এসএসসি ২০২৪ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, ssc 2024 ইতিহাস ৮ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
ssc 2024 ইতিহাস ৮ম অধ্যায় mcq
১. ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি-
ক. রাজনৈতিক সংগঠন
খ. বণিক সমিতি
গ. সাংস্কৃতিক সংগঠন
ঘ. পর্যটক দল
২. কলকাতা নগরী কোন নদীর তীরে অবস্থিত?
ক. করতোয়া
খ. নাফ
গ. গঙ্গা
ঘ. ভাগীরথী
৩. বাংলায় ফরাসিদের একটি শক্তিশালী রক্ষিত বাণিজ্যিক কুঠি কোথায় ছিল?
ক. সুতানটিতে
খ. কোলকাতায়
গ. চন্দননগরে
ঘ. হুগলিতে
৪. পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করেন?
ক. হলওয়েল
খ. সিনফ্রে
গ. রবার্ট ক্লাইভ
ঘ. ওয়াটসন
৫. পিটের ইন্ডিয়া এ্যাক্ট পার্লামেন্ট কত খ্রিষ্টাব্দে গৃহীত হয়?
ক. ১৭৮২
খ. ১৭৮৪
গ. ১৭৮৫
ঘ. ১৭৮৬
৬. চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়?
ক. ১৭৭০
খ. ১৭৭২
গ. ১৭৮৬
ঘ. ১৭৯৩
৭. আলীনগর সন্ধিতে নবাব সিরাজদ্দৌলার সম্মতির অন্যতম কারণ কোনটি?
ক. রাজ্যের অভ্যন্তরীণ ষড়যন্ত্র
খ. আলীবর্দী খানের সম্মানে
গ. সামরিক কৌশল
ঘ. ফরাসিদের প্ররোচনা
৮. ভাস্কো-দা-গামা কে ছিলেন?
ক. পর্তুগিজ নাবিক
খ. ইংরেজ নাবিক
গ. ফরাসি নাবিক
ঘ. চীনা নাবিক
৯. কোন পর্তুগিজ নাবিক সর্বপ্রথম ভারতবর্ষ আগমন করেন?
ক. আল-বুকার্ক
খ. আল-মুডা
গ. আল-ফান্দো
ঘ. ভাস্কো-দা-গামা
১০. হল্যান্ডের অধিবাসীদের কী নামে ডাকা হয়?
ক. ওলন্দাজ বা ডাচ
খ. দিনেমার
গ. পর্তুগিজ
ঘ. ফরাসি
১১. কত খ্রিষ্টাব্দে ওলন্দাজরা ভারতবর্ষে আসেন?
ক. ১৬০০
খ. ১৬০২
গ. ১৬০৪
ঘ. ১৬০৬
১২. ইংরেজ ও ফরাসিদের মাঝে সংঘর্ষ হয়েছিল কেন?
ক. বাণিজ্য সংক্রান্ত কারণে
খ. ধর্মীয় কারণে
গ. সাংস্কৃতিক বিরোধের ফলে
ঘ. ভাষাগত সমস্যার কারণে
১৩. নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে ক্ষমতারোহণ করেন?
ক. ২০
খ. ২১
গ. ২২
ঘ. ২৩
১৪. পলাশীর যুদ্ধের প্রধান কারণ কী?
ক. নবাবের অদূরদর্শিতা
খ. নবাবের অযোগ্যতা
গ. নবাবের হটকারিতা
ঘ. পারিবারিক ও বাহ্যিক ষড়যন্ত্র
১৫. অন্ধকূপ হত্যা নামে মিথ্যা কাহিনী কে প্রচার করে?
ক. হলওয়েল
খ. রবার্ট ক্লাইভ
গ. ওয়াটসন
ঘ. হান্টার
১৬. কোন নদীর তীরে পলাশী যুদ্ধ হয়?
ক. ভাগীরথী
খ. দামোদর
গ. গঙ্গা
ঘ. অজয়
১৭. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত তারিখে?
ক. ১৭৫৭ সালের ২৩ জুন
খ. ১৭৫৭ সালের ২৪ জুন
গ. ১৭৫৭ সালের ২৫ জুন
ঘ. ১৭৫৭ সালের ২৬ জুন
১৮. পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করেন?
ক. গডফ্রে
খ. সিন ফ্রে
গ. উইল ফ্রে
ঘ. এ্যান্ডারসন
১৯. মীরকাশিম কত খ্রিষ্টাব্দে বাংলার নবাব হন?
ক. ১৭৫৮
খ. ১৭৫৯
গ. ১৭৬০
ঘ. ১৭৬১
২০. ক্লাইভ কত টাকার বিনিময়ে অযোধ্যা ফিরিয়ে দেন?
ক. ২০ লক্ষ
খ. ৩০ লক্ষ
গ. ৪০ লক্ষ
ঘ. ৫০ লক্ষ
২১. কে দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন?
ক. রবার্ট ক্লাইভ
খ. লর্ড কর্নওয়ালিস
গ. লর্ড রিপন
ঘ. ওয়ারেন হেস্টিংস
২২. কত বঙ্গাব্দে লর্ড ক্লাইভের সময় বাংলায় ছিয়াত্তরের মনন্তর হয়?
ক. ১১৭৪
খ. ১১৭৫
গ. ১১৭৬
ঘ. ১১৭৭
২৩. দ্বৈতশাসন ব্যবস্থার অবসান হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১১৭১
খ. ১১৭২
গ. ১১৭৩
ঘ. ১১৭৪
২৪. চিরস্থায়ী ব্যবস্থার প্রবর্তন করেন কে?
ক. রবার্ট ক্লাইভ
খ. লর্ড মিল্টন
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড কর্নওয়ালিস
২৫. ইংরেজ আমলের সূচনাপর্বে বাংলার কোন কাপড় জগৎ বিখ্যাত ছিল?
ক. জামদানি
খ. মসলিন
গ. রেশমি
ঘ. গদাই
২৬. ইংরেজ শাসনের সূচনায় উপমহাদেশের অন্যান্য অঞ্চল কোন পণ্যের জন্য বিখ্যাত ছিল?
ক. বস্তু
খ. মসলা
গ. তাঁত
ঘ. চাল
২৭. বাংলা অঞ্চলের সাথে আরব বণিকদের ব্যবসা-বাণিজ্য কেমন ছিল?
ক. দুর্বল প্রকৃতির
খ. ব্যবসা ব্যর্থ ছিল
গ. একচেটিয়া
ঘ. মধ্যম প্রকৃতির
২৮. কত খ্রিষ্টাব্দে অটোমান তুর্কিরা কন্সটান্টিনপোল দখল করে নেয়?
ক. ১৪৫০
খ. ১৪৫১
গ. ১৪৫২
ঘ. ১৪৫৩
২৯. কত খিষ্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন?
ক. ১৪৯৫
খ. ১৪৯৬
গ. ১৪৯৭
ঘ. ১৪৯৮
৩০. কালিকট কোন দেশের বন্দর?
ক. বাংলাদেশ
খ. ইরান
গ. ভারত
ঘ. তাইওয়ান
৩১. উপমহাদেশে বাণিজ্য এবং যোগাযোগ ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয় কীভাবে?
ক. ভাস্কো-ডা-গামা আসার পর
খ. ইংরেজরা আসার পর
গ. ডাচরা আসার কারণে
ঘ. আরবরা আসার কারণে
৩২. পর্তুগিজরা এদেশে সাম্রাজ্য বিস্তার করে কীভাবে?
ক. রাজনীতিতে অংশ নিয়ে
খ. ব্যবসা-বাণিজ্যকে মূলধন করে
গ. যুদ্ধ করে
ঘ. সমুদ্রপথ আবিষ্কার করে
৩৩. পর্তুগিজরা কত খ্রিষ্টাব্দে হুগলিতে উপনিবেশ গড়ে তোলে?
ক. ১৫৮০
খ. ১৫৭৯
গ. ১৭৫০
ঘ. ১৫৯২
৩৪. পর্তুগিজরা কত খ্রিষ্টাব্দে চট্টগ্রামে বাণিজ্যঘাটি নির্মাণের অনুমতি পায়?
ক. ১৫৩৫
খ. ১৫৩৬
গ. ১৫৩৭
ঘ. ১৫৩৮
৩৫. শায়েস্তা খান পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়ন করেন কেন?
ক. অপকর্ম ও দস্যুতার জন্য
খ. রাজনৈতিক কারণে
গ. কুঠি স্থাপন করার কারণে
ঘ. খাজনা দিত না বলে
৩৬. কোন দেশের নাগরিকরা ওলন্দাজ বা ডাচ নামে পরিচিত?
ক. হল্যান্ড
খ. তুরস্ক
গ. থাইল্যান্ড
ঘ. ডেনমার্ক
৩৭. অন্ধকূপ হত্যার মিথ্যা কাহিনীতে কতজন ইংরেজকে বন্দি করে রাখা হয়?
ক. ১৪২
খ. ১৪৪
গ. ১৪৬
ঘ. ১৪৫
৩৮. অন্ধকূপ হত্যা আসলে কী?
ক. সত্য বিবরণ
খ. মিথ্যা প্রচারণা
গ. সরকারের বিবৃতি
ঘ. ক্লাহভের প্রচার
৩৯. আলীনগর সন্ধির ফলে কার উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যায়?
ক. ক্লাইভ
খ. কৃষ্ণদাস
গ. বেন্টিংক
ঘ. শওকত জঙ্গ
৪০. পলাশীর যুদ্ধে সমর্থন দিয়েছিল কারা?
ক. দিনেমাররা
খ. ফরাসিরা
গ. পর্তুগিজরা
ঘ. ইংরেজরা
৪১. পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার সেনাপতি কে ছিলেন?
ক. মীরকাশিম
খ. মীরমদন
গ. মীরজাফর
ঘ. উমিচাঁদ
৪২. ডাচরা কত খ্রিষ্টাব্দে ইংরেজদের কাছে পরাজিত হন?
ক. ১৭৫৫
খ. ১৭৫৬
গ. ১৭৫৭
ঘ. ১৭৫৯
৪৩. কত খ্রিষ্টাব্দে ডাচরা ভারতবর্ষ ত্যাগ করে?
ক. ১৮০০
খ. ১৮০১
গ. ১৮০৪
ঘ. ১৮০৫
৪৪. দিনেমাররা কোন দেশের অধিবাসী?
ক. নরওয়ের
খ. আফ্রিকার
গ. মিশরের
ঘ. ডেনমার্কের
৪৫. ‘ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠন করে কোন দেশীয় বণিক?
ক. পতুর্গিজ
খ. ডাচ
গ. ইংরেজ
ঘ. দিনেমার
৪৬. কত খ্রিষ্টাব্দে দিনেমাররা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?
ক. ১৬৭৬
খ. ১৬১৫
গ. ১৬১২
ঘ. ১৬৩০
৪৭. দিনেমাররা কত খ্রিষ্টাব্দে বাংলার শ্রীরামপুরে বাণিজ্য কুঠি স্থাপন করে?
ক. ১৬০০
খ. ১৬১০
গ. ১৬২২
ঘ. ১৬৭৬
৪৮. দিনেমাররা ইংরেজদের কাছে বাণিজ্য কুঠি বিক্রি করে কেন?
ক. ব্যবসায় ব্যর্থ হয়েছিল
খ. চুক্তির শর্ত পূরণের জন্য
গ. রাজনৈতিক ব্যর্থতায়
ঘ. সম্রাটের নির্দেশ পালনে
৪৯. দিনেমাররা কত খ্রিষ্টাব্দে ইংরেজদের কাছে বাণিজ্যকুঠি বিক্রি করে?
ক. ১৮৪০
খ. ১৮৪১
গ. ১৮৪৫
ঘ. ১৮৪৬
৫০. কারা কোনো সফলতা ছাড়াই উপমহাদেশ ছেড়ে চলে যায়?
ক. ডাচরা
খ. দিনেমাররা
গ. ইংরেজরা
ঘ. পর্তুগিজরা
এসএসসি-২০২৪ ইতিহাস সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ ssc 2024 ইতিহাস ৮ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post