কৃষিশিক্ষা ৫ম অধ্যায় ব্যবহারিক : ব্যবহারিক লেখার সময় যা মনে রাখতে হবে
১. ধারণাতত্ত্ব : কী পরীক্ষা করা হবে এবং কোন তত্ত্বের ভিত্তিতে করা হবে।
২. প্রয়োজনীয় সমাগ্রী : কী কী সামগ্রী/যন্ত্রপাতি এ পরীক্ষার জন্য দরকার হবে।
৩. কাজের ধাপ : পরীক্ষা করার জন্য কীভাবে অগ্রসর হতে হবে।
২টি খাতা প্রস্তুত রাখো
১. কাঁচা খাতা : পরীক্ষাগারে পর্যবেক্ষণকৃত তথ্যাদি দ্রুত লিপিবদ্ধ করার জন্য।
২. পাকা খাতা : শিক্ষকের নিকট এবং চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষায় (এমএসসি) উপস্থাপনার জন্য প্রতিটি পরীক্ষণ পাকা খাতায় পরিষ্কারভাবে নিয়ম মোতাবেক লিখতে হবে। প্রয়োজনীয় চিত্রও খাতায় সুন্দর করে আঁকতে হবে।
পরীক্ষণের সময় অবশ্যই-১. কাঁচা খাতা, ২. পেন্সিল, ৩. ইরেজার এবং ৪. স্কেল হাতের কাছে রাখবে।
পরীক্ষণের সময় গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজন অনুসারে তথ্যগুলো লিখবে।
পরীক্ষণের ফলাফল লিখবে এবং প্রয়োজনীয় চিত্র আঁকবে। পাকা খাতায় নিম্নলিখিত বিষয়গুলো উপস্থাপন করতে হবে :
১. পরীক্ষণ নং
২. পরীক্ষণের শিরোনাম
৩. পরীক্ষণের স্থান ও তারিখ
৪. ধারণাতত্ত্ব/মূলতত্ত্ব
৫. সূত্র (যদি থাকে)
৬. প্রয়োজনীয় সামগ্রী ও উপকরণ
৭. কাজের ধাপ বা পরীক্ষা পদ্ধতি
৮. হিসাব (যদি থাকে)
৯. ফলাফল
১০. সাবধানতা এবং
১১. মন্তব্য, উপসংহার ও আলোচনা
কৃষিশিক্ষা ৫ম অধ্যায় ব্যবহারিক
পরীক্ষণ নং- ৯
পরীক্ষণের নাম : গোলকাঠ বা তক্তা পরিমাপ
তারিখ : ……………………….
মূলতত্ত্ব : হপ্পাসের সূত্রের সাহায্যে গোলকাঠ/তক্তার পরিমাপ করা যায়।
প্রয়োজনীয় উপকরণ
১. টেপ,
২. গাছের গুঁড়ি বা তক্তা,
৩. খাতা,
৪. পেন্সিল ও
৫. ক্যালকুলেটর।
কাজের ধাপ
১. একটি গাছের গুঁড়ির নিকটে গেলাম।
২. টেপ দিয়ে গুঁড়িটির দৈর্ঘ্য মাপলাম।
৩. গুঁড়িটির মাঝখানের বেড় মেপে নিলাম।
৪. উপর্যুক্ত পরিমাপগুলো খাতায় লিখে ফেলি।
৫. হপ্পাসের সূত্রের সাহায্যে গুঁড়ির আয়তন নির্ণয় করি।
হিসাব :
১. গুঁড়ির দৈর্ঘ্য = ৮ মিটার
২. মাঝের বেড় = ২ মিটার।
কাজের ধাপ
১. একটি তক্তা নিই।
২. টেপ দিয়ে তক্তার দৈর্ঘ্য, প্রস্থ ও পুরুত্ব জেনে নিই।
৩. খাতায় উপর্যুক্ত পরিমাপগুলো লিখে রাখি।
সাবধানতা : সঠিকভাবে মাপ নিয়েছি।
পরীক্ষণ নং- ১০
পরীক্ষণের নাম : এককভাবে ১০টি ব্রয়লার মুরগি পালনের আয়-ব্যয়ের হিসাব নির্ণয়
তারিখ : ……………………….
মূলতত্ত্ব : পারিবারিক খামারের আয়-ব্যয়ের হিসাব জানা থাকলে খামার সহজে লাভজনক হিসেবে গড়ে তোলা যায়।
উপকরণ : ১. খাতা, ২. কলম, ৩. সাধারণ ক্যালকুলেটর।
কাজের ধাপ
১. শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের সাহায্যে ব্রয়লার মুরগি পালনের আয়-ব্যয়ের হিসাব সম্পর্কে জানবে।
২. তারপর নিচের হিসাবটি এককভাবে লিখে ক্লাসে জমা দিবে।
►► আরো দেখো: কৃষিশিক্ষা সকল অধ্যায়ের সাজেশন
শিক্ষার্থীরা, উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে কৃষিশিক্ষা ৫ম অধ্যায় ব্যবহারিক PDF ফাইলে ডাউনলোড করে নাও। কোর্সটিকার সকল আপডেট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করো এই লিংক থেকে।
Discussion about this post