এসএসসি ২০২৪ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, ssc 2024 ইতিহাস ২য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- বিশ্বসভ্যতা মিশর সিন্ধু গ্রিক ও রোম।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
ssc 2024 ইতিহাস ২য় অধ্যায় mcq
১. মিশরীয়দের লিখন পদ্ধতিকে কী বলা হতো?
ক. হায়ারোগ্লিফিক
খ. কিউনিফর্ম
গ. মেসোপটেমীয় লিপি
ঘ. মিশরীয় লিপি
১. মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?
ক. ২৩টি
খ. ২৪টি
গ. ২৫টি
ঘ. ২৬টি
২. মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন?
ক. মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল
খ. অভিজাত সম্প্রদায় ধর্মের গুরুত্ব দিত
গ. পুরোহিতরা দেশ শাসন করত
ঘ. মিশরীয়রা ধর্মে বিশ্বাসী ছিল
২. বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে?
ক. হেরোডোটাস
খ. থুকিডাইডেস
গ. ইউরিপিদিস
ঘ. এরিস্টোফেনেস
৩. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?
ক. মিশরীয়রা
খ. গ্রিকরা
গ. রোমানরা
ঘ. সিন্ধুর অধিবাসীরা
৪. আদিম মানুষেরা অস্ত্র তৈরি করতে কী ব্যবহার করত?
ক. বন্দুক
খ. লোহা
গ. বলম
ঘ. পাথর
৫. পুরোপলীয় যুগ কী?
ক. পুরনো পাথরের যুগ
খ. আদি পাথরের যুগ
গ. নব্য পাথরের যুগ
ঘ. বর্তমান পাথরের যুগ
৬. কোন অস্ত্র দিয়ে প্রাচীন মানুষ পশু শিকার করত?
ক. লোহার অস্ত্র
খ. পাথরের অস্ত্র
গ. আধুনিক অস্ত্র
ঘ. কাঠের অস্ত্র
৭. পুরনো পাথরের যুগ শেষ হলে মানুষ কোনটি শেখে?
ক. পশুপালন
খ. কৃষি কাজ
গ. ব্যবসায়
ঘ. পশু শিকার
৮. কোন যুগের শেষে প্রাচীন মানুষের যাযাবর জীবন শেষ হয়?
ক. নতুন পাথরের যুগ
খ. পুরনো পাথরের যুগ
গ. মধ্য যুগ
ঘ. ব্রোঞ্জ যুগে
৯. নবোপলীয় যুগের অপর নাম কী?
ক. আদিম যুগ
খ. মধ্য যুগ
গ. নতুন পাথরের যুগ
ঘ. আধুনিক যুগ
১০. মিশরের প্রথম ফারাও কে?
ক. মেনেস (নারমার)
খ. ফারাও খুফু
গ. ফারাও ইখনাটন
ঘ. হাম্বুরাবি
১১. মিশরের পূর্ব দিকে কোন সাগর অবস্থিত?
ক. লোহিত সাগর
খ. ভূমধ্যসাগর
গ. আরব সাগর
ঘ. চীন সাগর
১২. মিশরীয় সভ্যতা কত বছর স্থায়ী ছিল?
ক. ২০০০
খ. ২৫০০
গ. ৩০০০
ঘ. ৩৫০০
১৩. মিশরীয়দের সূর্য দেবতার নাম কী?
ক. ‘রে’ বা ‘আমন রে’
খ. ওসিরিস
গ. ইখনাটন
ঘ. ঈশ্বর
১৪. নীলদের দেবতার নাম-
ক. ওসিরিস
খ. ফারাও
গ. রে
ঘ. এটম
১৫. মিশরীয়দের প্রিয় রং কী ছিল?
ক. লাল ও সবুজ
খ. লাল ও কালো
গ. সাদা ও কালো
ঘ. লাল ও নীল
১৬. পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে কারা?
ক. গ্রিকরা
খ. পারসিকরা
গ. মিশরীয়রা
ঘ. অ্যাসেরীয়রা
১৭. প্রাচীন মিশরের রাজধানী কোনটি?
ক. রোম
খ. গ্রিস
গ. মেম্ফিস
ঘ. এথেন্স
১৮. ফারাও শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
ক. ‘পোরাও’
খ. ‘পের-ও’
গ. ‘পেরিও’
ঘ. ‘পরাও’
১৯. ফারাওরা ছিল অত্যন্ত-
ক. ক্ষমতাশালী
খ. ন্যায় নীতিবান
গ. কঠোর
ঘ. দয়ালু
২০. নিজেদেরকে সূর্যদেবতার বংশধর মনে করতেন কোন দেশের রাজারা?
ক. লিবিয়া
খ. মিশর
গ. ইরান
ঘ. ইরাক
২১. ফারাওরা নিজেদের কার বংশধর মনে করত?
ক. অগ্নিদেবতা
খ. সূর্য দেবতা
গ. শক্তি দেবতা
ঘ. পাথর দেবতা
২২. ফারাওদের উত্তরাধিকার সূত্রে কারা ফারাও হতো?
ক. তাদের পিতা
খ. তাদের ছেলে
গ. তাদের ভাই
ঘ. সাধারণ প্রজা
২৩. মিশরে জমি উর্বর হতো কীভাবে?
ক. সার ব্যবহার দ্বারা
খ. সেচের পানি দ্বারা
গ. বৃষ্টির পানি দ্বারা
ঘ. বন্যার পানি দ্বারা
২৪. মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে- এমন ধারণা দেন কারা?
ক. আরবরা
খ. মিশরীয়রা
গ. গ্রিকরা
ঘ. ইংরেজরা
২৫. সিন্ধু সভ্যতার সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২৬. সিন্ধু সভ্যতার পরিবার ব্যবস্থা কেমন ছিল?
ক. মাতৃতান্ত্রিক
খ. পুরুষতান্ত্রিক
গ. পিতৃতান্ত্রিক
ঘ. নিয়মতান্ত্রিক
২৭. সিন্ধু সভ্যতার কৃষকরা কোথায় বাস করত?
ক. শহরে
খ. বনে
গ. দুর্গে
ঘ. গ্রামে
২৮. ব্রোঞ্জের উপাদান কী কী?
ক. তামা ও টিন
খ. তামা ও দস্তা
গ. দস্তা ও টিন
ঘ. টিন ও লোহা
২৯. সিন্ধুসভ্যতার অধিবাসীরা কীসের ব্যবহার জানত না?
ক. তামার
খ. লোহার
গ. দস্তার
ঘ. সোনার
৩০. মিশরীয়দের লেখার সময় মনোভাব কেমন থাকত?
ক. আনন্দপূর্ণ
খ. বেদনাপূর্ণ
গ. দুঃখপূর্ণ
ঘ. গাম্ভীর্যপূর্ণ
৩১. কোন সভ্যতাকে ‘হরপ্পা সংস্কৃতি’ বলা হয়?
ক. মিশরীয় সভ্যতাকে
খ. চীনা সভ্যতাকে
গ. রোমান সভ্যতাকে
ঘ. সিন্ধু সভ্যতাকে
৩২. কোন সভ্যতার আবিষ্কারের কাহিনী চমকপ্রদ?
ক. গ্রিক
খ. সিন্ধু
গ. মিশর
ঘ. আরব
৩৩. সিন্ধু প্রদেশ কোন দেশে অবস্থিত?
ক. ভারত
খ. পাকিস্তান
গ. ইরাক
ঘ. ইরান
৩৪. লারকানা জেলা কোন প্রদেশের অন্তর্গত?
ক. করাচি
খ. সিন্ধু
গ. রাওয়ালপিন্ডি
ঘ. বোম্বাই
৩৫. মহেঞ্জোদারো শহরের মাটির ঢিবি কেমন ছিল?
ক. উঁচু
খ. নিচু
গ. সমান
ঘ. সমতল
৩৬. মড়া মানুষের ঢিবি বলতে বোঝায়-
ক. পিরামিডকে
খ. মহেঞ্জোদারোকে
গ. হরপ্পাকে
ঘ. স্ফিংকসকে
৩৭. পরিকল্পিত নগরী কোন সভ্যতার অবদান?
ক. মিশরীয়
খ. চৈনিক
গ. সিন্ধু
ঘ. রোমান
৩৮. সিন্ধু সভ্যতার পরিবার পদ্ধতি কেমন ছিল?
ক. দলগত পরিবার
খ. যৌথ পরিবার
গ. একক পরিবার
ঘ. অন্ধ পরিবার
৩৯. সিন্ধুসভ্যতার ঘর-বাড়ি গুলো কয় তলাবিশিষ্ট?
ক. এক দুই তলা
খ. দুই তলা
গ. দুই তিন তলা
ঘ. চার তলা
৪০. মহেঞ্জোদারোর স্থাপত্যের মধ্যে উলেখযোগ্য বৃহৎ মিলনায়তনটি কত ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল?
ক. ৭০
খ. ৮০
গ. ৬০
ঘ. ৫০
৪১. হরপ্পাতে কী পাওয়া গেছে?
ক. স্নানাগার
খ. শস্যাগার
গ. বিশ্রামাগার
ঘ. অতিথি ঘর
৪২. বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে?
ক. এথেন্সে
খ. রোমে
গ. হরপ্পায়
ঘ. মহেঞ্জোদারোতে
৪৩. সিন্ধু সভ্যতার যুগে কতটি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে?
ক. ১২
খ. ১০
গ. ১৩
ঘ. ১৩
৪৪. মহেঞ্জোদারোতে কোন ধরনের মূর্তি পাওয়া গিয়াছে?
ক. পুরুষ মূর্তি
খ. নারী মূর্তি
গ. গরুর মূর্তি
ঘ. বাঘের মূর্তি
৪৫. মহেঞ্জোদারোতে কতগুলো সিল পাওয়া গেছে?
ক. ২০০০
খ. ২৫০০
গ. ২৪০০
ঘ. ২১০০
৪৬. ‘ইলিয়ড’ ও ওডিসি’ কোন ধরনের রচনা?
ক. পত্রকাব্য
খ. মহাকাব্য
গ. সাহিত্য
ঘ. কবিতা
৪৭. ঈজিয়ান সভ্যতা আবিষ্কৃত হয় কত শতকে?
ক. ষোলো
খ. সতেরো
গ. আঠারো
ঘ. উনিশ
৪৮. গ্রিকরা প্রথম অঙ্কন করেন-
ক. জমির মানচিত্র
খ. পৃথিবীর মানচিত্র
গ. রোমানদের মানচিত্র
ঘ. দেশের মানচিত্র
৪৯. গ্রিক সভ্যতা গড়ে উঠে কীভাবে?
ক. ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে
খ. প্রধান বন্দর নিয়ে
গ. সমতল ভূমি নিয়ে
ঘ. ধর্মীয় বিশ্বাস নিয়ে
৫০. গ্রিক সভ্যতাকে কত ভাগে ভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
এসএসসি-২০২৪ ইতিহাস সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ ssc 2024 ইতিহাস ২য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post