এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, ssc 2025 ইতিহাস ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস (খ্রিষ্টপূর্বাব্দ ৩২৬-১২০৪ খ্রিষ্টাব্দ)।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
ssc 2025 ইতিহাস ৪র্থ অধ্যায় mcq
১. ‘মাৎস্যন্যায়’-এর অবসান ঘটে কীভাবে?
ক. মৌর্যদের আগমনে
খ. গুপ্তদের আগমনে
গ. সেনদের আগমনে
ঘ. পালদের আগমনে
২. পাল বংশের প্রতিষ্ঠা করেন কে?
ক. শশাংক
খ. গোপাল
গ. মহীপাল
ঘ. সৌমিত্র
৩. লামা তারনাথ কোন দেশের ঐতিহাসিক?
ক. তিব্বত
খ. চীন
গ. গ্রিস
ঘ. পারস্য
৪. দীর্ঘকাল বাংলা শাসন করেন কোন রাজবংশ?
ক. মৌর্য রাজবংশ
খ. গুপ্ত রাজবংশ
গ. পাল রাজবংশ
ঘ. সেন রাজবংশ
৫. পালবংশের পতন ঘটে কার হাতে?
ক. অজয় সেন
খ. বিজয় সেন
গ. লক্ষণ সেন
ঘ. বল্লাল সেন
৬. গুপ্ত যুগের প্রশাসনিক বিভাগ সম্পর্কে কোনটি সঠিক?
ক. গ্রাম → বীথি → মণ্ডল → বিষয় → ভুক্তি
খ. ভুক্তি → বিষয় → মণ্ডল → বীথি → গ্রাম
গ. গ্রাম → বীথি → বিষয় → ভুক্তি → মন্ডল
ঘ. ভুক্তি→ মন্ডল → বীথি → বিষয় →গ্রাম
৭. গৌড়রাজ শশাংকের রাজধানী ছিল কোনটি?
ক. কর্ণসুবর্ণ
খ. বিক্রমপুর
গ. পুণ্ড্রনগর
ঘ. চন্দ্রদ্বীপ
৮. ‘দান সাগর’ বইটির লেখক কে?
ক. বল্লাল সেন
খ. সন্ধ্যাকর নদী
গ. ইন্দ্রগুপ্ত
ঘ. উমাপতি ধর
৯. ধর্মপালের পুত্রের নাম কী?
ক. দেবপাল
খ. সৌমিত্র পাল
গ. কম্ভপাল
ঘ. ইন্দ্রপাল
১০. পালবংশের সর্বশেষ সফল শাসক কে ছিলেন?
ক. মহীপাল
খ. দেবপাল
গ. বিগ্রহপাল
ঘ. রামপাল
১১. পাল বংশের পতন ঘটে কত শতকে.
ক. দশ
খ. এগারো
গ. বার
ঘ. তের
১২. দেববংশের কতজন রাজার নাম পাওয়া যায়?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
১৩. ‘প্রাসিঅয়’ জাতির রাজধানী কোথায় ছিল?
ক. প্যালিবোথরা
খ. পাঞ্জাব
গ. কাশ্মির
ঘ. কুচবিহার
১৪. ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ৩১৮
খ. ৩১৯
গ. ৩২০
ঘ. ৩২১
১৫. শশাংক প্রথম কোথায় রাজ্য স্থাপন করেন?
ক. বঙ্গে
খ. পুন্ড্রে
গ. গৌড়ে
ঘ. সমতটে
১৬. শশাংকের রাজধানীর নাম কী?
ক. পুণ্ড্রনগর
খ. কর্ণসুবর্ণ
গ. পুণ্ড্রবর্ধন
ঘ. তাম্রলিপ্ত
১৭. হিউয়েন সাং শশাংককে কী বলে আখ্যায়িত করেছেন?
ক. জৈনধর্ম বিদ্বেষী
খ. শৈবধর্ম বিদ্বেষী
গ. হিন্দুধর্ম বিদ্বেষী
ঘ. বৌদ্ধধর্ম বিদ্বেষী
১৮. পুকুরে বড় মাছ শক্তির দাপটে ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে-
ক. রাক্ষস মাছ
খ. ভয়ঙ্কর মাছ
গ. অন্ধকারময় অবস্থা
ঘ. মাৎস্যন্যায়
১৯. পাল আমলে শাসন বিভাগের সর্বোচ্চ স্থানে কে ছিলেন?
ক. রাজা
খ. রাজপুত্র
গ. সেনাপতি
ঘ. উজির
২০. পালবংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
ক. গোপাল
খ. ধর্মপাল
গ. দেবপাল
ঘ. মহীপাল
২১. ধর্মপাল কত বছর রাজত্ব করেন?
ক. ৩৮
খ. ৩৯
গ. ৪০
ঘ. ৪১
২২. ধর্মপাল কোথায় একটি বৌদ্ধবিহার বা মঠ নির্মাণ করেন?
ক. ভাগলপুরের ২৪ মাইল পূর্বে
খ. জয়পুরের শ্রীনগরে
গ. বিহারে
ঘ. গয়াকাশীর নিকট
২৩. দেবদের রাজত্ব বিস্তৃত ছিল কোথায়?
ক. গৌড়ে
খ. বঙ্গে
গ. পুন্ড্রে
ঘ. সমতটে
২৪. কান্তিদেবের রাজ্যভুক্ত ছিল বর্তমানের কোনটি?
ক. বগুড়া
খ. কুমিল্লা
গ. নওগাঁ
ঘ. সিলেট
২৫. ত্রৈলোক্যচন্দ্রের উপাধি কী ছিল?
ক. মহারাজাধিরাজ
খ. পরমেশ্বর
গ. পরমভট্টারক
ঘ. পরম সৌগত
২৬. ‘দানসাগর’ ও ‘অদ্ভুতসাগর’ গ্রন্থের লেখক কে?
ক. টেকচাঁদ ঠাকুর
খ. বল্লাল সেন
গ. সন্ধ্যাকর নন্দি
ঘ. লক্ষ্মণ সেন
২৭. বাংলায় সেন বংশের শাসন কত কাল স্থায়ী ছিল?
ক. প্রায় ৫০ বছর
খ. প্রায় ১০০ বছর
গ. প্রায় ১৫০ বছর
ঘ. প্রায় ২০০ বছর
২৮. লালমাই পাহাড় প্রাচীনকালে কী নামে পরিচিত ছিল?
ক. নিলিগিরি
খ. মাহিতগিরি
গ. রোহিতগিরি
ঘ. সাধনগিরি
২৯. পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ কার উপাধি ছিল?
ক. ত্রৈলোক্যচন্দ্রের
খ. পূর্ণ চন্দ্রের
গ. সুবর্ণ চন্দ্রের
ঘ. শ্রীচন্দ্রের
৩০. কোন শতকে বর্ম রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল?
ক. দশম
খ. একাদশ
গ. অষ্টম
ঘ. সপ্তম
৩১. বর্মবংশের প্রতিষ্ঠাতা কে?
ক. জাতবর্মা
খ. বলুচিবর্মা
গ. রামবর্মা
ঘ. সামলবর্মা
৩২. লক্ষ্মণ সেন কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?
ক. ৪০
খ. ৫০
গ. ৬০
ঘ. ৭০
৩৩. কত খ্রিষ্টাব্দে ডোম্মন পাল সুন্দরবন অঞ্চলে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন?
ক. ১১৯৫
খ. ১১৯৬
গ. ১১৯৭
ঘ. ১৯৯৮
৩৪. গঙ্গা নদীর স্রোত কয়টি?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৫
৩৫. ‘প্রাসিঅয়’ কী?
ক. একটি নদীর নাম
খ. একটি পাহাড়ের নাম
গ. একটি রাজ্যের নাম
ঘ. একটি জাতির নাম
৩৬. ‘গঙ্গারিডই’ বলতে কী বোঝ?
ক. একটি শক্তিশালী রাজ্য
খ. একটি নগর
গ. একটি নদী
ঘ. একটি পর্বত
৩৭. ভাস্করবর্মা কার সাথে বন্ধুত্ব করেন?
ক. দেবগুপ্ত
খ. হর্ষবর্ধন
গ. কীর্তিবর্মণ
ঘ. গ্রহবর্মণ
৩৮. কত খ্রিষ্টাব্দে শশাংকের মৃত্যু হয়?
ক. ৬৩৪
খ. ৬৩৫
গ. ৬৩৬
ঘ. ৬৩৭
৩৯. শশাংক কোন ধর্মের উপাসক ছিলেন?
ক. হিন্দু
খ. মুসলিম
গ. শৈব
ঘ. বৌদ্ধ
৪০. কার মৃত্যুর পর বাংলার ইতিহাসে দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়?
ক. হর্ষবর্ধন
খ. থানেশ্বর
গ. শশাংক
ঘ. সমুদ্রগুপ্ত
৪১. দেববংশের রাজধানী কোথায় ছিল?
ক. কর্মান্ত বাসকে
খ. দেবপর্বতে
গ. নাগপুরে
ঘ. ভাগলপুরে
৪২. দেবপর্বত কোথায় অবস্থিত?
ক. পাহাড়পুরের কাছে
খ. লালবাগের কাছে
গ. ময়নামতির কাছে
ঘ. শ্রীহট্টের কাছে
৪৩. সমগ্র সমতট অঞ্চলে কোন বংশের রাজত্ব ছিল?
ক. খড়গ
খ. কান্তিদেব
গ. দেব
ঘ. চন্দ্র
৪৪. কোন বংশের হাতে কান্তিদেবের রাজ্য পতন হয়?
ক. খড়গ
খ. চন্দ্র
গ. রাজ
ঘ. দেব
৪৫. চন্দ্র রাজাদের মূল কেন্দ্র ছিল কোথায়?
ক. পাহাড়পুরে
খ. লালমাই পাহাড়ে
গ. হরিকেলে
ঘ. উত্তরবঙ্গে
৪৬. অসমাপ্ত গ্রন্থ ‘অদ্ভুতসাগর’ কে সমাপ্ত করেন?
ক. লক্ষ্মণ সেন
খ. বলাল সেন
গ. হেমন্ত সেন
ঘ. বিজয় সেন
৪৭. শশাংকের মৃত্যুর পর বাংলায় কোন পরিস্থিতির উদ্ভব হয়?
ক. সেন রাজাদের উদ্ভব হয়
খ. পাল যুগের অবসান ঘটে
গ. শান্তিশৃঙ্খলা ফিরে আসে
ঘ. বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়
৪৮. ওয়ার্ল্ড হ্যারিটেজ কোনটি?
ক. উয়ারী বটেশ্বর
খ. সোমপুর বিহার
গ. শালবন বিহার
ঘ. জগদুল বিহার
৪৯. সন্ধ্যাকর নন্দী কে ছিলেন?
ক. একজন কবি
খ. একজন গায়ক
গ. একজন কৃষক
ঘ. একজন বৈজ্ঞানিক
৫০. কৈবর্তরাজের নাম কী ছিল?
ক. দিব্য
খ. ভীম
গ. বিগ্রহপাল
ঘ. রামপাল
এসএসসি-২০২৫ ইতিহাস সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ ssc 2025 ইতিহাস ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post