এবছর এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ। আজ কোর্সটিকায় তাই আমরা এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন প্রকাশ করব। এখানে তোমরা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে সৃজনশীল অংশের অধ্যায়ভিত্তিক সাজেশন পাবে।
এসএসসি পরীক্ষার জন্য এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি থেকে মোট ৫টি অধ্যায় বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে প্রতিটি অধ্যায়েরই আংশিক সিলেবাস দেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষা এ অধ্যায়গুলোর মধ্যে থেকেই হবে। তাই এ অধ্যায়ের বাছাইকৃত প্রশ্নগুলো অনুশীলন করা তোমাদের জন্য অধিকতর জরুরী।
এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন
১ম অধ্যায়: আকাইদ ও নৈতিক জীবন (আংশিক)
২য় অধ্যায়: শরিয়তের উৎস (আংশিক)
৩য় অধ্যায়: ইবাদত (আংশিক)
৪র্থ অধ্যায়: আখলাক (আংশিক)
৫ম অধ্যায়: আদর্শ জীবনচরিত (আংশিক)
১. সাজ্জাদ ও সাজিদ দুই প্রতিবেশী। সাজ্জাদ সাহেব শরিয়তের বিধানসমূহ সঠিক নিয়মে পালনের চেষ্টা করেন। কারণ মানবজীবনে শরিয়তের গুরুত্ব তিনি অনুধাবন করতে পেরেছেন। অপরদিকে তার বন্ধু সাজিদ সাহেব বলেন, শরিয়তের ওপর আমি বিশ্বাসী নই। মানুষের বিবেকই যথেষ্ট। বিবেক অনুযায়ী কাজ করলে শরিয়তের প্রয়োজন হয় না। উভয়ের বক্তব্য শুনে মসজিদের ইমাম সাহেব বলেন, “শরিয়তকে অস্বীকার করা আল্লাহ ও তাঁর রাসুল (স.) অস্বীকার করার নামান্তর।”
ক. ‘কাতিবে ওহি’ কী?
খ. “আমার উম্মতের উত্তম ইবাদত হলো কুরআন তিলাওয়াত।”- হাদিসটির মর্মার্থ ব্যাখ্যা কর।
গ. সাজ্জাদ সাহেবের কর্মকাণ্ডে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. সাজিদ সাহেবের মনোভাব চিহ্নিত করে ইমাম সাহেবের বক্তব্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
২. রিয়াসাত সাহেব হাদিসের একটি প্রকার সম্পর্কে বলতে গিয়ে বলেন, এ প্রকারের হাদিস সরাসরি আল্লাহ তায়ালার সাথে সম্পর্কিত। এটি হাদিস হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী। তার বন্ধু জনাব ফিরোজ একটি হাদিস বলেন, যে হাদিসে মহানবি (স.) বৃক্ষরোপণ ও ফসল আবাদকে সদকা হিসেবে উল্লেখ করেছেন।
ক. নিয়ত কাকে বলে?
খ. তাকরিরি হাদিস বলতে কী বোঝায়?
গ. রিয়াসাত সাহেব কোন প্রকারের হাদিস সম্পর্কে বলেছেন? ব্যাখ্যা কর।
ঘ. জনাব ফিরোজ যে বিষয় সম্পর্কিত হাদিস বলেছেন তা উল্লেখ করে উক্ত হাদিসের ব্যাখ্যা ও শিক্ষা মূল্যায়ন কর।
৩. জনাব হাবিল একজন ধনী লোক। তিনি বছরান্তে তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্রকে দেন। অপরদিকে কাবিল দরিদ্র হলেও আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের খোঁজখবর নেন। সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করেন।
ক. হাক্কুল্লাহ কাকে বলে?
খ. সাওম ঢালস্বরূপ- ব্যাখ্যা।
গ. জনাব হাবিল কোন ইবাদতটি করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. জনাব কাবিলের কর্মকাণ্ডে কোন ইবাদতটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।
৪. ছুটিতে ঈদের কয়েকদিন পূর্বেই আশা তার মামাবাড়িতে বেড়াতে গেল। তার মামাতো ভাই তাহসীন এবার এসএসসি পরীক্ষার্থী। পড়ালেখার ক্ষতি হবে ভেবে সে সাওম পালন করছে না। আশা বলল, ভাইয়া তুমি সাওম পালন করছ না কেন? সাওম একটি ফরজ ইবাদত, যা একজন মুমিনের কখনই বাদ দেওয়া উচিত নয়।
ক. সাওম-এর ফারসি প্রতিশব্দ কী?
খ. সাওম কাকে বলে?
গ. তাহসীন কীভাবে সাওমের সুবিধা ভোগ করতে পারে?
ঘ. আশার কথার মধ্যে সাওমের যে গুরুত্ব ফুটে উঠেছে তা বিশ্লেষণ কর।
৫. নিয়াজ সাহেব একজন ভালো শিক্ষক। তিনি আন্তরিকতার সাথে ছাত্রদের শিক্ষাদান করেন। তার বিষয়ে যেন শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে না হয়, সে ব্যাপারে তিনি সদা সচেষ্ট। তিনি মনে করেন ছাত্রছাত্রীরা তার নিকট আমানত। তিনি যেমন ছাত্রছাত্রীদের প্রতি স্নেহশীল, ছাত্রছাত্রীরাও তার প্রতি শ্রদ্ধাশীল।
ক. সাওম অর্থ কী?
খ. যাকাতকে ইসলামের সেতুবন্ধ বলা হয় কেন?
গ. উল্লিখিত শিক্ষকের কর্মকাণ্ডে আখলাকের কোন দিকটি ফুটে মতিয় উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘শিক্ষার্থীরা শিক্ষকের নিকট আমানত’ – বিশ্লেষণ কর।
৬. সাদিয়া ও রাদিয়া দশম শ্রেণির ছাত্রী। সাদিয়া মনে করে পৃথিবীতে বিভিন্ন ধর্মের প্রচলন থাকলেও জীবন পরিচালনার জন্য মানুষের জ্ঞান, বিবেক এবং বুদ্ধিই যথেষ্ট। তার বান্ধবী রাদিয়া দ্বিমত পোষণ করে বলে, সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের কোনো বিকল্প নেই। কেননা ইসলামই হলো একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা।
ক. রিসালাত কাকে বলে?
খ. শিরক ক্ষমার অযোগ্য অপরাধ কেন? ব্যাখ্যা কর।
গ. সাদিয়ার ধারণাটি কি সঠিক? যুক্তি দেখাও।
ঘ. রাদিয়ার বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর।
৭. কার্তিকপুর গ্রামের আধিদ মিয়া মারা গেলে সে গ্রামের কেউ তার জানাযার সালাতে অংশ নেয়নি। স্থানীয় মসজিদের ইমাম সাহেব এ সময় গ্রামে ছিলেন না। ফলে জানাযার সালাত না পড়িয়েই আবিদ মিয়াকে দাফন করেন। ইমাম সাহেব এলাকায় এসে বিষয়টি জানতে পেরে গ্রামের লোকদের বললেন, তোমরা সবাই চরম অপরাধ ও মারাত্মক গুনাহ করেছ।
ক. সুন্নতে যায়িদাহ কী?
খ. হালাল বলতে কী বোঝায়?
গ. কার্তিকপুর গ্রামের অধিবাসীরা জানাযার সালাতে অংশ না নিয়ে শরিয়তের কোন বিধানটি লঙ্ঘন করেছে? তা ব্যাখ্যা কর।
ঘ. ইমাম সাহেবের বক্তব্যটি কতটুকু সঠিক এর সপক্ষে যুক্তি দাও।
৮. জনাব ‘এল’ বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে এলাকায় প্রত্যাবর্তন করে এলাকার মানুষের মধ্যে বিরোধ ও মারামারি দেখতে পান। তিনি তার এলাকায় শান্তি স্থাপনের জন্য ‘দিশারি’ নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ফলে সমাজের বিরোধ ও মারামারি বন্ধ হয়।
ক. মহানবি (স.) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন?
খ. মদিনার সনদের তিনটি ধারা লেখ।
গ. জনাব ‘এল’ তার এলাকায় যে অবস্থা দেখতে পান তাকে কোন সমাজের সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. জনাব ‘এল’-এর পদক্ষেপটি মূল্যায়ন কর।
৯. জব্বার সাহেব ইসলাম শিক্ষা বিষয়ের একজন শিক্ষক। তিনি একদিন দশম শ্রেণির ছাত্রদেরকে মানবজীবনের এমন কিছু গুণ সম্পর্কে বললেন, যার মাধ্যমে মানবিকতা ও নৈতিকতার আদর্শ পরিপূর্ণতা লাভ করে মানুষের ইহকালীন ও পরকালীন সুখ-শান্তি যার ওপর নির্ভরশীল। তার বক্তব্য শুনে মেধাবী ছাত্র রহমান বলে, এ সমস্ত গুণাবলির মধ্যে একটি বিষয় এমন রয়েছে যার মাধ্যমে সকল পাপাচার থেকে নিজেকে রক্ষা করা যায়, যাকে সকল ভালো গুণের মূল বলা হয়। পরকালে এ গুণের অধিকারীদের জন্য রয়েছে মহাপুরস্কার।
ক. মিতব্যয়িতা কী?
খ. সত্যবাদিতার গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. জব্বার সাহেবের বক্তব্যের মাধ্যমে কোন প্রকারের আখলাক প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. রহমানের বক্তব্যটি চিহ্নিত করে নৈতিক জীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।
১০. জনাব কাজেমের মতে, ইসলামের কয়েকটি ভিত্তি বা স্তম্ভ আছে। অপরদিকে জনাব হাশেম মনে করেন, ইমানের কয়েকটি গুরুত্বপূর্ণ মূল বিষয় রয়েছে। এগুলোর কোনোটিকেই উপেক্ষা করা যায় না।
ক. ইসলাম কাকে বলে?
খ. ইমান ও ইসলামের সম্পর্ক কীরূপ?
গ. জনাব কাজেমের মতামত ব্যাখ্যা কর।
ঘ. জনাব হাশেমের মনোভাব ব্যাখ্যা কর।
১১. মি. হানিফ একজন ব্যবসায়ী। সে মালে ভেজাল দেয়। ওজনে কম দেয়। পক্ষান্তরে, তার ভাই মফিজ মিয়া কথায় কথায় অন্যের অনুপস্থিতিতে সমালোচনা করে। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের দোষ খুঁজে বেড়ায়।
ক. গিবত বলতে কী বোঝায়?
খ. হিংসা-বিদ্বেষ জাতীয় ঐক্য, সংহতি ও উন্নতির পথে অন্তরায় কেন? ব্যাখ্যা কর।
গ. ইসলামের দৃষ্টিতে মি. হানিফ কী ধরনের লোক? ব্যাখ্যা কর।
ঘ. মফিজ মিয়ার কার্যাবলি কুরআন ও হাদিসের আলোকে মূল্যায়ন কর।
পরীক্ষার্থীরা, ওপরে দেওয়া নির্দেশনা অনুসরণ করে এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন উত্তরসহ সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post