ssc পদার্থবিজ্ঞান ৭ম অধ্যায় mcq
২৪৬. কুকুরের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কত?
ক. 2000 Hz
খ. 35000 Hz
গ. 45000 Hz
ঘ. 1000 Hz
২৪৭. যে শব্দের কম্পাঙ্ক 20 Hz এর কম তাকে কী বলে?
ক. আলট্রাসনিক
খ. সুপারসনিক
গ. ইনফ্রাসনিক
ঘ. হারমোনিক
২৪৮. শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একটি ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত শব্দকে কী বলে?
ক. শব্দের সুর
খ. শব্দগুণ
গ. শব্দের তীক্ষ্মতা
ঘ. শব্দের তীব্রতা
২৪৯. শব্দের তীব্রতার প্রচলিত একক কোনটি?
ক. ডেসিবেল
খ. সেন্টিবেল
গ. কিলোবেল
ঘ. মেগাবেল
২৫০. অবিরাম শব্দ দূষণ নিুের কোন রোগটির প্রভাবিত করে?
ক. ডায়াবেটিস
খ. ক্যান্সার
গ. রক্তচাপ বৃদ্ধি
ঘ. সবগুলোই প্রভাবিত করে
২৫১. কোনটি যান্ত্রিক তরঙ্গ?
ক. আলোক তরঙ্গ
খ. তাপ তরঙ্গ
গ. চৌম্বক তরঙ্গ
ঘ. শব্দ তরঙ্গ
২৫২. তরঙ্গশীর্ষ কী?
ক. অনুদৈর্ঘ্য তরঙ্গের সর্বোচ্চ বিন্দু
খ. অনুদৈর্ঘ্য তরঙ্গের সর্বনিম্ন বিন্দু
গ অনুপ্রস্থ তরঙ্গের সর্বোচ্চ বিন্দু
ঘ. অনুপ্রস্থ তরঙ্গের সর্বনিম্ন বিন্দু
২৫৩. তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কী বলে?
ক. তরঙ্গদৈর্ঘ্য
খ. তরঙ্গ বেগ
গ. বিস্তার
ঘ. কম্পাঙ্ক
২৫৪. সাম্যাবস্থান থেকে যেকোনো একদিকে কণার সর্বাধিক সরণকে কী বলে?
ক. কম্পাঙ্ক
খ. সরণ
গ. বেগ
ঘ. বিস্তার
২৬০. কোনো তরঙ্গের কম্পাঙ্ক কখন বেড়ে যায়?
ক. বেগ কমে গেলে
খ. তরঙ্গদৈর্ঘ্য ছোট হলে
গ. বিস্তার বেশি হলে
ঘ. দোলনকাল বেড়ে গেলে
২৬১. দুটি সুরশলাকায় শব্দের কম্পাঙ্কের অনুপাত ২:৩। প্রথমটির কম্পাঙ্ক 80 Hz হলে দ্বিতীয়টির কম্পাঙ্ক কত?
ক. 80 Hz
খ. 40 Hz
গ. 120 Hz
ঘ. 200 Hz
২৬৩. বস্তুর কোন ঘটনার জন্য শব্দ উৎপন্ন হয়?
ক. কম্পন
খ. প্রসারণ
গ. সংকোচন
ঘ. সংবাহন
২৬৪. শব্দ সঞ্চালনের জন্য কিরূপ মাধ্যম প্রয়োজন?
ক অস্থিতিস্থাপক
খ. অবিচ্ছিন্ন স্থিতিস্থাপক
গ বায়বীয়
ঘ. কঠিন
২৬৫. তরঙ্গের বিস্তার দ্বিগুণ হলে তীব্রতা কতগুণ হবে?
ক. দ্বিগুণ
খ. চারগুণ
গ. আটগুণ
ঘ. ষোলগুণ
২৬৬. কী কারণে শব্দের প্রতিধ্বনির সৃষ্টি হয়?
ক. প্রতিসরণ
খ. সঙ্কোচন
গ. প্রতিফলন
ঘ. বিচ্ছুরণ
২৬৭. 0 °C তাপমাত্রায় বায়ুতে শব্দ 33.2 m দূরত্ব অতিক্রম করে কত সময়ে?
ক. ১ সেকেন্ডে
খ. ০.১ সেকেন্ডে
গ. ০.০০১ সেকেন্ডে
ঘ. ৬০ সেকেন্ডে
২৬৮. কূপের পানির উপরিতলের গভীরতা নির্ণয় করা যায় কীভাবে?
ক. ফিতার সাহায্যে
খ. আলোর সাহায্যে
গ. প্রতিধ্বনির সাহায্যে
ঘ. কূপের আয়তন মেপে
২৭০. কূপের উপর থেকে পানি পৃষ্ঠের গভীরতা 25 m হলে প্রতিফলিত শব্দ কত দূরত্ব অতিক্রম করবে?
ক. 12.5 m
খ. 25 m
গ. 50 m
ঘ. 75 m
২৭১. শব্দের প্রয়োগে অন্ধকারে চলে কোন প্রাণী?
ক. মানুষ
খ. বাদুড়
গ. হাতি
ঘ. বিড়াল
২৭২. কোন মাধ্যমের শব্দের বেগ সর্বাধিক?
ক. অক্সিজেন
খ. কেরোসিন
গ. পানি
ঘ. কাঠ
২৭৩. একটি পানিশূন্য কূপের গভীরতা 25 m। এতে সর্বোচ্চ কত উচ্চতার পানি থাকলে প্রতিধ্বনি শোনা যাবে?
ক. 0 m
খ. 16.6 m
গ. 8.4 m
ঘ. 25 m
২৭৪. একটি পাহাড় থেকে 20 m দূরে দাঁড়িয়ে একটি লোক জোড়ে চিৎকার করল। তখন বায়ুর তাপমাত্রা ছিল 15 °C। লোকটি কতক্ষণ পরে প্রতিধ্বনি শুনতে পাবে?
ক. 0.117 s
খ. 0.112 s
গ. 0.129 s
ঘ. 0.129 s
২৭৬. শব্দোত্তর তরঙ্গের কম্পাঙ্ক কত?
ক. 20 Hz
খ. 20 Hz – 20,000 Hz
গ. 20,000 Hz
ঘ. 20,000Hz
২৭৭. পারমাণবিক বোমার বিস্ফোরণে কী ধরনের শব্দ সৃষ্টি হয়?
ক. শব্দোত্তর
খ. শব্দেতর
গ. 20 – 20000 Hz কম্পাঙ্কের
ঘ. অসীম
২৭৮. শ্রুতিমধুর শব্দ কী?
ক. সুরযুক্ত শব্দ
খ. সুরবিহীন শব্দ
গ. বিরক্তিকর শব্দ
ঘ. গাড়ির হর্ণের শব্দ
২৭৯. পর্যায়কাল কী?
ক. একটি পূর্ণ স্পন্দনের অর্ধেক সময়
খ. একটি পূর্ণ স্পন্দনের সময়
গ. দুইটি পূর্ণ সন্দনের সময়
ঘ. তিনটি পূর্ণ স্পন্দনের সময়
২৮০. কোনো বস্তু মিনিটে ১২০০ টি পূর্ণ কম্পন সম্পন্ন করে। এর কম্পাঙ্ক কত?
ক. 20 Hz
খ. 100 Hz
গ. 60 Hz
ঘ. 120 Hz
২৮১. তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার যেকোনো মুহূর্তের গতির সম্যক অবস্থানকে কী বলে?
ক. কম্পাঙ্ক
খ. বিস্তার
গ. দশা
ঘ. স্পন্দন
২৮২. তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে?
ক. তরঙ্গ দ্রুতি
খ. তরঙ্গদৈর্ঘ্য
গ. দোলনকাল
ঘ. বিস্তার
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তর ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post