ssc ইসলাম শিক্ষা ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : ইমান হলো ইসলামি শরিয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী আমল করা। আর ইসলাম অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা ইত্যাদি। আল্লাহ তায়ালার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তাঁর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, তাঁর যাবতীয় আদেশ-নিষেধ মেনে চলা এবং হযরত মুহাম্মদ (স)-এর দেখানো পথ অনুসারে জীবনযাপন করাই হলো ইসলাম।
ssc ইসলাম শিক্ষা ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. আখলাক অর্থ কী?
উত্তর: আখলাক অর্থ: স্বভাব, চরিত্র।
২. আখলাকে হামিদাহ কী ?
উত্তর: যেসব চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত, আল্লাহ ও রাসুল (স) এর নিকট প্রিয়, সেসব চরিত্রই আখলাকে হামিদাহ।
৩. সর্বোত্তম চরিত্রের অধিকারী কে?
উত্তর: মহানবি হযরত মুহাম্মদ (স) সর্বোত্তম চরিত্রের অধিকারী।
৪. মানবজীবনে তাকওয়ার গুরুত্ব কতটুকু?
উত্তর: মানবজীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম।
৫. সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি কারা?
উত্তর: ইসলামি জীবনদর্শনে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলেন মুত্তাকিগণ।
৬. আল্লাহ কাদের ভালোবাসেন?
উত্তর: মহান আল্লাহ তাকওয়াবান ব্যক্তিদের ভালোবাসেন।
৭. মুত্তাকিদের জন্য কী রয়েছে?
উত্তর: মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা।
৮. তাকওয়া শব্দের অর্থ কী?
উত্তর: তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা ইত্যাদি।
৯. কাউকে ওয়াদা দিলে কী করতে হয়?
উত্তর: কাউকে ওয়াদা দিলে তা পালন করতে হয়।
১০. হাশরের ময়দানে কী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে?
উত্তর: হাশরের ময়দানে প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
১১. ওয়াদা দিলে মহানবি (স) কী করতেন?
উত্তর: মহানবি (স) কারও সাথে ওয়াদা দিলে তা পালন করতেন।
১২. সত্যবাদিতা অবলম্বন করলে কী হয়?
উত্তর: সত্যবাদিতা অবলম্বন করলে মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারে।
১৩. সত্য ও সঠিক কথা বলার ব্যাপারে কুরআনে কী আছে?
উত্তর: সত্য ও সঠিক কথা বলার ব্যাপারে কুরআনের বাণী! ‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর ও সঠিক কথা বল।’
১৪. আমাদের মহানবি (স) সত্যের ব্যাপারে কেমন ছিলেন?
উত্তর: আমাদের প্রিয় নবি (স) ছিলেন সত্যবাদিতার মূর্তপ্রতীক।
১৫. ইসলামি সমাজব্যবস্থার মূলভিত্তি কী?
উত্তর: শালীনতাই হলো ইসলামি সমাজব্যবস্থার মূলভিত্তি।
১৬. ইসলাম মানুষকে কী নির্দেশ করে?
উত্তর: ইসলাম সকল মানুষকে নম্র, ভদ্র ও শালীন হওয়ার নির্দেশ প্রদান করে।
১৭. শালীনতাবিরোধী কর্মকা-কে ইসলামে কী করা হয়েছে?
উত্তর: শালীনতাবিরোধী কর্মকা-কে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে।
১৮. আমানত কাকে বলে?
উত্তর: সাধারণত কারও নিকট কোনো অর্থসম্পদ গচ্ছিত রাখাকে আমানত বলে।
১৯. আমানত সম্পর্কে মহানবি (স)-এর বাণীটি কী?
উত্তর: আমানত সম্পর্কে মহানবি (স) বলেছেন, “যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান নেই।”
২০. আমানতের খিয়ানতকারী কী?
উত্তর: আমানতের খিয়ানতকারী মুনাফিক।
২১. আমানত শব্দের অর্থ কী?
উত্তর: আমানত শব্দের অর্থ গচ্ছিত রাখা, নিরাপদ রাখা।
২২. জাতি উন্নতি করতে পারে না কোন কারণে?
উত্তর: ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোনো জাতি উন্নতি করতে পারে না।
২৩. কোন ধর্মে নারীদের সর্বাধিক সম্মান দেওয়া হয়েছে?
উত্তর: ইসলাম ধর্মে নারীদের সর্বাধিক সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে।
২৪. নারীর প্রতি সম্মানবোধ কী?
উত্তর: নারীর প্রতি সম্মানবোধ আখলাকে হামিদাহর একটি মহৎ গুণ।
২৫. মহানবি (স)-এর আবির্ভাবের পূর্বে নারীদের অবস্থা কেমন ছিল?
উত্তর: মহানবি (স)-এর আবির্ভাবের পূর্বে নারীদের কোনো মানমর্যাদা ছিল না। তারা ছিল অবহেলিত ও লাঞ্ছিত।
২৬. স্বদেশ কাকে বলে?
উত্তর: স্বদেশ হলো নিজ দেশ বা নিজ মাতৃভূমি।
২৭. স্বদেশপ্রেম কাকে বলে?
উত্তর: স্বদেশের প্রতি মায়া-মমতা, আকর্ষণই হলো স্বদেশপ্রেম।
২৮. স্বদেশপ্রেমের পরিচায়ক কী?
উত্তর: দেশের মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কাজ করা স্বদেশপ্রেমের পরিচায়ক।
২৯. কর্তব্যপরায়ণতা কী?
উত্তর: কর্তব্যপরায়ণতা হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্ব পালন করা।
৩০. নিজ কর্মের জন্য দায়ী কে?
উত্তর: প্রত্যেকেই নিজ নিজ কর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারও ভার গ্রহণ করবে না।
আরও দেখো—ইসলাম শিক্ষা অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন উত্তর
প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের ssc ইসলাম শিক্ষা ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য মোট ৩০টি প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post