এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, ssc 2025 ইতিহাস ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
ssc 2025 ইতিহাস ৫ম অধ্যায় mcq
১. বাংলার প্রাচীনতম অধিবাসীরা কোন গোষ্ঠীর মানুষ?
ক. নিষাদ
খ. কোল
গ. অস্ট্রিক
ঘ. ভিল
২. পূর্ববঙ্গে মানুষের খুব প্রিয় খাবার ছিল-
ক. ভাত ও মাছ
খ. মাংস ও সবজি
গ. মাংস ও দুধ
ঘ. ইলিশ ও শুঁটকি
৩. ওয়ারী-বটেশ্বরে কত বৎসর পূর্বের ধ্বংসাবশেষ পাওয়া গেছে?
ক. ২৩০০
খ. ২৪০০
গ. ২৫০০
ঘ. ২৬০০
৪. বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে কোনটি সঠিক?
ক. সংস্কৃত → অপভ্রংশ → প্রাকৃত → বাংলা
খ. প্রাকৃত → সংস্কৃত → অপভ্রংশ → বাংলা
গ. সংস্কৃত → প্রাকৃত → অপভ্রংশ → বাংলা
ঘ. অপভ্রংশ → প্রাকৃত → সংস্কৃত → বাংলা
৫. এখন পর্যন্ত মোট কতটি চর্যাপদ পাওয়া গেছে?
ক. ৪৫
খ. ৪৬
গ. ৪৭
ঘ. ৪৮
৬. উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত?
ক. সাভারে
খ. গাজীপুরে
গ. নরসিংদীতে
ঘ. মানিকগঞ্জে
৭. বিষ্ণুর রেখাচিত্রটি পাওয়া যায় কোন তাম্রশাসনে?
ক. ডোম্মনপালের
খ. ধর্মপালের
গ. দেবপালের
ঘ. মহীপালের
৮. শ্যামদেশ এর বর্তমান নাম কী?
ক. ইরান
খ. বাহরাইন
গ. থাইল্যান্ড
ঘ. মায়ানমার
৯. আর্যদের ভাষার নাম কী?
ক. তামিল
খ. তেলেগু
গ. বৈদিক
ঘ. অস্ট্রিক
১০. বর্তমান পর্যন্ত মোট কতটি চর্যাপদ পাওয়া গেছে?
ক. ৪৫
খ. ৪৬
গ. ৪৭
ঘ. ৪৮
১১. আর্যাবতে সবচেয়ে প্রাচীন শৈব সম্প্রদায় কোনটি?
ক. বৈষ্ণব
খ. ব্রাহ্মণ
গ. জৈন
ঘ. পশুপতি
১২. জৈনধর্মের প্রভাব কমে এসেছিল কোন যুগের শুরুতে?
ক. মৌর্য
খ. পাল
গ. গুপ্ত
ঘ. সেন
১৩. ষষ্ঠ শতকে বাংলার কোথায় অসংখ্য বৌদ্ধ বিহার ছিল?
ক. বগুড়ায়
খ. রংপুরে
গ. নওগাঁয়
ঘ. কুমিল্লায়
১৪. ময়নামতি কোথায় অবস্থিত?
ক. রাজশাহী
খ. কুমিল্লা
গ. নটোর
ঘ. বগুড়া
১৫. শালবন বিহার নির্মাণ করেন কে?
ক. অতীশ দীপঙ্কর
খ. অশোক
গ. শ্রীভবদেব
ঘ. শশাঙ্ক
১৬. বাংলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে মিশে যায় কোন জাতি?
ক. গৌড়
খ. আর্য
গ. আলপাইন
ঘ. বাঙালি
১৭. বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠার পূর্বে কোন সমাজব্যবস্থা ছিল সর্বেসর্বা?
ক. কৌম সমাজ
খ. কৌলিন্য সমাজ
গ. ব্রাহ্মণ সমাজ
ঘ. কায়স্থ সমাজ
১৮. প্রাচীন সমাজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করতেন কারা?
ক. ব্রাহ্মণরা
খ. ক্ষত্রিয়রা
গ. বৈশ্যরা
ঘ. শূদ্ররা
১৯. প্রাচীন বাংলায় ক্ষত্রিয়দের পেশা কী ছিল?
ক. অধ্যয়ন করা
খ. যুদ্ধ করা
গ. অধ্যাপনা করা
ঘ. পূজা-পার্বণ করা
২০. প্রাচীন বাংলায় শূদ্রদের পেশা ছিল নিচের কোনটি?
ক. ব্যবসা-বাণিজ্য যুদ্ধ
খ. কৃষিকাজ
গ. যুদ্ধ
ঘ. পূজা-পার্বণ পরিচালনা
২১. প্রাচীন বাংলায় ধনসম্পত্তিতে কাদের কোনো আইনগত অধিকার ছিল না?
ক. ছেলে
খ. পুরুষ
গ. মা-বাবা
ঘ. নারী
২২. প্রাচীন বাংলায় যাতায়াতের প্রধান মাধ্যম কী ছিল?
ক. গরুর গাড়ি
খ. শকট
গ. জাহাজ
ঘ. বাস
২৩. বাংলায় মধ্যযুগের সূচনা শুরু হয় কোন সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে?
ক. হিন্দু
খ. মুসলিম
গ. বৌদ্ধ
ঘ. খ্রিষ্টান
২৪. প্রাচীন বাংলায় জমির প্রকৃত মালিক ছিল কে?
ক. কৃষক
খ. মজুর
গ. রাজা
ঘ. বর্গাচাষি
২৫. বিশ্বখ্যাত মসলিন কাপড় বাংলায় তৈরি হয় কোন সময় থেকে?
ক. মধ্য যুগ
খ. আধুনিক যুগ
গ. প্রস্তর যুগ
ঘ. প্রাচীন যুগ
২৬. প্রাচীন বাংলার কত গজ মসলিন একটি নস্যের কৌটায় ভরা যেত?
ক. ১৮
খ. ১৯
গ. ২০
ঘ. ২১
২৭. প্রাচীনকালের ব্যবসায়-বাণিজ্যের মাধ্যম হিসেবে নিচের কোনটি প্রচলিত ছিল?
ক. দাসপ্রথা
খ. করপ্রথা
গ. বিনিময় প্রথা
ঘ. কুপ্রথা
২৮. বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কত খ্রিষ্টপূর্ব শতকে?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
২৯. সোমপুর বিহারটি নির্মিত হয় কত শতকে?
ক. সপ্তম
খ. অষ্টম
গ. নবম
ঘ. দশম
৩০. বাংলার সবচেয়ে প্রাচীন মন্দিরটির অবস্থান ছিল কোথায়?
ক. সমতটে
খ. রাঢ়ে
গ. বর্ধমানে
ঘ. পুণ্ড্রবর্ধনে
৩১. দিনাজপুর জেলার বানগড়ে নির্মিত মন্দিরটি কীসের তৈরি?
ক. লোহার
খ. কাঠের
গ. ব্রোঞ্জের
ঘ. প্রস্তরের
৩২. কোন আমলে বৌদ্ধ সংস্কৃতিতে দুর্দশা নেমে আসে?
ক. পাল
খ. সেন
গ. আর্য
ঘ. গুপ্ত
৩৩. মসলিন শাড়ি কেমন ছিল?
ক. খুবই সূক্ষ্ম ও মসৃণ
খ. কারুকার্যময়
গ. আভিজাত্যময়
ঘ. খুবই বড়
৩৪. কোনটির উন্নতির সঙ্গে সঙ্গে প্রাচীন বাংলায় বাণিজ্য যথেষ্ট প্রসার লাভ করে?
ক. শিল্প
খ. কৃষি
গ. ব্যবসা
ঘ. যোগাযোগ
৩৫. ফাহিয়েন ও হিউয়েন সাং কোন দেশের ভ্রমণকারী ছিলেন?
ক. জাপানের
খ. চীনের
গ. জার্মানির
ঘ. ইতালির
৩৬. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
ক. পাহাড়পুরে
খ. ময়নামতিতে
গ. দিনাজপুরে
ঘ. বগুড়ায়
৩৭. রাজা ধর্মপাল কয়টি বিহার নির্মাণ করেছিলেন?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৩৮. কাদের প্রভাবে হিন্দুসমাজ দুর্বল হয়ে পড়ে?
ক. ব্রাহ্মণ
খ. অস্ট্রিক
গ. শূদ্র
ঘ. ক্ষত্রিয়
৩৯. প্রাচীন বাংলায় কত ধরনের ভূমি ছিল?
ক. ২
খ. ৫
গ. ৩
ঘ. ৪
৪০. প্রাচীন বাংলায় প্রধান ফসল কী ছিল?
ক. ধান
খ. গম
গ. পাট
ঘ. তুলা
৪১. প্রাচীনকালে বাংলা কোন শিল্পের জন্য বিখ্যাত ছিল?
ক. কাগজ
খ. পাট
গ. চিনি
ঘ. বস্তু
৪২. শালবন বিহার কোথায় অবস্থিত?
ক. দিনাজপুর
খ. কুমিল্লা
গ. বগুড়া
ঘ. রাজশাহী
৪৩. বাংলাদেশের স্থাপত্য শিল্পের ইতিহাসে কোন মন্দির এক অমর সৃষ্টি?
ক. পাহাড়পুরের মন্দির
খ. ময়নামতির মন্দির
গ. চট্টগ্রামের মন্দির
ঘ. বারাকরের মন্দির
৪৪. কোন জেলায় প্রস্তর নির্মিত মন্দির পাওয়া গেছে?
ক. দিনাজপুর
খ. বগুড়া
গ. কুমিল্লা
ঘ. চট্টগ্রাম
৪৫. কোথায় ব্রোঞ্জের তৈরি মন্দির পাওয়া গেছে?
ক. দিনাজপুর
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. খুলনা
৪৬. ‘নিষাদ বা নাগ’ বলা হতো কোন জাতির মানুষকে?
ক. কিরাত
খ. দ্রাবিড়
গ. অস্ট্রিক
ঘ.ভোট চীনা
৪৭. কার রাজত্বকালে বৌদ্ধধর্ম বাংলায় বেশি প্রসার লাভ করে?
ক. শশাংক
খ. কংস
গ. গৌতম
ঘ. অশোক
৪৮. পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক. বৈদিক
খ. জৈন
গ. বৈষ্ণব
ঘ. বৌদ্ধ
৪৯. কত শতক পর্যন্ত বাংলায় বৌদ্ধ ধর্মের জয়জয়কার ছিল?
ক. সপ্তম-অষ্টম
খ. পঞ্চম-সপ্তম
গ. চতুর্থ-পঞ্চম
ঘ. অষ্টম-একাদশ
৫০. মহাপন্ডিতাচার্য বোধিভদ্র কোন বিহারে বাস করতেন?
ক. সোমপুর
খ. বিক্রমশীল
গ. শালবন
ঘ. ওদন্তপুর
এসএসসি-২০২৫ ইতিহাস সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ ssc 2025 ইতিহাস ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post