এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, ssc 2025 ইতিহাস ১ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- ইতিহাস পরিচিতি।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
ssc 2025 ইতিহাস ১ম অধ্যায় mcq
১. ‘ইতিহাস’ শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
ক. ইতি
খ. ইতিহ
গ. আস
ঘ. ঐতিহ্য
২. সাধারণভাবে বিষয়বস্তুগত ইতিহাসকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
৩. আধুনিক ইতিহাসের জনক কে?
ক. কলহনের
খ. ই. এইচ. কারের
গ. হেরোডোটাসের
ঘ. লিওপোল্ড ফন র্যাংকের
৪. পঠন ও গবেষণার সুবিধার্থে ইতিহাস প্রধানত কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৫. ‘প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই ইতিহাস’।– উক্তিটি কার?
ক. কলহনের
খ. ই. এইচ. কারের
গ. হেরোডোটাসের
ঘ. লিওপোল্ড ফন র্যাংকের
৬. ইতিহাসের উপাদান কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৭. ‘ইতিহাস’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. ইতি + হাস
খ. ইতিহ + আস
গ. ইতিহ+ হাস
ঘ. ইতি + আস
৮. “প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই ইতিহাস”-উক্তিটি কোন ঐতিহাসিকের?
ক. হেরোডোটাস
খ. র্যাপসন
গ. ডঃ জনসন
ঘ. লিওপোল্ড ফণ র্যাংকে
৯. কোনটি ইতিহাসের অলিখিত উপাদান?
ক. সরকারি নথি
খ. গল্প কাহিনী
গ. শিলালিপি
ঘ. চিঠিপত্র
১০. লিওপোল্ড ফন র্যাংকে কোন দেশের ঐতিহাসিক?
ক. ইংল্যান্ডের
খ. আমেরিকার
গ. জাপানের
ঘ. জার্মানির
১১. ইতিহাসের জনক হিসেবে খ্যাতি অর্জন করেছেন কে?
ক. হেরোডোটাস
খ. জনসন
গ. এরিস্টটল
ঘ. কলহন
১২. ফা-হিয়েন, হিউয়েন সাং এবং ইৎসিং কোন দেশের পরিব্রাজক ছিলেন?
ক. গ্রিসের
খ. পারস্যের
গ. রোমের
ঘ. চীনের
১৩. পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে কার বর্ণনায় পাওয়া যায়?
ক. কৌটিল্যের
খ. কলহনের
গ. লামা তারনাথের
ঘ. মিনহাজ-উস-সিরাজের
১৪. যেসব উপাদান থেকে আমরা কোনো সময়ের, স্থানের বা ব্যক্তির সম্পর্কে তথ্য পাই তাকে কোন উপাদান বলা হয়?
ক. লিখিত
খ. পৌরাণিক
গ. সাহিত্যিক
ঘ. প্রত্নতাত্ত্বিক
১৫. কোনটি ইতিহাসের অলিখিত উপাদান?
ক. সাহিত্য
খ. দলিলপত্র
গ. শিলালিপি
ঘ. বৈদেশিক বিবরণ
১৬. ‘ইতিহ’ শব্দের অর্থ কী?
ক. গল্পকাহিনী
খ. ইতিহ
গ. ঐতিহ্য
ঘ. সংস্কৃতি
১৭. ‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ।’- উক্তিটি কার?
ক. ই.এইচ. কারের
খ. হেরোডোটাসের
গ. থুকিডাইডিসের
ঘ. কলহনের
১৮. বর্তমান সময়ের ওপর যে ইতিহাস লেখা হয় তাকে কী বলে?
ক. বস্তুনিষ্ঠ ইতিহাস
খ. সাম্প্রতিক ইতিহাস
গ. বর্তমান ইতিহাস
ঘ. মৌলিক ইতিহাস
১৯. ‘যা কিছু ঘটে তাই ইতিহাস’- উক্তিটি কার?
ক. ড. জনসনের
খ. হেরোডোটাসের
গ. ই এইচ কারের
ঘ. থুকিডাইডিসের
২০. হেরোডোটাস কোন দেশের ঐতিহাসিক?
ক. ফরাসি
খ. পারসিয়ান
গ. গ্রিক
ঘ. তুর্কি
২১. Historia শব্দটি আভিধানিক অর্থ হলো-
ক. জানা
খ. সত্যানুসন্ধান
গ. খোঁজা
ঘ. বোঝানো
২২. গ্রিক ও পারসিক যুদ্ধ নিয়ে ইতিহাস রচনা করেন কে?
ক. হেরোডোটাস
খ. থুকিডাইডিস
গ. কলহন
ঘ. ই. এইচ. কার
২৩. কে প্রথম ইতিহাস এবং অনুসন্ধান- এ দুটি ধারণাকে সংযুক্ত করেন?
ক. কলহন
খ. থুকিডাইডিস
গ. হেরোডোটাস
ঘ. জনসন
২৪. ‘সমাজের জীবনই ইতিহাস’- উক্তিটি কার?
ক. কলহনের
খ. জনসনের
গ. টয়েনবির
ঘ. হেরোডোটাসের
২৫. নিচের কোনটি ইতিহাসের অলিখিত উপাদান নয়?
ক. মুদ্রা
খ. দলিলপত্র
গ. শিলালিপি
ঘ. স্তূপ
২৬. ইতিহাসের অলিখিত উপাদান কোনটি?
ক. সাহিত্য
খ. বৈদেশিক বিবরণ
গ. দলিলপত্র
ঘ. স্তম্ভলিপি
২৭. কোনটি ইতিহাসের উপাদান নয়?
ক. কিংবদন্তি
খ. সাহিত্য
গ. স্মৃতিস্তম্ভ
ঘ. শিলা
২৮. ‘তাজমহলের পাথর দেখেছ, দেখেছ কী তার প্রাণ’? এখানে ‘তাজমহলের পাথর’ ইতিহাসের কোন উপাদানের অন্তর্ভুক্ত?
ক. লিখিত
খ. অলিখিত
গ. ভৌগোলিক
ঘ. ঐতিহাসিক
২৯. নরসিংদীর উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কত বছর পূর্বের নগর সভ্যতার অস্তিত্ব প্রমাণ করে?
ক. দেড় হাজার
খ. দুই হাজার
গ. আড়াই হাজার
ঘ. তিন হাজার
৩০. উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলার কোন সভ্যতার নবদিগন্ত উন্মোচিত করে?
ক. প্রাচীন
খ. মধ্যযুগীয়
গ. আধুনিক
ঘ. উল্টরাধুনিক
৩১. ‘অর্থশাস্ত্র’ কার লেখা গ্রন্থ?
ক. আবুল ফজল
খ. কৌটিল্য
গ. কলহন
ঘ. লামা তারনাথ
৩২. ইতিহাসে কোনটির ঠাঁই নেই?
ক. আবেগের
খ. ব্যাখ্যার
গ. সত্যের
ঘ. ক্রোধের
৩৩. কী পাঠের মাধ্যমে মানুষের অতীত জীবন সম্পর্কে জানা যায়?
ক. ইতিহাস
খ. দলিল
গ. সাহিত্য
ঘ. কাব্য
৩৪. কোন বিষয় পাঠে মানবসভ্যতার সত্য বিবরণ জানা যায়?
ক. ইতিহাস
খ. অর্থনীতি
গ. সমাজবিজ্ঞান
ঘ. বিজ্ঞান
৩৫. ইতিহাস পাঠ কোনটিকে সুদৃঢ় করে?
ক. জাতীয়তাবোধ
ঘ. গণতান্ত্রিক চেতনা
গ. মূল্যবোধ
ঘ. মুক্তিযুদ্ধের চেতনা
৩৬. ‘রাজতরঙ্গিণী’ গ্রন্থটি কার লেখা?
ক. কলহন
খ. আবুল ফজল
গ. অ্যাডাম স্মিথ
ঘ. ফন র্যাংকে
৩৭. ‘তবকাত-ই-নাসিরী’ কার লেখা?
ক. কলহন
খ. আবুল ফজল
গ. টয়েনবির
ঘ. মিনহাজ-উস-সিরাজের
৩৮. ‘আইন-ই-আকবরী’র রচয়িতা কে?
ক. টয়েনবি
খ. জনসন
গ. আবুল ফজল
ঘ. মিনহাজ-উস-সিরাজের
৩৯. ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৪০. ‘স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক’- ইতিহাসের ছাত্র কিরণের লেখা- এ বিভক্তিটি কোন ধারা অনুসারে?
ক. বিষয়বস্তু
খ. পদ্ধতি
গ. ভৌগোলিক অবস্থান
ঘ. লেখার বিভিন্নতা
৪১. বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে কী বলে?
ক. ভৌগোলিক ইতিহাস
খ. বস্তুগত ইতিহাস
গ. বিষয়বস্তুগত ইতিহাস
ঘ. জাতীয় ইতিহাস
৪২. ইতিহাসবিদ ই. এইচ. কার-এর মতে ইতিহাস কী?
ক. অতীত কাহিনী
খ. বর্তমান ও অতীতের অন্তহীন সংলাপ
গ. বর্তমান ও অতীতের ঘটনা
ঘ. বর্তমানের ঘটনা
৪৩. বর্তমানের সকল বিষয় কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে?
ক. অতীতের ঘটনা
খ. বর্তমানের রাজনীতি
গ. বর্তমানের ঐতিহ্য
ঘ. অতীতের ক্রমবিবর্তন
৪৪. ইতিহাস পঠন-পাঠন প্রয়োজন কেন?
ক. পুরাকাহিনী শোনার জন্য
খ. অতীত দিনের স্মৃতিচারণের জন্য
গ. ঐতিহ্য অনুসন্ধানের জন্য
ঘ. বীরত্বগাথা জানার জন্য
৪৫. কোন শব্দ থেকে History শব্দটির উৎপত্তি?
ক. ল্যাটিন শব্দ Historian
খ. গ্রিক শব্দ Historian
গ. ল্যাটিন শব্দ Historia
ঘ. গ্রিক শব্দ Historia
৪৬. Historia শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
ক. হেরোডোটাস
খ. পেটো
গ. থুকিডাইডিস
ঘ. ফন র্যাংকে
৪৭. হেরোডোটাস ‘Historia’ শব্দটি প্রথম কখন ব্যবহার করেন?
ক. খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকে
খ. খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে
গ. খ্রিষ্টপূর্ব সপ্তম শতকে
ঘ. খ্রিষ্টপূর্ব অষ্টম শতকে
৪৮. লিওপোল্ড ফন র্যাংকে এবং হেরোডোটাস- এ দুজনের মধ্যে কোন বিষয়ে মিল আছে?
ক. দুজনেই সমরবিদ
খ. দুজনেই সমাজবিজ্ঞানী
গ. দুজনেই ঐতিহাসিক
ঘ. দুজনেই লেখক
৪৯. ঐতিহাসিক হেরোডোটাস কর্তৃক গ্রিস ও পারস্যের মধ্যে যুদ্ধের বিষয় লিপিবদ্ধের কারণ-
i. যাতে পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভুলে না যায়
ii. এ বিবরণ তাদের উৎসাহিত করে
iii. তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. উয়ারী-বটেশ্বরের আবিষ্কার প্রমাণ করে-
i. প্রাচীন বাংলার সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক
ii. প্রাচীন বাংলার সভ্যতা ছিল নগর কেন্দ্রিক
iii. প্রাচীন বাংলা ছিল উন্নত সভ্যতার ধারক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৫ ইতিহাস সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ ssc 2025 ইতিহাস ১ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post