ssc অর্থনীতি mcq ২য় অধ্যায়
১১৯. দ্রব্যের মানুষের অভাব বা প্রয়োজন মেটানোর ক্ষমতাকে কী বলে?
ক. বিনিময় মূল্য
খ. উপযোগ
গ. বিক্রয় মূল্য
ঘ. ক্রয়মূল্য
১২০. সংক্ষেপে দ্রব্যকে কী বলা যায়?
ক. অবৈধ দ্রব্য
খ. অর্থনৈতিক দ্রব্য
গ. বিকল্প দ্রব্য
ঘ. পরিপূরক দ্রব্য
১২১. নিচের কোনটি বস্তুগত সম্পদ?
ক. ডাক্তারের সেবা
খ. শিক্ষকের পাঠদান
গ. ঘরবাড়ি
ঘ. উকিলের সেবা
১২২. নিচের কোনটি অবস্তুগত সম্পদ?
ক. ঘরবাড়ি
খ. টেলিভিশন
গ. আসবাবপত্র
ঘ. নার্সের সেবা
১২৩. একটি জিনিসকে সম্পদ হতে হলে কয়টি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন?
ক. তিনটি
খ. দুটি
গ. চারটি
ঘ. পাঁচটি
১২৪. কোনো দ্রব্য সম্পদ হতে হলে নিচের কোন বৈশিষ্টটি থাকা বাঞ্ছনীয়?
ক. পরিমাণ ও যোগান সীমিত থাকবে
খ. পরিমাণ ও যোগান অসীম থাকবে
গ. বিনিময় মূল্য থাকবে না
ঘ. কোনোটিই নয়
১২৫. বাতাস কেন সম্পদ নয়?
ক. অফুরন্ত যোগানের কারণে
খ. অদৃশ্যমান বলে
গ. বিনিময় মূল্য কম বলে
ঘ. বিনিময় মূল্য বেশি বলে
১২৬. নিচের কোন দ্রব্যটির যোগান অপর্যাপ্ত?
ক. বাতাস
খ. নদীর পানি
গ. ভূমি
ঘ. সমুদ্রের পানি
১২৭. উপযোগ নেই এমন দ্রব্য মানুষ কী করে?
ক. অর্থ দিয়ে কিনে
খ. বেশি দাম দিয়ে কিনে
গ. কম দাম দিয়ে কিনে
ঘ. অর্থ দিয়ে কিনে না
১২৮. যে দ্রব্যের মালিকানা পরিবর্তন করা যায় তাকে কী বলে?
ক. সম্পদ
খ. বিনিময় মূল্য
গ. উপযোগ
ঘ. উপযোগ্যতা
১২৯. একজন লেখকের প্রতিভাকে কেন অর্থনীতিতে সম্পদ বলা যাবে না?
ক. অদৃশ্যমান বলে
খ. হস্তান্তর যোগ্যতা নেই বলে
গ. ব্যক্তিগত জিনিস বলে
ঘ. কোনোটিই নয়
১৩০. নিচের কোন জিনিসটির হস্তান্তরযোগ্যতা রয়েছে?
ক. মেঘ
খ. বৃষ্টির পানি
গ. টিভি
ঘ. লেখকের প্রতিষ্ঠান
১৩১. নিচের কোনটি অর্থনীতির ভাষায় সম্পদ নয়?
ক. গাড়ি
খ. মানুষের চারিত্রিক গুণাবলি
গ. জমি
ঘ. টাকা
১৩২. উৎপত্তির দিক থেকে সম্পদ কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
১৩৩. প্রকৃতির কাছ থেকে পাওয়া যে জিনিসগুলো মানুষের প্রয়োজন মেটায় তাকে কী বলে?
ক. মানবিক সম্পদ
খ. প্রাকৃতিক সম্পদ
গ. ব্যক্তিগত সম্পদ
ঘ. সমষ্টিগত সম্পদ
১৩৪. নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক. খনিজ সম্পদ
খ. টিভি
গ. চিড়িয়াখানা
ঘ. ডাকঘর
১৩৫. নিচের কোনটি সমষ্টিগত সম্পদ? [অনু. ১]
ক. ঘরবাড়ি
খ. ডাকঘর
গ. পদ্মা নদী
ঘ. বঙ্গোপসাগর
১৩৬. মানুষের শারীরিক যোগ্যতা কোনটি?
ক. ব্যক্তিগত সম্পদ
খ. জাতীয় সম্পদ
গ. মানবিক সম্পদ
ঘ. সমষ্টিগত সম্পদ
১৩৭. প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে কী বলে?
ক. সমষ্টিগত সম্পদ
খ. জাতীয় সম্পদ
গ. উৎপাদিত সম্পদ
ঘ. আন্তর্জাতিক সম্পদ
১৩৮. সরকার ও জনগণের মালিকানাধীন সম্পদকে কী বলে?
ক. সমষ্টিগত সম্পদ
খ. আন্তর্জাতিক সম্পদ
গ. ব্যক্তিগত সম্পদ
ঘ. প্রাকৃতিক সম্পদ
১৩৯. নিচের কোনটি সমষ্টিগত সম্পদের উদাহরণ?
ক. যন্ত্রপাতি
খ. বনভূমি
গ. সাগর
ঘ. রাস্তাঘাট
১৪০. ব্যক্তিগত ও সমষ্টিগত সম্পদের সমষ্টিকে কী বলে?
ক. জাতীয় সম্পদ
খ. আন্তর্জাতিক সম্পদ
গ. প্রাকৃতিক সম্পদ
ঘ. মানবিক সম্পদ
১৪১. যেসব সম্পদের মালিক নির্দিষ্ট কোনো দেশ নয় তা কী?
ক. জাতীয় সম্পদ
খ. আন্তর্জাতিক সম্পদ
গ. সমষ্টিগত সম্পদ
ঘ. মানবিক সম্পদ
১৪২. মহাসাগর কী ধরনের সম্পদ বলে বিবেচিত হবে?
ক. মানবিক সম্পদ
খ. জাতীয় সম্পদ
গ. আন্তর্জাতিক সম্পদ
ঘ. সমষ্টিগত সম্পদ
১৪৩. নিচের কোনটি সমষ্টিগত সম্পদ?
ক. আন্তর্জাতিক নদী
খ. হাসপাতাল
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. আসবাবপত্র
১৪৪. বাংলাদেশ মূলত কীরূপ দেশ?
ক. কৃষিপ্রধান
খ. শিল্পপ্রধান
গ. রপ্তানিনির্ভর
ঘ. উন্নত
১৪৫. বাংলাদেশে চাষযোগ্য কৃষি জমির পরিমাণ কতটুকু?
ক. ২ কোটি ২২ লক্ষ একর
খ. ৩ কোটি ২২ লক্ষ একর
গ. ৩ কোটি ৫০ লক্ষ একর
ঘ. ২ কোটি ৯৫ লক্ষ একর
১৪৬. নিচের কোনটি আমাদের কৃষি উৎপাদনে সহায়ক?
ক. বিরূপ আবহাওয়া
খ. অনুকূল আবহাওয়া
গ. দামী শ্রমিক
ঘ. রপ্তানিনির্ভরতা
১৪৭. দেশের কত ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাগে কৃষির ওপর নির্ভরশীল?
ক. ৫০%
খ. ১০০%
গ. ২৫%
ঘ. ৭৫%
১৪৮. নিচের কোনটি আমাদের প্রধান ফসল?
ক. চা
খ. তামাক
গ. ধান
ঘ. রেশম
১৪৯. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
ক. কয়লা
খ. চীনামাটি
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. কঠিন শিলা
১৫০. নিচের কোনটি তৈরিতে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়?
ক. রাসায়নিক সার
খ. রাস্তাঘাট
গ. ঘরবাড়ি
ঘ. কোনোটিই নয়
১৫১. নিচের কোনটি তৈরিতে চুনাপাথর ব্যবহৃত হয়?
ক. কাচ
খ. রাস্তাঘাট
গ. পাস্টিক
ঘ. রবার
১৫২. চট্টগ্রাম বিভাগের কোথায় চুনাপাথরের মজুদ রয়েছে?
ক. পতেঙ্গায়
খ. রামুতে
গ. সেন্টমার্টিনে
ঘ. টেকনাফে
১৫৩. সেনিটারি দ্রব্য তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. কয়লা
খ. চুনাপাথর
গ. তামা
ঘ. গন্ধক
১৫৪. ময়মনসিংহে বিজয়পুরে নিচের কোন খনিজ সম্পদটি পাওয়া যায়?
ক. কয়লা
খ. কঠিন শিলা
গ. সিলিকা বালি
ঘ. চীনামাটি
১৫৫. দিনাজপুরের বড়পুকুরিয়া কিসের জন্য বিখ্যাত?
ক. প্রাকৃতিক গ্যাস
খ. কয়লা
গ. গন্ধক
ঘ. চীনামাটি
১৫৬. দিনাজপুরের মধ্যপাড়া ও রংপুরের রানীপুকুরে কিসের মজুদ রয়েছে?
ক. সিলিকা বালির
খ, কঠিন শিলার
গ. খনিজ তেলের
ঘ. তামার
১৫৭. রেলপথ নির্মাণে কোনটি ব্যবহৃত হয়?
ক. তামা
খ. গন্ধক
গ. সিলিকা বালি
ঘ. কঠিন শিলা
১৫৮. কোন দ্বীপে গন্ধক পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে?
ক. নিঝুম দ্বীপে
খ. সেন্টমার্টিন দ্বীপে
গ. শাহপরীর দ্বীপে
ঘ. কুতুবদিয়া দ্বীপে
১৫৯. কোথায় সম্প্রতি খনিজ তেলের সন্ধান পাওয়া গিয়েছে?
ক. সিলেটের হরিপুরে
খ. ফেনীর কাজী পাড়ায়
গ. ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে
ঘ. বান্দরবানের রুমায়
১৬০. মুদ্রা তৈরিতে কী ব্যবহৃত হয়?
ক. লোহা
খ. গন্ধক
গ. তামা
ঘ. কঠিন শিলা
১৬১. পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য দেশের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
ক. ২০%
খ. ৩০%
গ. ২৫%
ঘ. ৫০%
১৬২. বাংলাদেশের বনভূমির পরিমাণ ভূখণ্ডের কত ভাগ?
ক. ২৫%
খ. ২০%
গ. ২১%
ঘ. ১৭%
১৬৩. আমেরিকায় শতকরা বনভূমির পরিমাণ কত ভাগ?
ক. ৩৫%
খ. ৩৪%
গ. ৩৮%
ঘ. ৩৭%
১৬৪. জাপানে বনভূমির পরিমাণ কত ভাগ?
ক. ৬৫%
খ. ২৫%
গ. ৬৩%
ঘ. ৮০%
১৬৫. ভারতে কত ভাগ বনাঞ্চল রয়েছে?
ক. ২৫%
খ. ২২%
গ. ৭০%
ঘ. ৬৫%
১৬৬. বাংলাদেশের সমগ্র বনভূমিকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ৩ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৫ ভাগে
ঘ. ৬ ভাগে
১৬৭. পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের বাসস্থান কোথায়?
ক. বান্দরবনে
খ. সুন্দরবনে
গ. মধুবনে
ঘ. সিলেটে
১৬৮. পাবর্ত্য চট্টগ্রামের বনভূমির আয়তন কত?
ক. ১৬,৩৩৩ বর্গ কিলোমিটার
খ. ১৫,৩৩৩ বর্গ কি.
গ. ১৭,৩৩৩ বর্গ কিলোমিটার
ঘ. ১৭,৩৩৩ বর্গ কি.
১৬৯. মধুপুর ও ভাওয়ালের বনভূমির আয়তন কত?
ক. ১,১৬৪ বর্গ কিলোমিটার
খ. ১,০৬৪ বর্গ কি.
গ. ১,২৬৪ বর্গ কিলোমিটার
ঘ. ১,৩৬৪ বর্গ কি.
১৭০. শাল কোন বনের প্রধান বক্ষৃ?
ক. সুন্দরবন
খ. মধুপুর ও ভাওয়াল বনভূমি
গ. সিলেট
ঘ. দিনাজপুর
১৭১. শিমুল, বনজাম, বাঁশ, বেত কোন বনাঞ্চলে বেশি জন্মে?
ক. সুন্দরবন
খ. পার্বত্য অঞ্চলে
গ. সিলেটের বনভূমিতে
ঘ. দিনাজপুরে
১৭২. দিনাজপুর ও রংপুরের বনভূমির আয়তন কত?
ক. প্রায় ১০০ বর্গ কিলোমিটার
খ. প্রায় ৫০ বর্গ কিলোমিটার
গ. প্রায় ৩৯ বর্গ কিলোমিটার
ঘ. প্রায় ৮৫ বর্গ কিলোমিটার
১৭৩. কোথায় পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গেছে?
ক. হরিপুরে
খ. কৈলাসটিলায়
গ. ফুলবাড়িয়ায়
ঘ. বড়পুকুরিয়ায়
১৭৪. বাংলাদেশের শক্তির যোগান বহুলাংশে কিসের থেকে আসে?
ক. কয়লা
খ. সৌরবিদ্যুৎ
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. খনিজ তেল
১৭৫. দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রামের কাপ্তাইয়ে
খ. আশুগঞ্জে
গ. ভৈরবে
ঘ. লামায়
১৭৬. কোন নদীতে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে?
ক. সাঙ্গু
খ.কর্ণফুলী
গ. মেঘনা
ঘ. যমুনা
১৭৭. গ্যাস, তেল, কয়লার সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে কী বলে?
ক. সৌর বিদ্যুৎ
খ. পানি বিদ্যুৎ
গ. তাপ বিদ্যুৎ
ঘ. কোনোটিই নয়
১৭৮. বাংলাদেশে পানির প্রধান উৎস কয়টি?
ক. ২টি
খ. ৫টি
গ. ৩টি
ঘ. ৬টি
১৭৯. নদীর স্রোত থেকে কী উৎপন্ন হয়?
ক. পানি বিদ্যুৎ
খ. সৌর বিদ্যুৎ
গ. বায়ু বিদ্যুৎ
ঘ. কোনোটিই নয়
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তর ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post