ssc অর্থনীতি mcq ৮ম অধ্যায়
৬২৬. দেশের শ্রমশক্তির কত ভাগ কৃষিকাজে লিপ্ত?
ক. ৪০.৫%
খ. ৪৫.৫%
গ. ৪৫.৫%
ড়. ৪৭.৫%
৬২৭. ২০১৩-১৪ অর্থবছরে ম্যানুফাকচারিং শিল্পখাতের অবদান কত ভাগ?
ক. ৩০%
ড়. ২০%
গ. ৪০%
ঘ. ৫০%
৬২৮. ২০১৩-১৪ অর্থবছরে দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান কত ভাগ?
ক. ১২%
ড়. ১৩%
গ. ১৪%
ঘ. ১৬%
৬২৯. বাংলাদেশে মাথাপিছু GDP কত মার্কিন ডলার?
ক. ৮৭২
খ. ৯৭৩
গ. ১০১০
ড়. ১২৩৫
৬৩০. এদেশের মানুষের গড় আয়ুষ্কাল কত বছর? (জ্ঞান)
ক. ৪৮ বছর
খ. ৫৭ বছর
ড়. ৬৯ বছর
ঘ. ৭৭ বছর
৬৩১. মোট শ্রমশক্তির কত ভাগ শিল্পখাতে নিয়োজিত?
ক. ২০%
খ. ২২%
গ. ২৪%
ড়. ১৭.৬৪%
৬৩২. বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয় কত মার্কিন ডলার?
ক. ৮৪৭
খ. ৮৪৮
গ. ৮৪৯
ড়. ১৩১৪
৬৩৩. বাংলাদেশে সাক্ষরতার হার কত?
ড়. ৫৭.৯%
খ. ৬৭.৯%
গ. ৭৭.৯%
ঘ. ৮৮.৯%
৬৩৪. ২০১৩-১৪ অর্থবছরে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ কত লক্ষ মেট্রিক টন?
ড়. ৩৮১.৭৪
খ. ৩৪২.১৩
গ. ৩৪৩.১৩
ঘ. ৩৪৪.১৩
৬৩৫. এদেশে সুপেয় পানি গ্রহণকারী মানুষ কত ভাগ?
ক. ৬৭.৮%
খ. ৭৭.৮%
গ. ৮৬.৮%
ড়. ৮৭.৫৫%
৬৩৬. এদেশের জনসংখ্যা কত?
ক. ১৩.৮৭ কোটি
ড়. ১৪.৯৭ কোটি
গ. ১৫.৮৮ কোটি
ঘ. ১৬.৯৭ কোটি
৬৩৭. প্রাকৃতিক গ্যাস মোট বাণিজ্যিক জ্বালানির কত ভাগ পূরণ করে?
ক. ৭০%
ড়. ৭৫%
গ. ৮০%
ঘ. ৮৫%
৬৩৮. বাংলাদেশে কতটি কয়লাক্ষেত্র আছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ড়. ৫টি
৬৩৯. বেসরকারিকরণ বোর্ড কত সালে গঠিত হয়?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯১ সালে
গ. ১৯৯২ সালে
ড়. ১৯৯৩ সালে
৬৪০. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কয়টি?
ক. ২টি
ড়. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৬৪১. এদেশের ভূখণ্ডের কত ভাগ বনাঞ্চল?
ক. ১৬%
ড়. ১৭%
গ. ২০%
ঘ. ২৫%
৬৪২. দেশের শ্রমশক্তির কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত? [অনু. ১]
ক. ১৯.৯২%
খ. ৩০.৩০%
গ. ৪৩.৬০%
ড়. ৪৭.৩০%
৬৪৩. একটি দেশের ভূখণ্ডের কত ভাগ বনাঞ্চল থাকা উচিত?
ক. ১৬%
খ. ১৭%
গ. ২০%
ড়. ২৫%
৬৪৪. বাংলাদেশের কত ভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল?
ক. ৭০%
ড়. ৭৫%
গ. ৮০%
ঘ. ৮৫%
৬৪৫. এদেশের শ্রমশক্তির কত ভাগ কৃষি খাতে নিয়োজিত?
ক. ৪০.৩%
ড়. ৪৭.৫%
গ. ৪৬.৬%
ঘ. ৪৯.৯%
৬৪৬. বৃহৎ শিল্প কোনটি?
ড়. বস্ত্র
খ. চামড়া
গ. পাস্টিক
ঘ. তাঁত
৬৪৭. কোনটি মাঝারি শিল্প?
ক. বস্ত্র
খ. চিনি
গ. সার
ড়. চামড়া
৬৪৮. ক্ষুদ্রায়তন শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়?
ড়. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৬৪৯. কোনটি কুটির শিল্প?
ক. কাঠ
ড়. রেশম
গ. সাবান
ঘ. কাগজ
৬৫০. হোসিয়ারি কোন ধরনের শিল্প?
ক. বৃহৎ
ড়. মাঝারি
গ. ক্ষুদ্র
ঘ. কুটির শিল্প
৬৫১. সার্বিক শিল্পখাত কতটি খাত নিয়ে গঠিত?
ক. ২টি
খ. ৩টি
ড়. ৪টি
ঘ. ৫টি
৬৫২. ২০১২-১৩ অর্থবছরে GDP-তে শিল্পখাতের অবদান কত ভাগ ছিল?
ক. ২৮%
ড়. ২৯%
গ. ৩০%
ঘ. ৩১%
৬৫৩. ২০১৩-১৪ অর্থ বছরে GDP-তে শিল্পখাতের অবদান ছিল কত ভাগ?
ড়. ২৯.৬১%
খ. ৩৩.৩৩%
গ. ৪৩.৩৩%
ঘ. ৫৩.৩৩%
৬৫৪. সার্বিক শিল্পখাতের মধ্যে কোনটির অবদান সর্বোচ্চ?
ড়. ম্যানুফ্যাকচারিং
খ. বিদ্যুৎ
গ. নির্মাণ
ঘ. খনিজ সম্পদ
৬৫৫. বাংলাদেশে EPZ এর সংখ্যা কত?
ক. ২টি
খ. ৪টি
গ. ৬টি
ড়. ৮টি
৬৫৬. EPZ এ কতটি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনরত রয়েছে?
ক. ৩১৫টি
ড়. ৪১২টি
গ. ৫১৩টি
ঘ. ৫৩১টি
৬৫৭. দেশের শিল্পায়নকে বেগবান করতে সরকার কী ঘোষণা করেছে?
ক. শিল্পনীতি ২০১১
ড়. শিল্পনীতি ২০১০
গ. শিল্পনীতি ২০০৯
ঘ. শিল্পনীতি ২০০৮
৬৫৮. উনড়বয়ন রূপকল্প ২০২১ অনুযায়ী GDP-তে শিল্পখাতের অবদান হবে কত ভাগ?
ড়. ৪০%
খ. ২৫%
গ. ৩০%
ঘ. ৪৫%
৬৫৯. মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস পূরণ করে?
ক. ৭০%
ড়. ৭৫%
গ. ৮০%
ঘ. ৮৫%
৬৬০. উৎপাদিত গ্যাসের সাবর্ক্ষ ণিক কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ড়. বিদ্যুৎ
খ. সার
গ. কারখানা
ঘ. পরিবহন
৬৬১. কোনটি তৈরিতে চীনামাটি ব্যবহৃত হয়?
ক. রং
খ. কাগজ
ড়. বাসনপত্র
ঘ. সাবান
৬৬২. কাচ ও রাসায়নিক দ্রব্য তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. চুনাপাথর
ড়. সিলিকা বালু
গ. চীনামাটি
ঘ. গন্ধক
৬৬৩. বারুদ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. চুনাপাথর
খ. সিলিকা
গ. চীনামাটি
ড়. গন্ধক
৬৬৪. দিয়াশলাই কারখানার তেল পরিশোধনে কোনটি
ব্যবহৃত হয়?
ক. সিলিকাবালু
খ. চুনাপাথর
ড়. গন্ধক
ঘ. চীনামাটি
৬৬৫. সার্বিক শিল্পখাতের দ্রুত বিকাশ দ্বারা কোনটি সম্ভব?
ক. জাতীয় আয় বৃদ্ধি
খ. মাথাপিছু আয় বৃদ্ধি
গ. বাণিজ্য সেবা হিসেবে
ড়. সবগুলো
৬৬৬. কোনটি সেবা হিসেবে চিহ্নিত হবে?
ক. অবস্তুগত দ্রব্য
খ. অভাব পূরণে সমর্থ
গ. বিনিময় মূল্য আছে
ড়. সবগুলো
৬৬৭. বাংলাদেশের সেবাখাতের অন্তর্ভুক্ত কোনটি?
ক. হোটেল
খ. ব্যাংক
গ. পরিবহন
ড়. সবগুলো
৬৬৮. বাংলদেশে লোক প্রশাসন কোন খাতের অন্তর্ভুক্ত?
ক. কৃষি
খ. শিল্প
ড়. সেবা
ঘ. সবগুলো
৬৬৯. বাংলাদেশে সেবাখাত কীরূপ?
ড়. একক বৃহত্তম খাত
খ. দ্বিতীয় বৃহত্তম খাত
গ. তৃতীয় বৃহত্তম খাত
ঘ. চতুর্ বৃহত্তম খাত
৬৭০. ২০১২-২০১৩ অর্থবছরে ‘GDP’-তে সার্বিক সেবাখাতের অবদান কত ভাগ?
ক. ৪৯%
খ. ৯৪%
ড়. ৫৪%
ঘ. ৪৯%
৬৭১. পাইকারি ও খুচরা বিপণনের GDP-তে অবদানের হার কত ভাগ?
ক. ৬.৯৯%
খ. ২.৭৮%
গ. ৬.৭০%
ড়. ১৪.০৩%
৬৭২. পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ খাতের ২০১২-১৩ সালে GDP-তে অবদানের হার কত?
ক. ১৪.২৭%
ড়. ১১.৫০%
গ. ২.৭৮%
ঘ. ৬.৭০%
৬৭৩. সার্বিক সেবাখাতের সর্বোচ্চ অবদান কোন খাত থেকে আসে?
ড়. পাইকারি ও খুচরা বিপণন
খ. শিক্ষা
গ. হোটেল ও রেস্তোরাঁ
ঘ. লোক প্রশাসন
৬৭৪. সার্বিক সেবাখাতের দ্বিতীয় সর্বোচ্চ খাত কোনটি?
ক. পাইকারি ও খুচরা বিপণন
ড়. পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ
গ. শিক্ষা
ঘ. প্রতিরক্ষা
৬৭৫. পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ খাতের উপখাত
ক. স্থলপথ
খ. পানিপথ
গ. আকাশপথ
ড়. সবগুলো
৬৭৬. বাংলাদেশে কয়টি সমুদ্রবন্দর রয়েছে?
ড়. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৬৭৭. চট্টগ্রাম সমুদ্রবন্দরের মাধ্যমে দেশের আমদানি রপ্তানির কত ভাগ পরিচালিত হয়ে থাকে?
ক. ৮০%
খ. ৮৭%
গ. ৯০%
ড়. ৯৭%
৬৭৮. বাংলাদেশে অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা কত?
ক. ৫টি
খ. ৬টি
ড়. ৭টি
ঘ. ৮টি
৬৭৯. বাংলাদেশে কতটি স্টলপোস্ট ব্যবহার উপযোগী আছে?
ড়. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৬৮০. বাংলাদেশের প্রেক্ষিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি কী?
ড়. কৃষি
খ. শিল্প
গ. সেবা
ঘ. বাণিজ্য
৬৮১. গত তিন দশকে কৃষি খাতের অবদান ক্রমান্বয়ে কীরূপ?
ক. বৃদ্ধি পাচ্ছে
ড়. হ্রাস পাচ্ছে
গ. স্থির
ঘ. অসীম হয়েছে
৬৮২. গত তিন দশকে GDP-তে শিল্পের অবদান ক্রমান্বয়ে কীরূপ?
ড়. বৃদ্ধি পাচ্ছে
খ. হ্রাস পাচ্ছে
গ. স্থির পাচ্ছে
ঘ. অসীম হয়েছে
৬৮৩. গত তিন দশকে GDP-তে সেবাখাতের অবদান কী?
ক. বৃদ্ধি
খ. হ্রাস
ড়. স্থির
ঘ. অসীম হয়েছে
৬৮৪. আমাদের দেশের অধিকাংশ শিল্পের ভিত্তি কোনটি?
ড়. কৃষি
খ. শিল্প
গ. সেবা
ঘ. বাণিজ্য
৬৮৫. বাংলাদেশের কোথায় চিনি শিল্প গড়ে উঠেছে?
ড়. উত্তরবঙ্গে
খ. ঢাকায়
গ. সিলেটে
ঘ. চট্টগ্রামে
৬৮৬. ক্ষুদ্র শিল্পের ভিত্তি কী?
ড়. কৃষি
খ. বৃহৎশিল্প
গ. সেবা
ঘ. মাঝারি শিল্প
৬৮৭. কোথায় পাট শিল্পের শিল্পায়ন ঘটেছে?
ক. সিলেট
খ. বগুড়া
ড়. ঢাকা
ঘ. চট্টগ্রাম
৬৮৮. কোথায় চা শিল্প গড়ে উঠেছে?
ক. ঢাকা
খ. বরিশাল
ড়. সিলেট
ঘ. বগুড়ায়
৬৮৯. আমাদের দেশে কৃষি ও শিল্প পরস্পর কীরূপ?
ক. পরিবর্তক
খ. বিকল্প
ড়. পরিপূরক
ঘ. সম্পূরক
বিশেষ দ্রষ্টব্য: উপরের নৈর্ব্যত্তিকগুলোতে “ড়” নম্বর অপশনগুলো সঠিক উত্তর।
শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post