এসএসসি ২০২৬ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য অর্থনীতি গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, ssc অর্থনীতি ৮ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- বাংলাদেশের অর্থনীতি।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের অর্থনীতি বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
ssc অর্থনীতি ৮ম অধ্যায় mcq
১. রেশম শিল্প কোন ধরনের শিল্প?
ক. বৃহদায়তন
খ. মাঝারি শিল্প
গ. ক্ষুদ্রায়তন
ঘ. কুটির শিল্প
২. বাংলাদেশের মোট শ্রম শক্তির কতভাগ শিল্পখাতে নিয়োজিত?
ক. ১৭.৬৪ শতাংশ
খ. ২৪.৩ শতাংশ
গ. ৩৪.৩ শতাংশ
ঘ. ৪৪.৩ শতাংশ
৩. কর্মসংস্থানের দিক দিয়ে কোন খাতটি বাংলাদেশের সবচাইতে বড় খাত?
ক. শিল্পখাত
খ. কৃষিখাত
গ. বাণিজ্যখাত
ঘ. সেবাখাত
৪. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.৩৭%
খ. ১.৩৪%
গ. ১.৮৩%
ঘ. ১.৮৯%
৫. কোনটি মাঝারি শিল্প?
ক. বস্ত্র
খ. চিনি
গ. চামড়া
ঘ. সার
৬. মৎস্য সম্পদকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৭. আমাদের মোট ভূখণ্ডের কতভাগ বনাঞ্চল?
ক. ১৫
খ. ১৭
গ. ২৮
ঘ. ৩০
৮. বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কোন সম্পদের পরিমাণ যথাযথ হওয়া উচিত?
ক. প্রাণিজ
খ. বনজ
গ. কৃষিজ
ঘ. শিল্প
৯. একটা দেশের মোট ভূখণ্ডের কতভাগ বনাঞ্চল থাকা দরকার?
ক. ১৭
খ. ২০
গ. ২৫
ঘ. ৩০
১০. বাংলাদেশে কয়টি সমুদ্রবন্দর রয়েছে?
ক. ২
খ. ৩
গ. ৫
ঘ. ৭
১১. নিচের কোনটি ক্ষুদ্রশিল্প?
ক. রেশম
খ. কাঠ
গ. কাগজ
ঘ. সাবান
১২. বাংলাদেশের শিল্পখাত কয়টি শিল্পখাত নিয়ে গঠিত?
ক. চার
খ. পাঁচ
গ. ছয়
ঘ. সাত
১৩. হনুফা তার ছেলেমেয়ে নিয়ে ঘরে বসে বাঁশ ও বেতের ঝুড়ি তৈরি করে বাজারে বিক্রি করে। হনুফার এ কাজটি কোন শিল্পের অন্তর্গত?
ক. বৃহৎ শিল্প
খ. কুটির শিল্প
গ. ক্ষুদ্রায়তন শিল্প
ঘ. মাঝারি শিল্প
১৪. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে কত?
ক. নবম
খ. দশম
গ. একাদশ
ঘ. চতুর্থ
১৫. বাংলাদেশে শিল্পায়নের গতি কেমন?
ক. ধীর
খ. দ্রুত
গ. মোটামুটি
ঘ. খুবই দ্রুত
১৬. বাংলাদেশে শিল্পায়নের গতি বাড়াতে কোনটি ঘোষণা করা প্রয়োজন?
ক. আধুনিক শিল্পনীতি
খ. মুক্ত কর অবকাশ
গ. বেসরকারি বিনিয়োগ
ঘ. সরকারি বিনিয়োগ
১৭. বাংলাদেশের প্রতি বছর কী ধরনের দ্রব্য আমদানি বাবদ প্রচুর অর্থ ব্যয় করে থাকে?
ক. ভোগ্যপণ্য ও মূলধনী
খ. কৃষিকাজ
গ. নিত্যপ্রয়োজনীয়
ঘ. রাসায়নিক
১৮. অর্থনৈতিক অবকাঠামো কোনটি?
ক. স্কুল
খ. হাসপাতাল
গ. ক্লাব
ঘ. রেল ও নৌপথে
১৯. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কয়টি?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২০. বাংলাদেশের কৃষকেরা নানা ধরনের শস্য উৎপাদন করে থাকে। এসব কিসের অন্তর্ভুক্ত?
ক. কৃষি
খ. শিল্প
গ. সেবা
ঘ. প্রাকৃতিক সম্পদ
২১. মৎস্য সম্পদ কোন খাতের অন্তর্গত?
ক. কৃষি
খ. শিল্প
গ. প্রাণিসম্পদ
ঘ. ব্যবসা
২২. মাংস, দুধ, ডিম, চামড়া কোন খাতের অন্তর্ভুক্ত?
ক. খাদ্য শিল্প
খ. প্রাণিসম্পদ
গ. পুষ্টি
ঘ. সেবা
২৩. বাংলাদেশের মোট জাতীয় আয়ে কোনটির অবদান সর্বাধিক?
ক. কৃষি
খ. শিল্প
গ. বনজসম্পদ
ঘ. খনিজসম্পদ
২৪. অপরিশোধিত তেল কোন খাতের উপখাত?
ক. খনিজ ও খনন
খ. জ্বলানি
গ. ক্ষুদ্রায়তন শিল্প
ঘ. বিদ্যুৎ, গ্যাস ও পানি
২৫. পোশাক শিল্প কোন ধরনের শিল্প?
ক. বৃহৎ
খ. ক্ষুদ্র
গ. মাঝারি
ঘ. কুটির
২৬. বাংলাদেশের আধুনিক শিল্পনীতির উদ্দেশ্য কী?
ক. কর্মসংস্থান বৃদ্ধি করা
খ. বিনিয়োগ বৃদ্ধি করা
গ. রপ্তানি বৃদ্ধি করা
ঘ. GDP-র হার বৃদ্ধি করা
২৭. ব্লিচিং পাউডার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. চীনামাটি
খ. চুনাপাথর
গ. গন্ধক
ঘ. সিলিকা বালু
২৮. তেল পরিশোধনে নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক. চুনাপাথর
খ. সিলিকা বালু
গ. গন্ধক
ঘ. চিনামাটি
২৯. বাংলাদেশে দ্রুত শিল্পায়নের ক্ষেত্রে বড় বাধা হলো-
ক. মূলধনের স্বল্পতা
খ. দক্ষতার অভাব
গ. বেকার সমস্যা
ঘ. কম উৎপাদন
৩০. আমাদের দেশের মোট দেশজ উৎপাদন কতটি খাত নিয়ে গঠিত?
ক. ১০
খ. ১২
গ. ১৫
ঘ. ২০
৩১. বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থা প্রকাশ করে না। এর প্রমাণ—
ক. শিল্পায়ন ধীরগতির
খ. দক্ষ শ্রমিকের অভাব
গ. নগরায়ন ধীরগতির
ঘ. চাষাবাদ পদ্ধতি পুরোনো
৩২. বাংলাদেশের কৃষিক্ষেত্রে উৎপাদন অনিশ্চিত থাকার কারণ কী?
ক. প্রাকৃতিক দুর্যোগ
খ. সময়মতো চাষের উদ্যোগ না নেয়া
গ. কৃষকদের অলসতা
ঘ. মূলধনের সীমাবদ্ধতা
৩৩. শিল্পখাতে উৎপাদন বৃদ্ধির কারণ কী?
ক. শিল্পনীতি ঘোষণা
খ. রূপকল্প বাস্তবায়ন
গ. অবকাঠামোখাতে বিনিয়োগ বৃদ্ধি
ঘ. নগরায়ণের ধারা অব্যাহত থাকা
৩৪. বাংলাদেশের কৃষির ওপর শিল্পের নির্ভরশীলতা বলতে কী বোঝায়?
ক. প্রচ্ছন্ন বেকারত্ব হ্রাস
খ. কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা
গ. কাঁচামাল সরবরাহ করা
ঘ. সার, কীটনাশক ব্যবহার করা
৩৫. বাংলাদেশের কোন দুটি খাত একে অন্যের পরিপূরক?
ক. কৃষি ও শিক্ষা
খ. কৃষি ও শিল্প
গ. কৃষি ও জনশক্তি
ঘ. শিক্ষা ও শিল্প
৩৬. আধুনিক বিশ্বে উন্নত দেশগুলো সমৃদ্ধি অর্জন কোনটির মাধ্যমে?
ক. কৃষির উন্নতি
খ. জনসংখ্যা বৃদ্ধি
গ. খনিজ সম্পদ উত্তোলন
ঘ. শিল্পের উন্নতি
৩৭. শিল্পজাত কোনটি ক্ষুদ্র শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়?
ক. শিল্পপ্রতিষ্ঠানে
খ. কৃষিখাত
গ. প্রযুক্তির ব্যবহার
ঘ. সেবাখাত
৩৮. চুনাপাথর ব্যবহৃত হয়-
i. স্যানিটারি দ্রব্য তৈরিতে
ii. ব্লিচিং পাউডার উৎপাদনে
iii. কাগজ উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৯. কৃষিখাতের অন্তর্ভুক্ত কোনটি?
i. মৎস্য চাষ
ii. মৌমাছি চাষ
iii. বনায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৪০. বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য—
i. কৃষিখাতের প্রাধান্য
ii. ব্যাপক বেকারত্ব
iii. বৈদেশিক বাণিজ্যের ঘাটতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪১. বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য—
i. বৈদেশিক সাহায্যনির্ভর
ii. কৃষিপ্ৰধান
iii. শিল্পপ্রধান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪২. বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি পেলে-
i. দ্রুত শিল্পায়ন সম্ভব হবে
ii. জাতীয় ও মাথাপিছু উৎপাদন বৃদ্ধি পাবে
iii. জনগণের জন্য অধিক খাদ্যের যোগান দেয়া সম্ভব হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
বাশির মিয়া লাগুল, গরু দ্বারা জমি চাষ করে। জমিতে উন্নত জাতের বীজ, রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করতে তিনি অক্ষম। তাছাড়া বিভিন্ন দুর্যোগও রয়েছে।
৪৩. বাশির মিয়া তার জমিতে লাঙল, জোয়াল ও গরু দিয়ে চাষাবাদ করেন, তার চাষাবাদ পদ্ধতি হলো—
i. অনুন্নত
ii. আধুনিক
iii. সনাতন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৪. বাশির মিয়ার জমিতে ফলন কম হওয়ার কারণ-
i. জমির প্রকৃত মালিক নয়
ii. প্রাচীন চাষ পদ্ধতি
iii. প্রাকৃতিক দুর্যোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৬ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ ssc অর্থনীতি ৮ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post