ssc অর্থনীতি mcq ৯ম অধ্যায়
৭১২. অর্থনৈতিক উন্নয়নের পেছনের প্রভাবক কী?
ক. উৎপাদন
খ. ভোগ
গ. বিনিয়োগ
ড়. সবগুলো
৭১৩. নিচের কোনটি বড় বলে তুমি মনে কর?
ড়. অর্থনৈতিক উন্নয়ন
খ. অর্থনৈতিক প্রবৃদ্ধি
গ. অর্থনৈতিক বাণিজ্য
ঘ. অর্থনৈতিক মন্দা
৭১৪. অনুন্নত দেশের বৈশিষ্ট্য কোনটি?
ক. দক্ষ জনশক্তি
ড়. বেকারত্ব
গ. দক্ষ প্রশাসন
ঘ. শিক্ষা বিস্তার
৭১৫. একটি দেশের দ্রব্য ও সেবা উৎপাদনের পরিমাণগত বৃদ্ধিকে কী বলে?
ক. আয়বৃদ্ধি
ড়. প্রবৃদ্ধি
গ. আচরণগত বৃদ্ধি
ঘ. মানগত বৃদ্ধি
৭১৬. কোনটি দ্বারা অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিমাপ করা যায়?
ড়. GDP-এর অব্যাহত বৃদ্ধি প্রক্রিয়া দ্বারা
খ. GDP-এর অব্যাহত হ্রাস প্রক্রিয়া দ্বারা
গ. GDP-এর অব্যাহত স্থির প্রক্রিয়া দ্বারা
ঘ. GDP-এর শূন্য পরিবর্তন দ্বারা
৭১৭. অর্থনৈতিক উন্নয়ন হলো এমন একটি চলমান গতিধারা যা কতকগুলো শক্তির কী?
ক. বিয়োগফল
খ. গুণফল
ড়. সংযোগ
ঘ. ভাগফল
৭১৮. উন্নয়য়ন কী? [অনু. ১]
ক. প্রবৃদ্ধির একটি অংশ
খ. মাথাপিছু আয় বৃদ্ধি
গ. জাতীয় আয় বৃদ্ধি
ড়. প্রবৃদ্ধির সাথে অন্যান্য বিষয়ের সুফল
৭১৯. উৎপাদন কম হওয়ার কারণ কী?
ক. আয় বেশি হওয়া
খ. চাহিদা বেশি হওয়া
ড়. মূলধন কম হওয়া
ঘ. সঞ্চয়
৭২০. বাংলাদেশের বাজার ব্যবস্থা কীরূপ?
ড়. দুর্বল
খ. সবল
গ. নিয়ন্ত্রিত
ঘ. পূর্ণ প্রতিযোগিতামূলক
৭২১. বাংলাদেশের NGO সমূহ সাধারণত কোন ধরনের ঋণ প্রদান করে?
ড়. ক্ষুদ্র
খ. বড়
গ. মাঝারি
ঘ. বৃহৎ
৭২২. ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭০ সালে
খ. ১৯৭১ সালে
ড়. ১৯৭২ সালে
ঘ. ১৯৭৩ সালে
৭২৩. ব্র্যাক কতটি বস্তিতে কাজ করে?
ড়. ২০০০টি
খ. ৩০০০টি
গ. ৪০০০টি
ঘ. ৫০০০টি
৭২৪. উন্নয়নশীল দেশ কীরূপ হয়?
ড়. কৃষিপ্রধান
খ. শিল্পপ্রধান
গ. সেবাপ্রধান
ঘ. বাণিজ্যপ্রধান
৭২৫. উন্নয়নশীল দেশের বৈদেশিক বাণিজ্যে কী ঘটে?
ক. সুষম হয়
খ. উদ্বৃত্ত থাকে
ড়. ঘাটতি থাকে
ঘ. সামন মান থাকে
৭২৬. উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষ কিসের ওপর নির্ভরশীল?
ড়. কৃষি
খ. শিল্প
গ. সেবা
ঘ. বাণিজ্য
৭২৭. উন্নয়নশীল দেশ কোন ধরনের পণ্য বেশি উৎপাদন করে?
ড়. প্রাথমিক
খ. মাধ্যমিক
গ. চূড়ান্ত
ঘ. ভোগ্যপণ্য
৭২৮. বাংলাদেশ কোন ধরনের দেশ?
ক. উন্নত
ড়. উন্নয়নশীল
গ. অনুন্নত
ঘ. অতি উন্নত
৭২৯. দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা কে?
ক. মার্শাল
খ. রিকার্ডো
ড়. নার্কস
ঘ. স্মিথ
৭৩০. বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কোনটি?
ড়. মূলধনের অভাব
খ. অধিক শ্রম
গ. চাহিদার অভাব
ঘ. যোগাযোগের অভাব
৭৩১. TMSS মূলত কাদের উন্নয়নে কাজ করে?
ড়. নারী
খ. পুরুষ
গ. শিশু
ঘ. বৃদ্ধ
৭৩২. SSS কত সালে আত্মপ্রকাশ করে?
ক. ১৯৮০ সালে
খ. ১৯৮২ সালে
গ. ১৯৮৪ সালে
ড়. ১৯৮৬ সালে
৭৩৩. ২০০৫ সালে চরম দারিদ্র্য হার কত ছিল?
ক. ৩১.৫%
ড়. ৪০.০%
গ. ৪৭.৫%
ঘ. ৪৫.৫%
৭৩৪. ২০১০ সালে বাংলাদেশের চরম দারিদ্র্যের হার কত?
ড়. ৩১.৫%
খ. ৪০.৪%
গ. ৪৭.৫%
ঘ. ৪৫.৫%
৭৩৫. বাংলাদেশে দারিদ্র্য পরিমাপ করা হয় কী দ্বারা?
ড়. মৌলিক চাহিদার ব্যয়
খ. মাথা গণনা
গ. মৌলিক চাহিদা আয়
ঘ. কিলোক্যালরি ব্যয়
৭৩৬. স্বনির্ভর বাংলাদেশ কত সালে আর্থসামাজিক উন্নয়নে কাজ শুরু করে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ড়. ১৯৭৫ সালে
৭৩৭. প্রশিকা কত সালে কাজ শুরু করে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ড়. ১৯৭৬ সালে
৭৩৮. আশা কোন সালে প্রতিষ্ঠিত?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৮৫ সালে
ড়. ১৯৯২ সালে
৭৩৯. ঞগঝঝ কোন সালে যাত্রা শুরু করে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৫ সালে
ড়. ১৯৮০ সালে
ঘ. ১৯৯২ সালে
৭৪০. বাংলাদেশ সরকার দারিদ্র্য নিরসনের আওতায় কী পদক্ষেপ নিয়েছে?
ক. সামাজিক নিরাপত্তা বেষ্টনি
খ. আশ্রায়ণ প্রকল্প
গ. পল্লিঅবকাঠাে
ড়. সবগুলো
৭৪১. সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির আওতায় ২০১১ – ১২ অর্থ বছরের সংশোধিত বাজেটে কত কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে?
ড়. ২২,৫৫৬.০৫
খ. ২০৬৭৪.৪৮
গ. ২০৭৪৬.৪৮
ঘ. ২০৭৬৪.৪৮
৭৪২. খাদ্য সাহায্য কর্মসূচির আওতায় কর্মসূচি কোনটি?
ক. VGD
খ. VGF
গ. টেস্ট রিলিফ
ড়. সবগুলো
৭৪৩. দারিদ্র্য বিমোচনে মৎস্য খাতে গৃহীত কর্মসূচি কোনটি?
ক. মৎস্য ব্যবস্থাপনা
খ. জাটকা সংরক্ষণ
গ. মৎস্য আশ্রায়ন
ড়. সবগুলো
৭৪৪. আশ্রায়ন প্রকল্পে কত হাজার পরিবারকে পুনর্বাসন করা হয়?
ক. ৩০ হাজার
খ. ৪০ হাজার
ড়. ৫০ হাজার
ঘ. ৬০ হাজার
৭৪৫. পল্লিঅবকাঠামর্ উন্নয়ন কর্মসূচির আওতাধীন কী কী?
ক. প্রবৃদ্ধি কেন্দ্র
খ. সেতু নির্মাণ
গ. বাঁধ নির্মাণ
ড়. সবগুলো
৭৪৬. PDBF এর আওতাধীন কর্মসূচি কী কী?
ক. দক্ষতা উন্নবয়ন
খ. নেতৃত্ব বিকাশ
গ. নেতৃত্ব বিকাশ
ড়. সবগুলো
৭৪৭. যেসব কৃষকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য তাকে কী বলে?
ড়. প্রচ্ছন্ন বেকার
খ. অনুৎপাদনশীল বেকার
গ. মৌসুমি বেকার
ঘ. উৎপাদনশীল বেকার
৭৪৮. যে শ্রমিক বছরে কোনো সময়ই কাজ পায় না তাকে কী বলে?
ক. মৌসুমি বেকার
খ. ছদ্মবেশী বেকার
ড়. স্থায়ী বেকার
ঘ. প্রচ্ছন্ন বেকার
৭৪৯. সংসারী মহিলার প্রায় কত ভাগ কর্মে নিয়োজিত থাকে?
ক. ৮০%
খ. ৮৫%
গ. ৯০%
ড়. ৯৫%
৭৫০. কাজ করার সময় হয়েছে কিন্তু বিবাহিত নয় বা বিবাহিত হলেও সংসারের গ্রামীণ জীবনব্যবস্থার সাথে জড়িত নয় এমন বেকারের সংখ্যা মোট কমর্ক্ষম মহিলার কত ভাগ?
ক. ১০%
খ. ১৫%
গ. ২০%
ড়. ১৫%-২০%
৭৫১. বেকারত্ব নিরসনে কী পদক্ষেপ গ্রহণ করা যায়?
ড়. পশুপালন ও মৎস চাষ
খ. গাড়ি চালান
গ. ধান চাষ
ঘ. খেলাধুলা করা
৭৫২. কোনটি বেকারত্ব নিরসনে কৃষিভিত্তিক কাজ?
ড়. মৎস্য চাষ
খ. রাস্তা নির্মাণ
গ. পুকুর সংস্কার
ঘ. ছোটখাটো ব্যবসায় বাণিজ্য
৭৫৩. কোনটি বেকারত্ব নিরসনের অকৃষিভিত্তিক কাজ?
ক. রাস্তাঘাট নির্মাণ
খ. পুকুর সংস্কার
ড়. বনসৃজন
ঘ. খাল সংস্কার
৭৫৪. বেকারত্ব নিরসনে কোনটি করা সম্ভব?
ক. অলসতা চাষাবাদ
ড়. মূলধন বিনিয়োগ
গ. অলসতা দূরীকরণ
ঘ. মৎস্য পালন
৭৫৫. জনসংখ্যার যে অংশ শিক্ষা ও দক্ষতার প্রেক্ষিতে শ্রমশক্তিতে পরিণত হয় তাদের কী বলা হয়?
ক. বেকার
ড়. মানব সম্পদ
গ. অর্ধশিক্ষিত
ঘ. অশিক্ষিত
৭৫৬. মানবসম্পদ কীভাবে তৈরি করা যায়?
ক. অবৈতনিক শিক্ষা দিয়ে
ড়. প্রশিক্ষণ ও চিকিৎসা সেবা দিয়ে
গ. প্রাথমিকা সেবা দিয়ে
ঘ. সবগুলো
৭৫৭. মানব সম্পদ উন্নয়নের পদ্ধতি কোনটি?
ড়. শিক্ষা ও প্রশিক্ষণ
খ. খাদ্য
গ. চাহিদা ও যোগান
ঘ. বিনোদন
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” অপশনগুলো সঠিক উত্তর।
তোমার কোন সাবজেক্টের সলুশন লাগবে, তা জানিয়ে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো।। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post