এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, ssc 2025 ইতিহাস ৯ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
ssc 2025 ইতিহাস ৯ম অধ্যায় mcq
১. রেঁনেসা শব্দের অর্থ কি?
ক. জাগরণ
খ. নবজাগরণ
গ. সংগ্রাম
ঘ. গণঅভ্যুত্থান
২. হাজী শরীয়তউল্লাহ ইংরেজ রাজত্বকে ঘৃণার চোখে দেখতেন; কারণ-
ক. দেশ দখলকারী
খ. আধিপত্য বিস্তারকারী
গ. স্বাধীনতা হরণকারী
ঘ. প্রজা নির্যাতনকারী
৩. সন্ন্যাসীদের নেতার নাম কী ছিল?
ক. মজনু শাহ
খ. ভবানী পাঠক
গ. চেরাগ আলী শাহ
ঘ. মাদার বকশ
৪. কত শতকের শেষার্ধে ফকির-সন্ন্যাসী আন্দোলন শুরু হয়?
ক. সতরো
খ. আঠারো
গ. উনিশ
ঘ. বিশ
৫. মজনু শাহ কত খ্রিষ্টাব্দে ইংরেজবিরোধী তৎপরতা শুরু করেন?
ক. ১৭৫০
খ. ১৭৬০
গ. ১৭৭১
ঘ. ১৭৮৬
৬. ফকির-সন্ন্যাসীরা কীভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে করত?
ক. সরাসরি
খ. বোমা নিক্ষেপের দ্বারা
গ. গেরিলা পদ্ধতিতে
ঘ. দলগতভাবে
৭. মজনু শাহ কখন মৃত্যুবরণ করেন?
ক. ১৭৮৪ খ্রিষ্টাব্দে
খ. ১৭৮৫ খ্রিষ্টাব্দে
গ. ১৭৮৬ খ্রিষ্টাব্দে
ঘ. ১৭৮৭ খ্রিষ্টাব্দে
৮. তিতুমীরের আসল নাম কী?
ক. মীর নিসার আলী
খ. মীর আমির আলী
গ. মীর সাহেব আলী
ঘ. মীর আব্দুল আলী
৯. বাংলায় ওয়াহাবিরা কার নেতৃত্বে সংগঠিত হয়?
ক. শরীয়তউল্লাহ
খ. আবদুল লতিফ
গ. তিতুমীর
ঘ. আমীর আলি
১০. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
ক. বারাসতে
খ. নারিকেলবাড়িয়ায়
গ. হুগলিতে
ঘ. নদীয়ায়
১১. কার নেতৃত্বে ইংরেজরা নারিকেলবাড়ীয়া বাঁশের কেল্লা আক্রমণ করেন?
ক. মেজর স্কট
খ. আলেকজান্ডার
গ. লে. ব্রেনান
ঘ. ব্রায়ান
১২. নীল চাষে কৃষকেরা রাজি না হলে কী করা হতো?
ক. মামলা
খ. মকদ্দমা
গ. যুদ্ধ
ঘ. অত্যাচার
১৩. নীল চাষিরা কত খ্রিস্টাব্দে প্রচন্ড বিদ্রোহে ফেটে পড়ে?
ক. ১৮৪৯
খ. ১৮৫৯
গ. ১৮৬৯
ঘ. ১৮৭৯
১৪. ১৮৫৯ খ্রিষ্টাব্দে কৃষকরা কিসের চাষ না করার পক্ষে দৃঢ় অবস্থান নেয়?
ক. ধান
খ. পাট
গ. তামাক
ঘ. নীল
১৫. বাংলার নীল বিদ্রোহের অন্যতম প্রকৃতি ছিল কোনটি?
ক. সশস্ত্র বিদ্রোহ
খ. সেনাবাহিনীর বিদ্রোহ
গ. ফকিরদের বিদ্রোহ
ঘ. কৃষক বিদ্রোহ
১৬. ‘নীলদর্পণ’ নাটকটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুরের
খ. দীনবন্ধু মিত্রের
গ. রতিলাল রায়ের
ঘ. দীনেশ মুখার্জীর
১৭. ব্রিটিশ সরকার কত খ্রিষ্টাব্দে ইন্ডিগো কমিশন গঠন করেন?
ক. ১৮৫৯
খ. ১৮৬০
গ. ১৮৬১
ঘ. ১৮৬২
১৮. কত খ্রিষ্টাব্দে কৃত্রিম নীল আবিষ্কৃত হয়?
ক. ১৮৮২
খ. ১৮৯২
গ. ১৯০২
ঘ. ১৯১২
১৯. যারা ফরজ পালন করে তাদেরকে বলা হতো?
ক. খারিজি
খ. জাবারি
গ. ফরায়েজি
ঘ. মুরাজিয়া
২০. দুদু মিয়া কখন মৃত্যুবরণ করেন?
ক. ১৮৬০ খ্রিষ্টাব্দে
খ. ১৮৬১ খ্রিষ্টাব্দে
গ. ১৮৬২ খ্রিষ্টাব্দে
ঘ. ১৮৬৩ খ্রিষ্টাব্দে
২১. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয় কখন?
ক. ১৮২৬ খ্রিষ্টাব্দে
খ. ১৮২৭ খ্রিষ্টাব্দে
গ. ১৮২৮ খ্রিষ্টাব্দে
ঘ. ১৮২৯ খ্রিষ্টাব্দে
২২. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১৭৮৭
খ. ১৭৮৮
গ. ১৭৮৯
ঘ. ১৭৯০
২৩. মীরকাশিম কাদের সঙ্গে যুদ্ধ করার জন্য ফকির-সন্ন্যাসীদের সাহায্য চেয়েছিলেন?
ক. ফরাসি
খ. পর্তুগিজ
গ. ওলন্দাজ
ঘ. ইংরেজ
২৪. ফকির-সন্ন্যাসীরা কার পক্ষ নিয়ে ইংরেজদের বিপক্ষে যুদ্ধ করেছিলেন?
ক. মীরজাফর
খ. শওকত জং
গ. মীরকাশিম
ঘ. নবাব সিরাজউদ্দৌলা
২৫. বিদ্রোহী ফকির দলের নেতার নাম কী ছিল?
ক. মীরকাশিম
খ. মাদার বকস
গ. মজনু শাহ
ঘ. ভবানী পাঠক
২৬. ফকির-সন্ন্যাসীরা কত খ্রিষ্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন?
ক. ১৭৫৮
খ. ১৭৫৯
গ. ১৭৬০
ঘ. ১৭৬১
২৭. ‘রেনেসাঁ’ শব্দের অর্থ কী?
ক. নতুন আশা
খ. নতুন স্বপ্ন
গ. নবজাগরণ
ঘ. পুনর্জন্ম
২৮. ‘সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন’ নামক সমিতি গঠন করেন কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. সৈয়দ আমীর আলী
গ. রাজা রামমোহন রায়
ঘ. নওয়াব আব্দুল লতিফ
২৯. ‘সুলতানার স্বপ্ন’ কার লেখা?
ক. সুফিয়া কামালের
খ. কাজী নজরুল ইসলামের
গ. বেগম রোকেয়ার
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
৩০. ইংরেজদের সাথে ফকির-সন্ন্যাসীদের সম্পর্ক কেমন ছিল?
ক. সহযোগিতামূলক
খ. সংঘর্ষমূলক
গ. বন্ধুত্বপূর্ণ
ঘ. নিবিড়
৩১. ফকির-সন্ন্যাসীরা চূড়ান্তভাবে পরাজিত হয় কত খিষ্টাব্দে?
ক. ১৮০০
খ. ১৮০১
গ. ১৮০২
ঘ. ১৮০৩
৩২. ভবানী পাঠক নিহত হন কত খ্রিষ্টাব্দে?
ক. ১৭৮০
খ. ১৭৮১
গ. ১৭৮৭
ঘ. ১৭৮৮
৩৩. কার মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ন্যাসী আন্দোলনের অবসান ঘটে?
ক. মজনু শাহ
খ. তিতুমীর
গ. ভবানী পাঠক
ঘ. আব্দুল ওহাব
৩৪. তিতুমীর কত খ্রিষ্টাব্দে নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
ক. ১৮৩০
খ. ১৮৩১
গ. ১৮৩২
ঘ. ১৮৩৩
৩৫. কোন শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে?
ক. সপ্তদশ
খ. অষ্টাদশ
গ. উনিশ
ঘ. বিশ
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
হাসনাবানু রসুলপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ঐ সময়ে পর্দা প্রথার জন্য মুসলিম নারীরা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে ছিল। তিনি নিজ উদ্যোগে শিক্ষা লাভ করেন এবং নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন।
৩৬. হাসনাবানুর চরিত্রে তোমার পাঠ্য বইয়ের কোন নারীর বৈশিষ্ট্য বিদ্যমান?
ক. ফয়জুন্নেসা
খ. শামসুন্নাহার
গ. বেগম রোকেয়া
ঘ. মুন্নুজান
৩৭. উক্ত নারীর প্রচেষ্টায় মুসলিম সমাজে কী পরিবর্তন আসে?
ক. নারী শিক্ষার প্রসার ঘটে
খ. নারীর অধিকার প্রতিষ্ঠিত হয় না
গ. নারীর অবস্থার অবনতি হয়
ঘ. পর্দাপ্রথা দূরীভূত হয়
এসএসসি-২০২৫ ইতিহাস সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ ssc 2025 ইতিহাস ৯ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post