প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, কৃষিশিক্ষা ব্যবহারিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মৌখিক (Viva) অভীক্ষা। এ অভিক্ষায় শিক্ষার্থীদের কৃষি বিষয়ক বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে। আজ কোর্সটিকায় আমরা কৃষিশিক্ষা ৩য় অধ্যায় মৌখিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর শেয়ার করব। পাশাপাশি তোমরা এ পরীক্ষায় কীভাবে অংশগ্রহণ করবে, তাও আলোচনা করব।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় নির্দেশাবলি
১. মৌখিক পরীক্ষায় ভালো করার জন্য টেক্সট বইয়ের অধ্যায় মনোযোগ দিয়ে পড়তে হবে এবং সেখান থেকে যথাসম্ভব সর্বাধিক ছোট ছোট প্রশ্ন শিখে নিতে হবে।
২. মনে রাখতে হবে যে বিষয়টি প্রদর্শন করতে হবে পরীক্ষক মহোদয় শুধু তার ওপরই প্রশ্ন করেন না, সেজন্য সব অধ্যায়ের ওপর দক্ষতা রাখতে হবে।
৩. মৌখিক পরীক্ষার বোর্ডে প্রবেশের পূর্বে ড্রেস এবং চুল ঠিক করে নিতে হবে।
৪. রুমে ঢুকে শিক্ষকদের সালাম/আদাব দিয়ে দাঁড়াবে।
৫. শিক্ষক মহোদয় বসতে বললে বিনয়ের সঙ্গে বসবে।
৬. শিক্ষকদের সামনে কখনো দুর্বল হবে না, আবার কখনো বেশি স্মার্ট ভাব দেখানোর চেষ্টা করবে না।
৭. প্রশ্নগুলো ঠিকভাবে শুনে সংক্ষিপ্ত ও সঠিক উত্তর দিবে। উত্তর বেশি বড় করার চেষ্টা করবে না।
৮. কোনো প্রশ্নের উত্তর নিয়ে শিক্ষকদের সঙ্গে তর্ক বা চ্যালেঞ্জ করবে না।
৯. উত্তর জানা না থাকলে এলোমেলো উত্তর দেবে না। ‘সরি (Sorry) এ মুহূর্তে স্মরণ করতে পারছি না’ – এভাবে উত্তর দেওয়া ভালো।
১০. মৌখিক পরীক্ষা শেষ হলে উঠে আসার সময় পুনরায় বিনয়সহকারে সালাম/আদাব জানাবে।
কৃষিশিক্ষা ৩য় অধ্যায় মৌখিক পরীক্ষার প্রশ্ন
প্রশ্ন ॥ ১৮৭ ॥ জলবায়ু কী?
উত্তর : কোনো এলাকার দীর্ঘদিনের (৩০ থেকে ৪০ বছর) আবহাওয়ার পরিবর্তনের হারকে জলবায়ু বলে।
প্রশ্ন ॥ ১৮৮ ॥ খরা সহ্যকরণ কী?
উত্তর : ফসল খরায় পতিত হওয়ার পরও দেহাভ্যন্তরে স্বল্প পানিসাম্যতা নিয়ে টিকে থাকার ক্ষমতাকে খরা সহ্যকরণ বলে।
প্রশ্ন ॥ ১৮৯ ॥ কোন ফসলে রাতে পত্ররন্ধ্র খোলা থাকে?
উত্তর : সাধারণত আনারসে রাতে পত্ররন্ধ্র খোলা থাকে।
প্রশ্ন ॥ ১৯০ ॥ মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?
উত্তর : মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়।
প্রশ্ন ॥ ১৯১ ॥ ‘ব্রি’ কর্তৃক উদ্ভাবিত ধানের উফশী জাত কয়টি?
উত্তর : ‘বি’ কর্তৃক উদ্ভাবিত ধানের উফশী জাত ৫৬টি।
প্রশ্ন ॥ ১৯২ ॥ পাতাফড়িং ধানগাছে কোন রোগ ছড়ায়?
উত্তর : পাতাফড়িং ধানগাছে টংরো রোগ ছড়ায়।
প্রশ্ন ॥ ১৯৩ ॥ প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদনের পূর্বশর্ত কী?
উত্তর : প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদনের পূর্বশর্ত হলো উপযোগী ফসল বা জাত নির্বাচন।
প্রশ্ন ॥ ১৯৪ ॥ বাংলাদেশে কখন শীতকাল থাকে?
উত্তর : নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে শীতকাল থাকে।
প্রশ্ন ॥ ১৯৫ ॥ শীতকালের কোন সময় চরম সর্বনিম্ন তাপমাত্রা থাকে?
উত্তর : শীতকালের চরম সর্বনিম্ন তাপমাত্রা থাকে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে।
প্রশ্ন ॥ ১৯৬ ॥ শীতকালে সর্বনিম্ন গড় তাপমাত্রা কত?
উত্তর : শীতকালে সর্বনিম্ন গড় তাপমাত্রা ৭ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস।
প্রশ্ন ॥ ১৯৭ ॥ আমাদের দেশে শীত বেশি পড়লে কোন কোন ফলন ভালো হয়?
উত্তর : শীত বেশি পড়লে গোলআলু ও গমের ফলন ভালো হয়।
প্রশ্ন ॥ ১৯৮ ॥ তাপমাত্রা কমে গেলে কিসের ফলন কমে যায়?
উত্তর : তাপমাত্রা কমে গেলে রোপা আমন ও বোরো ধানের ফলন কমে যায়।
প্রশ্ন ॥ ১৯৯ ॥ ধান গবেষণা ইনস্টিটিউট দেশের ঠাণ্ডাপ্রবণ এলাকার জন্য কোন জাতের ধান বের করেছে?
উত্তর : ব্রি ধান ৩৬ ঠাণ্ডাপ্রবণ এলাকার জন্য বের করা হয়েছে।
প্রশ্ন ॥ ২০০ ॥ ব্রি ধান ৩৬ কত সালে জাতীয় বীজ বোর্ডের অনুমোদন লাভ করে?
উত্তর : ১৯৮৮ সালে জাতীয় বীজ বোর্ডের অনুমোদন লাভ করে।
প্রশ্ন ॥ ২০১ ॥ ব্রি ধান ৩৬ কোন মৌসুমের ফসল?
উত্তর : বোরো মৌসুমের ফসল।
প্রশ্ন ॥ ২০২ ॥ ধানের কোন জাত ২০১১ সালে অনুমোদন লাভ করে?
উত্তর : ব্রি ধান ৫৫, ২০১১ সালে অনুমোদন লাভ করে।
প্রশ্ন ॥ ২০৩ ॥ আগাম ও উচ্চ ফলনশীল ধান কোনটি?
উত্তর : আগাম ও উচ্চ ফলনশীল ধান হচ্ছে ব্রি ধান ৫৫, ২০১১ সালে অনুমোদন লাভ করে।
প্রশ্ন ॥ ২০৪ ॥ খরা কাকে বলে?
উত্তর : একটানা ২০ দিন বা তার অধিক দিন কোনো বৃষ্টিপাত না হলে তাকে খরা বলে।
প্রশ্ন ॥ ২০৫ ॥ সৈকত কী?
উত্তর : সৈকত হচ্ছে লবণাক্ততা সহিষ্ণু জাতের আলু।
প্রশ্ন ॥ ২০৬ ॥ সৈকত জাতের আলু কী রঙের?
উত্তর : সৈতক জাতের আলু লাল রঙের।
প্রশ্ন ॥ ২০৭ ॥ বন্যাজনিত কারণে দেশের কোন কোন অঞ্চলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল?
উত্তর : খুলনা ও যশোর জেলার ভবদহ এলাকা।
প্রশ্ন ॥ ২০৮ ॥ বাজাইল কী?
উত্তর : বাজাইল হচ্ছে বন্যাসহিষ্ণু স্থানীয় জাতের গভীর পানির আমন ধান।
প্রশ্ন ॥ ২০৯ ॥ কোন কোন চালের মধ্যে পার্থ্যক্য নেই।
উত্তর : কিরণ ও নাইজারশাইল চালের মধ্যে পার্থক্য নেই।
প্রশ্ন ॥ ২১১ ॥ বঙ্গোপসাগরে কোন দুর্যোগের সংখ্যা বেড়েছে?
উত্তর : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েছে।
প্রশ্ন ॥ ২১২ ॥ তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন জাতের ধানের ফলন কমে যাবে?
উত্তর : উফশী ধানের ফলন কমে যাবে।
প্রশ্ন ॥ ২১৩ ॥ তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন ফসলে রোগের আক্রমণ বেড়ে যাবে?
উত্তর : গম ফসলে রোগের আক্রমণ বেড়ে যাবে।
প্রশ্ন ॥ ২১৪ ॥ ধানের জন্য অসহ্য গরম তাপমাত্রা কত?
উত্তর : ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধানের জন্য অসহ্য গরম তাপমাত্রা।
প্রশ্ন ॥ ২১৫ ॥ কী জন্য ধান গাছের বৃদ্ধি ব্যাহত হয়?
উত্তর : নিম্ন তাপমাত্রায় ধান গাছের বৃদ্ধি ব্যাহত হয়।
প্রশ্ন ॥ ২১৬ ॥ দেশের চাষযোগ্য জমির পরিমাণ কত?
উত্তর : দেশের চাষযোগ্য জমির পরিমাণ ৮৩ লাভ হেক্টর।
প্রশ্ন ॥ ২১৭ ॥ মে-জুন মাসের খরা কোন ফসলের ক্ষতি করে?
উত্তর : মে-জুন মাসের খরা বোনা আমন, আউশ ও পাট ফসলের ক্ষতি করে।
প্রশ্ন ॥ ২১৮ ॥ উপকূলীয় এলাকার কী পরিমাণ জমি প্লাবিত হয়েছে?
উত্তর : ৫০% জমি প্লাবিত হয়েছে।
প্রশ্ন ॥ ২১৯ ॥ প্রতি বছর কী পরিমাণ জমি বন্যায় প্লাবিত হয়?
উত্তর : প্রতি বছর ২৫% জমি বন্যায় প্লাবিত হয়।
প্রশ্ন ॥ ২২০ ॥ কত সালে স্লুইস গেট নির্মাণ করা হয়?
উত্তর : ১৯৬৩ সালে স্লুইস গেট নির্মাণ করা হয়।
প্রশ্ন ॥ ২২১ ॥ এখনকার চেয়ে দেশে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে কোন ফসল উৎপাদনে ধস নামবে।
উত্তর : আলু ও অন্যান্য শীতকালীন ফসল উৎপাদনে ধস নামবে?
প্রশ্ন ॥ ২২২ ॥ ফসলের বৃদ্ধি পর্যায়ে গড় বৃষ্টিপাতের অভাবে কী হয়?
উত্তর : ফসলের বৃদ্ধি পর্যায়ে গড় বৃষ্টিপাতের অভাবে মাটিতে পানিশূন্যতা সৃষ্টি হয়।
প্রশ্ন ॥ ২২৩ ॥ প্রতি বছর দেশে কী পরিমাণ জমি খরায় কবলিত হয়?
উত্তর : দেশে প্রতি বছর ৩০-৪০ লাখ হেক্টর জমি বিভিন্ন মাত্রার খরায় কবলিত হয়।
প্রশ্ন ॥ ২২৪ ॥ কত সালে বাংলাদেশ সবচেয়ে দীর্ঘস্থায়ী খরায় কবলিত হয়?
উত্তর : ১৯৯৯ সালে বাংলাদেশ সবচেয়ে দীর্ঘস্থায়ী খরায় কবলিত হয়।
প্রশ্ন ॥ ২২৫ ॥ ১৯৯৫ সালের পর কোন সালে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?
উত্তর : ১৯৯৫ সালের পর ২০১০ সালে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়।
প্রশ্ন ॥ ২২৬ ॥ কোন নদীতে খরার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে?
উত্তর : তিস্তা নদীতে খরার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।
প্রশ্ন ॥ ২২৭ ॥ ঢল বন্যার শিকার হয় এমন একটি জেলার নাম কী?
উত্তর : সিলেট জেলা ঢল বন্যার শিকার হয়।
প্রশ্ন ॥ ২২৮ ॥ নাইজারশাইল কী?
উত্তর : নাইজারশাইল হচ্ছে নাবী জাতের ধান।
প্রশ্ন ॥ ২২৯ ॥ দুটি নাবী জাতের ধানের নাম লেখ।
উত্তর : বিআর ২২ ও বিআর ২৩ নাবী জাতের ধান।
প্রশ্ন ॥ ২৩০ ॥ অভিযোজন কাকে বলে?
উত্তর : প্রতিকূল পরিবেশে উদ্ভিদের বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় ও জৈব রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে খাপ খাইয়ে নেওয়ার কৌশলকে অভিযোজন বলে।
প্রশ্ন ॥ ২৩১ ॥ খরা প্রতিরোধ কী?
উত্তর : খরা কবলিত অবস্থায় ফসলের টিকে থাকার কৌশলই খরা প্রতিরোধ।
প্রশ্ন ॥ ২৩২ ॥ ফসলের খরা সহ্যকরণ কাকে বলে?
উত্তর : ফসল খরায় পতিত হওয়ার পরও দেহাভ্যন্তরে স্বল্প পানিসাম্যতা নিয়ে টিকে থাকার ক্ষমতাকে ফসলের খরা সহ্যকরণ বলে।
প্রশ্ন ॥ ২৩৩ ॥ ফসলকে খরা সহ্যশীল করে তুলতে উদ্ভিদ কোন ধরনের রাসায়নিক দ্রব্য তৈরি করে।
উত্তর : উদ্ভিদ প্রোলিন নামক এক ধরনের রাসায়নিক দ্রব্য তৈরি করে যা ফসলকে খরা সহ্যশীল করে তোলে।
প্রশ্ন ॥ ২৩৪ ॥ কোন উদ্ভিদ খরা প্রতিরোধী?
উত্তর : চিনাবাদাম খরা প্রতিরোধী।
প্রশ্ন ॥ ২৩৫ ॥ হ্যালোফাইটস উদ্ভিদের একটি নাম লেখ।
উত্তর : গোলপাতা হ্যালোফাইটস উদ্ভিদ।
প্রশ্ন ॥ ২৩৬ ॥ একটি গ্লাইকোফাইটস উদ্ভিদের নাম লেখ।
উত্তর : শিম গ্লাইকোফাইটস উদ্ভিদ।
প্রশ্ন ॥ ২৩৭ ॥ পানি পছন্দকারী উদ্ভিদের একটি নাম লেখ।
উত্তর : ধান পানি পছন্দকারী উদ্ভিদ।
প্রশ্ন ॥ ২৩৮ ॥ ধানগাছে কোন টিস্যু থাকে?
উত্তর : ধানগাছ প্যারেনকাইমা টিস্যু থাকে।
প্রশ্ন ॥ ২৩৯ ॥ কোন টিস্যুর মধ্যে প্রচুর বায়ুকুঠুরি থাকে?
উত্তর : প্যারেনকাইমা টিস্যুতে।
প্রশ্ন ॥ ২৪০ ॥ প্যারেনকাইমা টিস্যুর বায়ুকুঠুরিতে কী জমা থাকে?
উত্তর : প্যারেনকাইমা টিস্যুর বায়ুকুঠুরিতে অক্সিজেন জমা থাকে।
প্রশ্ন ॥ ২৪১ ॥ বিশ্বে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : অভ্যন্তরীণ জলাশয় থেকে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়।
প্রশ্ন ॥ ২৪২ ॥ প্রাকৃতিকভাবে রুই জাতীয় মাছ কোথায় ডিম ছাড়ে?
উত্তর : প্রাকৃতিভাবে রুই জাতীয় মাছ হালদা নদীতে ডিম ছাড়ে।
প্রশ্ন ॥ ২৪৩ ॥ বায়ুমণ্ডলের কোনটির পরিমাণ দিন দিন বাড়ছে?
উত্তর : বায়ুমণ্ডলে দিন দিন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে।
শিক্ষার্থীরা, ওপরে আমরা কৃষিশিক্ষা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নিয়মগুলো সুন্দরভাবে আলোচনা করেছি। তোমরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় উপরোক্ত নিয়মগুলো মেনে শিক্ষকের সামনে উপস্থিত হবে। কোর্সটিকার আজকের এই পোস্টে আলোচিত কৃষিশিক্ষা ৩য় অধ্যায় মৌখিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর ওপরে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে সংগ্রহ করতে পারবে।
এছাড়াও কৃষিশিক্ষা চিত্রসহ ব্যবহারিক রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post