টপিক: ssc কৃষিশিক্ষা mcq ২য় অধ্যায়
ssc কৃষিশিক্ষা mcq ২য় অধ্যায়
১১৪. উদ্ভিদের বংশরক্ষায় জীবন্ত মাধ্যমটির নাম কী?
ক. মাটি
খ. পানি
শ. বীজ
ঘ. আলো
১১৫. নেশা জাতীয় বীজ কোনটি?
শ. আফিম
খ. মেথি
গ. কলাই
ঘ. সবগুলোই
১১৬. নিচের কোনটি দানাজাতীয় ফসল বীজ?
ক. সরিষা
শ. ধান
গ. ছোলা
ঘ. বেগুন
১১৭. নিচের কোনটিকে অঙ্গজ বীজ বলা হয়?
ক. ফুল
খ. ফল
শ. পাতা
ঘ. মুকুল
১১৮. জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?
ক. দুই
শ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১১৯. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে কতটুকু জৈব পদার্থ থাকা প্রয়োজন?
ক. ১%
শ. ২%
গ. ৩%
ঘ. ৪%
১২০. আলুর বীজ উৎপাদনের জন্য কত সে.মি. গভীর চাষ দিতে হবে?
ক. ১০ সে.মি.
শ. ১৫ সে.মি.
গ. ২০ সে.মি.
ঘ. ২৫ সে.মি.
১২১. নিচের কোনটি আলুর ব্যাকটেরিয়াজনিত রোগ?
ক. মড়ক রোগ
শ. ঢলে পড়া রোগ
গ. দাঁদ রোগ
ঘ. কা-পচা রোগ
১২২. বীজ আলু উৎপাদনের জন্য কোন পোকা দমন অত্যন্ত জরুরি?
ক. কাটুই পোকা
খ. লেদা পোকা
শ. জাব পোকা
ঘ. ঘাস ফড়িং
১২৩. আধুনিক জাতের আলুর পরিপক্বতা আসতে কত দিন লাগে?
ক. ৬০-৭০ দিন
খ. ৭০-৮০ দিন
শ. ৮৫-৯০ দিন
ঘ. ৯৫-১০০ দিন
১২৪. আলু সংগ্রহ করার পর কতদিন মেঝেতে বিছিয়ে রাখতে হবে?
ক. ৫-৭ দিন
শ. ৭-১০ দিন
গ. ১০-১৩ দিন
ঘ. ১৩-১৫ দিন
১২৫. প্লাঙ্কটনের উপস্থিতির জন্য পানির রং কেমন হয়?
ক. হলুদাভ
খ. বেগুনি
গ. নীলাভ
শ. বাদামি সবুজ
১২৬. ছোট ও অগভীর বদ্ধ জলাশয় যেখানে নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করা হয়-
ক. ডোবা
খ. খাল
শ. পুকুর
ঘ. লেক
১২৭. আদর্শ পুকুরের আকৃতি হবে-
ক. বর্গাকার
শ. আয়তাকার
গ. কৌণিক
ঘ. রম্বসাকার
১২৮. আদর্শ পুকুরের পাড়গুলোর ঢাল হবে-
ক. ১- ১
শ. ১- ২
গ. ১- ৩
ঘ . ২- ৫
১২৯. প্ল্যাঙ্কটনের উপস্থিতির জন্য পানির রং হয়-
ক. হলুদাভ
খ. বেগুনি
গ. নীলাভ
শ. বাদামি সবুজ
১৩০. পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমপক্ষে কত মি. গ্রাম/মিটার হওয়া প্রয়োজন?
ক. ৪
শ. ৫
গ. ৬
ঘ. ৮
১৩১. মাছ চাষের পুকুরে পানির পিএইচ কত হলে ভালো হয়?
ক. ৪.৫-৫.৫
খ. ৬.৫-৭.৫
শ. ৬.৫-৮.৫
ঘ. ৭-১০
১৩২. কোন ধরনের পোনার পেটের নিচের দিকে থলি থাকে?
ক. ধানী পোনা
খ. রেণু পোনা
গ. চারা পোনা
শ. ডিম পোনা
১৩৩. ধানী পোনার আকার কত সে.মি এর বেশি?
ক. ১ সে.মি
শ. ২ সে.মি
গ. ৩ সে.মি
ঘ. ৪ সে.মি
১৩৪. নিচের কোনটি অস্থায়ী পুকুরের মাছ?
শ. শিং
খ. কাতলা
গ. মৃগেল
ঘ. গলদা চিংড়ি
১৩৫. যে পুকুরে রেনু পোনা ছেড়ে ধানী পোনা পর্যন্ত বড় করা হয় তাকে কী বলে?
শ. আঁতুড় পুকুর
খ. লালন পুকুর
গ. মজুদ পুকুর
ঘ. বার্ষিক পুকুর
১৩৬. পুকুর সাধারণত কত মিটার গভীর হয়?
ক. ১ মিটার
শ. ১-১.৫ মিটার
গ. ১.৫ মিটার
ঘ. ৩ মিটার
১৩৭. যে পুকুরে ধানী পোনা ছেড়ে চারা বা আঙুলে পোনা পর্যন্ত বড় করা হয় তাকে কী পুকুর বলে?
ক. মজুদ পুকুর
শ. লালন পুকুর
গ. পুকুর
ঘ. স্থায়ী পুকুর
১৩৮. যে পুকুরে আঙুলে পোনা ছেড়ে বড় মাছে পরিণত করা হয় তাকে কী বলে?
শ. মজুদ পুকুর
খ. ঢালাই পুকুর
গ. পুকুর
ঘ. লালন পুকুর
১৩৯. মিনি পুকুরের আয়তন কত হয়?
শ. ১-৫ শতাংশ
খ. ৫-১০ শতাংশ
গ. ১০-১৫ শতাংশ
ঘ. ১৫-২০ শতাংশ
১৪০. নিচের কোনটি উপরের স্তরের মাছ?
ক. মৃগেল
শ. কাতলা
গ. কালবাউশ
ঘ. পাঙ্গাস
১৪১. কোন মাছ পুকুরের মধ্যস্তরে থাকে?
ক. কাতলা
খ. সিলভারকার্প
গ. মাগুর
শ. রুই
১৪২. মাছ চাষের পুকুর কত বছর পর পর শুকানো উচিত?
ক. ১-২
খ. ২-৪
শ. ৩-৪
ঘ. ৫-৬
১৪৩. পুকুরের উপরিতল, ধার ও পাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কী বলে?
শ. বকচর
খ. ডুবোচর
গ. নিঝুমচর
ঘ. আচর
১৪৪. পুকুরে বিষ দেওয়ার পর কতদিন পানি ব্যবহার করা যাবে না?
ক. ২-৩ দিন
শ. ৭-১০ দিন
গ. ৭-১৪ দিন
ঘ. ১৫-৩০ দিন
১৪৫. চুন প্রয়োগের কতদিন পর পুকুরে সার প্রয়োগ করতে হয়?
শ. ৫-৭
খ. ৭-১০
গ. ১০-১৪
ঘ. ১৫-৩০
১৪৬. দূরবর্তী স্থানে পোনা পরিবহনের জন্য কোনটি ব্যবহৃত হয়?
শ. পলিথিন ব্যাগ
খ. মাটির হাঁড়ি
গ. অ্যালুমিনিয়াম পাত্র
ঘ. কাগজ
১৪৭. পুকুর প্রস্তুতির সময় শতকপ্রতি কতটুকু ইউরিয়া প্রয়োগ করতে হবে?
ক. ৫০ – ৬০ গ্রাম
শ. ১০০ – ১৫০ গ্রাম
গ. ১৫০ – ২০০ গ্রাম
ঘ. ২০০ – ২৫০ গ্রাম
১৪৮. পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য থাকলে পানির রং কেমন হবে?
শ. সবুজ
খ. হলুদ
গ. নীল
ঘ. লালচে
১৪৯. পোনাভর্তি পলিব্যাগ পুকুরে কতসময় ভাসিয়ে রাখতে হবে?
ক. ২ – ৩ মিনিট
খ. ৫ – ১০ মিনিট
গ. ১০ – ১৫ মিনিট
শ. ১৫ – ২০ মিনিট
১৫০. পুকুরে পোনা ছাড়তে হবে কখন?
শ. সকালে
খ. দুপুরে
গ. রাতে
ঘ. সবসময়
১৫১. বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ের মোট আয়তন কত?
ক. ৪০ লক্ষ হেক্টর
শ. ৪৭ লক্ষ হেক্টর
গ. ৭৫ লক্ষ হেক্টর
ঘ. .৫০ লক্ষ হেক্টর
১৫২. বাংলাদেশের জলাশয়ের শতকরা কতভাগ বদ্ধ জলাশয়?
ক. ১০ ভাগ
শ. ১২ ভাগ
গ. ১৪ ভাগ
ঘ. ১৬ ভাগ
১৫৩. বাংলাদেশে কত প্রজাতির স্বাদু পানির মাছ আছে?
ক. ২৪০
খ. ২৫০
শ. ২৬০
ঘ. ২৭০
১৫৪. স্বাদু পানির মাছের মধ্যে বিপন্ন প্রজাতির সংখ্যা কত?
শ. ২৮ টি
খ. ৪০ টি
গ. ৫০ টি
ঘ. ৬০ টি
১৫৫. বাংলাদেশের স্বাদু পানির মাছের প্রজাতির মধ্যে কতটি প্রজাতি সংকটাপন্ন বলে চিহ্নিত করা হয়েছে?
ক. ১২ টি
শ. ১৪ টি
গ. ১৬ টি
ঘ. ১৮ টি
১৫৬. বাংলাদেশে এ পর্যন্ত কতটি মৎস্য অভয়াশ্রম স্থাপিত হয়েছে?
ক. ১০০ টি
খ. ২০০ টি
খ. ৩০০ টি
শ. ৫০০ টি
১৫৭. কত ইঞ্চির নিচের ইলিশ মাছকে জাটকা বলা হয়?
ক. ২৩ ইঞ্চি
শ. ৯ ইঞ্চি
গ. ২০ ইঞ্চি
ঘ. ১৫ ইঞ্চি
১৫৮. চাষের উদ্দেশ্য ব্যতীত রুই, কাতলা মাছ (৯ ইঞ্চির নিচে) কখন বিক্রি ও পরিবহন নিষিদ্ধ?
শ. জুলাই হতে ডিসেম্বর
খ. নভেম্বর হতে মে
গ. নভেম্বর হতে এপ্রিল
ঘ. ফেব্রুয়ারি হতে জুন
১৫৯. মৎস্য আইনের মাধ্যমে কতটি নদী থেকে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে?
ক. ২৫টি
খ. ২৬টি
শ. ২৭টি
ঘ. ২৮টি
১৬০. সরকার ঘোষিত ইলিশ অভয়াশ্রম কতটি?
শ. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
১৬১. নদীনালা, খাল ও বিলে অস্থায়ী বা স্থায়ী বাঁধ দেওয়া যাবে না কোন উদ্দেশ্যে?
শ. মাছ ধরা
খ. জলসেচ
গ. বন্যা নিয়ন্ত্রণ
ঘ. নর্দমা
১৬২. কত বর্গ কি. মি. এলাকা ইলিশ প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে?
ক. ৫ হাজার বর্গ কি. মি.
শ. ৭ হাজার বর্গ কি. মি.
গ. ৯ হাজার বর্গ কি. মি.
ঘ. ১১ হাজার বর্গ কি. মি.
১৬৩. প্রমবার মৎস্য আইন ভঙ্গকারীর সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে?
ক. ৫০০ টাকা
শ. ১০০০ টাকা
গ. ১৫০০ টাকা
ঘ. ২০০০ টাকা
১৬৪. পরবর্তীতে প্রতিবার মৎস্য আইন ভঙ্গকারীর কতদিন সশ্রম কারাদাণ্ড হতে পারে?
ক. ২ মাস
শ. ২ মাস হতে সর্বোচ্চ ১ বছর
গ. ৪ মাস
ঘ. ৪ মাস হতে সর্বোচ্চ ২ বছর
১৬৫. হাঁসমুরগির ঘর কোন মুখী হলে ভালো?
ক. পূর্বমুখী
খ. পশ্চিমমুখী
গ. উত্তরমুখী
শ. দক্ষিণমুখী
১৬৬. কোন ধরনের হাঁসমুরগির ঘর তৈরিতে খরচ বেশি হয়?
ক. শেড টাইপ
শ. গ্যাবল টাইপ
গ. উন্মুক্ত টাইপ
ঘ. সবগুলো
১৬৭. ছাদের ডিজাইনের ওপর ভিত্তি কয় ধরনের মুরগির ঘর বেশি দেখা যায়?
ক. ১ ধরনের
শ. ২ ধরনের
গ. ৩ ধরনের
ঘ. ৪ ধরনের
১৬৮. সদ্য ফোটা হাঁসমুরগির বাচ্চা কোন ধরনের ঘরে রাখা হয়?
ক. গ্রোয়ার ঘর
শ. ব্রুডার ঘর
গ. ব্রয়লার ঘর
ঘ. হ্যাচারি ঘর
১৬৯. বাচ্চার ঘর বা ব্রুডার ঘরে হাঁসমুরগির বাচ্চা কত সপ্তাহ বয়স পর্যন্ত রাখা হয়?
ক. ১-২ সপ্তাহ
খ. ২-৩ সপ্তাহ
গ. ৩-৪ সপ্তাহ
শ. ৪-৬ সপ্তাহ
১৭০. ইনকিউবেটরের সাহায্যে যে ঘরে বাচ্চা ফোটানো হয় সেই ঘরের নাম কী?
শ. হ্যাচারি ঘর
খ .ব্রুডার ঘর
গ. গ্রোয়ার ঘর
ঘ. ব্রয়লার ঘর
১৭১. ব্রয়লার মুরগি পালনের জন্য ঘরের দেয়াল কতটুকু উঁচু হওয়া দরকার?
শ. ১ ফুট
খ. ২ ফুট
গ. ৩ ফুট
ঘ. ৪ ফুট
১৭২. খাঁচা পদ্ধতিতে বয়স্ক মুরগি পালনের জন্য প্রতিটি মুরগির কতটুকু জায়গা লাগে?
ক. ০.০২ বর্গমি.
খ. ০.০৩ বর্গমি.
গ. ০.০৫ বর্গমি.
শ. ০.০৭ বর্গমি.
১৭৩. হাঁস-মুরগির খামার পরিচালনায় যে পরিমাণ টাকা খরচ হয় তার কত ভাগই খরচ হয় খাদ্য ক্রয় করতে?
ক. ৫০ ভাগ
খ. ৭০ ভাগ
শ. ৭০ ভাগ
ঘ. ৮০ ভাগ
১৭৪. ব্রয়লার মুরগিকে ব্রয়লার স্টার্টার বা প্রারম্ভিক রেশন দেওয়া হয় কত সপ্তাহ বয়স পর্যন্ত?
ক. ১ সপ্তাহ
শ. ২ সপ্তাহ
গ. ৩ সপ্তাহ
ঘ. ৪ সপ্তাহ
১৭৫. গমের ভুসি নিচের কোন পুষ্টি উপাদানের প্রধান উৎস?
শ. শর্করা
খ. আমিষ
গ. স্নেহ
ঘ. খনিজ পদার্থ
১৭৬. বাচ্চা মুরগির জন্য নিচের কোন খাদ্যটি দেওয়া হয়?
ক. ক্র্যাম্বল খাদ্য
খ. পিলেট খাদ্য
শ. ম্যাশ খাদ্য
ঘ. সবগুলো
১৭৭. বয়স্ক মুরগির জন্য নিচের কোন খাদ্যটি দেওয়া হয়?
শ. পিলেট খাদ্য
খ. ম্যাশ খাদ্য
গ. ক্র্যাম্বল খাদ্য
ঘ. কোনোটাই নয়
১৭৮. মুরগির প্রারম্ভিক রেশনে শতকরা কত ভাগ গম বা ভুট্টা ভাঙা থাকে?
ক. ৪৮.০%
খ. ৫০%
শ. ৫২%
ঘ. ৫৪%
১৭৯. বাড়ন্ত হাঁসকে দিনে কতবার খাবার সরবরাহ করতে হয়?
শ. ২ বার
খ. ৩ বার
গ. ৪ বার
ঘ. ৫ বার
১৮০. কবুতরের বাচ্চা কতদিন পর উড়তে শেখে?
ক. ২৫ দিন
খ. ২৬ দিন
গ. ২৭ দিন
শ. ২৮ দিন
১৮১. বাণিজ্যিকভাবে কবুতর পালনের জন্য তৈরি খাদ্যে শতকরা কতভাগ গম দিতে হয়?
ক. ৩৫%
শ. ২০%
গ. ১০%
ঘ. ১৫%
১৮২. গাছের কোন অবস্থায় সাইলেজ করা হয়?
শ. ফুল আসলে
খ. চারা
গ. ফল আসলে
ঘ. ফল পাকলে
১৮৩. সাইলেজ তৈরির সময় গাছের শুষ্ক পদার্থের পরিমাণ কত?
ক. ১০ – ১৫%
খ. ২০ – ২৫%
শ. ৩০ – ৩৫%
ঘ. ৪০ – ৪৫%
১৮৪. সাইলেজ তৈরিতে বায়ুরোধী অবস্থায় গাঁজনের জন্য প্রয়োজন-
ক. সুগার
খ. এমাইড
শ. ল্যাকটিক এসিড
ঘ. লবণ
১৮৫. হে তৈরির ফলে ঘাসের আর্দ্রতা হয়-
ক. ৫%
খ. ১০%
গ. ১৫%
শ. ২০%
১৮৬. হে তৈরিতে সবচেয়ে ভালো কোনটি?
ক. অলিগিউম
শ. লিগিউম
গ. ভুট্টা
ঘ. পারা
১৮৭. লিগিউম গাছে নাইট্রোজেন ধরে রাখে-
ক. এজোবিয়াম
খ. এজোটো ব্যাকটার
শ. রাইজোবিয়াম
ঘ. এন্টিবডি
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ssc কৃষিশিক্ষা mcq ২য় অধ্যায় ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post