টপিক: ssc কৃষিশিক্ষা mcq ৩য় অধ্যায়
ssc কৃষিশিক্ষা mcq ৩য় অধ্যায়
২৩০. বাংলাদেশে শীতকাল কখন হয়?
ক. জানুয়ারি-ফেব্রুয়ারি
খ. জুন-জুলাই
গ. এপ্রিল-মে
শ. নভেম্বর-ফেব্রুয়ারি
২৩১. শীতকালে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রার গড়-
ক. ৭-১৫ ডি. সে.
খ. ১২-২০ ডি. সে.
শ. ২৪-২৮ ডি. সে.
ঘ. ২৮-৩২ ডি. সে.
২৩২. ধানের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায় তাপমাত্রা কত ডিগ্রির কম হলে?
ক. ১০° সে.
শ. ২০° সে.
গ. ২৫° সে.
ঘ. ৩২° সে.
২৩৩. খরার কারণে কতভাগ ফলন ঘাটতি হয়ে থাকে?
ক. ৫-১০
খ. ২৫-৩০
গ. ৫৫-৬০
শ. ১৫-৯০
২৩৪. কোন ধানটি চারা অবস্থায় বেশি লবণাক্ততা সহ্য করতে পারে?
ক. ব্রি ধান ৪১
খ. ব্রি ধান ৪০
শ. ব্রি ধান ৪৭
ঘ. ব্রি ধান ৫৩
২৩৫. কোন জাতটির রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা রয়েছে?
ক. ব্রি ধান ৪৭
খ. ব্রি ধান ৫৪
শ. বিনা ধান ৮
ঘ. বিনা ধান ১৬
২৩৬. বন্যাসহিষ্ণু এলাকার জন্য ধান কোনটি?
ক. ব্রি ধান ৪০
খ. ব্রি ধান ৪১
শ. ব্রি ধান ৪৪
ঘ. ব্রি ধান ৪৭
২৩৭. নাবী জাতের আমন ধান কোনটি?
ক. সৈকত
খ. গৌরবি
গ. সুরভি
শ. কিরণ
২৩৮. উচ্চ তাপমাত্রা ও কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধিতে ফসলে কি কমে যায়?
শ. প্রোটিন
খ. শর্করা
গ. ভিটামিন
ঘ. পানি
২৩৯. জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
ক. ভারত
শ. বাংলাদেশ
গ. আমেরিকা
ঘ. জার্মানি
২৪০. ধানের জন্য অসহ্য তাপমাত্রা কত?
ক. ৫° সে.
খ. ১৫° সে.
গ. ২৫° সে.
শ. ৩৫° সে.
২৪১. শুষ্ক মৌসুমে বাষ্পীভবনের ফলে মাটির নিচের কোনটি উপরে আসে?
ক. পানি
শ. লবণ
গ. পুষ্টি উপাদান
ঘ. ভিটামিন
২৪২. তাপমাত্রা বৃদ্ধিজনিত প্রভাব কয় ধরনের?
শ. ২
খ. ৪
গ. ৫
ঘ. ৭
২৪৩. তাপমাত্রা ১° সে. বাড়লে ফসলের পরিপক্বতা কত হ্রাস পায়?
ক. ২-৩%
খ. ৩-৫%
শ. ৫-৭%
ঘ. ৭-১০%
২৪৪. ভবদহে কত হেক্টর জমিতে স্থায়ী জলাবদ্ধতা হয়েছে?
ক. ১০০০
খ. ২০০০
গ. ৪০০০
শ. ৮০০০
২৪৫. বাংলাদেশে কত ভাগ জমি বন্যায় প্লাবিত হয়?
ক. ৫%
শ. ২৫%
গ. ৫০%
ঘ. ৭৫%
২৪৬. প্রতিকূল পরিবেশে উদ্ভিদের খাপ খাইয়ে নেওয়ার কৌশলকে কি বলে?
শ. অভিযোজন
খ. অভিস্রবণ
গ. সালোকসংশ্লেষণ
ঘ. প্রস্বেদন
২৪৭. খরা সহিষ্ণু ফসলের জাতে পাতার কোষ প্রাচীর কেমন?
শ. মোটা
খ. পাতলা
গ. চিকন
ঘ. প্রাচীরহীন
২৪৮. উদ্ভিদদেহে কোনটি বেশি থাকলে খরা প্রতিরোধ সহজ হয়?
ক. শর্করা
শ. প্রোটিন
গ. স্নেহ
ঘ. ভিটামিন
২৪৯. উদ্ভিদদেহে বিষাক্ততা দূর করণে সাহায্য করে-
ক. প্রোটিন
খ. শর্করা
শ. প্রোলিন
ঘ. স্নেবহ
২৫০. খরাবস্থায় পত্ররন্ধ্রের আকার কমিয়ে দেয় কোন উদ্ভিদ?
ক. যব
শ. শিম
গ. গম
ঘ. জোয়ার
২৫১. খরার ফলে উদ্ভিদে কোন এনজাইমের উৎপাদন বৃদ্ধি পায়?
ক. প্রোলিন
খ. পেপসিন
গ. সুবোলিন
শ. ইথিলিন
২৫২. জলাবদ্ধতা মোকাবেলায় ধানগাছে কোনটি থাকে?
ক. পেরেনকাইমা
শ. অ্যারেনকাইমা
গ. ক্লোরেনকাইমা
ঘ. ক্লোরেনকাইমা
২৫৩. ধানগাছের বায়ুকুঠুরীতে কোনটি জমা থাকে?
শ. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. ফসফরাস
২৫৪. অভ্যন্তরীণ জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান কত?
ক. ২য়
শ. ৩য়
গ. ৪র্থ
ঘ. ৫ম
২৫৫. বাংলাদেশের সামুদ্রিক এলাকা কত বর্গ কিলোমিটার?
ক. ১ লক্ষ ২০ হাজার
খ. ১ লক্ষ ৩৬ হাজার
গ. ১ লক্ষ ৫০ হাজার
শ. ১ লক্ষ ৬৬ হাজার
২৫৬. বাতাসে ও সমুদ্রপৃষ্টে তাপমাত্রা বৃদ্ধির কারণ-
শ. কার্বন ডাইঅক্সাইড
খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন
ঘ. হিলিয়াম
২৫৭. সামুদ্রিক মাছের উৎকৃষ্ট আবাসস্থল কোনটি?
ক. পানি
খ. বালি
গ. শৈবাল
শ. প্রবাল
২৫৮. লবণাক্ততা সহনশীল মাছ কোনটি?
ক. পুঁটি
খ. কার্প
গ. সিলভার
শ. ভেটকি
২৫৯. জলবায়ু পরিবর্তনে কোনটি হুমকির মুখে?
ক. অর্থনীতি
খ. পোশাক শিল্প
শ. খাদ্য নিরাপত্তা
ঘ. তুলাশিল্প
২৬০. খরাপ্রবণ এলাকায় কি ধরনের পোনা ছাড়তে হয়?
ক. ছোট পোনা
শ. বড় পোনা
গ. মাঝারি
ঘ. বড় মাছ
২৬১. প্রাকৃতিক দুর্যোগে উত্তরাঞ্চলে কোন বন বিলুপ্ত হয়েছে?
ক. রাবার বন
খ. ম্যানগ্রোভ বন
শ. শালবন
ঘ. মেহগনি বন
২৬২. জলবায়ু উন্নয়নে দীর্ঘমেয়াদি ব্যবস্থা কি?
শ. গাছ রোপণ
খ. কলারখানা বন্ধ
গ. গাড়ি বন্ধ
ঘ. গ্রিন হাউজ তৈরি
২৬৩. ঘাসে বিষক্রিয়া দেখা দেয় কখন?
ক. খরায়
শ. বন্যায়
গ. জলোচ্ছ্বাসে
ঘ. লবণাক্ততায়
২৬৪. পরিবেশের সাথে অভিযোজন করে কে?
ক. পরজীবী
খ. মিথজীবী
গ. উদ্ভিদ
শ. সকল জীব
২৬৫. খরার সময় কী গাছের পাতা চাষ বৃদ্ধি করতে হবে?
ক. বড়ই
খ. আমলকি
শ. ইপিল-ইপিল
ঘ. অর্জুন
২৬৬. খরা মৌসুমের পূর্বে কোনটি তৈরি করতে হবে?
ক. ভাতের ফেন
খ. তরকারির বিষ্টা
শ. সাইলেজ
ঘ. সবুজ অ্যালজি
২৬৭. কাঁচা ঘাসের বিকল্প কী?
ক. খড়
শ. হে
গ. কচুরিপানা
ঘ. ভুসি
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ssc কৃষিশিক্ষা mcq ৩য় অধ্যায় ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post