এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, ssc 2025 ইতিহাস ৭ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- মধ্যযুগের বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
ssc 2025 ইতিহাস ৭ম অধ্যায় mcq
১. মধ্যযুগে বাংলার মুসলমানদের অন্যতম প্রিয় খাবার ছিল কোনটি?
ক. শাকসবজি
খ. মাছ
গ. ভাত
ঘ. খিচুড়ি
২. কিসের ওপর ভিত্তি করে জাতিভেদ প্রথার সৃষ্টি হয়?
ক. পোশাক
খ. পেশা
গ. মেধা
ঘ. শারীরিক গঠন
৩. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে কয়টি বর্ণ বিদ্যমান ছিল?
ক. ৫
খ. ৪
গ. ৩
ঘ. ২
৪. কত খ্রিষ্টাব্দে একলাখী মসজিদ নির্মিত হয়?
ক. ১৪১৮-১৪২১
খ. ১৪১৮-১৪২২
গ. ১৪১৮-১৪২৩
ঘ. ১৪১৮-১৪২৫
৫. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে এক বর্ণের সাথে অন্য বর্ণের বিবাহ নিষিদ্ধের অন্যতম প্রধান কারণ কোনটি?
ক. ধর্মের নিষেধাজ্ঞা
খ. জাতিভেদ প্রথা
গ. শাসকগোষ্ঠীর নিষেধাজ্ঞা
ঘ. আর্থিক অসামঞ্জস্যতা
৬. ষাট গম্বুজ মসজিদের নির্মাতা কে?
ক. খান জাহান আলী
খ. উলুখ খান জাহান
গ. নুসরত শাহ
ঘ. ফতেহ শাহ
৭. মধ্যযুগের বাংলার সমাজব্যবস্থায় কোন দুটি ধর্মের প্রভাব বিদ্যমান ছিল?
ক. হিন্দু ও ইসলাম
খ. হিন্দু ও খ্রিষ্টান
গ. হিন্দু ও জৈন
ঘ. ইসলাম ও খ্রিষ্টান
৮. মধ্যযুগের বাংলায় মুসলিম সমাজব্যবস্থায় কয়টি শ্রেণির অস্তিত্ব ছিল?
ক. ৬
খ. ৫
গ. ৪
ঘ. ৩
৯. মুসলমান নবজাতকের নামকরণকে কেন্দ্র করে পালিত অনুষ্ঠান –
ক. আকিকা
খ. খাতনা
গ. মিলাদ
ঘ. মহররম
১০. মধ্যযুগের বাংলার অভিজাত মুসলমানরা কী ধরনের ছিলেন?
ক. পরিশ্রমী
খ. দয়ালু
গ. ভোজনবিলাসী
ঘ. কষ্টসহিষ্ণু
১১. মধ্যযুগে বাংলার হিন্দু সমাজে বৈষম্য ছিল কেন?
ক. বর্ণপ্রথা কঠোরভাবে মান্য করা হতো বলে
খ. সুলতানের অত্যাচারের কারণে
গ. টাকা-পয়সা কম ছিল বলে
ঘ. বেকার সমস্যা ছিল বলে
১২. মধ্যযুগে বাংলায় হিন্দু সমাজে কারা ধর্ম-কর্মের একক কর্তৃত্ব করত?
ক. কায়স্থরা
খ. শূদ্ররা
গ. বৈশ্যরা
ঘ. ব্রাহ্মণরা
১৩. মধ্যযুগে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল কোনটি?
ক. ব্যবসা
খ. কৃষি
গ. শিল্প
ঘ. পর্যটন
১৪. মধ্যযুগে কৃষককে সেচের জন্য কিসের ওপর নির্ভর করতে হতো?
ক. মেশিনের
খ. বৃষ্টির
গ. নদীর
ঘ. ভূমি মালিকের
১৫. মধ্যযুগে বাংলার কোন শিল্পের চাহিদা বিদেশে বেশি ছিল?
ক. রেশম
খ. লোহা
গ. বস্ত্র
ঘ. আকরিক
১৬. মসলিন বস্ত্র তৈরির প্রাণকেন্দ্র ছিল-
ক. ঢাকা
খ. কুমিল্লা
গ. নোয়াখালী
ঘ. রাজশাহী
১৭. মধ্যযুগে বাংলার মসলিন কাপড়ের অন্যতম বাজার ছিল কোথায়?
ক. ইউরোপে
খ. আফ্রিকায়
গ. আমেরিকায়
ঘ. অস্ট্রেলিয়ায়
১৮. মধ্যযুগে বাংলার বিখ্যাত সমুদ্র বন্দর ছিল কোনটি?
ক. ঢাকা
খ. রাজশাহী
গ. বাকলা
ঘ. চট্টগ্রাম
১৯. ‘বড়সোনা মসজিদের’ আরেক নাম কী?
ক. বারদুয়ারী
খ. গুরদুয়ারী
গ. তেরোদুয়ারী
ঘ. দশদুয়ারী
২০. খানজাহান আলীর মাজার নির্মিত হয়েছে কোথায়?
ক. খুলনায়
খ. বাগেরহাটে
গ. যশোরে
ঘ. কুষ্টিয়ায়
২১. করিম বাগেরহাট জেলায় ঘুরতে যায়। এ জেলার অন্যতম স্থাপত্যকীর্তি কোনটি?
ক. ষাট গম্বুজ মসজিদ
খ. আদিনা মসজিদ
গ. একলাখী মসজিদ
ঘ. বড়সোনা মসজিদ
২২. কোন আমলে বাংলা সাহিত্য উন্নতি লাভ করে?
ক. নবাবি
খ. সুলতানি
গ. প্রাচীন
ঘ. জমিদারি
২৩. ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি?
ক. ৬০
খ. ৭০
গ. ৭৭
ঘ. ৮০
২৪. ‘কদম রসুল’ মসজিদ কে নির্মাণ করেন?
ক. নসরৎ শাহ
খ. আলাউদ্দিন হোসেন শাহ
গ. সিকান্দার শাহ
ঘ. তুঘলক শাহ
২৫. কারুকার্য খচিত মর্মর বেদির উপর হযরত মুহাম্মদ (স)-এর পদচিহ্ন সম্বলিত একখণ্ড প্রস্তর স্থাপিত হয়েছিল কোথায়?
ক. বাবা আদমের মসজিদ
খ. ছোট সোনা মসজিদে
গ. কদম রসুল মসজিদে
ঘ. ষাট গম্বুজ মসজিদে
২৬. ‘বড় কাটরা’ কে নির্মাণ করেন?
ক. ফররুখশিয়ার
খ. সুজাউদ্দিন
গ. শাহ সুজা
ঘ. আওরঙ্গজেব
২৭. লালবাগের শাহী মসজিদ কে তৈরি করেন?
ক. শাহজাদা আজম
খ. ইসলাম খান
গ. শায়েস্তা খান
ঘ. কাসিম খান
২৮. মুঘল আমলে বাংলার শ্রেষ্ঠ নিদর্শন কী?
ক. লালবাগের কেলা
খ. বড় কাটরা
গ. ছোট কাটরা
ঘ. পরীবিবির সমাধি
২৯. লালবাগ দুর্গ নির্মাণ করেন কে?
ক. শায়েস্তা খান
খ. ইসলাম খান
গ. আযম খান
ঘ. পরীবিবি
৩০. পরীবিবির মাজার কোথায় অবস্থিত?
ক. লালবাগ দুর্গে
খ. আহসান মঞ্জিলে
গ. ছোট কাটরায়
ঘ. বড় কাটরায়
৩১. পরি বিবির সমাধি সৌধ কী দিয়ে নির্মিত?
ক. শেল পাথর
খ. মার্বেল পাথর
গ. চুনাপাথর
ঘ. কংক্রিট
৩২. ‘হোসেনী দালান’ কত খ্রিষ্টাব্দে নির্মিত হয়?
ক. ১৬৭৬
খ. ১৬৭৫
গ. ১৬৭৪
ঘ. ১৬৭৩
৩৩. মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কয়টি?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
৩৪. কোন কাব্য ফার্সী রচনার অনুবাদ?
ক. রসুল বিজয়
খ. ইউসুফ-জোলেখা
গ. ফতেনামা
ঘ. রাগমালা
৩৫. বাংলা সাহিত্যের প্রথম পদাবলী কাব্যের স্রষ্টা কে?
ক. রঘুনাথ
খ. সূর্য কাজী
গ. চাঁদ কাজী
ঘ. কেদার মিশ্র
৩৬. ‘মহাভারত’ বাংলায় অনুবাদ করেন কে?
ক. মালাধর বসু
খ. কবিন্দ্র পরমেশ্বর
গ. বিজয়গুপ্ত
ঘ. বিপ্রদাস
৩৭. আরাকান রাজসভার অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন কে?
ক. বিজয়গুপ্ত
খ. বিপ্রদাস
গ. ফয়জুল্লাহ
ঘ. দৌলত কাজী
৩৮. নিচের কোনটি কবি আলাওল-এর রচিত কাব্য গ্রন্থ?
ক. পদ্মাবতী
খ. সিন্ধু হিন্দোল
গ. বিষের বাঁশি
ঘ. গীতাঞ্জলি
৩৯. কবি আলাওলের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি?
ক. কঙ্কাবতী
খ. পদ্মাবতী
গ. মনসামঙ্গল
ঘ. শূন্য পূরাণ
৪০. কোন কাব্যটি বাহরাম খান রচনা করেন?
ক. ইউসুফ-জোলেখা
খ. লাইলী-মজনু
গ. পদ্মাবতী
ঘ. মায়াকানন
৪১. মধ্যযুগে হিন্দু বালক-বালিকারা কোথায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করত?
ক. নিজ গৃহে
খ. মন্দিরে
গ. পাঠশালায়
ঘ. পাঠাগারে
৪২. মধ্যযুগে বাংলায় কয় বছর পর্যন্ত পাঠশালায় শিক্ষা গ্রহণ করতে হতো?
ক. ৬
খ. ৫
গ. ৪
ঘ. ৩
৪৩. আদিনা মসজিদ কত খ্রিষ্টাব্দে নির্মাণ করা হয়?
ক. ১৩৭০
খ. ১৩৬৯
গ. ১৩৬৮
ঘ. ১৩৬৭
৪৪. সুফি ও দরবেশের ক্ষেত্রে মিল রয়েছে-
i. যথেষ্ট প্রভাবশালী
ii. ধর্ম শাস্ত্রে সুপণ্ডিত
iii. আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৫. এক লাখী মসজিদটি কে নির্মাণ করেন?
ক. ইলিয়াসউদ্দীন
খ. জালালউদ্দীন
গ. ঈসা খাঁ
ঘ. আযমশাহ
৪৬. ধর্মীয় শিক্ষার জন্য মুসলমানদের শিশুদের কোথায় পাঠানো হতো?
ক. মাদরাসায়
খ. মক্তবে
গ. মসজিদে
ঘ. দরগায়
৪৭. মুসলমানরা ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার জন্য কাদের গুরুত্ব দিত বেশি?
ক. মোল্লা
খ. শেখ
গ. সৈয়দ
ঘ. মুন্সি
৪৮. কীভাবে মোলারা কার্য সম্পাদন করতেন?
ক. কুরআন-হাদিস অনুযায়ী
খ. রাজার নির্দেশে
গ. জমিদারের নির্দেশে
ঘ. ফকির দরবেশের নির্দেশে
৪৯. ধর্ম সাধনার জন্য সুফি দরবেশরা কী প্রতিষ্ঠা করেছিলেন?
ক. খানকাহ
খ. দরগা
গ. মসজিদ
ঘ. মাদরাসা
৫০. ‘ইউসুফ-জোলেখা’ কার সময় রচিত হয়?
ক. বাহরাম শাহ
খ. নুসরত শাহ
গ. গিয়াসউদ্দিন আযম শাহ
ঘ. ইলিয়াস শাহ
এসএসসি-২০২৫ ইতিহাস সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ ssc 2025 ইতিহাস ৭ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post