এসএসসি ২০২৪ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য অর্থনীতি গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, ssc অর্থনীতি ৯ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের অর্থনীতি বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
ssc অর্থনীতি ৯ম অধ্যায় mcq
১. প্রবৃদ্ধি কী?
ক. জাতীয় শ্রমশক্তির বৃদ্ধি
খ. মোট দেশজ ভোগের অব্যাহত বৃদ্ধি
গ. মোট জাতীয় আয়ের অব্যাহত বৃদ্ধি
ঘ. জাতীয় মাথাপিছু আয়ের ক্রমাগত বৃদ্ধি
২. প্রাকৃতিক কারণে কোন বেকারত্ব দেখা যায়?
ক. স্থায়ী
খ. ছদ্মবেশী
গ. মৌসুমি
ঘ. নারী
৩. কৃষিখাতে কোন ধরনের লোকদের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য?
ক. স্থায়ী বেকার
খ. মৌসুমি বেকার
গ. ছদ্মবেশী বেকার
ঘ. আধা-বেকার
৪. বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কোনটি?
ক. গ্রামীণ ব্যাংক
খ. ব্র্যাক
গ. স্বনির্ভর বাংলাদেশ
ঘ. আশা
৫. কোন মহাদেশের অধিকাংশ দেশ অনুন্নত?
ক. এশিয়া
খ. আফ্রিকা
গ. ল্যাটিন আমেরিকা
ঘ. সবগুলো
৬. “স্বনির্ভর বাংলাদেশ” কত সালে আত্মপ্রকাশ করে?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫
৭. “শক্তি ফাউন্ডেশন” কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৮২
খ. ১৯৯২
গ. ১৯৯৪
ঘ. ১৯৯৭
৮. নিচের কোনটি উন্নয়নের জন্য অপ্রয়োজনীয় শর্ত?
ক. দক্ষ প্রশাসন
খ. অধিক জনসংখ্যা
গ. কৃষিভিত্তিক অর্থনীতি
ঘ. অধিক মূলধন
৯. অনুন্নত দেশে বিনিয়োগ ও উৎপাদন কম হওয়ার কারণ কী?
ক. প্রাকৃতিক দুর্যোগ ও বেকারত্ব
খ. বেকারত্ব
গ. জনসংখ্যাধিক্য
ঘ. স্বল্প মাথাপিছু আয়
১০. ব্র্যাকের লক্ষ্য কী?
ক. নারীর ক্ষমতায়ন করা
খ. বস্তি সমস্যা সমাধান করা
গ. প্রাকৃতিক দুর্যোগে নিঃস্বদের সাহায্য করা
ঘ. দারিদ্র্যদের ক্ষমতায়ন করা
১১. কোন সংস্থাটি প্রথম দিকে কৃষি ও বন মন্ত্রণালয়ের সাথে একটি সংযুক্ত সেল হিসেবে কাজ করেছে?
ক. ব্র্যাক
খ. গ্রামীণ ব্যাংক
গ. স্বনির্ভর বাংলাদেশ
ঘ. প্রশিকা
১২. রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে বিত্তহীনদের ঋণ বিতরণ করে কোন সংস্থা?
ক. স্বনির্ভর বাংলাদেশ
খ. ব্যুরো বাংলাদেশ
গ. প্রশিকা
ঘ. শক্তি ফাউন্ডেশন
১৩. বাংলাদেশে নারীর উন্নয়নের বড় সংগঠন কোনটি?
ক. শক্তি ফাউন্ডেশন
খ. ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ
গ. সোসাইটি ফর সোসাল সার্ভিসেস
ঘ. ব্যুরো বাংলাদেশ
১৪. উন্নত দেশের মূলধন গঠনের জন্য করণীয় কী?
ক. আয় বৃদ্ধি করা
খ. বিনিয়োগ বৃদ্ধি করা
গ. ব্যয় বৃদ্ধি করা
ঘ. সঞ্চয় বৃদ্ধি করা
১৫. অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বারা দ্রব্য ও সেবার কোন দিককে নির্দেশ করা হয়েছে?
ক. অবকাঠামোগত দিক
খ. মানগত দিক
গ. পরিমাণগত দিক
ঘ. মূল্যগত দিক
১৬. কতগুলো শক্তির সংযোগে চলমান গতিধারাকে কী বলে?
ক. অর্থনৈতিক প্রবৃদ্ধি
খ. অর্থনৈতিক উন্নয়ন
গ. সামগ্রিক যোগান
ঘ. সামগ্রিক চাহিদা
১৭. অর্থনৈতিক উন্নয়ন সম্বন্ধে সঠিক ধারণা পেতে হলে কোন বিষয়টি বুঝতে হবে?
ক. অর্থনৈতিক সমৃদ্ধি
খ. অর্থনৈতিক প্রবৃদ্ধি
গ. অর্থনৈতিক কাঠামো
ঘ. অর্থনীতির ভিত্তি
১৮. উন্নত দেশসমূহ কোন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে?
ক. ভূমি ও প্রাকৃতিক সম্পদ
খ. অদক্ষ জনগোষ্ঠী
গ. বনজ সম্পদ
ঘ. খনিজ সম্পদ
১৯. কোনটি উন্নত দেশ?
ক. বাংলাদেশ
খ. মালদ্বীপ
গ. ভারত
ঘ. জাপান
২০. কোনো দেশের দ্রব্য ও সেবাবাজার মূল্যের সমষ্টির বৃদ্ধির হারকে কি বলে?
ক. ভোগ বৃদ্ধি
খ. প্রবৃদ্ধি
গ. আয়বৃদ্ধি
ঘ. মানবৃদ্ধি
২১. কোনটি দ্বারা অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিমাপ করা হয়?
ক. মাথাপিছু আয়
খ. জাতীয় ব্যয়
গ. জাতীয় বিনিয়োগ
ঘ. জনগণের জীবনযাত্রার মান
২২. জিডিপি বৃদ্ধির হারকে কী বলে?
ক. অর্থনৈতিক উন্নয়ন
খ. অর্থনৈতিক প্রবৃদ্ধি
গ. জাতীয় ভোগ বৃদ্ধি
ঘ. জাতীয় বিনিয়োগ বৃদ্ধি
২৩. উন্নত দেশ কোনটি গঠনে বিশেষ নজর দেয়?
ক. উন্নত অবকাঠামো
খ. উন্নত প্রযুক্তি
গ. দক্ষ জনগোষ্ঠী
ঘ. উন্নত পরিবহন
২৪. উন্নত দেশের শ্রমিকদের উৎপাদন ক্ষমতা বেশি হয় কেন?
ক. শারীরিক গঠনের কারণে
খ. উন্নত খাবারের কারণে
গ. নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে
ঘ. উন্নত কারিগরি জ্ঞানের কারণে
২৫. উন্নত দেশ কোনটির কল্যাণে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারছে?
ক. রাজনৈতিক স্থিতিশীলতা
খ. কারিগরি জ্ঞান
গ. পর্যাপ্ত মূলধন
ঘ. উন্নত পরিবহন ব্যবস্থা
২৬. উন্নয়নশীল দেশে উন্নয়ন বাধাগ্রস্ত করে কোনটি?
ক. রাজনৈতিক অস্থিতিশীলতা
খ. ঔপনিবেশিক ধরনের বাণিজ্য
গ. দারিদ্র্যের দুষ্টচক্র
ঘ. কৃষিপণ্যের মূল্যের অস্থিতিশীলতা
২৭. বাংলাদেশের উন্নয়নের অন্যতম বাধা কোনটি?
ক. দুর্নীতি
খ. প্রযুক্তি নির্ভরতা
গ. উন্নত প্রশিক্ষণ
ঘ. দারিদ্র্যের দুষ্টচক্র
২৮. ‘একটি দেশ গরিব কারণ সে দেশ দরিদ্র’ উক্তিটি কার?
ক. অ্যাডাম স্মিথ
খ. আলফ্রেড মার্শাল
গ. রিকার্ডো
ঘ. নার্কস
২৯. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সর্বত্র কোনটি বিরাজমান?
ক. বাণিজ্য
খ. দুর্বল বাজার কাঠামো
গ. নির্ভরশীলতা
ঘ. দক্ষ জনশক্তি
৩০. কী কারণে উৎপাদকের কাছে বাজার দাম অলাভজনক হয়?
ক. সচেতনতার অভাবে
খ. তথ্য প্রযুক্তির প্রসারে
গ. বৈদেশিক সাহায্যের অভাবে
ঘ. বিক্রেতার সাহায্যের অভাবে
৩১. বাংলাদেশে কয় ধরনের বেকার দেখা যায়?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
৩২. আমন ধান বপনের পর আমানের হাতে কোনো কাজ নেই। তাকে কী বলা যায়?
ক. মৌসুমি বেকার
খ. প্রচ্ছন্ন বেকার
গ. স্থায়ী বেকার
ঘ. সাময়িক বেকার
৩৩. একজন বেকারের মধ্যে কয়টি বৈশিষ্ট্য থাকে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৩৪. কোন খাতে ছদ্মবেশী বেকারত্ব দেখা যায়?
ক. শিল্প
খ. পর্যটন
গ. বাণিজ্য
ঘ. কৃষি
৩৫. কোন বেকারদের আপাতদৃষ্টিতে বেকার মনে হয় না?
ক. মৌসুমি বেকার
খ. প্রচ্ছন্ন বেকার
গ. স্থায়ী বেকার
ঘ. নারী বেকার
৩৬. দারিদ্রের দুষ্টচক্র থেকে বের হওয়ার জন্য কোনো দেশ মূলধন বাড়ালে, তখন দেশটির—
i. উৎপাদন বাড়বে
ii. চাহিদা বাড়বে
iii. সঞ্চয় বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৭. বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে, প্রয়োজন-
i. দক্ষ করে গড়ে তোলা
ii. কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করা
iii. জনস্বাস্থ্যের উন্নয়ন নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৮. অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজন—
i. মূলধন গঠন করা
ii. রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা
iii. দক্ষ জনশক্তি তৈরি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
করিম ও রহিম জমিতে বীজ বপন ও ফসল কাটার সময় ব্যস্ত থাকে। কিন্তু বছরের অন্য সময় তাদের কোনো কাজ থাকে না। কিন্তু তারা এ অবস্থা থেকে পরিত্রাণ চায়।
৩৯. কৃষিক্ষেত্রে করিম ও রহিমের মতো লোকদের কী বলে?
ক. স্থায়ী বেকার
খ. মৌসুমি বেকার
গ. প্রচ্ছন্ন বেকার
ঘ. ছদ্মবেশি বেকার
৪০. উক্ত বেকারত্ব দূরীকরণের জন্য যা প্রয়োজন তা হলো-
i. শিল্পখাতে শ্রমিকের স্থানান্তর
ii. বছরে একটি ফসল উৎপাদন
iii. কৃষিতে বিনিয়োগ বাড়ানো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ ssc অর্থনীতি ৯ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post