এক্সক্লুসিভ মডেল টেস্ট ১
পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল প্রশ্ন
১। মানুষ একা বাস করতে পারে না। বিভিন্ন ধরনের চাহিদা মেটানোর জন্য মানুষ পরিবার গঠন করে। জনাব মাসুদ সাহেব মনে করেন পরিবারের গঠন প্রণালি পৃথিবীর সর্বত্র এক ধরনের নয়। সমাজভেদে এর ধরন পরিবর্তিত হয়। তিনি বলেন, সব ধরনের পরিবারই মানুষের সামাজিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। তবে বর্তমানে একপত্নীক পরিবারই আদর্শ।
ক. কাঠামোর ভিত্তিতে পরিবার কত প্রকার?
খ. পরিবারের অর্থনৈতিক বলতে কী বোঝায়?
গ. জনাব মাসুদ সাহেবের মতানুযায়ী মানুষের সামাজিক জীবনে পরিবারের প্রভাব নিজের ভাষায় ব্যাখ্যা কর।
ঘ. জনাব মাসুদ সাহেবের মতানুযায়ী আদর্শ পরিবারের রূপটিকে তুমি কি আদর্শ পরিবার বলে মনে কর। উত্তরের সপক্ষে যুক্তি দাও।
২। ‘ঢ’ জেলার বিচারক জামান সাহেব একটি মামলার বিচারকার্য সম্পাদন করতে গিয়ে আইনসংক্রান্ত সমস্যায় পড়েন। এ অবস্থার প্রেক্ষিতে তিনি আইনবিশারদদের গ্রন্থের সাহায্য নেন এবং উক্ত মামলার রায় প্রদান করেন। এছাড়া তিনি অন্য একটি মামলার রায় প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন অস্পষ্ট থাকার কারণে নিজের প্রজ্ঞা ও বিচারবুদ্ধির আলোকে সাজা বলবৎ করেন।
ক. রাষ্ট্রীয় কাজে সবার অংশগ্রহণের সুযোগ থাকা কোন ধরনের সাম্য?
খ. স্বাধীনতার বিভিনড়ব রূপ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে আইনের কোন ধরনের উৎসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত উৎসগুলোই কি আইন তৈরির জন্য যথেষ্ট? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৩। দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ‘ক’ এর প্রতিবেশী রাষ্ট্র ‘খ’। ‘ক’ রাষ্ট্রের ২৮টি অঙ্গরাজ্য রয়েছে। অন্যদিকে, ‘খ’ দেশটির কোনো অঙ্গরাজ্য নেই। দেশটি একটি মাত্র সরকারই সারাদেশ পরিচালনা করে। উক্ত দেশটি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটি উন্নয়নশীল দেশ।
ক. একনায়কতন্ত্রের মূল আদর্শ কী?
খ. গণতন্ত্র সফল করার উপায় ব্যাখ্যা কর।
গ. ‘ক’ রাষ্ট্রটি কোন ধরনের রাষ্ট্রব্যবস্থা? এর বৈশিষ্ট্য উপস্থাপন কর।
ঘ. উদ্দীপকের ‘খ’ রাষ্ট্রটিতে একটি মাত্র সরকারই সারাদেশ পরিচালনা করে- উক্তিটি ব্যাখ্যা কর।
৪। একই ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক ক্ষমতা এবং ধর্মীয় নিরপেক্ষতার ভিত্তিতে ‘ক’ রাষ্ট্রের সংবিধান রচনা করা হলো। এ রাষ্ট্রের সংবিধানে রাষ্ট্রের সকল কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। উক্ত রাষ্ট্রের আইনসভায় কোনো বিল পাসের ব্যাপারে আইনসভার মোট ২১০ জন সদস্যের মধ্যে ১৪০ জনের সম্মতি না থাকায় বিলটি বাতিল হয়ে যায়।
ক. ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন যে অধিকার সনদ প্রণয়ন করেছিলেন তার নাম কী?
খ. সংবিধান প্রণয়ন প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
গ. সংশোধনের ভিত্তিতে ‘ক’ রাষ্ট্রের সংবিধান কোন শ্রেণির? ব্যাখ্যা কর।
ঘ. ‘ক’ রাষ্ট্রের সংবিধানে বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যের প্রতিফলন লক্ষ
করা যায় – বিশ্লেষণ কর।
৫। ‘ক’ পরিবার একটি যৌথ পরিবার। এ পরিবারের প্রধান হলেন ‘ক’ এর দাদা ‘খ’। তাকে সবাই সম্মান এবং শ্রদ্ধা করেন। কিন্তু তাদের পরিবারের সকল কার্যাবলি পরিচালনা করেন তার বাবা ‘গ’। তার আদেশেই পরিবারের সদস্যরা তাদের কার্যাবলি সম্পাদন করে থাকেন।
ক. বাংলাদেশের প্রম সরকার গঠিত হয় কত তারিখে?
খ. বাংলাদেশের প্রকৃত শাসক কে এবং কেন? ব্যাখ্যা কর।
গ. ‘ক’ এর দাদা বাংলাদেশ সরকার ব্যবস্থার কার প্রতিনিধিত্ব করছে? তার স্বরূপ তুলে ধর।
ঘ. ‘ক’ দের পরিবারটি বাংলাদেশের শাসন বিভাগের প্রতিচ্ছবি- বিশ্লেষণ কর।
৬। আকলিমার বয়স ১৯ বছর। সে বাংলাদেশের নাগরিক। এ বছর সে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে। বাংলাদেশের প্রচলিত নির্বাচন পদ্ধতি অনুসারে সে ভোট দেবে।
ক. নির্বাচন কী?
খ. ইউনিয়ন পরিষদের গঠন লেখ।
গ. উদ্দীপকের আকলিমা কোন পদ্ধতিতে ভোট দিতে পারে- ব্যাখ্যা কর।
ঘ. পৃথিবীর বিভিন্ন দেশের ভোটদান পদ্ধতির সাথে উদ্দীপকের ভোটদান
পদ্ধতির তুলনামূলক আলোচনা কর।
৭। বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি আরেকটি সরকারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনস্বীকার্য। এটি সরকারের পরোক্ষ ‘নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক জনপ্রতিনিধি কর্তৃক পরিচালিত হয়। শাসন ব্যবস্থাটি গ্রাম ও শহরের নেতৃত্ব ও নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় শাসনের পাশাপাশি এর প্রয়োজনীয়তা শুধু বহুমুখী নয়, সুদূরপ্রসারীও।
ক. বর্তমানে বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
খ. ‘স্থানীয় শাসন গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় অপরিহার্য অংশ’ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত শাসন ব্যবস্থায় কীভাবে নেতৃত্বের বিকাশ ঘটে?
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত শাসনের প্রয়োজনীয়তা শুধু বহুমুখী নয়, সুদূরপ্রসারীও’ উক্তিটি বিশ্লেষণ কর।
৮। রাসেলের কোনো অক্ষর জ্ঞান নেই। নিজের কর্মফলকে সে ভাগ্যের হাতে ছেড়ে দেয়। চিন্তা ও মূল্যবোধের অভাবে সে আত্মসচেতন হতে পারে না। তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত সংকীর্ণ।
ক. খাদ্য নিরাপত্তা বলতে কয়টি বিষয়কে বোঝায়?
খ. রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে কী বোঝ?
গ. রাসেল কোন ধরনের সমস্যায় আক্রান্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানের উপায়গুলো বিশ্লেষণ কর।
৯। সুমার বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান শিক্ষক বলেন, আজকের দিনটি আমাদের অনেক ত্যাগের ফল। বহু রক্তের বিনিময়ে সৃষ্টি হয়েছে বাংলাদেশে। তিনি মুক্তিযুদ্ধের সংগঠন ও পরিচালনা নিয়েও আলোচনা করেন। তিনি বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। যে আদর্শ ও চেতনা নিয়ে তারা যুদ্ধে নেমেছিল তার পরিপূর্ণতা আমাদের সংবিধান দিয়েছে।
ক. অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খ. ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
গ. মুক্তিযুদ্ধে অস্থায়ী সরকারের ভূমিকা কী ছিল বর্ণনা কর।
ঘ. “যে আদর্শ ও চেতনা নিয়ে তারা যুদ্ধে নেমেছিল তার পরিপূর্ণতা আমাদের সংবিধান দিয়েছে” বক্তব্যটি বিশ্লেষণ কর।
১০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে বিশ্ব নেতৃবৃন্দ শংকিত ও হতবাক হয়ে যান। তারা একমত ও একজোট হয়ে যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিশ্ব সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মহাসচিব বলা হয়। কার্যত মুক্তিযুদ্ধের সময় থেকেই সংগঠনটির সাথে বাংলাদেশের গভীর ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।
ক. OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
খ. সার্কের গঠন বর্ণনা কর।
গ. উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংগঠনের কথা বলা হয়েছে? সংগঠনটির মহাসচিবের দায়িত্ব বর্ণনা কর।
ঘ. উক্ত সংগঠনটির সাথে বাংলাদেশের সম্পর্ক মূল্যায়ন কর।
১১। লুবনা সামান্য চায়ের দোকানদার। তার পরিবারে স্ত্রী সন্তান ছাড়াও রয়েছে মা-বাবা ভাই-বোন। সন্তানদের লেখাপড়া চালাতে তাকে বেগ পেতে হচ্ছে। লুবনার বন্ধু জবা সরকারি চাকরি পেয়ে গ্রাম ছেড়ে শহরে গিয়ে একমাত্র সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করছে।
ক. পরিবার কী?
খ. ‘পরিবার একটি সামাজিক প্রতিষ্ঠান’ কথাটি বুঝিয়ে লেখ।
গ. লুবনা কোন ধরনের পরিবারের সদস্য তা ব্যাখ্যা কর।
ঘ. লুবনা ও জবার পরিবারের কাঠামোগত পার্থক্য বিশ্লেষণ কর- কার পরিবার তোমার কাছে বেশি পছন্দনীয় মতামত দাও।
১২। সুমন দুই বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। তারপর সে সরকারের কাছে তার নাগরিকতার জন্য আবেদন করে এবং কিছু শর্তসাপেক্ষে সে নাগরিকতা পেয়ে যায়। এর কিছুদিন পর সে সেখানে বিয়ে করে এবং সেখানে তাদের একটি সন্তান হয়। তার সন্তানটিও ওই দেশের নাগরিকত্ব পায়।
ক. নাগরিকতা কী?
খ. বুদ্ধিমান নাগরিককে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?
গ. সুমন ও তার সন্তানের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা কর।
ঘ. সুমনের সন্তানটি বাংলাদেশের নাগরিকত্ব পাবে কি না? মতামত দাও।
১৩। রাব্বি পৌরনীতি বিষয়ক একটি বইয়ে পড়ল যে সমাজে সবার সমান মর্যাদা। জাতি, ধমর্- বর্ণ ইত্যাদি নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সবার সমান সুযোগ-সুবিধার প্রয়োজন হয়। এ সুযোগ-সুবিধার মধ্যে মতামত প্রকাশ, ভোট দেওয়া, বৈধ পেশা, ন্যায্য মজুরি পাওনা অন্যতম।
ক. সাম্যের অর্থ কী?
খ. আইন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত বিষয়টি পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. সাম্য ও স্বাধীনতা পরস্পর পরিপূরক। যাচাই কর।
১৪। ‘ক’ নামক দেশে একটি মাত্র রাজনৈতিক দল ব্যতীত অন্য সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। রাজনৈতিক দলের প্রধান হিসাবে জনাব ‘খ’ দেশের রাষ্ট্রপ্রধান এবং তিনিই সকল ক্ষমতার উৎস।
ক. সংসদীয় সরকারের প্রধান কে?
খ. কল্যাণমূলক রাষ্ট্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন ধরনের শাসনব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসনব্যবস্থায় অনেক দোষত্রুটি রয়েছে- কথাটি বিশ্লেষণ কর। ৪
১৫। বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। দুষ্পরিবর্তনীয় এ সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি। নাগরিকদের মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। সংসদীয় পদ্ধতির সরকার, এক কক্ষবিশিষ্ট আইনসভা, বিচার বিভাগের স্বাধীনতা প্রভৃতি বাংলাদেশ সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
ক. বাংলাদেশের সংবিধানের কতটি অনুচ্ছেদ রয়েছে?
খ. বাংলাদেশের সংবিধান কীভাবে সংশোধন করা যায়?
গ. সংবিধানে উল্লিখিত মূলনীতিগুলো ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান? যুক্তি দাও।
১৬। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ‘ক’ ও ‘খ’ ব্যক্তি ঢাকার একটি আসন থেকে প্রতিযোগিতা করেন। তারা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেন। এছাড়াও নির্বাচনি এলাকার বিভিনড়ব স্থানে মিটিং-মিছিল কর্মসূচি পালন করেন। নির্বাচনে ভোটারগণ ‘খ’ ব্যক্তিকে সৎ ও যোগ্য মনে করে ভোট দিয়ে জয়যুক্ত করেন।
ক. বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?
খ. গণতন্ত্রে রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা কী? ব্যাখ্যা কর।
গ. ‘খ’ ব্যক্তি কোন পদ্ধতিতে নির্বাচিত হন? ব্যাখ্যা কর
ঘ. নির্বাচনে ‘ক’ ও ‘খ’ ব্যক্তির কাজগুলোর মধ্য দিয়ে রাজনৈতিক দলের একটি অন্যতম
কাজের প্রতিফলন ঘটেছে- উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।
১৭। রামীম এমন একটি স্থানীয় সরকারের অধীনে বাস করে যা শহরে অবস্থিত। সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা তার সদস্যসংখ্যা নির্ধারিত। এর রয়েছে কতকগুলো আয়ের উৎস। এটি জনকল্যাণে বহুবিধ কার্যাবলি সম্পাদন করে।
ক. স্থানীয় সরকারের রূপ কয়টি?
খ. স্থানীয় সরকারের গুরুত্ব লেখ।
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির আয়ের উৎসগুলো চিহ্নিত কর।
ঘ. জনকল্যাণে উক্ত সরকার বহুবিধ কার্যাবলি সম্পাদন করে।
১৮। রহিমের পরিবারে লোকসংখ্যা বেশি। সে ভূমিহীন কৃষক। তার সামান্য আয় দিয়ে পরিবারের সদস্যদের খাবার যোগাড় করতে পারে না। তারা দৈনিক গড়ে ৮০০ কিলোক্যালরি খাদ্য জনপ্রতি গ্রহণ করতে পারে না।
ক. বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
খ. জনসংখ্যা সমস্যা কী? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের রহিমের পরিবারের খাদ্য পরিস্থিতি ব্যাখ্যা করে।
ঘ. বাংলাদেশে রহিমের মতো পরিবারগুলোর খাদ্যের এরূপ অবস্থার কারণ বিশ্লেষণ কর।
১৯। কৌশিক রিকশায় চড়ে ঢাকা মেডিকেল কলেজ এলাকা দিয়ে যাচ্ছিল। সে দেখল, সেখানে মানুষ দলে দলে ফুল দিয়ে শহিদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে। একজন ঘোষক মাইকে বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন ‘এ আন্দোলন বাংলার পরবর্তী আন্দোলনগুলোর পথপ্রদর্শক।’
ক. কে পাকিস্তানের গণপরিষদে বাংলাকে পরিষদের ব্যাবহারিক ভাষা হিসেবে গ্রহণের দাবি জানান?
খ. মুজিবনগর সরকার কী? ব্যাখ্যা কর।
গ. কৌশিকের দেখা ঘটনাটি বাংলার কোন আন্দোলনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ঘোষকের বক্তব্যটি বিশ্লেষণ কর।
২০। সুদান ও দারকুর মধ্যে দীর্ঘদিন বিবাদ ও সংঘর্ষ চলে আসছিল। বিবাদ মীমাংসায় একটি বিশ্বসংস্থা এগিয়ে আসে এবং গণভোটের আয়োজন করে। বিভিন্ন শাখার সমন্বয়ে প্রতিষ্ঠিত এ বিশ্ব সংস্থাটি বিশ্ব রক্ষায় মহান দায়িত্ব পালন করে যাচ্ছে।
ক. SAARC এর পূর্ণরূপ কী?
খ. নিরাপত্তা পরিষদের গঠন ব্যাখ্যা কর।
গ. সুদান ও দারকুরের মধ্যে বিবাদ মীমাংসায় বিশ্ব সংস্থাটির কোন শাখা কাজ করে? তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখে যাচ্ছে- বক্তব্যটি বিশ্লেষণ কর।
এসএসসি শিক্ষার্থীরা পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এ সৃজনশীল প্রশ্নগুলো অনুসরণ করো। আমরা আছি ইউটিউবেও। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post