনের প্রধান উপায়। কিন্তু এখানকার বেশিরভাগ পরিবার দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। কারণ জানতে চাইলে তারা বলেন, সারাবছর কঠোর পরিশ্রম করে চাষাবাদ করলেও বছর শেষে তারা আশানুরূপ ফসল উৎপাদনে ব্যর্থ হচ্ছেন। হালের বলদ, মই; তাদের চাষের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া ফসলি জমিতে কীটনাশক ব্যবহারের কোনো সুযোগ না থাকায় তারা পর্যাপ্ত ফসল উৎপাদনে ব্যর্থ হচ্ছেন।
ক. কৃষি কী?
খ. সনাতন পদ্ধতিতে চাষাবাদ বলতে কী বোঝায়?
গ. চরমণি এলাকার কৃষকেরা কোন পদ্ধতিতে চাষাবাদ করলে পর্যাপ্ত ফসল উৎপাদন করতে সক্ষম হবে? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করতে সকল কৃষকের এই পদ্ধতিতে চাষাবাদ করা আবশ্যক-তুমি কি বক্তব্যটি সমর্থন কর? যুক্তি দাও।
৮. বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত সুন্দরবনের পাশ ঘেঁষে বয়ে যাওয়া পশুর নদীর তীরে বসবাস করছে বেশ-কয়েকটি পরিবার। এসব পরিবারের জীবিকার মাধ্যম হচ্ছে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করা এবং বনের নানা উপকরণ ব্যবহার করে রাবার, গাম-মোম-মধু-তৈরি করা। এসব কাজ করে তারা যেমন নিজেদের জীবিকার সংস্থান করছে, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছে।
ক. বাংলাদেশে আধুনিক শিল্পনীতি ঘোষণা করা হয় কত সালে?
খ. বাংলাদেশের অর্থনীতি কীভাবে গড়ে উঠেছে?
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত উপখাতটি দেশের অর্থনীতিতে কী ধরনের ভূমিকা রাখছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি বাংলাদেশের অর্থনীতির কৃষিখাতকে পরিপূর্ণভাবে উপস্থাপন করে না মন্তব্যটি বিশ্লেষণ কর।
৯. এলাকার উচ্চ শিক্ষিত মানুষ হিসেবে জনাব সামছুল হুদা বরাবরই ছিলেন সবার কাছে সম্মান ও শ্রদ্ধার পাত্র। তিনি সারাজীবন মানুষের মধ্যে জ্ঞান বিলিয়েছেন। শিক্ষিত হিসেবে তার কর্তব্য পালনে তিনি কখনো পিছপা হননি। নিজের ছেলেকে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তি করিয়েছেন। সবার ধারণা ছিল শিক্ষক বাবার সন্তান হিসেবে রহিমও একজন শিক্ষক হবে। কিন্তু পড়াশোনা শেষ করে রহিম নিজ এলাকায় ক্ষুদ্র শিল্প গড়ে তুলে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
ক. কোন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে?
খ. কৃষি উন্নয়নের জন্য শিল্পায়ন জরুরি কেন? ২
গ. জনাব সামছুল হুদার পেশাটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের রহিম বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে ও জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে- তুমি কি বক্তব্যটি সমর্থন কর? যুক্তিসহ উপস্থাপন কর।
১০. জমির একজন কৃষক। মান্ধাতা আমলের চাষ পদ্ধতি ছেড়ে বর্তমানে তিনি উচ্চ ফলনশীল ধান চাষ করেন, গভীর নলকূপের মাধ্যমে জমিতে সেচ দেন। উৎপাদিত কৃষিপণ্য, পাটের বস্তায় করে বাজারে সরবরাহ করেন। এভাবে তিনি এলাকাবাসীর চাহিদা পূরণ করে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছেন।
ক. আমাদের দেশের ক্ষুদ্রশিল্পের ভিত্তি কী?
খ. শিল্পনীতি ২০১০ ঘোষণা করা হয়েছে কেন?
গ. উদ্দীপকে অর্থনীতির কী ধরনের সম্পর্ক ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিতকৃত দুটি বিষয়ের উন্নয়নের ওপরই গুরুত্ব দেওয়া উচিত? মতামতের পক্ষে যুক্তি দাও।
১১. অনন্যা শিক্ষা সফরে রাজশাহী এসেছে। এখানে একটি দোকানে পুরনো উলের তৈরি মাদুর জায়নামাজ, হাতব্যাগ ইত্যাদি বিক্রি হতে দেখল। বিক্রেতার সাথে আলাপ করে সে জানতে পারল যে, বেশ কিছু বাড়িতেই পুরনো উল দিয়ে এ ধরনের নানা জিনিস তৈরি হচ্ছে এবং যথেষ্ট পরিমাণে বিক্রি হচ্ছে। বিক্রেতা মন্তব্য করল যে, সরকারের সহযোগিতা পেলে এসব সামগ্রী ব্যাপকভাবে বিদেশে রপ্তানি সম্ভব।
ক. বৃহদায়তন শিল্প কী?
খ. প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার বলতে কী বোঝায়?
গ. অনন্যার দেখা পণ্যগুলো কোন ধরনের শিল্পের উৎপাদিত সামগ্রী? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বিক্রেতার মন্তব্য তুমি সমর্থন কর কি? যুক্তিসহ মতামত দাও।
১২. এসব কর্মসূচির সুফল এখন পাওয়া যাচ্ছে। ২০১২-১৩ অর্থবছরে শিল্পখাতের অবদান ২৯ শতাংশ। মোট শ্রমশক্তির ১৭.৬৪ শতাংশ এ খাতে নিয়োজিত (এমপ্লয়মেন্ট সার্ভে-২০১০) [শিল্পায়নের জন্য গৃহিত কর্মসূচি]
ক. কোন খাতের প্রাধান্য বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য?
খ. বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য হিসেবে সামাজিক অবকাঠামো ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন কর্মসূচির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত কর্মসূচির সফলতা বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সক্ষম করে তুলবে- পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
১৩. জনাব কলিম খুলনা শহরে এক অভিজাত হোটেলের মালিক। হোটেলটি থ্রি স্টার মানের। স্থানীয় বাসিন্দাদের কাছে ‘কলিম’স রেস্টুরেন্ট’ বেশ জনপ্রিয়। সুস্বাদু খাবারের জন্য রেস্তোরাঁটির সুনাম পুরো খুলনা শহরে ছড়িয়ে পড়েছে।
ক. শিক্ষাখাতে জিডিপিতে ২০১২-১৩ অর্থবছরে প্রবৃদ্ধির হার কত?
খ. বাংলাদেশে মাথাপিছু আয়ের বর্তমান অবস্থা কীরূপ? ব্যাখ্যা কর।
গ. জনাব কলিমের ব্যবসা বাংলাদেশের কোন বৃহৎ খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়তে উক্ত খাতের তুলনামূলক অবস্থান পাঠ্যপুস্তকে আলোকে মূল্যায়ন কর।
১৪. রমিজ একজন ধনী কৃষক। তিনি জমিতে উচ্চ ফলনশীল ধান চাষ করেন, গভীর নলকূপের মাধ্যমে সেচের ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় জৈবসার ব্যবহার করে অধিক ধান উৎপাদন করেন। উৎপাদিত ধান, পাটের আঁশ দিয়ে তৈরি বস্তায় করে বাজারে সরবরাহ করেন। অনেকেই তাদের খাদ্যের অভাব পূরণের জন্য তা ক্রয় করে।
ক. SPM-এর পূর্ণরূপ কী?
খ. বাংলাদেশে ব্যাপক বেকারত্ব দেখা যায় কেন?
গ. উদ্দীপকে কোন দুটি খাতের নির্ভরশীলতা প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত খাত দুটির আপেক্ষিক গুরুত্ব বিশ্লেষণ কর।
এসএসসি শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post