এসএসসি ২০২৬ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, ssc 2026 ইতিহাস ১০ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
ssc 2026 ইতিহাস ১০ম অধ্যায় mcq
১. বাংলা চুক্তি কী নামে খ্যাত?
ক. সি আর দাস ফর্মুলা
খ. মহাআগান্ধী ফর্মুলা
গ. সোহরাওয়াদী ফর্মুলা
ঘ. মতিলাল নেহেরু ফর্মুলা
২. ১৮৫৭ খ্রিষ্টাব্দের সিপাহি বিপ্লবের তাৎপর্য কী ছিল?
ক. কোম্পানি শাসনের অবসান ঘটে
খ. কোম্পানি শাসনের স্থায়িত্ব বৃদ্ধি পায়
গ. মুসলমানরা জয় লাভ করে
ঘ. ইংরেজ শাসনের অবসান ঘটে চট্টগ্রামের
৩. পাহাড়তলীতে ‘ইউরোপিয়ান ক্লাব’ আক্রমণ নেতৃত্ব দেন কে?
ক. সূর্যসেন
খ. প্রীতিলতা ওয়াদ্দেদার
গ. প্রফুল্ল চাকী
ঘ. বাঘা যতিন
৪. বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়?
ক. পাকিস্তানে
খ. কর্নাটে
গ. রেঙ্গুনে
ঘ. ব্যারাকপুরে
৫. উপমহাদেশের স্বাধিকার-স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে গৌরবময় ভূমিকা কাদের ছিল?
ক. ভারতীয়দের
খ. ব্যবসায়ীদের
গ. বাঙালিদের
ঘ. ব্রিটিশদের
৬. ডালহৌসি কর্তৃক দিল্লি সম্রাট পদ বিলুপ্ত হলে কে সম্রাট পদ থেকে বঞ্চিত হন?
ক. শাহ আলম
খ. শাজাহান
গ. দ্বিতীয় বাহাদুর শাহ
ঘ. আকবর
৭. কত খ্রিষ্টাব্দে ইংরেজ শাসনের অবসান হয়?
ক. ১৮৫৮
খ. ১৮৫৯
গ. ১৯৪৭
ঘ. ১৯৪৮
৮. বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ গঠিত হয়েছিল?
ক. পূর্ববাংলা ও বিহার
খ. পূর্ব বাংলা ও আসাম
গ. পশ্চিম বাংলা ও উড়িষ্যা
ঘ. পশ্চিম বাংলা ও আসাম
৯. বঙ্গভঙ্গ রদ ঘোষিত হয় কোথায়?
ক. দিলিতে
খ. ইংল্যান্ডে
গ. আসানসোলে
ঘ. লক্ষ্ণৌতে
১০. স্বদেশী আন্দোলন পরিচালিত হয়েছিল কাদের বিরুদ্ধে?
ক. মুসলিম লীগের বিরুদ্ধে
খ. কংগ্রেসের বিরুদ্ধে
গ. ব্রিটিশ সরকারের বিরুদ্ধে
ঘ. মুসলিম লীগ ও ব্রিটিশের বিরুদ্ধে
১১. শিক্ষা আন্দোলনের বৈশিষ্ট্য ছিল কোনটি?
ক. সরকারি বিদ্যালয় স্থাপন
খ. ইংরেজি ভাষায় শিক্ষাদান
গ. কারিগরি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা
ঘ. বিজ্ঞান শিক্ষাকে নিষিদ্ধ করা
১২. বরিশালের চারণ কবি কে ছিলেন?
ক. মুকুন্দ দাস
খ. দ্বিজেন্দ্রনাথ
গ. রজনীকান্ত
ঘ. রবীন্দ্রনাথ
১৩. কোনটি হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ ব্রিটিশ বিরোধী আন্দোলন?
ক. স্বদেশী ও বিপ্লবী আন্দোলন
খ. সশস্ত্র ও বিপ্লবী আন্দোলন
গ. সশস্ত্র ও খিলাফত আন্দোলন
ঘ. খিলাফত ও অসহযোগ আন্দোলন
১৪. মাস্টারদা সূর্যসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. রাজশাহী
খ. চট্টগ্রাম
গ. দিনাজপুর
ঘ. রংপুর
১৫. প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি?
ক. অর্থনৈতিক সংস্কার
খ. রাজস্ব বর্ধিতকরণ
গ. মুদ্রানীতি জারিকরণ
ঘ. ব্রিটিশবিরোধী মনোভাব
১৬. লাহোর প্রস্তাব গৃহীত হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১৯৫৩
খ. ১৯৪০
গ. ১৯৪২
ঘ. ১৯৪৩
১৭. ‘ভারত ছাড়’ আন্দোলন করে কোন দল?
ক. কংগ্রেস
খ. মুসলিম লীগ
গ. কৃষক প্রজাপার্টি
ঘ. খিলাফত আন্দোলন
১৮. ‘ভারত ছাড়’ আন্দোলনের অন্যতম প্রকৃতি ছিল কোনটি?
ক. জনগণের বিরোধিতা
খ. জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
গ. জমিদারের জন্য সুবিধা
ঘ. জমিদারের নায়েবদের রক্ষা
১৯. বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ করা যায় কাদের মধ্যে?
ক. হিন্দু
খ. বৌদ্ধ
গ. খ্রিষ্টান
ঘ. মুসলমান
২০. কোন রাজনৈতিক দল বঙ্গভঙ্গের বিরুদ্ধে বৈপবিক আন্দোলন শুরু করে?
ক. কংগ্রেস
খ. মুসলিম লীগ
গ. জনগণ
ঘ. ইংরেজগণ
২১. সুখেন্দ্রনাথ ব্যানার্জি বঙ্গভঙ্গকে কী বলে আখ্যায়িত করেন?
ক. জাতীয় দুর্যোগ
খ. কালের বিবর্তন
গ. বিমাতাসুলভ আচরণ
ঘ. জাতীয় ঐক্যের প্রাচীর
২২. ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হওয়ার কারণ কী?
ক. স্বদেশি আন্দোলনের তীব্রতা
খ. বৈপ্লবিক আন্দোলনের তীব্রতা
গ. সিপাহি আন্দোলনের তীব্রতা
ঘ. অভ্যন্তরীণ আন্দোলনের তীব্রতা
২৩. বঙ্গভঙ্গ রদ করা হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১৯১১
খ. ১৯৪৭
গ. ১৯৭১
ঘ. ১৯৭৫
২৪. রাজা পঞ্চম জর্জের অভিষেক দরবার কত খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হয়?
ক. ১৯১১
খ. ১৯০৯
গ. ১৯১০
ঘ. ১৯২১
২৫. ১৯১১ খ্রিষ্টাব্দে দরবার অনুষ্ঠিত হয় কোথায়?
ক. করাচিতে
খ. ঢাকায়
গ. দিলিতে
ঘ. বিহারে
২৬. ১৯১১ খ্রিষ্টাব্দে সম্রাট পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে কী সম্পর্কে ঘোষণা দেয়া হয়?
ক. বঙ্গভঙ্গ আইন
খ. মর্লি-মিন্টো সংস্কার আইন
গ. বঙ্গভঙ্গ রদ আইন
ঘ. সূর্যাস্ত আইন
২৭. বাংলার মুসলমানদের মধ্যে হতাশার সৃষ্টি করেছিল কোন ঘটনা?
ক. হিন্দু-মুসলিম দ্বন্দ্ব
খ. স্বদেশী আন্দোলন
গ. সিপাহি বিপ্লব
ঘ. বঙ্গভঙ্গ রদ
২৮. বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদের প্রেক্ষাপটে কোন আন্দোলন গড়ে উঠেছিল?
ক. স্বদেশী আন্দোলন
খ. স্বাধীনতা আন্দোলন
গ. ভারত ছাড় আন্দোলন
ঘ. ফরায়েজি আন্দোলন
২৯. ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১৮৫৫
খ. ১৮৫৬
গ. ১৮৫৭
ঘ. ১৮৫৮
৩০. বঙ্গভঙ্গ করা হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১৯০৩
খ. ১৯০৫
গ. ১৯০৬
ঘ. ১৯০৭
৩১. ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী?
ক. রাজনৈতিক বৈষম্য
খ. ধর্মীয় অনুভূতিতে আঘাত
গ. অর্থনৈতিক বৈষম্য
ঘ. লেনদেনে সমস্যা
৩২. হিন্দু সম্প্রদায়ের বদ্ধমূল ধারণা মতে কী করলে ধর্ম নষ্ট হয়?
ক. মাছ খেলে
খ. ভাত খেলে
গ. সমুদ্র পাড়ি দিলে
ঘ. জীব হত্যা করলে
৩৩. ব্রিটিশরা সিপাহিদের জন্য কোন ধরনের রাইফেল প্রচলন করে?
ক. সিগফিল্ড
খ. এনফিল্ড
গ. এম. এল জি
ঘ. এন-১
৩৪. গরু ও শূকরের চর্বি মিশ্রিত ছিল কোথায়?
ক. রাইফেলের গায়ে
খ. সৈন্যদের হাতে
গ. বাইফেলের টোটায়
ঘ. ইংরেজদের খাদ্যে
৩৫. বয়কট কী?
ক. স্বদেশী দ্রব্য বর্জন
খ. বিলেতি দ্রব্য বর্জন
গ. বিদেশি দ্রব্য গ্রহণ
ঘ. বিলেতি দ্রব্য গ্রহণ
৩৬. শুরুতে ‘বয়কট’ আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল?
ক. বিলেতি পণ্য সম্ভার বর্জন
খ. বিলেতি পণ্য গ্রহণ
গ. দেশি পণ্য বর্জন
ঘ. বিদেশি পণ্য বর্জন
৩৭. রাইটার্স বিল্ডিং কোথায়?
ক. ইংল্যান্ডে
খ. আমেরিকায়
গ. ঢাকায়
ঘ. কলকাতায়
৩৮. কত খ্রিষ্টাব্দে অসহযোগ আন্দোলন বন্ধ হয়?
ক. ১৯১০
খ. ১৯১২
গ. ১৯২২
ঘ. ১৯৩২
৩৯. বেঙ্গল প্যাক্ট কত খ্রিষ্টাব্দে স্বাক্ষরিত হয়?
ক. ১৯২৩
খ. ১৯২৪
গ. ১৯২৫
ঘ. ১৯২৬
৪০. লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন?
ক. শেখ মুজিব
খ. ফজলুল হক
গ. মহাত্মা গান্ধী
ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ
৪১. লাহোর প্রস্তাবের প্রধান ধারা কয়টি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৪২. লাহোর প্রস্তাবের তীব্র নিন্দা করেন কে?
ক. মহাত্মা গান্ধী
খ. পুলিন বিহারী দাশ
গ. জওহরলাল নেহেরু
ঘ. নবাব সলিমুলাহ
৪৩. ‘দ্বিজাতি তত্ত্বের’ প্রবক্তা কে?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. জওহরলাল নেহেরু
গ. মহাত্মা গান্ধী
ঘ. এ কে ফজলুল হক
৪৪. ক্রিপস মিশন কত খ্রিষ্টাব্দে প্রত্যাখ্যাত হয়?
ক. ১৯৪৭
খ. ১৯৪৩
গ. ১৯৪২
ঘ. ১৯৪৬
৪৫. ‘ভারত ছাড়’ আন্দোলন কত খ্রিষ্টাব্দে শুরু হয়?
ক. ১৯৪২
খ. ১৯৪৫
গ. ১৯৪০
ঘ. ১৯৩৯
৪৬. ‘ভারত ছাড়’ আন্দোলনের ডাক দেন কে?
ক. জওহরলাল নেহেরু
খ. মহাত্মা গান্ধী
গ. রাজেন্দ্র প্রসাদ
ঘ. মোহাম্মদ আলী
৪৭. প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করা হয় কত তারিখে?
ক. ১৫ আগস্ট
খ. ১৬ আগস্ট
গ. ১৭ আগস্ট
ঘ. ১৮ আগস্ট
৪৮. পাকিস্তান ও ভারত রাষ্ট্রের জন্ম হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১৯৩৫
খ. ১৯৩৬
গ. ১৯৪০
ঘ. ১৯৪৭
৪৯. ভারতের স্বাধীনতা দিবস কত তারিখে?
ক. ১৫ আগস্ট
খ. ১৬ আগস্ট
গ. ১৭ আগস্ট
ঘ. ১৮ আগস্ট
৫০. বাংলা চুক্তির অবসান ঘটে-
i. কংগ্রেসের বিরোধিতার কারণে
ii. হিন্দু মহাসভা ও মুসলমানদের তাবলীগ, তানজীম আন্দোলনের কারণে
iii. চিত্তরঞ্জন দাশের অকাল মৃত্যুর ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৬ ইতিহাস সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ ssc 2026 ইতিহাস ১০ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post